Indian History Full Bengali Book PDF

Indian History Full Bengali Book PDF PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Indian History Full Bengali Book PDF PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Indian History Full Bengali Book PDF PDF

নিচে Indian History Full Bengali Book PDF PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Indian History Full Bengali Book PDF PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

Indian History Full Bengali Book PDF



Indian History Full Bengali Book PDF



১. শিখদের সর্বশেষ ধর্মগুরুর নাম কী ?

(A) নানক 

(B) তেগ বাহাদুর 

(C) গুরু গোবিন্দ সিংহ 

(D) কবীর 

উত্তর: (C) গুরু গোবিন্দ সিংহ 

২. চতুরাশ্রমের শেষ পর্যায়ের নাম কী ?

(A) ধর্মাশ্রম 

(B) বাণপ্রস্থ 

(C) মোক্ষলাভ

(D) সন্ন্যাস

উত্তর: (D) সন্ন্যাস

৩. বিক্রমাঙ্কচরিতের রচয়িতা কে ?

(A) বাণভট্ট 

(B) সন্ধ্যাকর নন্দী 

(C) বিলহন 

(D) ভবভূতি

উত্তর: (C) বিলহন

৪. আলাউদ্দিনের প্রধান সেনাপতির নাম কী ছিল ?

(A) মালিক কাফুর 

(B) জাফর খাঁ

(C) মানসিংহ 

(D) বৈরাম খাঁ 

উত্তর: (A) মালিক কাফুর

৫. শৈলেন্দ্র বংশের স্থাপত্যশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কি ?

(A) সাঁচী স্কুপ

(B) মাদুরাই এর মীনাক্ষি মন্দির পরাজিত করে

(C) কোনারকের সূর্য মন্দির 

(D) বরবুদরের মন্দির

উত্তর: (D) বরবুদরের মন্দির

৬. বাংলাসাহিত্যের উন্নতিকল্পে নীচের কোন সুলতানের পৃষ্ঠপোষকতা স্মরণীয় ?

(A) আলাউদ্দীন হুসেন শাহ 

(B) সিরাজ - উদদৌলা 

(C) মীরকাশিম 

(D) আলিবর্দি খাঁ 

উত্তর: (A) আলাউদ্দীন হুসেন শাহ

৭. কনিষ্কের রাজধানীর নাম কী ?

(A) পুরুষপুর 

(B) তক্ষশীলা 

(C) কর্ণসুবর্ণ 

(D) উজ্জয়িনী 

উত্তর: (A) পুরুষপুর

৮. দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের সৈন্যবাহিনী হিমুকে পরাজিত করে| হিমু কার সেনাপতি ছিলেন ?

(A) বৈরাম খাঁ 

(B) আদিল শাহ 

(C) রাণা প্রতাপ সিংহ 

(D) নাদির শাহ 

উত্তর: (B) আদিল শাহ 

৯. রাষ্ট্রকুটদের শ্রেষ্ঠ শিল্পকীর্তির নাম কী ? 

(A) ইলোরার কৈলাশনাথ মন্দির 

(B) মাদুরাই - এর মীনাক্ষি মন্দির 

(C) মহাবলীপুরমের সপ্তরথ মন্দির 

(D) কোণারকের সূর্য মন্দির

উত্তর: (A) ইলোরার কৈলাশনাথ মন্দির 

১০. পালযুগে বৌদ্ধ ধর্মশাস্ত্রে ও দর্শনে সর্বশ্রেষ্ঠ বাঙালি পণ্ডিত কে ছিলেন ?

(A) শীলভদ্র

(B) মহেন্দ্র 

(C) শ্রীধর ভট্ট 

(D) অতীশ শ্রীজ্ঞান দীপঙ্কর

উত্তর: (D) অতীশ শ্রীজ্ঞান দীপঙ্কর

১১. রাজ্যাভিষেকের পরেই কে “ আলমগীর ” উপাধি গ্রহণ করেন ?

(A) মোহম্মদ বিন তুঘলক

(B) শাহজাহান

(C) ঔরঙ্গজেব

(D) আলাউদ্দিন খিলজী

উত্তর: (C) ঔরঙ্গজেব

১২. শেরশাহ কত বৎসর রাজত্ব করেছিলেন ?

(A) দুই 

(B) পাঁচ

(C) আট

(D) বারো 

উত্তর: (B) পাঁচ

১৩. প্রথম কুষাণ রাজা কে ছিলেন ?

(A) কনিষ্ক 

(B) হুবিষ্ক 

(C) প্রথম কুজুল কদফিসেস

(D) সিমুক

উত্তর:  (C) প্রথম কুজুল কদফিসেস

১৪. নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিলেন ? 

(A) রাষ্ট্রকুট 

(B) চোল 

(C) চালুক্য 

(D) পল্লব

উত্তর: (D) পল্লব

১৫. কে প্রথম ঘোড়ায় করে দ্রুত ডাক চলাচলের ব্যবস্থা করেন ?

(A) আলাউদ্দীন খিলজী 

(B) সুলতান রিজিয়া 

(C) মোহম্মদ বিন তুঘলক 

(D) শেরশাহ

উত্তর:  (D) শেরশাহ

১৬. ভারতের কোন শাসক ওমর শেখ মির্জার পুত্র ?

(A) শেরশাহ

(B) আলাউদ্দীন খিলজী

(C) কুতুবউদ্দিন আইবক

(D) বাবর

উত্তর: (D) বাবর

১৭. নীচের কোনটির সাথে আকবরের নাম জড়িত ?

(A) তাজমহল নির্মাণ 

(B) কুতুবমিনার নির্মাণ

(C) এলাহাবাদ শহর প্রতিষ্ঠা 

(D) আজমীর শহর প্রতিষ্ঠা 

উত্তর: (C) এলাহাবাদ শহর প্রতিষ্ঠা 

১৮. নীচের কোনটি মোহম্মদ কুলি কুতুব শাহী নির্মাণ করেছিলেন ?

(A) জামা মসজিদ 

(B) মোতি মসজিদ 

(C) আগ্রা দুর্গ 

(D) চারমিনার 

উত্তর: (D) চারমিনার 

১৯. কিসের স্মারক চিহ্ন হিসাবে হায়দরাবাদ শহরে চারমিনার তোরণ প্রতিষ্ঠিত হয়েছিল ?

(A) ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য বিজয় 

(B) আলাউদ্দিন খিলজীর দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তার 

(C) মোগলদের সিন্ধু জয় 

(D) শহরের মারাত্মক প্লেগ রোগের অবসান

উত্তর: (D) শহরের মারাত্মক প্লেগ রোগের অবসান

২০. কোন ঐতিহাসিক ব্যক্তি “ মহীশূরের বাঘ ” নামে বিশেষ পরিচিত ছিল ?

(A) টিপু সুলতান 

(B) হায়দার আলি 

(C) শেরশাহ 

(D) রুদ্রমন

উত্তর: (A) টিপু সুলতান 

২১. নীচের সম্রাটদের মধ্যে কে “ রাজকুমার সেলিম ” নামেও পরিচিত ছিলেন ?

(A) আকবর 

(B) জাহাঙ্গীর

(C) ঔরঙ্গজেব 

(D) শাহজাহান

উত্তর: (B) জাহাঙ্গীর

২২. ঔরঙ্গজেবের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারীদের মধ্যে সিংহাসনের দখল নিয়ে যুদ্ধ বাধে । সেই যুদ্ধের নাম কী ?

(A) কার্ণালের যুদ্ধ

(B) বক্সারের যুদ্ধ 

(C) বাহাদুরপুরের যুদ্ধ 

(D) তালিকোটার যুদ্ধ

উত্তর: (C) বাহাদুরপুরের যুদ্ধ 

২৩. সপ্তম শতাব্দীতে নীচের কোন শহরটি চোল রাজ্যের রাজধানী ছিল ?

(A) কোট্টায়াম 

(B) কালিকট 

(C) কাঞ্চিপুরম 

(D) কুম্বকোনম

উত্তর: (D) কুম্বকোনম

২৪. কে ১৭৩৯ খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ করেছিলেন ও কোহিনুর হীরে লুঠ করেছিলেন ?

(A) চেঙ্গিজ খাঁ 

(B) তৈমুর লঙ 

(C) মোহম্মদ ঘুরী 

(D) নাদির শাহ 

উত্তর: (D) নাদির শাহ 

২৫. তালিকোটার যুদ্ধে পরাজয়ের ফলে কোন হিন্দুরাজ্যের পতন হয়েছিল ?

(A) মহীশূর 

(B) ত্রিবাঙ্কূর 

(C) বিজয়নগর

(D) আর্কট

উত্তর: (B) বিজয়নগর

২৬. নীচের কোন শহরে ১৫০০ খ্রিস্টাব্দে প্রথম ইউরোপীয় উপনিবেশ গড়ে উঠেছিল ?

(A) কোচিন

(B) সুরাট 

(C) বোম্বাই 

(D) মাদ্রাজ 

উত্তর: (A) কোচিন

২৭. ভারতীয় ইতিহাসের কোন বিখ্যাত ব্যক্তি মিষ্টির ঝুড়িতে নিজেকে লুকিয়ে আগ্রা থেকে পালিয়েছিলেন ?

(A) ঔরঙ্গজেব

(B) দারাশিকো

(C) শিবাজী 

(D) রাণা প্রতাপ 

উত্তর: (C) শিবাজী 

২৮. ১৬০০-১৬০১ খ্রিস্টাব্দে আকবর নীচের কোন দুর্গটি অধিকার করেছিলেন যার ফলে পরবর্তী কালে মোগলদের দাক্ষিণাত্য অভিযানের পথ সুগম হয়েছিল ?

(A) হনুমানগড় 

(B) আসিরগড় 

(C) নরসিংহগড় 

(D) পদ্মাদুর্গ 

উত্তর: (B) আসিরগড়

২৯. হরপ্পা এবং প্রাক - হরপ্পা — উভয় সভ্যতারই ধ্বংসাবশেষের প্রত্নতাত্ত্বিক নিদর্শন একই স্থানে আবিষ্কৃত হয়েছে । নীচের কোন স্থানটি ?

(A) কালিবাঙ্গান 

(B) সুক্তাজেন দোর

(C) বনওয়ালি 

(D) হরপ্পা

উত্তর: (A) কালিবাঙ্গান

৩০. মোহম্মদ বিন তুঘলক দিল্লীতে যে নগরের প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কী ?

(A) শাজাহানাবাদ

(B) ফিরোজাবাদ 

(C) জাঁহাপনা 

(D) ফতেপুর সিক্ৰী 

উত্তর: (C) জাঁহাপনা 

৩১. শিবাজীর পুত্র এবং সিংহাসনের উত্তরাধিকারী কে ছিলেন ? 

(A) শাহজী ভোঁসলে 

(B) রাজারাম 

(C) রামরাজা 

(D) শম্ভজী 

উত্তর: (D) শম্ভজী 

৩২. মহারাজা সোয়াই জয় সিংহ ১৭২৭ খ্রিস্টাব্দে কোন শহর প্রতিষ্ঠা করেছিলেন ? 

(A) জয়পুর 

(B) অম্বর 

(C) জয়সলমীর 

(D) যোধপুর

উত্তর: (A) জয়পুর 

৩৩. ভোজ নীচের কোন বংশের রাজা ছিলেন ?

(A) গুর্জর প্রতিহার

(B) কুণ 

(C) চোল

(D) সাতবাহ্ন 

উত্তর: (A) গুর্জর প্রতিহার

৩৪. গজনীর মামুদ হিন্দুদের কোন বিখ্যাত শিবমন্দির ধ্বংস করে দিয়েছিলেন ?

(A) বৈদ্যনাথ

(B) কেদারনাথ

(C) বদ্রীনাথ

(D) সোমনাথ

উত্তর: (D) সোমনাথ

৩৫. চতুর্থ থেকে একাদশ শতাব্দীর মধ্যে পান্ড্য রাজাদের রাজধানী তামিলনাড়ুর কোন শহরটি ছিল ?

(A) মাদুরাই 

(B) কাঞ্চিপুরম্ 

(C) কোয়েম্বাটুর 

(D) ভেলোর

উত্তর: (A) মাদুরাই 

৩৬. নীচের কোন রাজবংশ ভারতে প্রায় একশ বছর রাজত্ব করেছে এবং যাদের আসল বংশগত নাম ছিল “ মুইজ্জি ’ ?

(A) দাসবংশ

(B) বাহনী

(C) খলজী

(D) তুঘলক

উত্তর: (A) দাসবংশ

৩৭. ইসলামিক রাজত্বে সৈন্যবাহিনীর আমলাদের নিয়মমাফিক বেতনের পরিবর্তে সীমিত কালের জন্য জমি বন্টন করা হত । এই প্রথাকে কি বলা হত ?

(A) চৌথ 

(B) ইকতা

(C) খারাজ 

(D) জিজিয়া

উত্তর: (B) ইকতা

৩৮. ভারতে শেষ মোগল সম্রাট কে ?

(A) দ্বিতীয় বাহাদুর শাহ 

(B) মোহম্মদ শাহ 

(C) ঔরঙ্গজেব 

(D) দ্বিতীয় আকবর শাহ 

উত্তর: (A) দ্বিতীয় বাহাদুর শাহ

৩৯. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

(A) হাসান গঙ্গু 

(B) মোহম্মদ শাহ 

(C) আহমদ শাহ 

(D) ফিরোজ

উত্তর: (A) হাসান গঙ্গু 

৪০. ১৫২৭ খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বাবর মেবারের রাণাসঙ্গকে পরাজিত করেছিলেন ?

(A) তালিকোটা 

(B) কানোয়া বা খানুয়া 

(C) পানিপথ 

(D) বক্সার 

উত্তর: (B) কানোয়া বা খানুয়া 

৪১. নীচের কোনটির প্রাচীন নাম ছিল কুরুক্ষেত্র ?

(A) দিল্লি

(B) পানিপথ 

(C) ফরিদাবাদ 

(D) আগ্রা 

উত্তর: (B) পানিপথ 

৪২. নীচের বংশগুলির মধ্যে কোন বংশ দিল্লীর সিংহাসন হারায় ?

(A) খলজি

(B) তুঘলক

(C) লোদি

(D) খুরে 

উত্তর: (C) লোদি

৪৩. নীচের কে বলেছিল যে প্রাচীন ভারতে দাস প্রথা ছিল না ?

(A) মেগাস্থিনিস 

(B) চাণক্য 

(C) ফা-হিয়েন

(D) হিউয়েন সাঙ

উত্তর: (A) মেগাস্থিনিস 

৪৪. কার উপাধি ছিল “ সকলোত্তরপথনাথ ” ?

(A) পার্শ্বনাথ

(B) হর্ষবর্ধন

(C) বিম্বিসার 

(D) বিন্দুসার

উত্তর: (B) হর্ষবর্ধন

৪৫. যখন হরপ্পা ও মহেনজোদারো প্রত্নতাত্ত্বিক খননকার্য চালান হয় তখন কে “ আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার " প্রধান ছিলেন ?

(A) টমাস রো

(B) ডেভিড হেয়ার 

(C) স্যার জন মার্শাল

(D) স্যার এভারেস্ট

উত্তর: (C) স্যার জন মার্শাল

৪৬. আকবরের নবরত্ন সভায় একমাত্র সদস্য যিনি আকবরের প্রবর্তিত “ দিন-ই-ইলাহি ” ধর্মগ্রহণ করেছিলেন , তাঁর নাম কী ? 

(A) বীরবল 

(B) তানসেন 

(C) আবুল ফজল 

(D) নিজামুদ্দিন

উত্তর:  (A) বীরবল 

৪৭. কোন শহরের অধিকারকে কেন্দ্রকরে পাল , প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে বহুদিন ধরে ত্রিপাক্ষিক যুদ্ধ চলেছিল ? 

(A) পাটলিপুত্র 

(B) কনৌজ 

(C) উজ্জয়িনী 

(D) কাঞ্চিপুরম

উত্তর: (B) কনৌজ 

৪৮. ' তহকিক - ই - হিন্দ ’ কার রচনা ?

(A) ইবন বতুতা

(B) আলবিরুণী 

(C) আবুল ফজল 

(D) বদায়ুন 

উত্তর: (B) আলবিরুণী 

৪৯. আরবদের সিন্ধুজয়ের সময় কে সিন্ধুপ্রদেশের রাজা ছিলেন ?

(A) দাহির

(B) আহমদ শাহ দুরাণী 

(C) কায়ুম খাঁ

(D) মিনান্দার

উত্তর: (A) দাহির

৫০. ইখতিয়ারউদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজী ছিলেন — এর সমসাময়িক 

(A) কুতবউদ্দিন আইবক 

(B) আলাউদ্দিন খলজী 

(C) মোহম্মদ বিন তুঘলক 

(D) গিয়াসুদ্দিন বলবন 

উত্তর: (A) কুতবউদ্দিন আইবক 

৫১. ভারতের ইতিহাসে বিখ্যাত কনৌজের বর্তমান নাম কি ?

(A) কাঞ্চিপুরম

(B) কানপুর 

(C) মোগলসরাই 

(D) বারাণসী 

উত্তর: (B) কানপুর 

৫২. মহাবীর কোন ভাষায় ধর্মপ্রচার করতেন ?

(A) পালি 

(B) সংস্কৃত

(C) মাগধী

(D) হিন্দী

উত্তর: (C) মাগধী

৫৩. কোন ধর্মের ধর্মগ্রন্থের নাম “ দ্বাদশ অঙ্গ ” ?

(A) বৌদ্ধধর্ম

(B) জৈনধর্ম

(C) হিন্দুধর্ম

(D) ব্রাহ্মধর্ম

উত্তর: (B) জৈনধর্ম

৫৪. গঞ্জাম লিপি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায় ?

(A) হর্ষবর্ধন 

(B) ধর্মপাল 

(C) শশাঙ্ক 

(D) অশোক 

উত্তর: (C) শশাঙ্ক 

৫৫. বেদকে শুদ্ধভাবে পড়া ও বোঝার জন্য যে সাহিত্য রচিত হয়েছে তার নাম কি ?

(A) শ্রুতি সাহিত্য

(B) স্মৃতি সাহিত্য

(C) বেদরীতি

(D) শাস্ত্রীয়াভ্যাস 

উত্তর: (B) স্মৃতি সাহিত্য

৫৬. আকবরের নবরত্ন সভার কোন সদস্যকে হত্যা করা হয়েছিল ?

(A) বীরবল 

(B) তানসেন

(C) নিজামুদ্দিন

(D) আবুল ফজল 

উত্তর: (D) আবুল ফজল 

৫৭. কোন মোগল সম্রাট অমরকোটের জঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন ?

(A) বাবুর

(B) হুমায়ুন

(C) আকবর 

(D) জাহাঙ্গীর 

উত্তর: (C) আকবর 

৫৮. “ আলাই দরওয়াজা ” কার স্থাপত্য কীর্তি ?

(A) আকবর

(B) আলমগীর

(C) আলাউদ্দিন খলজী 

(D) হায়দার আলি

উত্তর: (C) আলাউদ্দিন খলজী 

৫৯. বিখ্যাত ইউরোপীয়ান রাষ্ট্রদূত স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় কবে আসেন ?

(A) 1565 খ্রিস্টাব্দ

(B) 1615 খ্রিস্টাব্দ

(C) 1600 খ্রিস্টাব্দ

(D) 1608 খ্রিস্টাব্দ

উত্তর: (B) 1615 খ্রিস্টাব্দ

৬০. হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ কবে ভারত সম্রাট হয়েছিলেন ?

(A) 1690 খ্রিস্টাব্দ 

(B) 1540 খ্রিস্টাব্দ 

(C) 1565 খ্রিস্টাব্দ 

(D) 1539 খ্রিস্টাব্দ 

উত্তর: (B) 1540 খ্রিস্টাব্দ 

৬১. কোন সম্রাট তার শ্বশুরকে হত্যা করে ১২৯৬ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন দখল করেন ?

(A) বাবর 

(B) ইলতুৎমিস

(C) আলাউদ্দিন খলজি

(D) গিয়াসুদ্দিন বলবন 

উত্তর: (C) আলাউদ্দিন খলজি

৬২. পোলো খেলার পৃষ্ঠপোষক হিসাবে নীচের কোন শাসক উল্লেখযোগ্য?

(A) বাবর 

(B) হুমায়ুন 

(C) জাহাঙ্গীর 

(D) কুতুবউদ্দিন 

উত্তর: (D) কুতুবউদ্দিন 

৬৩. ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম ' বুসেফেলাস ’ যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছিলেন ?

(A) চন্দ্রগুপ্ত মৌর্য 

(B) রাণা সঙ্গ 

(C) আলেকজান্ডার 

(D) সেলুকাস 

উত্তর: (C) আলেকজান্ডার 

৬৪. সম্রাট কনিষ্ক নীচের কোন ধর্ম সম্প্রদায়ের ছিলেন ?

(A) হিন্দু 

(B) জৈন 

(C) মহাযান

(D) হীনযান 

উত্তর: (C) মহাযান

৬৫. হাতিগুম্ফা শিলালিপি কোথায় দেখতে পাওয়া যায় ?

(A) হ্যালেবিদ (কর্ণাটক) 

(B) নাসিক (মহারাষ্ট্র) 

(C) মান্ডু (মধ্যপ্রদেশ) 

(D) উদয়গিরি (উড়িষ্যা)

উত্তর: (D) উদয়গিরি (উড়িষ্যা)

৬৬. নীচের অস্ত্রগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার আমলে ব্যবহৃত হত না ?

(A) তরোয়াল

(B) কুড়ুল

(C) তীর

(D) বর্শা

উত্তর: (A) তরোয়াল

৬৭. কলিঙ্গ রাজ্যে পদাতিক সৈন্যসংখ্যা ছিল— 

(A) দশ হাজার 

(B) ত্রিশ হাজার 

(C) ষাট হাজার 

(D) পঁচাত্তর হাজার 

উত্তর: (C) ষাট হাজার 

৬৮. মেগাস্থিনিস কার রাজদূত ছিলেন ?

(A) দাহির 

(B) দারিয়াস 

(C) আলেকজান্ডার 

(D) সেলুকাস নিকেটার

উত্তর: (D) সেলুকাস নিকেটার

৬৯. কৌটিল্য কোথা থেকে মগধে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন ?

(A) তক্ষশীলা

(B) পাটলিপুত্র 

(C) শ্রীনগর 

(D) বারাণসী 

উত্তর: (A) তক্ষশীলা

৭০. গ্রীকবীর আলেকজান্ডারের নামের সাথে গ্রীসের কোন অঞ্চলের নামও বিখ্যাত হয়ে আছে ?

(A) ম্যাসেডোনিয়া

(B) এথেন্স 

(C) কার্থেজ 

(D) স্পার্টা 

উত্তর: (A) ম্যাসেডোনিয়া 

৭১. মৌর্য যুগে ভারতে বৌদ্ধধর্মের প্রাধান্য ছিল | এর পরবর্তী যুগে কোন বংশের রাজত্বকালে ব্রাহ্মণ্যধর্মের পুনরুত্থান  ঘটে ?

(A) কুষাণ 

(B) পুষ্যভূতি 

(C) শুঙ্গ

(D) পাল

উত্তর: (C) শুঙ্গ

৭২. বৃহৎসংহিতা কে লিখেছিলেন ?

(A) বরাহমিহির 

(B) শুদ্রক 

(C) বাণভট্ট 

(D) হরিষেণ

উত্তর: (A) বরাহমিহির 

৭৩. যশোবর্মন কোথাকার রাজা ছিলেন ?

(A) কনৌজ 

(B) মগধ 

(C) কাশ্মীর 

(D) কলিঙ্গ

উত্তর: (A) কনৌজ 

৭৪. গুরু গোবিন্দ সিংহকে হত্যা করেছিল একজন_____________?

(A) শিখ 

(B) মোগল 

(C) হিন্দু 

(D) পাঠান 

উত্তর: (D) পাঠান 

৭৫. শাহজাহানের ময়ূর সিংহাসন কি দিয়ে তৈরী করা হয়েছিল ? 

(A) খাঁটি সোনা ও খাঁটি রুপো 

(B) সম্পূর্ণ খাঁটি রূপো 

(C) রত্নখচিত খাঁটি সোনা

(D) রত্নখচিত খাঁটি রুপো 

উত্তর: (C) রত্নখচিত খাঁটি সোনা

৭৬. ‘ বিগত হাজার বছরের মধ্যে ভারতে তাঁর মত কণ্ঠশিল্পীর আবির্ভাব ঘটেনি । ” — এ কথা আবুল ফজল কার সম্বন্ধে উল্লেখ করেছিলেন ? 

(A) বজ বাহাদুর 

(B) বৈজু বাওরা

(C) মীরাবাঈ 

(D) তানসেন 

উত্তর: (D) তানসেন 

৭৭. মোগলদের রাজত্বকালে ভারতীয় অভিজাত সমাজ ছিল ?

(A) উচ্ছৃঙ্খল ও উদ্ধত প্রকৃতির

(B) ভোগ - বিলাসী 

(C) যুদ্ধপ্রিয় 

(D) মার্জিত ও কৃষ্টিসম্পন্ন 

উত্তর: (B) ভোগ - বিলাসী

৭৮. ভারতে মুসলিম স্থাপত্যের উৎস কোথায় ?

(A) মেসোপটেমিয়া 

(B) পারস্য 

(C) আফগানিস্তান 

(D) মিশর 

উত্তর: (B) পারস্য 

৭৯. মোগলদের ঠিক আগে , বিখ্যাত কোহিনুর হীরে কার দখলে ছিল ?

(A) আলাউদ্দিন খিলজী 

(B) বলবন 

(C) রাজা বিক্রমজিতের পরিবার 

(D) পৃথ্বিরাজ 

উত্তর: (C) রাজা বিক্রমজিতের পরিবার 

৮০. কোন মোগল সম্রাট সঙ্গীতের প্রতি বিরূপ ছিলেন ?

(A) শাহজাহান 

(B) ঔরঙ্গজেব 

(C) আকবর 

(D) হুমায়ুন

উত্তর: (B) ঔরঙ্গজেব 

৮১. “ ভারতীয় শিল্পে মোগলদের শ্রেষ্ঠ অবদান হল সুদৃশ্য উদ্যান নির্মাণে ও পরিকল্পনায় সৃজনী দক্ষতা । ” — এই উক্তি কে করেছিলেন ?

(A) স্যার যদুনাথ সরকার 

(B) ভিনসেন্ট স্মিথ 

(C) হ্যাভেল 

(D) টমাস রো 

উত্তর: (C) হ্যাভেল 

৮২. “ শিবাজীর জীবন ও জীবনধারার ওপর জীজাবাঈ - এর প্রভাব অনন্যসাধারণ ছিল ” - কার এই মন্তব্য ? 

(A) স্যার যদুনাথ সরকার

(B) উইলিয়াম 

(C) আরভিন

(D) জাস্টিস রানাডে

উত্তর: (D) জাস্টিস রানাডে

৮৩. কত সালে শিবাজী সিংহাসনে আরোহণ করেন ও “ ছত্রপতি ” আখ্যা পান ?

(A) 1674 খ্রিস্টাব্দে

(B) 1664 খ্রিস্টাব্দে 

(C) 1679 খ্রিস্টাব্দে 

(D) 1669 খ্রিস্টাব্দে 

উত্তর: (A) 1674 খ্রিস্টাব্দে

৮৪. বাঘনখ - এর (tiger - claws) সাহায্যে শিবাজী তার কোন শত্রুকে হত্যা করেছিলেন ?

(A) আফজল খাঁ 

(B) শায়েস্তা খাঁ

(C) ঔরঙ্গজেব

(D) বৈরাম খাঁ

উত্তর: (A) আফজল খাঁ 

৮৫. মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে ?

(A) লোহা 

(B) তামা 

(C) টিন

(D) ব্রোঞ্জ 

উত্তর: (B) তামা 

৮৬. সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছিল প্রায় -

(A) দু ' হাজার বছর আগে 

(B) পাঁচ হাজার বছর আগে 

(C) তিন হাজার বছর আগে 

(D) ছ ' হাজার বছর আগে 

উত্তর: (B) পাঁচ হাজার বছর আগে 

৮৭. সিন্ধু সভ্যতার সময়কালীন অধিকাংশ সীলমোহরে নীচের কোন জন্তুর ছবি দেখা যেত ?

(A) হাতী 

(B) বাঘ 

(C) কুঁজওয়ালা যাঁড় 

(D) কুজহীন একশৃঙ্গ যাঁড় 

উত্তর: (C) কুঁজওয়ালা যাঁড় 

৮৮. বৌদ্ধধর্মের জন্মস্থান হিসাবে নীচের কোন স্থানকে চিহ্নিত করা হয় ?

(A) সারনাথ

(B) রাজগৃহ 

(C) কুশীনগর 

(D) লুম্বিনী 

উত্তর: (A) সারনাথ

৮৯. জাতকে গল্পের সংখ্যা কত ?

(A) 384 

(B) 500 

(C) 620 

(D) 400

উত্তর: (B) 500 

৯০. নীচের কোনটি জৈনদের পবিত্র গ্রন্থ ?

(A) পর্ব

(B) উপাঙ্গ 

(C) অঙ্গ

(D) আগম - সিদ্ধান্ত 

উত্তর: (D) আগম - সিদ্ধান্ত

৯১. মগধের সাম্রাজ্যবাদের সূচনা করেন ?

(A) বিন্দুসার 

(B) অশোক 

(C) অজাতশত্রু 

(D) বিম্বিসার

উত্তর:  (D) বিম্বিসার

৯২. তৃতীয় পানিপথের যুদ্ধে আহমদ শাহ আবদালি কাদের পরাজিত করেছিলেন ?

(A) জাঠ

(B) রাজপুত 

(C) শিখ 

(D) মারাঠা

উত্তর: (D) মারাঠা

৯৩. নীচের কাকে ‘ নানাসাহেব ” বলা হত ?

(A) বাজীরাও - প্রথম 

(B) বালাজী বিশ্বনাথ 

(C) বালাজী বাজীরাও 

(D) সোয়াই মাধব রাও

উত্তর: (C) বালাজী বাজীরাও 

৯৪. পাঞ্জাবীদের কথ্য ভাষার জন্য “ গুরুমুখীর ” প্রবর্তন কোন গুরু করেছিলেন ? 

(A) গুরু রামদাস 

(B) গুরু অঙ্গ 

(C) গুরু অমরদাস 

(D) গুরু নানক 

উত্তর: (B) গুরু অঙ্গ

৯৫. কার রাজত্বকালকে মোগল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয় ?

(A) আকবর 

(B) শাহজাহান 

(C) জাহাঙ্গীর 

(D) ঔরঙ্গজেব 

উত্তর: (B) শাহজাহান 

৯৬. আকবরের রাজত্বকালে ফার্সি ভাষায় অনূদিত মহাভারতের নাম কি ?

(A) আকবরনামা 

(B) রাজমনামা

(C) মহানামা

(D) ভারতনামা 

উত্তর: (B) রাজমনামা 

৯৭. কাশ্মীরের কোন শাসককে “ কাশ্মীরের আকবর ” বলে অভিহিত করা হয় ?

(A) হায়াদার শাহ 

(B) জয়নাল আবেদিন 

(C) শিয়াবুদ্দিন শাহ 

(D) আলাউদ্দিন শাহ 

উত্তর: (B) জয়নাল আবেদিন

৯৮. কোন নদীর তীরে বিখ্যাত বিজয়নগর অবস্থিত ছিল ? 

(A) তুঙ্গভদ্রা 

(B) নর্মদা 

(C) কৃষ্ণা 

(D) কাবেরী

উত্তর: (A) তুঙ্গভদ্রা 

৯৯. সিংহাসনে আরোহণের পর হর্ষবর্ধন কোন উপাধি গ্রহণ করেছিলেন ?

(A) রাজাধিরাজ

(B) অবনীসিংহ

(C) শিলাদিত্য 

(D) থানেশ্বর 

উত্তর: (C) শিলাদিত্য

১০০. হরপ্পার শীলমোহর কি দিয়ে তৈরী হত ?

(A) লোহা 

(B) তামা 

(C) সীসা 

(D) টেরাকোটা

উত্তর: (D) টেরাকোটা


Also Read:

নদীর তীরবর্তী শহরের তালিকা Pdf

INDIA Map - ভারতের মানচিত্র Pdf

ভারতের বিভিন্ন গবেষনাগার ও তার অবস্থান Pdf

এক নজরে পশ্চিমবঙ্গ Pdf

Geography Question Answers - ভূগোল প্রশ্নোত্তর Pdf

ভারতের জলবিদ্যুৎ প্রকল্প Pdf


Download Indian History Full Bengali Book PDF


File Details:-

File Name:- Indian History Full Bengali Book PDF [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা PDF

WBCS Geography Book Pdf

Geography Book - ভূগোল বই Pdf

এভারেস্ট জয়ের যাবতীয় তথ্য

Geography Books For WBCS





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.