অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


মধ্যযুগের ইতিহাস

মধ্যযুগের ইতিহাস PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় মধ্যযুগের ইতিহাস PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মধ্যযুগের ইতিহাস PDF

নিচে মধ্যযুগের ইতিহাস PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মধ্যযুগের ইতিহাস PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

মধ্যযুগের ইতিহাস



মধ্যযুগের ইতিহাস



প্রশ্ন: কার নেতৃত্বে সিন্ধুদেশে আরব আক্রমণ ঘটেছিল?

উওরঃ- মহম্মদ বিন কাশেম(712খ্রীঃ)।

প্রশ্ন: আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধুদেশের রাজা কে ছিলেন?

উওরঃ- দাহির।

প্রশ্ন: কার নেতৃত্বে ভারতে প্রথম তুর্কী আক্রমণ ঘটেছিল?

উওরঃ- গজনির সুলতান মামুদ।

প্রশ্ন: গজনীর সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন?

উওরঃ- 17 বার।

প্রশ্ন: তরাইনের প্রথম যুদ্ধ কবে ঘটেছিল?

উওরঃ- 1191 খ্রীঃ(মহম্মদ ঘোড়ী ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে)

প্রশ্ন: ”পৃথ্বীরাজ রাসো” গ্রন্থটি কার লেখা?

উওরঃ- চাঁদ বরদৈই।

প্রশ্ন: কুয়াৎ উল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন?

উওরঃ- কুতুবউদ্দিন আইবক।

প্রশ্ন: আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন?

উওরঃ- কুতুবউদ্দিন আইবক।

প্রশ্ন: চল্লিশ চক্র কে গঠন করেন?

উওরঃ- ইলতুৎমিস।

প্রশ্ন: আলাই দরওয়াজা কে নির্মাণ করেন?

উওরঃ- আলাউদ্দিন খলজি।

প্রশ্ন: ভারতে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

উওরঃ- ইলতুৎমিস।

প্রশ্ন: কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেন?

উওরঃ- ইলতুৎমিস।

প্রশ্ন: কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মিত হয়?

উওরঃ- খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী।

প্রশ্ন: কোন সুলতান ভারতে প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেন?

উওরঃ- গিয়াসউদ্দিন বলবন।

প্রশ্ন: কোন সুলতান ব্রাহ্মণদের উপরেও জিজিয়া কর আরোপ করেছিলেন?

উওরঃ- ফিরোজ শাহ তুঘলক।

প্রশ্ন: আগ্রা নগরীর প্রতিষ্ঠাতা কে ?

উওরঃ- সিকান্দার লোদী।

প্রশ্ন: কোন যুদ্ধের দ্বারা ভারতে সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে?

উওরঃ- প্রথম পানিপথের যুদ্ধ(1526 খ্রীঃ)।

প্রশ্ন: ভারতে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- খিজির খাঁ।

প্রশ্ন: “হাজার দিনারি” কাকে বলা হয়?

উওরঃ- মালিক কাফুর।

প্রশ্ন: কোন সুলতান কৃষকদের ‘তকাভি’ নামক কৃষিঋণ দানের ব্যবস্থা করেন?

উওরঃ- মহম্মদ বিন তুঘলক।

প্রশ্ন: ভারতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

উওরঃ- কুতুবউদ্দিন আইবক।(1206 খ্রীঃ)

প্রশ্ন: কোন সুলতানকে ‘লাখবকস্’ বা ‘লক্ষদাতা’ বলা হয়?

উওরঃ- কুতুবউদ্দিন আইবককে(দানশীলতার জন্য)

প্রশ্ন: কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন?

উওরঃ- আরাম শাহ।

প্রশ্ন: কোন সুলতান বাগদাদের খলিফার কাছ থেকে ‘সুলতানি-ই-আজম’ উপাধি পান?

উওরঃ- ইলতুৎমিস।

প্রশ্ন: দিল্লি সুলতানির একমাত্র মহিলা সুলতান কে ছিলেন?

উওরঃ- রাজিয়া সুলতান।

প্রশ্ন: কোন সুলতানকে ‘দরবেশ সুলতান’ বলা হয়?

উওরঃ- নাসিরুদ্দিন মামুদ।

প্রশ্ন: গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কী?

উওরঃ- উলুঘ খাঁ।

প্রশ্ন: গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকালে বাংলার কোন শাসনকর্তা বিদ্রোহ ঘোষণা করেছিলেন?

উওরঃ- তুঘ্রিল খাঁ।

প্রশ্ন: ভারতে ‘সিজদা’ ও পাইবস প্রথা কে প্রবর্তন করেন?

উওরঃ- গিয়াসউদ্দিন বলবন।

প্রশ্ন: কোন সুলতান রাজদরবারে হাসি তামাশা নিষিদ্ধ করেন?

উওরঃ- গিয়াসউদ্দিন বলবন।

প্রশ্ন: ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- জালালউদ্দিন খলজি।

প্রশ্ন: কোন সুলতান ‘সিকান্দার-ই-সানি’ বা দ্বিতীয় ‘আলেকজান্ডার’ উপাধি ধারণ করেছিলেন?

উওরঃ- আলাউদ্দিন খলজি।

প্রশ্ন: আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কী?

উওরঃ- মালিক কাফুর।

প্রশ্ন: কোন সুলতান ভারতে প্রথম রেশন ব্যবস্থা প্রর্বতন করেন?

উওরঃ- আলাউদ্দিন খলজি।

প্রশ্ন: মহম্মদ বিন তুঘলকের আসল নাম কী ছিল?

উওরঃ- জুনা খাঁ।

প্রশ্ন: মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে কোন মোঙ্গল নেতা ভারত আক্রমণ করেন?

উওরঃ- তারমাসিরিন।(1328খ্রীঃ)

প্রশ্ন: কাকে সুলতানি যুগের আকবর বলা হয়?

উওরঃ- ফিরোজ শাহ তুঘলককে।

প্রশ্ন: কোন সুলতানের রাজত্বকালে তৈমুর লঙ্ ভারত আক্রমণ করেন?

উওরঃ- নাসিরুদ্দিন মামুদ শাহ(1398খ্রীঃ)

প্রশ্ন: দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন?

উওরঃ- ইব্রাহিম লোদী।

প্রশ্ন: তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?

উওরঃ- 1192 খ্রীঃ (মহম্মদ ঘোড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান)

প্রশ্ন: কোন সুলতান চৈগান খেলার সময় মারা যান?

উওরঃ- কুতুবুদ্দিন আইবক।

প্রশ্ন: ভারতে কোন সুলতানি বংশ সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল?

উওরঃ- খলজি বংশ।

প্রশ্ন: কোন সুলতানের রাজত্ব কালে সর্বপ্রথম দাক্ষিণাত্যে মুসলমান আক্রমণ সংঘটিত হয়েছিল?

উওরঃ- জালাউদ্দিন খলজি।

প্রশ্ন: অলবেরুনির প্রকৃত নাম কী?

উওরঃ- আবুরিহান

প্রশ্ন: “চাচানামা” গ্রন্থটি কোন ভাষায় লেখা?

উওরঃ- আরবি।

প্রশ্ন: কোন সুলতান চল্লিশ চক্রের উচ্ছেদ সাধন করেন?

উওরঃ- গিয়াসউদ্দিন বলবন।।

প্রশ্ন: সুলতানি যুগের কোন ঐতিহাসিক কে “ভারতের তোতাপাখি” বলা হয়?

উওরঃ- আমীর খসরু কে।

প্রশ্ন: দিল্লি সুলতানির শাসনকালে ভারতের সরকারি ভাষা ছিল?

উওরঃ- ফার্সি।

প্রশ্ন: “শাহনামা” গ্রন্থটি কার লেখা?

উওরঃ- ফিরদৌসি।

প্রশ্ন: রাজিয়ার প্রধান সেনাপতি কে ছিলেন?

উওরঃ- কুতুবুদ্দিন হাসান ঘুরি।

প্রশ্ন: অলবেরুনীর “কিতাব-উল-হিন্দ” বা “তহকিক-ই-হিন্দ” কোন ভাষায় লেখা?

উওরঃ- আরবি।

প্রশ্ন: কে সুলতান মামুদ কে “একজন ক্ষমতাশালী লুণ্ঠনকারী দস্যু” বলে অভিহিত করেছেন?

উওরঃ- ভিন সেন্ট স্মিথ।

প্রশ্ন: “তাজ-উল-মাসির” গ্রন্থটি কার লেখা?

উওরঃ- হাসান নিজামি।

প্রশ্ন: আলাউদ্দিন খলজি কবে গুজরাট আক্রমণ করেন?

উওরঃ- 1297 খ্রী:

প্রশ্ন: খলজি বিপ্লব কবে ঘটেছিল?

উওরঃ- 1290 খ্রীঃ।

প্রশ্ন: রাজিয়ার স্বামীর নাম কী?

উওরঃ- আলতুনিয়া।

প্রশ্ন: সুলতানি যুগে গুপ্তচরদের কী বলা হত?

উওরঃ- বারিদ

প্রশ্ন: ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উওরঃ- ইলতুৎমিস।

প্রশ্ন: সুলতানি যুগে সেনাপ্রধান কে কি বলা হত?

উওরঃ- আর্জ-ই-মুমালিক।

প্রশ্ন: সেনাবাহিনীতে “দাগ ও হুলিয়া ব্যবস্থা” কে প্রচলন করেন?

উওরঃ- আলাউদ্দিন খলজি।

প্রশ্ন: কোন সুলতান ভারতে নওরোজ উৎসব প্রচলন করেন?

উওরঃ- গিয়াসউদ্দিন বলবন।

প্রশ্ন: জালালউদ্দিন মঙ্গবরণী কে ছিলেন?

উওরঃ- খিবার শাসক।

প্রশ্ন: কোন সুলতান মুদ্রায় নিজেকে “খলিফার সেনাপতি” বলে অভিহিত করতেন?

উওরঃ-ইলতুৎমিস।

প্রশ্ন: কোন সুলতান উজ্জয়িনী থেকে সম্রাট বিক্রমাদিত্যের মূর্তি দিল্লি নিয়ে গিয়েছিলেন?

উওরঃ- ইলতুৎমিস।

প্রশ্ন: হোয়েসল বংশীয় রাজাদের রাজধানী কোথায় ছিল?

উওরঃ- দ্বারসমুদ্র।

প্রশ্ন: “আমির-ই-কোহী” নামক কৃষি বিভাগ কে স্থাপন করেন?

উওরঃ- মহম্মদ বিন তুঘলক।

প্রশ্ন: কোন সুলতান সেনাবাহিনী থেকে “দাগ ও হুলিয়া” প্রথা তুলে দেন?

উওরঃ- ফিরোজ শাহ তুঘলক

প্রশ্ন: কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য ভারতে প্রথম কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেন?

উওরঃ- ফিরোজ শাহ তুঘলক।

প্রশ্ন: জাহানপনা শহর কে নির্মাণ করেন?

উওরঃ- মহম্মদ বিন তুঘলক।

প্রশ্ন: ইলতুৎমিসের রাজত্বকালে প্রচলিত দুটি মুদ্রার নাম লেখ।

উওরঃ- জিতল ও তঙ্কা।

প্রশ্ন: “Father of tomb building in India” কাকে বলা হয়?

উওরঃ- ইলতুৎমিস।

প্রশ্ন: তবকিৎ ই নাসিরি নাসিরী গ্রন্থের রচয়িতা কে?

উওরঃ- মিনাজ উদ্দিন সিরাজ।

প্রশ্ন: সিংহাসনে বসার আগে ইলতুৎমিস কোথাকার গভর্নর ছিলেন?

উওরঃ- বদায়ুন।

প্রশ্ন: ইলতুৎমিসের সমসাময়িক খিবা বা খোয়িরজিয়মের শাসক কে ছিলেন?

উওরঃ- জালালউদ্দিন মঙ্গবরণী।

প্রশ্ন: “কিতাব উল রাহেলা” গ্রন্থের রচয়িতা কে?

উওরঃ- ইবন বতুতা।

প্রশ্ন: কোন সুলতান সর্বপ্রথম জমি জরিপের ব্যবস্থা করেছিলেন?

উওরঃ- আলাউদ্দিন খলজী।

প্রশ্ন: ইবন বতুতার আসল নাম কি?

উওরঃ- আবদুল্লাহ মহম্মদ।

প্রশ্ন: ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন?

উওরঃ- মরক্কো।

প্রশ্ন: কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন?

উওরঃ- আলাউদ্দিন খলজী।

প্রশ্ন: লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- বহুলুল লোদী।

প্রশ্ন: দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন?

উওরঃ- বহুলুল লোদী।

প্রশ্ন: কোন সুলতান গুলরুকি ছদ্মনামে কবিতা লিখতেন?

উওরঃ- সিকান্দার লোদী।

প্রশ্ন: “গজ-ই-সিকান্দারি” ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উওরঃ- সিকান্দার লোদী।

প্রশ্ন: লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?

উওরঃ- ইব্রাহিম লোদী।

প্রশ্ন: দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ সুলতান কে ছিলেন?

উওরঃ- ইব্রাহিম লোদী।

প্রশ্ন: তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?

উওরঃ- গিয়াসউদ্দিন তুঘলক।

প্রশ্ন: কোন সুলতান সর্বপ্রথম “গাজী” উপাধি গ্রহণ করেছিলেন?

উওরঃ- গিয়াসউদ্দিন তুঘলক।

প্রশ্ন: বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরূপ সম্পর্ক ছিল?

উওরঃ- গিয়াসউদ্দিন তুঘলক।

প্রশ্ন: কোন সুলতান ভারতের সর্বপ্রথম জলসেচ ব্যবস্থা প্রবর্তন করেন?

উওরঃ- গিয়াসউদ্দিন তুঘলক।


Also Read:


Download মধ্যযুগের ইতিহাস


File Details:-

File Name:- মধ্যযুগের ইতিহাস [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.