পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF.
নিচে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা PDF
পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা |
---|
প্রকল্প | সাল | উদ্দেশ্য |
কন্যাশ্রী | 2013 | বাল্য বিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হল এই প্রকল্পের উদ্দেশ্য। 13-18 বছর বয়স পর্যন্ত বার্ষিক 1 হাজার টাকা এবং 18 বছর বয়সের পর এককালীন 25 হাজার টাকা দেওয়া হবে। এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদফতর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। |
যুবশ্রী | 2013 | রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্তদের মাসে 1500 টাকা করে ভাতা প্রদান। |
সামাজিক সুরক্ষা যোজনা | 2014 | দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 1 লক্ষ টাকা প্রদান। |
সবুজ সাথী | 2015 | নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকাল প্রদান। |
খাদ্যসাথী | 2016 | প্রকল্প আওতাভুক্তদের বিনামূল্যে চাল ও গম প্রদান। |
স্বাস্থ্য সাথী | 2016 | 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান। |
রুপশ্রী | 2018 | 18 বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন 25 হাজার টাকা প্রদান। |
কর্মসাথী | 2020 | বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান। |
পথসাথী | - | পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার ও রাতে থাকার ব্যবস্থা। |
শিক্ষাশ্রী | 2014 | পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান। |
ঐক্যশ্রী | 2014 | সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান। |
সবুজশ্রী | 2016 | এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ দেওয়া হচ্ছে। |
পথশ্রী | 2020 | পুরানো সড়কের মেরামত। |
বাংলাশ্রী | 2020 | ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান। |
উৎসশ্রী | - | যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারী বিদ্যালয়ে কর্মরত আছেন, তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শুন্যপদ থাকলে আবেদন করতে পারবেন। |
শিশুসাথী | 2013 | দরিদ্র পরিবারের ১২ বছরের কমবয়সী শিশুদের হার্টের অস্ত্রোপ্রচার বিনামূল্যে করার ব্যবস্থা। |
সেফ ড্রাইভ সেভ লাইফ | 2016 | পথ দুর্ঘটনা আটকানো। |
কৃষক বন্ধু | 2019 | কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকার জীবন বীমা। |
মানবিক পেনশন প্রকল্প | 2018 | প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 1 হাজার টাকা প্রদান। |
উৎকর্ষ বাংলা | 2016 | শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া। |
মাতৃযান প্রকল্প | 2011 | প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা। |
মধুর স্নেহ প্রকল্প | 2013 | মিউম্যান মিল্ক ব্যাঙ্ক। |
নিজ গৃহ নিজ ভূমি | - | রাজ্যের ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন। |
গীতাঞ্জলী | - | প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা। |
সবলা | - | কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা। |
মা প্রকল্প | 2021 | দরিদ্র মানুষদের জন্য 5 টাকায় ডিম ও ভাত প্রদান। |
লক্ষ্মীর ভাণ্ডার | 2021 | মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান। |
স্টুডেন্ট ক্রেডিট কার্ড | 2021 | পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান। |
গতিধারা | 2014 | কর্মহীন যুবক-যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান। |
কর্মতীর্থ | 2014 | স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি। |
সুফল বাংলা | 2014 | চাষীদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া। |
মুক্তির আলো | 2015 | আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা। |
সমব্যথী | 2016 | দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় 2 হাজার টাকা প্রদান। |
জাগো প্রকল্প | 2019 | স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক 5 হাজার টাকা প্রদান। |
দুয়ারে সরকার | 2020 | রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। |
স্নেহালয় | 2020 | অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য 1 লক্ষ 20 হাজার টাকা প্রদান। |
স্নেহের পরশ | 2020 | পরিযায়ী শ্রমিকদের জন্য 1 হাজার টাকা প্রদান। |
বন্ধু প্রকল্প | 2020 | 60 বছরের বেশি বয়সের তফশিলি জাতির মানুষদের প্রতি মাসে 1 হাজার টাকা করে বার্ধক্য ভাতা প্রদান। |
চা সুন্দরী | 2020 | চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া। |
হাসির আলো | 2020 | গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক 75 ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। |
Also Read:
❏ Bengali to English Translation writing Pdf
❏ বাংলা ব্যাকরণ বাক্য ও বাচ্য Pdf
Download পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পর তালিকা
File Details:-
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Also Read:
❏ অনুবাদ লিখন বাংলা থেকে ইংরাজি Pdf
❏ 900 + সমার্থক শব্দ তালিকা Pdf
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
Please do not share any spam link in the comment box