অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ইতিহাস প্রশ্ন ও উত্তর

ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF

নিচে ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ইতিহাস প্রশ্ন ও উত্তর



ইতিহাস প্রশ্ন ও উত্তর



প্রশ্ন: কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৩৫খ্রিঃ।

প্রশ্ন: কৃষক প্রজা পার্টি কে গঠন করেন?

উত্তর: ফজলুল হক।

প্রশ্ন: কাই- জার- হিন্দ উপাধিতে কে ভূষিত হন?

উত্তর: মহাত্মা গান্ধি।

প্রশ্ন: কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়?

উত্তর: প্রমথ নাথ মিত্র কে।

প্রশ্ন: কাকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়?

উত্তর: বাসুদেব বলবন্ত ফাদকে।

প্রশ্ন: কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়?

উত্তর: মাদাম কামা।

প্রশ্ন: কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়?

উত্তর: বি. আর. আম্বেদকর।

প্রশ্ন: কাকে ভারতের জাতির জনক বলা হয়?

উত্তর: মহাত্মা গান্ধি।

প্রশ্ন: কলকাতা মেডিকেল  কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর: গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 

প্রশ্ন: কাকে ভারতের বিস্মার্ক বলা হয়?

উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল।

প্রশ্ন: কাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়?

উত্তর: দাদাভাই নৌরজী।

প্রশ্ন: কাকে রাষ্ট্র গুরু উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন: কার আমলে জার্মানিতে শিল্পবিপ্লব ঘটে?

উত্তর: ফ্রেডারিখ তৃতীয়।

প্রশ্ন: কার উদ্যোগে রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়?

উত্তর: মানবেন্দ্রনাথ রায়।

প্রশ্ন: কার জন্মদিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালিত হয়?

উত্তর: মহাত্মা গান্ধি।

প্রশ্ন: কার নেতৃত্বে ‘ওয়াংশো চুক্তি সংস্থা’ কবে গঠিত হয়?

উত্তর: ১৯৫৫-সোভিয়েত ইউনিয়ন এর নেতৃত্বে।

প্রশ্ন: কার নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

উত্তর: মাও সে তুং।

প্রশ্ন: কার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের প্রথম মন্ত্রীসভা গঠিত হয়?

উত্তর: সুখময় সেন্গুপ্ত।

প্রশ্ন: কার স্বাক্ষরের ফলে গণ পরিষদে সংবিধান পাশ হয়?

উত্তর: রাজেন্দ্র প্রসাদ

প্রশ্ন: কার সভাপতিত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর: রিবেনট্রপ।

প্রশ্ন: কার সম্পাদনায় ‘হিন্দুপেট্রিয়ট’ পত্রিকা সম্পাদিত হয়?

উত্তর: হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।

প্রশ্ন: কার্বোনারি দলের দুজন নেতার নাম লেখো।

উত্তর: মাৎসিনি, ও গ্যারিবল্ডি

প্রশ্ন: কার্বোনারী দলের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: লেনিন।

প্রশ্ন: কার্লাইল সার্কুলার কে জারী করেন?

উত্তর: সি.ডব্ল.কার্লাইল।

প্রশ্ন: কারা কবে কাবুলে মুক্ত ভারত সরকার গঠন করেছিলেন?

উত্তর: ১৯১৫ খ্রিঃ মৌলানা বরকতুল্লা ও রাজা মহেন্দ্রপ্রতাপ।

প্রশ্ন: কারা কবে মিত্রমেলার প্রতিষ্ঠা করেন?

উত্তর: গণেশ সাভারকর ও দামোদর সাভারকর ১৮৯৯ খ্রিঃ।

প্রশ্ন: কালো গান্ধি(Black Gandhi)- কাকে বলে?

উত্তর: ড. নেলসন মেন্ডেলা।

প্রশ্ন: কে ইটালিতে ইলদুচে বা একনায়ক হিসাবে পরিচিত?

উত্তর: মুসোলিনি।

প্রশ্ন: কে কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে তিনদিনের তামাসা বলেছেন?

উত্তর: অশ্বিনী কুমার দত্ত।

প্রশ্ন: কে গান্ধি বুড়ি নামে খ্যাত?

উত্তর: মাতঙ্গিনী হাজরা।

প্রশ্ন: কে গান্ধীজীকে মহাত্মা নামে অভিহিত করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: কে চৌদ্দদফা দাবী পেশ করেন?

উত্তর: মহম্মদ আলি জিন্নাহ।

প্রশ্ন: কে ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন?

উত্তর: লক্ষ্মী স্বামিনাথন।

প্রশ্ন: কে দেশীয় ভাষায় সংবাদ পত্র আইন পাশ করেন?

উত্তর: লর্ড লিটন।

প্রশ্ন: কে নাইট উপাধি ত্যাগ করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: কে নিজেকে ইলদুচে হিসেবে ঘোষণা করেন?

উত্তর: মুসোলিনি।

প্রশ্ন: কে প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব দেন?

উত্তর: মহম্মদ ইকবাল।

প্রশ্ন: কে প্রথম মুসলমান রাষ্ট্রের ধারণা ব্যক্ত করেন?

উত্তর: মহম্মদ ইকবাল।

প্রশ্ন: কে ব্ল্যাকশার্ট বাহিনী গঠন করেন্?

উত্তর: মুসোলিনি।

প্রশ্ন: কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন?

উত্তর: প্রফুল্লচন্দ্র রায়।

প্রশ্ন: কে ভারতের মহান বৃদ্ধ নামে পরিচিত?

উত্তর: দাদাভাই নওরোজি।

প্রশ্ন: কে মুসোলিনিকে কে প্রধান মন্ত্রী হিসাবে নিযুক্ত করেন?

উত্তর: ভিক্টর ইমানুয়েল।

প্রশ্ন: কে রাখিবন্দন উৎসব প্রবর্তন করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: কে শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন?

উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।

প্রশ্ন: কে শের-ই-বঙ্গাল নামে পরিচিত?

উত্তর: আব্দুল কাসেম ফজলুল হক।

প্রশ্ন: কে সিবাজি ও গণপতি উৎসবের সূচনা করেন?

উত্তর: বাল গঙ্গাধর তিলক।

প্রশ্ন: কেশরী পত্রিকার সম্পাদক কে?

উত্তর: বাল গঙ্গাধর তিলক।

প্রশ্ন: কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল?

উত্তর: ইংল্যান্ড।

প্রশ্ন: কোথায় প্রথম আণবিক বোমা ফেলা হয়?

উত্তর: হিরোশিমায়।

প্রশ্ন: কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়?

উত্তর:  ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে।

প্রশ্ন: কোন আইনে ব্রিটিশ কোম্পানি সর্বপ্রথম শিক্ষাখাতে বার্ষিক একলক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেয়?

উত্তর: ১৮১৩ খ্রিঃ সনদ আইনে।

প্রশ্ন: কোন আন্দোলনের সময় গান্ধিজি ব্রিটিশ প্রদত্ত কাইজার-ই-হিন্দ খেতাব বর্জন করেন?

উত্তর:  ১৯২১ খ্রিঃ খিলাফত আন্দোলনের প্রাক্কালে।

প্রশ্ন: কোন গ্রন্থটিকে নাৎসিবাদের বাইবেল বলা হয়?

উত্তর:  মেইন ক্যাম্প।

প্রশ্ন: কোন দেশ প্রথম পরমাণু বোমা ব্যবহার করে?

উত্তর: আমেরিকা।

প্রশ্ন: কোন পত্রিকাকে কেন্দ্র করে বাংলায় একটি বিপ্লবী দল গড়ে অথেছিল?

উত্তর: যুগান্তর পত্রিকা।

প্রশ্ন: কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়?

উত্তর: সঞ্জীবনী পত্রিকায়।

প্রশ্ন: কোন বছর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়?

উত্তর: ১৯৪২ খ্রিঃ।

প্রশ্ন: কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন?

উত্তর: রামসে ম্যাকডোনাল্ড।

প্রশ্ন: কোন বিপ্লবী চার্লস টেগার্টকে হত্যা করতে ভুলবশত আর্নেস্ট ডে কে হত্যা করেন?

উত্তর: গোপীণাথ সাহা।

প্রশ্ন: কোন যুদ্ধে প্রথম পারমানবিক বোমা ব্যবহার করা হয়?

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধে।


Also Read:


Download ইতিহাস প্রশ্ন ও উত্তর


File Details:-

File Name:- ইতিহাস প্রশ্ন ও উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.