ভারতবর্ষ MCQ প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Bharatvarsha MCQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতবর্ষ MCQ প্রশ্ন ও উত্তর PDF.
নিচে ভারতবর্ষ MCQ প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Bharatvarsha MCQ Question Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
ভারতবর্ষ - সৈয়দ মুস্তাফা সিরাজ
‘ভারতবর্ষ’ গল্পটি প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ‘পঞ্চাশটি গল্পের সংকলন’ থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পের গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
ভারতবর্ষ MCQ প্রশ্ন ও উত্তর - Bharatvarsha MCQ Question Answer
1. “ যবন নিধনে অবতীর্ণ হও মা ! ” একথা বলেছিল
(ক) ভট্টাচার্যমশাই
(খ) গাঁয়ের দারােগা
(গ) নিবারণ বাগদি
(ঘ) গাঁয়ের পুলিশ।
Ans. (ক) ভট্টাচার্যমশাই।
2. “ বুড়িমা ! তুমি মরনি ! ” বক্তা হলাে—
(ক) চৌকিদার
(খ) গাঁয়ের দারােগা
(গ) নিবারণ বাগদি
(ঘ) গাঁয়ের পুলিশ।
Ans. (ক) চৌকিদার।
3. ডাকপুরুষের বচন অনুযায়ী সােমবারের পউষে বাদল কতদিন চলে ?
(ক) সাত দিন।
(খ) পাঁচ দিন।
(গ) তিন দিন
(ঘ) এক দিন।
Ans. (ঘ) এক দিন।
4. “ তােমাদের কত্তাবাবা টাটু ” – কাদের উদ্দেশে এই কথা বলেছিল ?
(ক) মুসলমানদের
(খ) হিন্দুদের
(গ) যুবকদের
(ঘ) দেশের।
Ans. (গ) যুবকদের।
5. “ মাথার ওপর আর কোনাে শালা নেই রে— কেউ নেই ” — কথাটি বলেছিল—
(ক) গ্রামের কোনাে যুবক চাষি
(খ) গ্রামের মােড়লেরা
(গ) গ্রামের এক গণমান্য চাষি।
(ঘ) এক ভবঘুরে
Ans. (ক) গ্রামের কোনাে যুবক চাষি।
6. থুথ্থুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো—
(ক) তুলোর কম্বল
(খ) ছেড়া কাপড়
(গ) নোংরা চাদর
(ঘ) দামি শাল
Ans. (ক) তুলোর কম্বল
7. “জোর কথা কাটাকাটি চলে” – চায়ের দোকানে এর ফলে কী হয়?
(ক) চা বিক্রি বাড়ে
(খ) ঝগড়া হয়
(গ) সময় কাটে
(ঘ) বিরক্তি লাগে
Ans. (ক) চা বিক্রি বাড়ে
8. “হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।” দৃশ্যটি হলো-
(ক) হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে
(খ) হেঁটে হেঁটে বুড়ি এদিকেই আসছে
(গ) বুড়ি মারা গেছে বলে সকলে কাদছে
(ঘ) মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে
Ans. (ঘ) মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে
9. ডাকপুরুষের বচন অনুযায়ী সোমবারের পউষে বাদল কতদিন চলে ?
(ক) সাত দিন
(খ) পাঁচ দিন
(গ) তিন দিন
(ঘ) এক দিন
Ans. (ঘ) এক দিন
10. বুড়িকে নদীতে ফেলে দিতে কে বলেছিল?
(ক) চৌকিদার
(খ) জগা
(গ) ভটচাযমশাই
(ঘ) মোল্লা
Ans. (ক) চৌকিদার
11. “চোখের মাথা খেয়েছিস মিনষেরা”- কার উক্তি ?
(ক)মোল্লার
(খ)ভট্টাচার্যমশায়ের
(গ) বুড়ির
(ঘ) নাপিতের
Ans. (গ) বুড়ির
12. “তোমাদের কত্তাবাবা টাট্ট” – কাদের উদ্দেশে এই কথা বলেছিল ?
(ক) মুসলমানদের
(খ) হিন্দুদের
(গ) যুবকদের
(ঘ) দেশের
Ans. (গ) যুবকদের
13. “মাথার ওপর আর কোনো শালা নেই রে— কেউ নেই”- কথাটি বলেছিল
(ক) গ্রামের কোনো যুবক চাষি
(খ) গ্রামের মোড়লেরা
(গ) এক ভবঘুরে
(ঘ) গ্রামের এক গণমান্য চাষি
Ans. (ক) গ্রামের কোনো যুবক চাষি
14. “আমি স্বকর্ণে শুনেছি, বুড়ি লা ইলাহা বলেছে।” কথাটি বলেছিল–
(ক) করিম ফরাজি
(খ) মোল্লা সাহেব
(গ) ফজলু শেখ
(ঘ) মৌলবি সাহেব
Ans. (গ) ফজলু শেখ
15. “যবন নিধনে অবতীর্ণ হও মা!” একথা বলেছিল—
(ক) ভট্টাচার্যৰ্মশাই
(খ) গাঁয়ের দারোগা
(গ) নিবারণ বাগদি
(ঘ) গাঁয়ের পুলিশ
Ans. (ক) ভট্টাচার্যৰ্মশাই
16. “বুড়িমা! তুমি মরনি!” বক্তা হলো—
(ক) চৌকিদার
(খ) গাঁয়ের দারোগা
(গ) নিবারণ বাগদি
(ঘ) গাঁয়ের পুলিশ
Ans. (ক) চৌকিদার
17. এ বারের বাদলা কী বারে লেগেছিল ?
(ক) সোমবারে
(খ) মঙ্গলবারে
(গ) বুধবারে
(ঘ) শনিবারে
Ans. (খ) মঙ্গলবারে
18. “পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে”–
(ক) একটি মিষ্টির দোকান
(গ) একটি শনিমন্দির
(ঘ) একটি চায়ের দোকান
Ans. (খ) একটি ছোট্ট বাজার
19. “তোর শতগুষ্টি মরুক”- উক্তিটি কার?
(ক) জগার
(খ) মোল্লার
(গ) নকড়ির
(ঘ) বুড়ির
Ans. (ঘ) বুড়ির
20. “এক সময় দাগি ডাকাত ছিল”– কে একসময় দাগি ডাকাত ছিল?
(ক) ফজলু শেখ
(খ) নিবারণ বাগদি
(গ) করিম ফরাজি
(ঘ) নকড়ি নাপিত
Ans. (খ) নিবারণ বাগদি
21. বুড়িকে ‘হরিবোল বলতে স্পষ্ট শুনেছে–
(ক) নিবারণ বাগদি
(খ) নকড়ি নাপিত
(গ) ভটচামশাই
(ঘ) ফজলু শেখ
Ans. (খ) নকড়ি নাপিত
22. “ আমি স্বকর্ণে শুনেছি , বুড়ি লা ইলাহা বলেছে। ” কথাটি বলেছিল-
(ক) করিম ফরাজি
(খ) মােল্লা সাহেব
(গ) ফজলু শেখ
(ঘ) মৌলবি সাহেব।
Ans. (গ) ফজলু শেখ।
23. এ বারের বাদলা কী বারে লেগেছিল ?
(ক) সােমবারে
(খ) মঙ্গলবারে
(গ) বুধবারে
(ঘ) শনিবারে।
Ans. (খ) মঙ্গলবারে।
24. “ পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে , সেখানেই গড়ে উঠেছে ”
(ক) একটি মিষ্টির দোকান
(খ) একটি ছােট্ট বাজার
(গ) একটি শনিমন্দির
(ঘ) একটি চায়ের দোকান।
Ans. (খ) একটি ছােট্ট বাজার।
25. তাের শতগুষ্টি মরুক ” – উক্তিটি কার ?
(ক) জগার
(খ) মােল্লার
(গ) নকড়ির
(ঘ) বুড়ির।
Ans. (ঘ) বুড়ির।
26. থুথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানাে—
(ক) তুলাের কম্বল
(খ) ছেড়া কাপড়
(গ) নােংরা চাদর
(ঘ) দামি শাল।
Ans. (ক) তুলাের কম্বল।
27. বুড়িকে নদীতে ফেলে দিতে কে বলেছিল ?
(ক) চৌকিদার
(খ) জগা
(গ) ভটচামশাই
(ঘ) মােল্লা।
Ans. (ক) চৌকিদার।
28. “ চোখের মাথা খেয়েছিস মিনষেরা ” – কার উক্তি ?
(ক) মােল্লার
(খ) ভটচামশায়ের
(গ) বুড়ির
(ঘ) নাপিতের।
Ans. (গ) বুড়ির।
29. “ জোর কথা কাটাকাটি চলে ”। – চায়ের দোকানে এর ফলে কী হয় ?
(ক) চা বিক্রি বাড়ে
(খ) ঝগড়া হয়
(গ) সময় কাটে
(ঘ) বিরক্তি লাগে।
Ans. (ক) চা বিক্রি বাড়ে।
30. “ হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। ” দৃশ্যটি হলাে-
(ক) হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে।
(খ) হেঁটে হেঁটে বুড়ি এদিকেই আসছে।
(গ) বুড়ি মারা গেছে বলে সকলে কাদছে।
(ঘ) মুসলমান পাড়ার লােকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে।
Ans. (ঘ) মুসলমান পাড়ার লােকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে।
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box