ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF.
নিচে ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
প্রশ্নঃ গান্ধিজি সত্যাগ্রহ আন্দোলন প্রথম কোথা থেকে শুরু করেন?
উত্তরঃ সবরমতি আশ্রম থেকে।
প্রশ্নঃ মহারাষ্ট্রের প্রথম বিপ্লবীর নাম কী?
উত্তরঃ বাসুদেব বলবন্ত ফাদকে।
প্রশ্নঃ মাৎ সিনি কে?
উত্তরঃ ইটালির ঐক্য আন্দোলনের নেতা।
প্রশ্নঃ মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিস্থাতা কে?
উত্তরঃ চেল তা পতি চেটি।
প্রশ্নঃ মানবসেবার ধর্ম কে প্রচার করেন?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ
প্রশ্নঃ মার্গারেট নোবেল নামে কে পরিচিত?
উত্তরঃ ভগিনী নিবেদিতা।
প্রশ্নঃ মাষ্টার নামে কে পরিচিত?
উত্তরঃ সূর্য সেন।
প্রশ্নঃ মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৩৮ খ্রিঃ।
প্রশ্নঃ মিউনিখ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ইংল্যান্ড-ফ্রান্স-ইটালি-জার্মানি।
প্রশ্নঃ মিজো ন্যাশনাল ফ্রন্ট কে গঠন করেন?
উত্তর লাল ডেঙ্গা।
প্রশ্নঃ মিজোরাম কখন পূর্ণ রাজ্যের মর্যাদা পায়?উত্তরঃ ১৯৮৬
প্রশ্নঃ মিত্র শক্তি জোট কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৯৪০ খ্রি ১২ অক্টোবর।
প্রশ্নঃ মিত্রমেলা কারা গঠন করেন?
উত্তরঃ ১৮৯৯ খ্রিঃ, গণেশ সাভারকর ও বিনায়ক সাভারকর।
প্রশ্নঃ মিরাট যড়যন্ত্র মামলার দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখো।
উত্তরঃ ফিলিপ স্প্রাট, বেঞ্জামিন।
প্রশ্নঃ মিশর কবে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ১৯৫৬ খ্রিঃ।
প্রশ্নঃ ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?
উত্তর ১৯৫০ সালের ২৬ শে নভেম্বর।
প্রশ্নঃ ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর।
প্রশ্নঃ ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়?
উত্তরঃ ১৯৪৭ খ্রি ১৮ জুলাই।
প্রশ্নঃ ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যাভের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ এটলি।
প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ আদালত কোনটি?
উত্তরঃ সুপ্রিম কোর্ট।
প্রশ্নঃ ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়?
উত্তরঃ ১৯৪৭ খ্রিঃ।
প্রশ্নঃ ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯১৯ খ্রিঃ।
প্রশ্নঃ ভিয়েতনামের জনক কাকে বলা হয়?
উত্তরঃ হো-চি-মিন।
প্রশ্নঃ মন্টেগু চেমস্ ফোর্ড সংস্কার আইন কত খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়?
উত্তরঃ ১৯১৯ খ্রিঃ।
প্রশ্নঃ মনিপুর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়?
উত্তরঃ ১৯৭২ খ্রিঃ।
প্রশ্নঃ মনিপুর কবে ভারত ইউনিয়নে যোগ দেয়?
উত্তরঃ ১৯৪৯ খ্রিঃ ২১ সেপ্টেম্বর।
প্রশ্নঃ মনিপুরের কোন রাজা ভারত ইউনিয়নের সঙ্গে মনিপুরের অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেন?
উত্তরঃ বোধচন্দ্র সিংহ।
প্রশ্নঃ মনিরাম দেওয়ানকে কত খ্রিঃ ফাঁসি দেওয়া
উত্তরঃ ১৮৫৮ খ্রিঃ ২৬ শে জানুয়ারি।
প্রশ্নঃ মরুভূমির শৃগাল নামে কাকে অভিহিত করা হত?
উত্তরঃ হিটলারের সেনাপতি রোমেল।
প্রশ্নঃ মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়?
প্রশ্নঃ মেইন ক্যাম্প কার রচনা?
উত্তরঃ হিটলারের।
প্রশ্নঃ মেট্রোপলিটন ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্নঃ মেট্রোপলিটন ইন্সটিটিউশন(স্কুল) কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্নঃ মোপালা বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল?
উত্তরঃ মহম্মদ হাজি।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ কাকে ভারত পথিক বলে অভিহিত করেন?
উত্তরঃ রাজাৱামোহন রায়।
প্রশ্নঃ রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে গঠন করেন?
উত্তরঃ মানবেন্দ্রনাথ রায়।
প্রশ্নঃ রশ বিপ্লবে (১৯১৭) কে নেতৃত্ব দেন?
উত্তরঃ লেনিন।
প্রশ্নঃ রশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ২৩ আগষ্ট-১৯৩৯ খ্রিঃ।
প্রশ্নঃ রসিদ আলি দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ১৯৪৬ খ্রিঃ ১২ ফেব্রুয়ারি।
প্রশ্নঃ রাওলাট আইন কবে পাশ হয়?
উত্তরঃ ১৯১৯ খ্রিঃ।
প্রশ্নঃ রাখিবন্দন উৎসব কে প্রবর্তন করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ রাজ্য সভায় কে সভাপতিত্ব করেন?
উত্তরঃ উপরাষ্ট্রপতি।
প্রশ্নঃ রাজ্যপালকে কে নিযুক্ত করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি।
প্রশ্নঃ রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন?
উত্তরঃ ১২ জন।
প্রশ্নঃ রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?
উত্তরঃ উপরাষ্ট্রপতি।
Also Read:
Download ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
File Details:-
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Also Read:
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
Please do not share any spam link in the comment box