ভাত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Bhat Short Type Question and Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভাত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF.
নিচে ভাত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভাত Bhat Short Type Question and Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
ভাত - মহাশ্বেতা দেবী
‘ভাত’ গল্পটি প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ‘শ্রেষ্ঠ গল্প সংকলন’ থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পের গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
ভাত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - Bhat Short Type Question and Answer
প্রশ্ন ১। ভাত খাবে কাজ কৱবে’-এ কথা কে বললে?
উ: ভাত খাবে কাজ করবে’ এ কথা বললে বামুনঠাকুর।
প্রশ্ন ২। কাৱ নিয়মে এ সংসাৱে সবকিছুই চলে?
উ: বড়াে পিসির নিয়মে এ সংসারে সবকিছুই চলে।
প্রশ্ন ৩।বড়াে পিসির বিয়ে নিয়ে কাৱা কী বলে?
উ: বড় পিসির বিয়ে নিয়ে বড়ােবাড়ির লােকেরা বলে, তাঁর বিয়ে হয়েছে ঠাকুরের সঙ্গে।
প্রশ্ন ৪। আজকাল বড়াে পিসির কথায় যেন কী থাকে?
উ: আজকাল বড়াে পিসির কথায় কেমন যেন একটা ঠেস থাকে।
প্রশ্ন ৫। মেজোবউ উনান পাড়ে বসেছে কেন?
উ: শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যাচ্ছে, তাই মাছভাত বেঁধেবেড়ে তাকে খাওয়ানাে তার কাজ।
প্রশ্ন ৬। ছেলেদেৱ কেন চাকরি করা হয়ে ওঠেনি?
উ: ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা ঘুম থেকে ওঠে বেলা এগারােটায়।
প্রশ্ন ৭। শ্বশুৱ বড়াে বউয়ের কাছে কীসেৱ মতাে?
উ: শশুর বড়াে বউয়ের কাছে ঠাকুরদেবতার মতাে।
প্রশ্ন ৮।যজ্ঞি-হােমের জন্য কী কী কাঠ কত পরিমাণ করে?
উ: যজ্ঞি-হােমের জন্য বেল, ক্যাওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ আধমন করে।
প্রশ্ন ৯। তান্ত্রিক বাড়ির বুড়াে কর্তাৱ প্রাণটুকু কীভাবে ধরে রাখবেন?
উ: তান্ত্রিক হােম করে বাড়ির বুড়াে কর্তার প্রাণটুকু ওই হাত-আরশিতে ধরে রাখবেন।
প্রশ্ন ১০।বাড়ির ছেলেবাবুদেৱ কার জন্যে কী চালের ভাত রান্না হয়?
উ: বাড়িতে ভাত রান্না হয় বড়ােবাবুর জন্য কনকপানি চাল, মেজো ও ছােটোবাবুর জন্য পদ্মজালি চাল।
প্রশ্ন ১১। উৎসব লােকটি কী নামে পরিচিত?
উ: উৎসব লােকটি উচ্ছব নাইয়া নামে পরিচিত।
প্রশ্ন ১২। ঝড়-জলে মাতলাৱ গর্ভে যা গেছে তার খোঁজে উচ্ছব পাগল থাকায় তাৱ কী খাওয়া হয়নি?
উ: তার খাওয়া হয়নি ত্রাণের বিলি করা রান্না খিচুড়ি।
প্রশ্ন ১৩। অ উচ্ছব, মনিবের ধান যায় তাে তুই কাদিস কেন?—তাৱ জবাবে উচ্ছব কী বলে?
উ: জবাবে উচ্ছব বলে যে, লক্ষ্মী আসতে না আসতে ভাসান যাচ্ছে, সে এতটুকু কাঁদবে না !
প্রশ্ন ১৪। যে বাদায় উচ্ছবের বাস, সেখানে কী মেলে?
উ: যে বাদায় উচ্ছবের বাস সেখানে মেলে শুধু গুগলি, গেঁড়ি, কচুশাক আর সুসনি শাক।
প্রশ্ন ১৫। উচ্ছবেৱ উপােস শুরু কবে থেকে?
উ: যবে থেকে পােকায় ধান নষ্ট করে, সেই থেকে উচ্ছবের আধপেটা, সিকিপেটা উপােস শুরু।
প্রশ্ন ১৬। বাসিনী ভাতেৱ ভাৱী ডেকচিটা ধৱতে বলায় উচ্ছব কী বলে ও কী ভাবে?
উ: উচ্ছব বলে, এই যে ধরি এবং উচ্ছবের মাথায় তখন বুদ্ধি স্থির, সে জানে, সে কী করবে।
প্রশ্ন ১৭। বাসিনী থমকে দাঁড়ায় কেন?
উ: ভাত খেতে নিষেধ করায় উচ্ছবের চোখ বাদার কামটের মতাে হিংস্র, দাঁতগুলির মধ্যে কামটের হিংস্র ভঙ্গি, তা দেখে বাসিনী থমকে দাঁড়ায়।
প্রশ্ন ১৮। উচ্ছবের আসল বাদাটাৱ খোঁজ করা হয় না কেন?
উ: উচ্ছব বড়ােবাড়ির লােকের হাতে ধরা পড়ে এবং তাকে মারতে মারতে থানায় দেওয়া হয়, সেজন্য আসল বাদার খোঁজ তার নেওয়া হয় না।
প্রশ্ন ১৯। পাঠ্যাংশে বর্ণিত ‘ভাত’ গল্পে ‘বাদা’ বলতে কীরূপ অঞ্চলকে বােঝায়?
উ: পাঠ্যাংশে বর্ণিত ভাত’ গল্পে ‘বাদা’ বলতে মূলত কৃষিজ অঞ্চলকে বােঝায়।
প্রশ্ন ২০। উচ্ছবেৱ কুঁড়েঘরখানা কী করে ভেঙে যায়?
উ: মাতলার উপচে আসা দুরন্ত জলের টানে উচ্ছবের কুঁড়েঘরখানা ভেঙে যায়।
প্রশ্ন ২১। তাস পিটানাে ছেলেগুলি অস্বস্তিতে পড়ে।’-কেন ছেলেগুলি অস্বস্তিত পড়েছিল?
উ: ঝড়ে-জলে উচ্ছবের সর্বনাশ হয়েছে, তার মানুষও ভেসে গেছে, সেজন্য সে কাঁদছে। কান্নার এই কারণ শুনে তাস পিটানাে ছেলেগুলি অস্বস্তিতে পড়ে।
প্রশ্ন ২২। এসব কথা শুনে উচ্ছব বুকে বল পায়।”—কোন্ কথা শুনে ‘উচ্ছব’ বুকে বল পায়?
উ: মেজোবউ জানতে চায় বাসিনী খাবার ঘর মুছেছে কিনা, কারণ মাছের সব রান্না শেষ হয়েছে, ঘরে তুলতে হবে। শুনে উচ্ছব বুকে বল পায়।
প্রশ্ন ২৩।ওই পাঁচ ভাগে ভাত হয়?—পাঁচ ভাগের নাম কী?
উ: পাঁচভাগে ভাতের নাম-ঝিঙেশাল, রামশাল, কনকপানি, পদ্মজালি ও মােটা সাপ্টা।
প্রশ্ন ২৪। ঝিঙেশাল চাল এবং মশাল চাল কী কী দিয়ে খায়?
উ: ঝিঙেশাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে এবং রামশাল চালের ভাত মাছের সঙ্গে খায়।
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box