অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF || History Questions Answers in Bengali

1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় 1000 History Questions Answers in Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF

নিচে 1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। 1000 History Questions Answers in Bengali PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF || History Questions Answers in Bengali



1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF || History Questions Answers in Bengali



1. "বঙ্গদর্শন" পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

2. "সত্তর বছর" কোন বিশিষ্ট ব্যক্তির আত্মজীবনী?

উত্তর: বিপিন চন্দ্র পাল।

3. "কলকাতা মেডিক্যাল কলেজ" কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1835 খ্রীঃ।

4. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

উত্তর: উইলিয়াম কোলভিল।

5. 'তিন আইন' কবে পাশ হয়?

উত্তর: 1872 খ্রীঃ।

6. 'নববিধান ব্রাহ্মসমাজ' কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: কেশবচন্দ্র সেন।

7. চিল নায়েক কোন বিদ্রোহের নেতা কে ছিলেন ?

উত্তর: ভিল বিদ্রোহের।

8. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়?

উত্তর: আনন্দমঠ উপন্যাসে।

9. "মহারাণীর ঘোষণাপত্র" কবে পেশ করা হয়?

উত্তর: 1858:খ্রীঃ 1লা নভেম্বর (এলাহবাদে, লর্ড ক্যানিং)

10. 'বেঙ্গল ভলান্টিয়ার্স' দল কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: হেমচন্দ্র ঘোষ।

11. কোন ভাইসরয়কে "উজ্জ্বল বিফলতা" বলা হয়?

উত্তর: লর্ড লিটন।

12. ইলবার্ট বিল আন্দোলন কবে হয়েছিল?

উত্তর: 1883 খ্রীঃ

13. কে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কে 'তিনদিনের তামাশা' বলে অভিহিত করেছেন?

উত্তর: অশ্বিনী কুমার দত্ত।

14. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী?

উত্তর: মূলাশঙ্কর।

15. 'দক্ষিণ ভারতের বিদ্যাসাগর ' কাকে বলা হয়?

উত্তর: বিরসালিঙ্গম পান্ডালু।

16. ড: বি.আর.আম্বেদকর কোন হিন্দু ধর্মগ্রন্থ জনসমক্ষে পুড়িয়ে ফেলেন?

উত্তর: মনুস্মৃতি।

17. AITUC কবে গঠিত হয়?

উত্তর: 1920 খ্রীঃ।

18. ক্রীপস মিশনের ব্যর্থতার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল?

উত্তর: ভারত ছাড়ো আন্দোলন।

19. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজ' এর প্রস্তাব গৃহীত হয়?

উত্তর: 1929 খ্রীঃ লাহোর অধিবেশনে।

20. 'অ্যান্টি সার্কুলার সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: শচীন্দ্র প্রসাদ বসু (1905 খ্রীঃ)।

21. ভারতের জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: অ্যালান অক্টোভিয়ান হিউম (1885 খ্রীঃ)।

22. কোন বড়োলাটের রাজত্বকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?

উত্তর: লর্ড ডাফরিন।

23. কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?

উত্তর: 1911 খ্রীঃ।

24. "Young India" গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: লালা লাজপৎ রায়।

25. 'ডন সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

26. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?

উত্তর: 1906 খ্রীঃ।

27. ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: শ্যামজী কৃষ্ণবর্মা।

28. ঢাকার অনুশীলন সমিতি কে  প্রতিষ্ঠা করেন?

উত্তর: পুলিন বিহারি দাশ।

29. "A Nation in Making"  গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

30. 'মারাঠা' ও 'কেশরী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: বাল গঙ্গাধর তিলক।

31. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়?

উত্তর: চৌরিচৌরা ঘটনা।

32. "নারী সত্যাগ্রহ সমিতি" কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: বাসন্তী দেবী।

33. "গুলামগিরি" গ্রন্থটি কার লেখা?

উত্তর: জ্যোতিবা ফুলে।

34. "ভারতী" পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: সরলাদেবী চৌধুরানী।

35. বিরসা মুন্ডার সেনাপতির নাম কী?

উত্তর: গয়া মুন্ডা।

36. 'দীপালি সংঘ' কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: লীলা নাগ রায় 1923 খ্রীঃ।

37. ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়?

উত্তর: বাসুদেও বলবন্ত ফাদকে।

38. ভারতে বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?

উত্তর: ভিকাজী রুস্তমজী মাদাম কামা।

39. রসিদ আলি দিবস কবে পালন করা হয়?

উত্তর: 1946 খ্রী: 12ই ফেব্রুয়ারি।

40. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন?

উত্তর: ভি.পি.মেনন।

41. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর: লর্ড ক্যানিং।

42. রংপুর বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উত্তর: নুরুলউদ্দিন।

43. বঙ্গীয় প্রজাস্বত্ত্ব আইন কবে পাশ হয়?

উত্তর: 1885 খ্রীঃ।

44. বাংলার কৃষক প্রজা পার্টি কে গঠন করেন?

উঃআবুল কাশেম ফজলুল হক।

45. সিপাহী বিদ্রোহের সময় মোঘল সম্রাট কে ছিলেন?

উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।

46. মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল?

উত্তর: 1929 খ্রীঃ।

47. জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর: রাধাকান্ত দেব।

48. "সত্যার্থ প্রকাশ" গ্রন্থটি কার লেখা?

উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।

49. বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: রাজা রামমোহন রায়।

50. "সঞ্জীবনী" পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: কৃষ্ণ কুমার মিত্র।


Also Read:

❏ বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা PDF

❏ কবি সাহিত্যিক এর ছদ্মনাম এর তালিকা

❏ বিখ্যাত কবিদের উপাধি

❏ প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর

❏ বিখ্যাত বাংলা সাহিত্যিক ও তাদের রচনা


Download 1000 ইতিহাস প্রশ্ন উত্তর


File Details:-

File Name:- 1000 ইতিহাস প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:

❏ ভিটামিন ও রাসায়নিক নাম

❏ চলন ও গমন সংক্রান্ত প্রশ্নোত্তর

❏ গুরুত্বপূর্ণ জীববিদ্যা সংক্রান্ত শব্দ

❏ জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম

❏ ভিটামিনের নাম উৎস ও অভাবজনিত রোগ

❏ বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম ও পাঠ্য বিষয়





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.