আমি দেখি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Aami Dekhi Short Type Question and Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমি দেখি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF.
নিচে আমি দেখি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Aami Dekhi Short Type Question and Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
আমি দেখি - শক্তি চট্টোপাধ্যায়
‘আমি দেখি’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায়ের ‘অঙ্গুরী তোর হিরণ্যজল’ কাব্যগ্রন্থ থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
আমি দেখি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - Aami Dekhi Short Type Question and Answer
প্রশ্নঃ ‘আমি দেখি’ কবিতায় কবি গাছগুলো তুলে এনে কোথায় বসাতে বলেছেন?
উত্তরঃ ‘আমি দেখি’ কবিতায় কবি গাছগুলো তুলে এনে বাগানে বসাতে বলেছেন।
প্রশ্নঃ গাছগুলো কবি বাগানে বসাতে বলেছেন কেন?
উত্তরঃ কবি কেবল গাছ দেখতে চান। তাই তিনি গাছগুলো তুলে এনে বাগানে বসাতে বলেছেন।
প্রশ্নঃ ‘বহুদিন জঙ্গলে যাইনি’—জঙ্গলে না যাওয়ার গেলে কি হয়েছে?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফলে শহরে জীবনের আগ্রাসন এবং সবুজের ধ্বংসলীলা ও বিপন্নতা দেখেছেন।
প্রশ্নঃ ‘বহুদিন শহরেই আছি’—শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন?
উত্তরঃ ‘আমি দেখি’ কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় উপলব্ধি করেছেন যে তাঁর শহরের অসুখ সবুজকে গ্রাস করে। তাই রোগাক্রান্ত শহরে সবুজ গাছের ভীষণ অভাব।
প্রশ্নঃ শহরের অসুখ কি খায়?
উত্তরঃ শহরের অসুখ হাঁ করে শুধু সবুজ খায়।
প্রশ্নঃ ‘সবুজের অনটন’ ঘটলে কী হবে?
উত্তরঃ সবুজের অনটন ঘটলে শহর ব্যাধিগ্রস্থ হবে। প্রাণবায়ুর অভাবে মানবসত্তা মৃতপ্রায় হয়ে পড়বে।
প্রশ্নঃ ‘তাই বলি’ —কী বলা হয়?
উত্তরঃ ‘আমি দেখি’ কবিতায় কবি গাছ তুলে এনে বাগানে বসানোর কথা বলেছেন।
প্রশ্নঃ ‘আমি দেখি’ —কবি কী দেখতে চান?
উত্তরঃ ‘আমি দেখি’ কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় বাগানে গাছ বসিয়ে সবুজ দেখতে চান।
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box