অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


কে বাঁচায় কে বাঁচে MCQ প্রশ্ন ও উত্তর - Ke Banchay Ke Banche MCQ Question Answer

কে বাঁচায় কে বাঁচে MCQ প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Ke Banchay Ke Banche MCQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কে বাঁচায় কে বাঁচে MCQ প্রশ্ন ও উত্তর PDF

কে বাঁচায় কে বাঁচে MCQ প্রশ্ন ও উত্তর - Ke Banchay Ke Banche MCQ Question Answer

নিচে কে বাঁচায় কে বাঁচে MCQ প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Ke Banchay Ke Banche MCQ Question Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।


কে বাঁচায় কে বাঁচে - মানিক বন্দ্যোপাধ্যায়


প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়েরকে বাঁচায় কে বাঁচে’ গল্পটি প্রথম প্রকাশিত হয় পরিমল গােস্বামী সম্পাদিত 'মহামন্বন্তর' গ্রন্থে। প্রকাশকাল মার্চ, ১৯৪৪ খ্রিস্টাব্দ। পরে গল্পটি 'মানিক গ্রন্থাবলি'-র দ্বাদশ খণ্ডে 'সংকলিত গল্প' বিভাগে স্থান পায়। আলোচ্য পোস্টে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্পের গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।


কে বাঁচায় কে বাঁচে MCQ প্রশ্ন ও উত্তর - Ke Banchay Ke Banche MCQ Question Answer


1. ’ কে বাঁচায়,কে বাঁচে ‘ গল্পের প্রেক্ষাপট হলো –

(ক)১৯৪৩- এর মন্বন্তর 

(খ) ভারত ছাড়ো আন্দোলন 

(গ) ৭৬ এর মন্বন্তর 

(ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ

Ans. (ক)১৯৪৩- এর মন্বন্তর


2. মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখার জন্য টুনুর মা কার কাছে। কাতর অনুরোধ করেন ?

(ক) প্রতিবেশীর কাছে 

(খ) নিখিলের কাছে 

(গ) অফিসের বড়োবাবুর কাছে 

(ঘ) ডাক্তারের কাছে

Ans. (খ) নিখিলের কাছে


3. মৃত্যুঞ্জয় নিখিলের থেকে পঞ্চাশ টাকা বেশি মাইনে পেত।কারণ—

(ক) মৃত্যুঞ্জয় এর চাকরি বেশি দিনের 

(খ) মৃত্যুঞ্জয় ওপরওয়ালার প্রিয়পাত্র ছিল 

(গ) মৃত্যুঞ্জয় অফিস এ বাড়তি দায়িত্ব পালন করতো 

(ঘ) মৃত্যুঞ্জয় এর বয়স বেশি ছিল

Ans. (গ) মৃত্যুঞ্জয় অফিস এ বাড়তি দায়িত্ব পালন করতো 


4. মৃত্যুঞ্জয় রোজ অফিসে যায়—

(ক) বাসে করে 

(খ) ট্রামে চেপে 

(গ) পায়ে হেঁটে 

(ঘ) নিজের গাড়িতে

Ans. (খ) ট্রামে চেপে


5. ”মৃত্যুঞ্জয় এর রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো …. ।”—নিখিল অনুমান করলো —

(ক) তার শরীর ভালো নেই 

(খ) বড়ো একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে 

(গ) তার মন ভালো নেই 

(ঘ) তার উপর সে রাগ করে আছে

Ans. (খ) বড়ো একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে।


6. মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা করে—

(ক) মৃত্যুঞ্জয় নিজে 

(খ) তার ভাই ও চাকর 

(গ) টুনুর মা 

(ঘ) মৃত্যুঞ্জয় ও তার চাকর

Ans. (খ) তার ভাই ও চাকর


7. ফুটপাথে ব্যক্তিটির মৃত্যুর কারণ—

(ক) রোগ 

(খ) দুর্ঘটনা 

(গ) খাদ্যে বিষক্রিয়া 

(ঘ) অনাহার

Ans. (ঘ) অনাহার


8. নিখিল দেখেছিলো যে মৃত্যুঞ্জয় শার্সিতে আটকানো মৌমাছির মতো —

(ক) উড়ে বেড়াচ্ছে 

(খ) মধু খাচ্ছে 

(গ) গুনগুন করছে 

(ঘ) মাথা খুঁড়ছে

Ans. (ঘ) মাথা খুঁড়ছে


9. মৃত্যুঞ্জয় অফিসে ঠিকমতো না এসে কোথায় যায়?

(ক) বাজারে 

(খ) আত্মীয়ের বাড়িতে 

(গ) নিজের। বাড়িতে 

(ঘ) শহরের ফুটপাথে ঘুরে বেড়ায়

Ans. (ঘ) শহরের ফুটপাথে ঘুরে বেড়ায়


10. মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে—

(ক) দশ জন লোক 

(খ) পাঁচ জন লোক 

(গ) সাত জন লোক 

(ঘ) ন’জন লোক

Ans. (ঘ) ন’জন লোক


11. “গাঁ থেকে এইচি। খেতে পাই নে বাবা। আমায় খেতে দাও।” কথাগুলো বলেছে

(ক) টুনুর মা 

(খ) মৃত্যুঞ্জয় 

(গ) নিখিল 

(ঘ) মৃত্যুঞ্জয়ের ছেলে-মেয়েরা

Ans. (খ) মৃত্যুঞ্জয়


12. ”নিখিল সন্তর্পনে প্রশ্ন করলো।”— প্রশ্নটি ছিল —

(ক) তোমার কি হল ? 

(খ) কি হল তোমার ? 

(গ) কি হল হে তোমার ? 

(ঘ) কি হয়েছে তোমার ?

Ans. (গ) কি হল হে তোমার ?


13. নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু

(ক) আলসে প্রকৃতির লোক 

(খ) সাহসী প্রকৃতির লোক 

(গ) ভীরু প্রকৃতির লোক 

(ঘ) চালাক প্রকৃতির লোক

Ans. (ক) আলসে প্রকৃতির লোক


14. সেদিন কোথায় যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখে ? 

(ক) বাজার। 

(খ) নিখিলদের বাড়ি 

(গ) অফিস 

(ঘ) বাড়ি ফেরার পথে।

Ans. (গ) অফিস।


15. নিখিল কার কাছে মাঝে মাঝে কাবু হয়ে যায় ?

(ক) মৃত্যুঞ্জয়ের কাছে 

(খ) অফিসের অন্যান্যদের কাছে 

(গ) তার স্ত্রীর কাছে 

(ঘ) অফিসের বড়োবাবুর কাছে

Ans. (ক) মৃত্যুঞ্জয়ের কাছে


16. “ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না”- কার। প্রয়োজন হয় না ?

(ক) নিখিলের 

(খ) টুনুর মা 

(গ) মৃত্যুঞ্জয়ের 

(ঘ) টুনুর

Ans. (গ) মৃত্যুঞ্জয়ের


17. নিখিল অবসর জীবন কীভাবে কাটাতে চায়?

(ক) দুস্থ মানুষের সেবা করে 

(খ) দেশ-বিদেশ ভ্রমণ করে 

(গ) গান শুনে ও নাটক দেখে 

(ঘ) বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে

Ans. (ঘ) বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে


18. মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন

(ক) পরিচ্ছন্ন হয়েছে 

(খ) ছিড়ে গেছে 

(গ) অদৃশ্য হয়েছে 

(ঘ) নতুন হয়েছে।

Ans. (গ) অদৃশ্য হয়েছে


19. ‘গ্রুয়েল’ কথাটির অর্থ হলো—

(ক) এক ধরনের টনিক 

(খ) ভাতের ফ্যান

(গ) ফলের সরবত

(ঘ) সুস্বাদু খাবার

Ans. (খ) ভাতের ফ্যান


20. মৃত্যুঞ্জয়ের প্রকৃত বন্ধুর নাম হলো—

(ক) কৈলাস 

(খ) মানিক 

(গ) নিখিল 

(ঘ) সুব্রত

Ans. (গ) নিখিল


21. “কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। কারণ—

(ক) অফিসে কাজের প্রবল চাপ ছিল 

(খ) প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল 

(গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল 

(ঘ) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল

Ans. (গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল


22. ”অন্য সকলের মতো মৃত্যুঞ্জয় কে সেও খুব পছন্দ করে”— সে কে —

(ক) তার অফিস এর বস 

(খ) নিখিল

(গ) টুনুর মা 

(ঘ) টুনু

Ans (খ) নিখিল


23. ফুটপাথে ব্যক্তিটির মৃত্যুর কারণ— 

(ক) রােগ 

(খ) দুর্ঘটনা। 

(গ) খাদ্যে বিষক্রিয়া। 

(ঘ) অনাহার। 

Ans. (ঘ) অনাহার।


24. সেদিন কোথায় যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখে ? 

(ক) বাজার। 

(খ) নিখিলদের বাড়ি 

(গ) অফিস 

(ঘ) বাড়ি ফেরার পথে।

Ans. (গ) অফিস।


25. মৃত্যুঞ্জয়ের প্রকৃত বন্ধুর নাম হলাে— 

(ক)  কৈলাস। 

(খ) মানিক 

(গ) নিখিল 

(ঘ) সুব্রত। 

Ans. (গ) নিখিল।


26. ”যথেষ্ট রিলিফ ওয়ার্ক”—না হওয়ার কারণ —

(ক) টাকার অভাব 

(খ) লোকের অভাব 

(গ)সদিচ্ছার অভাব

(ঘ) পরিকল্পনার অভাব

Ans. (খ) লোকের অভাব 


Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.