অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


সুলতানি যুগের ইতিহাস MCQ

সুলতানি যুগের ইতিহাস MCQ PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় সুলতানি যুগের ইতিহাস MCQ PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সুলতানি যুগের ইতিহাস MCQ PDF

নিচে সুলতানি যুগের ইতিহাস MCQ PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। সুলতানি যুগের ইতিহাস MCQ PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

সুলতানি যুগের ইতিহাস MCQ



সুলতানি যুগের ইতিহাস MCQ



1. কোন সময়কে সুলতানী যুগ বলে অভিহিত করা হয়? 

উঃ ১২০৬ খ্রীষ্টাব্দ থেকে ১৫২৬ খ্রীষ্টাব্দে মোঘল বংশীয় বাবরের সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত সময় সুলতানী যুগ বলে পরিচিত। 

2. সুলতান শব্দের অর্থ কী? 

উঃ স্বাধীন নরপতি। 

3. ‘তারিখ-ই-সিন্ধু’ গ্রন্থের রচয়িতা কে? 

উঃ মীর মহম্মদ মাসুদ। 

4. আলবেরুণী রচিত গ্রন্থটির নাম কী? 

উঃ তহকক্‌-ই–হিন্দ। 

5. কিতাব-উল-রাহলা’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ ইবন বতুতা। 

6. আমীর খসরু রচিত গ্রন্থটির নাম কী? 

উঃ তুঘলক নামা। 

7. ‘তবাকত-ই-নাসিরি’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ মিনহাজ-উস-সিরাজ। 

8. ‘তারিখ-ই-ফিরোজশাহী’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ জিয়াউদ্দীন বরণী। 

9. আরবরা কবে সিন্ধুদেশ জয় করে? 

উঃ ৭১২ খ্রীষ্টাব্দে। 

10. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিল? 

উঃ ১৭ বার। 

11. আলবেরুণী কার সভাসদ ছিলেন? 

উঃ সুলতান মামুদের। 

12. আলবেরুণী কত খ্রীষ্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? তাঁর প্রকৃত নাম কী? তিনি কার সঙ্গে ভারতে আসেন এবং কত বছর ভারতে ছিলেন? 

উঃ ৯৭৩  খ্রীষ্টাব্দে মধ্যএশিয়ার খোয়ারিজাম রাজ্যে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবু রিহান। তিনি মামুদের সঙ্গে ভারতে আসেন। তিনি ১০ বছর ভারতে ছিলেন। 

13. কবে,কাদের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়? 

উঃ ১১৯১ খ্রীষ্টাব্দে দিল্লী ও আজমীরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে মহম্মদ ঘুরী পরাজিত হন। 

14. কবে,কাদের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়? 

উঃ ১১৯২ খ্রীষ্টাব্দে দিল্লী ও আজমীরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। 

15. ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল? 

উঃ মহম্মদ ঘুরী। 

16. দাসবংশের প্রতিষ্ঠাতা কে ছিল? 

উঃ কুতুবউদ্দিন আইবক। 

17. আইবক কথার অর্থ কী? 

উঃ দাস। 

18. কুতুবুদ্দিনের পর কে দিল্লীর সিংহাসনে আরোহণ করেন? 

উঃ ইলতুৎমিস। 

19. ‘ইকতা’ ব্যবস্থা কে প্রবর্তন করেন? 

উঃ ইলতুৎমিস। 

20. চল্লিশ চক্র বা বন্দেগান-ই-চাহেলগানী কে প্রবর্তন করেন? 

উঃ ইলতুৎমিস। 

21. ইলতুৎমিসের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? 

উঃ রুক্‌নউদ্দিন ফিরোজ। 

22. ভারতের তোতাপাখি নামে কে পরিচিত? 

উঃ আমীর খসরু। 

23. খলজী বংশের প্রতিষ্ঠাতা কে? 

উঃ ফিরোজ শাহ খলজী। 

24. খলজী বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? 

উঃ আলাউদ্দিন খলজী। 

25. দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন? 

উঃ আলাউদ্দিন খলজী। 

26. খলজী বংশের শেষ সম্রাট কে ছিলেন? 

উঃ কুতুবুদ্দিন মুবারক শাহ। 

27. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? 

উঃ গিয়াসউদ্দিন তুঘলক। 

28. দিল্লী থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর কে করেন? 

উঃ মহম্মদ বিন তুঘলক। 

29. সুলতানী যুগের আকবর নামে কে পরিচিত? 

উঃ ফিরোজ শাহ তুঘলক। 

30. কোন সুলতানী শাসকের রাজত্বকালে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন? 

উঃ নাসিরুদ্দিন মামুদ শাহের আমলে। 

31. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের শেষ রাজা কে ছিলেন? 

উঃ খিজির খাঁ সৈয়দ। এই বংশের শেষ রাজা ছিলেন আলাউদ্দিন আলম শাহ। 

32. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের শেষ রাজা কে ছিলেন? 

উঃ বহলুল লোদী। শেষ রাজা ইব্রাহিম লোদী। 

33. কবে,কাদের মধ্যে পাণিপথের প্রথম যুদ্ধ হয়? 

উঃ ১৫২৬ খ্রীঃ কাবুলের অধিপতি বাবরের সঙ্গে ইব্রাহিম লোদীর মধ্যে। 

34. কে কবে ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠা করেন? 

উঃ ১৩৪২ খ্রীষ্টাব্দে শামস্‌উদ্দিন ইলিয়াস শাহ। 

35. কোন রাজার আমলে পাণ্ডুয়ার আদিনা মসজিদ ও কোতোয়ালি দরওয়ালা তৈরি হয়? 

উঃ সিকন্দর শাহের আমলে। 

36. কোন চৈনিক দূত গিয়াসউদ্দিন আজম শাহের দরবারে আসেন? 

উঃ চৈনিক দূত মা-হুয়ান। 

37. বাংলার আকবর নামে কোন শাসক পরিচিত?

উঃ হোসেন শাহ। 

38. ভক্তিবাদী আন্দোলনের একজন নেতার নাম লেখ। 

উঃ শ্রীচৈতন্যদেব। 

39. ছোট সোনা মসজিদ কোন রাজার আমলে তৈরি হয়? 

উঃ হোসেন শাহের আমলে। 

40. বড় সোনা মসজিদ কোন রাজার আমলে তৈরি হয়? 

উঃ নসরৎ শাহের আমলে। 

41. কে কবে বাহমনী রাজ্যের প্রতিষ্ঠা করেন? তাঁর রাজধানী কোথায় ছিল? 

উঃ ১৩৪৭ খ্রী হাসান বা জাফর খাঁ। তাঁর রাজধানী ছিল গুলবর্গায়। 

42. তালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়? 

উঃ ১৫৬৫ খ্রিস্টাব্দে। একদিকে ছিল বিজাপুর, গলকুণ্ডা, বিদর ও আহম্মদনগর আর অন্যদিকে ছিল বিজয়নগর। এই যুদ্ধে বিজয়নগর পরাজিত হয়। 

43. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? 

উঃ হরিহর ও বুক্কু। 

44. বিজয়নগরের সঙ্গম রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? 

উঃ দ্বিতীয় দেবরায়। 

45. বিজয়নগরের তুলভ বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? 

উঃ নরসিংহ। শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। 

46. আমুক্তা মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ কৃষ্ণদেব রায়। 

47. কাকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়? 

উঃ তেলেগু কবি পেদ্দনকে। 

48. হাজারা মন্দিরের নির্মাতা কে? 

উঃ কৃষ্ণদেব রায়। 

49. কবীরের কবিতাগুলি কি নামে পরিচিত? 

উঃ দোহা। 

50. শিখ ধর্মের প্রবর্তক কে ? তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেন? 

উঃ গুরুনানক। তিনি ১৪৬৯ খ্রীষ্টাব্দে পাঞ্জাবের লাহোর জেলার রাভী নদীর তীরে তালবন্দী গ্রামে জন্মগ্রহণ করেন। 

51. শিখদের ধর্মগ্রন্থের নাম কী? 

উঃ গ্রন্থসাহেব। 

52. সুফীদের গুরুকে কী বলা হয়? 

উঃ পীর বা খাজা বলা হয়। 

53. পীরের ধর্মকেন্দ্রকে কি বলা হয়? 

উঃ দরগা বলা হয়। 

54. সুফী ধর্মের অনুগামীরা কী কি নামে পরিচিত? 

উঃ ফকির বা দরবেশ নামে পরিচিত। 

55. সুফী সম্প্রদায় কটি ভাগে বিভক্ত? কী কী? 

উঃ দুটি ভাগে বিভক্ত। চিস্তি ও সুহরাবর্দি। 

56. চিস্তি সম্প্রদায়ের কয়েকজন সাধকের নাম লেখ। 

উঃ খাজা মইনুদ্দিন চিস্তি,নিজামউদ্দিন আউলিয়া।

57. সুহরাবর্দি সম্প্রদায়ের কয়েকজন সাধকের নাম উল্লেখ করো। 

উঃ শিহাবউদ্দিন সুহরাবর্দি,হামিদউদ্দিন নাগোরী।

58. ‘চিরাগ-ই-দিল্লী বা দিল্লীর আলো’ নামে কে পরিচিত? 

উঃ নিজামউদ্দিন আউলিয়া। 

59. ‘পৃথ্বিরাজ রাসো’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ চাঁদ বরদৈ। 

60. ‘হাম্মির রাসো’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ শাঙ্গঁধর। 

61. মালিক মহম্মদ জায়সীর রচিত গ্রন্থটির নাম কী? 

উঃ পদুমাবৎ। 

62. ‘অলখানন্দা’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ জননায়ক। 

63. ‘তুজুক-ই-বাবরী’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ বাবর। 

64. তুজুক-ই-জাহাঙ্গীরী গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ জাহাঙ্গীর। 

65. ‘হুমায়ুন নামা’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ গুলবদন বেগম। 

66. ‘আইন-ই-আকবরী বা আকবর নামা’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ আবুল ফজল। 

67. ‘মুন্তাখাব–উল–তারিখ’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ বদাউনী। 

68. ‘তবকৎ–ই–আকবরী’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ খোজা নিজামউদ্দিন। 

69. ফৈজী রচিত গ্রন্থটির নাম কী? 

উঃ আকবর নামা। 

70. ‘পাদশাহনামা’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ আবদুল হালিম লাহোরী। 

71. ‘আলমগীরনামা’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ মীর্জা মহম্মদ কাজিম। 

72. ‘মুন্তাখাব-উল-লুবাব’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ কাফি খাঁ। 

73. ‘তারিখ-ই-বাংলা’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ শলিমউল্লাহ। 

74. ‘রিয়াজ-উল-সালাতিন’ গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ গোলাম হোসেন। 

75. আরবদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন? 

উঃ দাহির সিন্ধুর রাজা ছিলেন। 

76. দিল্লীর সুলতানী সাম্রাজ্য কত খ্রীষ্টাব্দে স্থাপিত হয়? 

উঃ ১২০৬ খ্রীষ্টাব্দে। 

77. সুলতানী সাম্রাজ্যের প্রথম বংশের নাম কী? এই বংশের প্রতিষ্ঠাতা কে? 

উঃ দাস বংশ। কুতুবউদ্দিন আইবক। 

78. দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? 

উঃ ইলতুৎমিস। 

79. তুর্কি বিজয়ের সময় বাংলার শাসক কে ছিলেন? 

উঃ লক্ষ্মণ সেন। 

80. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণবিধি কে করেছিলেন? 

উঃ আলাউদ্দিন খিলজী। 

81. দাক্ষিণাত্যে সুলতানী সাম্রাজ্যের বিস্তার প্রথম কার সময় হয়েছিল? 

উঃ আলাউদ্দিন খিলজীর সময়ে। 

82. বলবনের পূর্ব নাম কী ছিল? 

উঃ উলুঘ খাঁ। 

83. মহম্মদ বিন তুঘলকের পূর্ব নাম কী ছিল? 

উঃ জৌনা খাঁ। 

84. কে তামার নোট প্রচলন করেছিলেন? 

উঃ মহম্মদ বিন তুঘলক। 

85. মহম্মদ বিন তুঘলক কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন? 

উঃ দিল্লী থেকে দেবগিরিতে। 

86. মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? 

উঃ ইবন বতুতা। 

87. ‘নব মুসলমান’ কাদের বলা হয়? 

উঃ যে সকল মোঙ্গল জালালউদ্দিনের ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লীর উপকণ্ঠে বসতি স্থাপন করেছিলেন তাদের নবমুসলমান বলা হয়। 

88. তৈমুর লঙ কোন সময় ভারত আক্রমণ করেন ?

উঃ ১৩৯৮ খ্রীষ্টাব্দে। 

89. কে সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন? 

উঃ সুলতান মামুদ। 

90. আমীর খসরু কোন সময়ে ভারতে এসেছিলেন? 

উঃ খলজী ও তুঘলক শাসনকালে। 

91. জিয়াউদ্দীন বরণী কোন সময়ে ভারতে এসেছিলেন? 

উঃ মহম্মদ তুঘলক ও ফিরোজ তুঘলকের সময়ে।

92. ‘ফুতুহু উস সালাতিন’ গ্রন্থটির লেখক কে? 

উঃ খাজা আবদুল্লাহ মালিক। 

93. ইবন বতুতার লেখা গ্রন্থটির নাম কী? 

উঃ সফর নামা। 

94. ‘খামখেয়ালী রাজা’ কাকে বলা হয়? 

উঃ মহম্মদ বিন তুঘলককে। 

95. চাহেলগান বা চল্লিশ চক্র কে গঠন করেছিলেন? 

উঃ ইলতুৎমিস। 

96. শিখদের প্রথম গুরু কে? 

উঃ গুরু নানক। 

97. কবীর কার শিষ্য ছিলেন? 

উঃ রামানন্দের। 

98. গুরুমুখী কোন অঞ্চলের ভাষা? 

উঃ পাঞ্জাবের। 

99. ‘শ্রীকৃষ্ণবিজয়’ গ্রন্থটি কার লেখা? 

উঃ মালাধর বসুর লেখা। 

100. বিজয়গুপ্তের গ্রন্থের নাম কী? 

উঃ মনসামঙ্গল (পদ্মাপুরাণ)। 

101. চৈতন্যদেব কবে কোথায় দেহরক্ষা করেন? 

উঃ ১৫৩৩  খ্রীষ্টাব্দে পুরীতে। 

102. যে বিদেশী পর্যটক বিজয়নগরে এসেছিলেন তাদের দুজনের নাম কর? 

উঃ ইতালীয় পর্যটক নিকোলোকন্তি। পারস্যের পর্যটক আবদুর রজ্জাক।


Also Read:


Download সুলতানি যুগের ইতিহাস MCQ


File Details:-

File Name:- সুলতানি যুগের ইতিহাস MCQ [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.