অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলা পিডিএফ বই

ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলা পিডিএফ বই: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলা পিডিএফ বই থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলা পিডিএফ বই

নিচে ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলা পিডিএফ বই টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলা পিডিএফ বই টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলা পিডিএফ বই



ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলা পিডিএফ বই



1. "বঙ্গদর্শন" পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

2. "সত্তর বছর" কোন বিশিষ্ট ব্যক্তির আত্মজীবনী?

উত্তর: বিপিন চন্দ্র পাল।

3. "কলকাতা মেডিক্যাল কলেজ" কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1835 খ্রীঃ।

4. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

উত্তর: উইলিয়াম কোলভিল।

5. 'তিন আইন' কবে পাশ হয়?

উত্তর: 1872 খ্রীঃ।

6. 'নববিধান ব্রাহ্মসমাজ' কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: কেশবচন্দ্র সেন।

7. চিল নায়েক কোন বিদ্রোহের নেতা কে ছিলেন ?

উত্তর: ভিল বিদ্রোহের।

8. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়?

উত্তর: আনন্দমঠ উপন্যাসে।

9. "মহারাণীর ঘোষণাপত্র" কবে পেশ করা হয়?

উত্তর: 1858:খ্রীঃ 1লা নভেম্বর (এলাহবাদে, লর্ড ক্যানিং)

10. 'বেঙ্গল ভলান্টিয়ার্স' দল কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: হেমচন্দ্র ঘোষ।

11. কোন ভাইসরয়কে "উজ্জ্বল বিফলতা" বলা হয়?

উত্তর: লর্ড লিটন।

12. ইলবার্ট বিল আন্দোলন কবে হয়েছিল?

উত্তর: 1883 খ্রীঃ

13. কে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কে 'তিনদিনের তামাশা' বলে অভিহিত করেছেন?

উত্তর: অশ্বিনী কুমার দত্ত।

14. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী?

উত্তর: মূলাশঙ্কর।

15. 'দক্ষিণ ভারতের বিদ্যাসাগর ' কাকে বলা হয়?

উত্তর: বিরসালিঙ্গম পান্ডালু।

16. ড: বি.আর.আম্বেদকর কোন হিন্দু ধর্মগ্রন্থ জনসমক্ষে পুড়িয়ে ফেলেন?

উত্তর: মনুস্মৃতি।

17. AITUC কবে গঠিত হয়?

উত্তর: 1920 খ্রীঃ।

18. ক্রীপস মিশনের ব্যর্থতার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল?

উত্তর: ভারত ছাড়ো আন্দোলন।

19. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজ' এর প্রস্তাব গৃহীত হয়?

উত্তর: 1929 খ্রীঃ লাহোর অধিবেশনে।

20. 'অ্যান্টি সার্কুলার সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: শচীন্দ্র প্রসাদ বসু (1905 খ্রীঃ)।

21. ভারতের জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: অ্যালান অক্টোভিয়ান হিউম (1885 খ্রীঃ)।

22. কোন বড়োলাটের রাজত্বকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?

উত্তর: লর্ড ডাফরিন।

23. কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?

উত্তর: 1911 খ্রীঃ।

24. "Young India" গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: লালা লাজপৎ রায়।

25. 'ডন সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

26. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?

উত্তর: 1906 খ্রীঃ।

27. ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: শ্যামজী কৃষ্ণবর্মা।

28. ঢাকার অনুশীলন সমিতি কে  প্রতিষ্ঠা করেন?

উত্তর: পুলিন বিহারি দাশ।

29. "A Nation in Making"  গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

30. 'মারাঠা' ও 'কেশরী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: বাল গঙ্গাধর তিলক।

31. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়?

উত্তর: চৌরিচৌরা ঘটনা।

32. "নারী সত্যাগ্রহ সমিতি" কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: বাসন্তী দেবী।

33. "গুলামগিরি" গ্রন্থটি কার লেখা?

উত্তর: জ্যোতিবা ফুলে।

34. "ভারতী" পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: সরলাদেবী চৌধুরানী।

35. বিরসা মুন্ডার সেনাপতির নাম কী?

উত্তর: গয়া মুন্ডা।

36. 'দীপালি সংঘ' কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: লীলা নাগ রায় 1923 খ্রীঃ।

37. ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়?

উত্তর: বাসুদেও বলবন্ত ফাদকে।

38. ভারতে বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?

উত্তর: ভিকাজী রুস্তমজী মাদাম কামা।

39. রসিদ আলি দিবস কবে পালন করা হয়?

উত্তর: 1946 খ্রী: 12ই ফেব্রুয়ারি।

40. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন?

উত্তর: ভি.পি.মেনন।

41. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর: লর্ড ক্যানিং।

42. রংপুর বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

উত্তর: নুরুলউদ্দিন।

43. বঙ্গীয় প্রজাস্বত্ত্ব আইন কবে পাশ হয়?

উত্তর: 1885 খ্রীঃ।

44. বাংলার কৃষক প্রজা পার্টি কে গঠন করেন?

উঃআবুল কাশেম ফজলুল হক।

45. সিপাহী বিদ্রোহের সময় মোঘল সম্রাট কে ছিলেন?

উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।

46. মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল?

উত্তর: 1929 খ্রীঃ।

47. জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর: রাধাকান্ত দেব।

48. "সত্যার্থ প্রকাশ" গ্রন্থটি কার লেখা?

উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।

49. বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: রাজা রামমোহন রায়।

50. "সঞ্জীবনী" পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: কৃষ্ণ কুমার মিত্র।


Also Read:


Download ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলা পিডিএফ বই


File Details:-

File Name:- ইতিহাস প্রশ্ন ও উত্তর বাংলা পিডিএফ বই [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.