অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


আমি দেখি MCQ প্রশ্ন ও উত্তর - Aami Dekhi MCQ Question Answer

আমি দেখি MCQ প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় Aami Dekhi MCQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমি দেখি MCQ প্রশ্ন ও উত্তর PDF

আমি দেখি MCQ প্রশ্ন ও উত্তর - Aami Dekhi MCQ Question Answer

নিচে আমি দেখি MCQ প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Aami Dekhi MCQ Question Answer PDF পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।



আমি দেখি - শক্তি চট্টোপাধ্যায়


‘আমি দেখি’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায়ের ‘অঙ্গুরী তোর হিরণ্যজল’ কাব্যগ্রন্থ থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।


আমি দেখি MCQ প্রশ্ন ও উত্তর - Aami Dekhi MCQ Question Answer


১) ‘ আমি দেখি ' কবিতাটি কোন কাব্য থেকে গৃহীত -

ক) সােনার মাছি খুন করেছি’ 

খ) যেতে পারি কিন্তু কেন যাবাে’ 

গ) ‘অঙ্গুরী তাের হিরণ্য জল’ 

ঘ) হেমন্তের অরণ্যে আমি পােস্টম্যান’ 

Ans: গ) ‘অঙ্গুরী তাের হিরণ্য জল’ 


২) ‘ আমি দেখি ’ কবিতাটি প্রকাশের সময়কাল 

ক) ১৪০০ বঙ্গাব্দ 

খ) ১৩৮৭ বঙ্গাব্দ 

গ) ১৩৮৫ বঙ্গাব্দ 

ঘ) ১৪০১ বঙ্গাব্দ 

Ans: খ) ১৩৮৭ বঙ্গাব্দ


৩) ‘আমি দেখি’ কবিতায় কবি দেখেন 

ক) সবুজ রং 

খ) গাছ 

গ) লতাপাতা 

ঘ) বনজঙ্গল 

Ans: খ) গাছ 


৪) ‘ আমার দরকার ’ --- কী ? 

ক) একটি সবুজ বাগান ’ 

খ) একটি অরণ্য 

গ) শুধু গাছ দেখে যাওয়া 

ঘ) শুধু গাছ দেখা ’ 


Ans: ঘ) শুধু গাছ দেখা 


৫) 'গাছের সবুজটুকু '-- কী ?

ক) শরীরে প্রয়োজন 

খ) দেহে দরকার

গ) শরীরে দরকার

ঘ) শরীরে চাইছে 

Ans: গ) শরীরে দরকার


৬) সবুজের ভীষণ দরকার কেন ? 

ক) শরীরের জন্য

খ) চোখের জন্য

গ) আরোগ্যের জন্য

ঘ) শান্তির জন্য

Ans: গ) আরোগ্যের জন্য


৭) ‘ শহরের অসুখ হাঁ করে ’ — কী করে ? 

ক) সবুজ গ্রাস করে 

খ) সবুজ আশা করে 

গ) কেবল সবুজ খায় 

ঘ) সবুজ খেতে চায় 

Ans: গ) কেবল সবুজ খায় 


৮) “ হাঁ করে কেবল সবুজ খায় ” -কে ‘ হাঁ করে ’ সবুজ খায় ?

ক) শহরের মানুষ 

খ) গ্রামের মানুষ 

গ) গৃহপালিত পশু 

ঘ) শহরের অসুখ

Ans: ঘ) শহরের অসুখ


৯) “ সবুজের অনটন ঘটে ... 

ক) মরুভূমিতে 

খ) পাহাড়িয়া এলাকায় 

গ) শহরে 

ঘ) গ্রামে 

Ans: গ) শহরে 


১০) “ সবুজের অনটন ঘটে .. ” কী কারণে ? 

ক) অনাবৃষ্টির ফলে 

খ) শহরের অসুখ সবুজ খায় বলে 

গ) ঝড়ে গাছ পড়ে যাওয়ার ফলে 

ঘ) অভিজ্ঞ মালি নেই বলে 

Ans: খ) শহরের অসুখ সবুজ খায় বলে 


১১) “ সবুজের অনটন ঘটে ” — ‘ অনটন ’ শব্দের অর্থ -

ক) প্রাচুর্য 

খ) আত্যন্তিক 

গ) অত্যধিক 

ঘ) অভাব 

Ans: ঘ) অভাব


১২) “ তাই বলি ” — কবি কী বলেন ? 

ক) গাছ বাগানে বসাও 

খ) গাছ তুলে আনাে 

গ) গাছগুলো তুলে আনাে 

ঘ) দেহ চাই সবুজ বাগান

Ans: খ) গাছ তুলে আনাে


১৩) “ দেহ চায় ” — দেহ কী চায়? 

              অথবা , 

“ চোখ তাে সবুজ চায় ! / দেহ চায় ” — কী ? 

ক) সবুজ বাগান 

খ) সবুজ পাতা 

গ) সবুজ বন 

ঘ) সবুজ রং 

Ans: ক) সবুজ বাগান 


১৪)“ তাই বলি , গাছ তুলে আনাে ” —কবি গাছ বসাতে চান— 

ক) পথের ধারে 

খ) বাড়ির ছাদে 

গ) বাগানে 

ঘ) টবে

Ans: গ) বাগানে 


আমি দেখি কবিতার অতিরিক্ত MCQ


1. “আমার দরকার শুধু গাছ দেখা” – কেনো ?

(A) শরীরের প্রয়োজনে

(B) চোখের প্রয়োজনে 

(C) কবিতার প্রয়োজনে 

(D) বাগানের প্রয়োজনে 

Ans: (A) শরীরের প্রয়োজনে


2. “সবুজের ভীষণ দরকার” – কীসের জন্য ?

(A) সৌন্দর্যের জন্য

(B) পরিত্রাণের জন্য

(C) আরোগ্যের জন্য

(D) উৎসবের জন্য

Ans: (C) আরোগ্যের জন্য


3. “হাঁ করে কেবল সবুজ খায়” – কে হা করে সবুজ খায় ?

(A) শহরের মানুষ

(B) গ্রামের মানুষ

(C) গৃহপালিত পশু

(D) শহরের অসুখ

Ans: (D) শহরের অসুখ


4. “গাছ তুলে আনো বাগানে বসাও” – কারণ?

(A) মন সবুজ চাই

(B) দেহ সবুজ বাগান চাই 

(C) প্রাণ সবুজ বাগান চাই

(D) আত্মা সবুজ বাগান চাই

Ans: (B) দেহ সবুজ বাগান চাই


5. “বহুদিন জঙ্গলে কাটেনি দিন” – তার কারণ কী?

(A) দীর্ঘদিন বিদেশে ছিলেন

(B) দীর্ঘদিন শহরে ছিলেন

(C) দীর্ঘদিন অসুখ ছিলেন

(D) দীর্ঘদিন গ্রামে ছিলেন 

Ans: (B) দীর্ঘদিন শহরে ছিলেন


6. “শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়” – এখানে শহরের অসুখ হল – 

(A) নাগরিক কৃত্তিমতা 

(B) ম্যালেরিয়া

(C) ক্লিপটম্যানিয়া

(D) কলেরা

Ans: (A) নাগরিক কৃত্তিমতা 


Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.