আধুনিক ভারতের ইতিহাস PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আধুনিক ভারতের ইতিহাস PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আধুনিক ভারতের ইতিহাস PDF.
নিচে আধুনিক ভারতের ইতিহাস PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। আধুনিক ভারতের ইতিহাস PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
আধুনিক ভারতের ইতিহাস
1. কোন বিদেশী মুসলিম ভারতে ১৭ বার আক্রমণ অভিযান চালিয়েছিলেন ?
উত্তর: গজনীর মামুদ।
2. দিল্লির সিংহাসনের শেষ আফগান সুলতান কে ?
উত্তর: ইব্রাহিম লোদি।
3. হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন ?
উত্তর: পুরু।
4. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল ?
উত্তর: কৃষিকার্য।
5. মহেঞ্জোদারো কথাটির অর্থ কি ?
উত্তর: মৃতের স্তুপ।
6. কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল ?
উত্তর: লোহা।
7. সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল। তার নিদর্শন কোথায় পাওয়া গেছে ?
উত্তর: মহেনজোদারো।
8. সিন্ধু সভ্যতায় কোন জন্তুর উল্লেখ পাওয়া যায় নি ?
উত্তর: ঘোড়া।
9. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি ?
উত্তর: ঋগবেদ।
0. কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে ?
উত্তর: ঋগবেদে।
11. বেদের অপর নাম কী ?
উত্তর: শ্রুতি।
12. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
উত্তর: ধর্মপাল।
13. কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় ?
উত্তর: শাহী বংশ।
14. কোন ঐতিহাসিক কাকে ‘ দাক্ষিণাত্যের আকবর ’ আখ্যা দিয়ে ছিলেন ?
উত্তর: ফিরোজ শাহ।
15. শশাঙ্কের রাজধানীর নাম কী ?
উত্তর: কর্ণসুবর্ণ।
16. ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: বহলুল লোদী।
17. বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর: পেশোয়া বাজীরাও এবং ওয়েলেসলী।
18. চালুক্য রাজবংশের শ্রেষ্ট সম্রাট কাকে বলা হয় ?
উত্তর: দ্বিতীয় পুলকেশী।
19. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি ?
উত্তর: ঋগবেদ।
20. আইহোল প্রশস্তি কে রচনা করেন ?
উত্তর: কবি রবিকীর্তি।
21. মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর: অশোক।
22. দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয় ?
উত্তর: কনিষ্ক।
23. কে সমুদ্র গুপ্তের সভাকবি ছিলেন ?
উত্তর: হরিষেণ।
24. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন ?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
25. বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি কে ?
উত্তর: শশাঙ্ক।
26. কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন ?
উত্তর: দিব্য।
27. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?
উত্তর: আলাউদ্দিন খলজী।
28. কোন মোগল সম্রাট জিজিয়া কর ফের চালু করেন ?
উত্তর: ঔরঙ্গজেব।
29. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর: অপরাজিত বর্মন।
30. কোণারকের বিখ্যাত সূর্যমন্দির কে নির্মান করেছিলেন ?
উত্তর: প্রথম নরসিংহ বর্মন।
31. কে ভারতের তোতাপাখি নামে পরিচিত ছিলেন ?
উত্তর: আমীর খসরু।
32. কে লাখবক্স নামে পরিচিত ?
উত্তর: কুতুবউদ্দিন আইবক।
33. খলজী বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: জালাল উদ্দিন খলজী।
34. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর: ১৫৬৫ খ্রঃ।
35. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
উত্তর: ১৫২৬ খ্রীঃ।
36. কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন ?
উত্তর: বাউনী।
37. ঔরঙ্গজেবের মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে কে বসেন ?
উত্তর: বাহাদুর শাহ।
38. কোন সুলতান প্রথম দক্ষিণাত্য জয় করেন ?
উত্তর: শ্রালাউদ্দিন খলজী।
39. হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ?
উত্তর: পুষ্যভূতি বংশ।
40. ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন ?
উত্তর: অত্তি।
41. সাঁচি স্তুপ কে নির্মাণ করেন ?
উত্তর: অশোক।
42. কোন সুলতান ইকতা প্রথার বিলোপ করেন ?
উত্তর: আলাউদ্দিন খলজী।
43. কার উপাধি ছিল কুনিক ?
উত্তর: অজাতশত্রু।
44. বাংলার প্রথম নবাব কে ছিলেন ?
উত্তর: মুর্শিদকুলি খাঁ।
45. সূর্যসিদ্ধান্ত নামক গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর: আর্যভট্ট।
46. কাকে “ The Grand Old Man of India ” বলা হয়?
উত্তর: দাদাভাই নওরোজি।
47. কে হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন ?
উত্তর: মহাত্মা গান্ধী।
48. কোন সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড ঘটেছিল ?
উত্তর: ১৯১৯ সালে।
49. কে পরাধীন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ?
উত্তর: লর্ড ক্যানিং।
50. প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?
উত্তর: সুচেতা কৃপালনী।
51. ভারতে শিবাজী উৎসব পালনের সূচনা কে করেন ?
উত্তর: বালগঙ্গাধর তিলক।
52. ভারতে স্বাধীনতালাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: ক্লিমেন্ট এটলি।
53. কোন ভারতীয় নাগরিক প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন ?
উত্তর: দাদাভাই নওরোজি।
54. কাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জননী বলা হয় ?
উত্তর: মাদাম ভিকাজী কামা।
55. বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহিদের নাম কি ?
উত্তর: মদনলাল ধিংড়া।
56. ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর: চক্রবর্তী রাজাগোপালাচারী।
57. কে . আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন ?
উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ।
58. কে বলেছিলেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার ?
উত্তর: বালগঙ্গাধর তিলক।
59. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
উত্তর: লর্ড কর্ণওয়ালিস।
60. কে বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন ?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
61. কে মহাত্মা গান্ধীকে হত্যা করেন ?
উত্তর: নাথুরাম গড।
62. কে ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম মহিলা সভাপতি ছিলেন ?
উত্তর: অ্যানি বেসান্ত।
63. কে আর্যসমাজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর: দয়ানন্দ সরস্বতী।
64. ভারত ও চীনের মধ্যে সীমানা কে চিহ্নিত করেন ?
উত্তর: ম্যাকমোহন।
65. ভারতের মুক্তি সংগ্রামে প্রথম মহিলা শহিদের নাম কি ?
উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার।
66. নীলদর্পণের ইংরাজী অনুবাদ কে করেছিলেন ?
উত্তর: মধুসূদন দত্ত।
67. ১৮৫৭ সালে বিদ্রোহের পতাকা প্রথম কে উত্তোলন করেন ?
উত্তর: মঙ্গল পান্ডে।
68. মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় কবে ?
উত্তর: ১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারী।
69. ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: গুলজারিলাল নন্দ।
70. কোন গভর্ণর জেনারেলের সময় ঠগীদমন হয়েছিল ?
উত্তর: উইলিয়াম বেন্টিঙ্ক।
71. কত খ্রীস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয় ?
উত্তর: ১৯১১ সালে।
72. কোন ভাইসরয়ের শাসনকালে ইলবার্ট বিল পাশ হয় ?
উত্তর: লর্ড রিপন।
73. কে প্রথম গান্ধীজিকে জাতির জনক বলে আখ্যা দেন ?
উত্তর: নেতাজি সুভাষ চন্দ্র বসু।
74. ১৯২৩ সালে কে স্বরাজ্যপার্টি প্রতিষ্ঠা করেন ?
উত্তর: মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাশ।
75. কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্ৰতা নীতি প্রবর্তন করেন ?
উত্তর: ওয়েলেসলী।
76. কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন ?
উত্তর: ডালহৌসী।
77. কোন গভর্নর ভারতে প্রথম ইংরাজী শিক্ষার প্রবর্তন করেন ?
উত্তর: বেন্টিঙ্ক।
78. কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ আইন পাশ হয় ?
উত্তর: ১৮২৯ সালে।
79. সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গড়েছিলেন ?
উত্তর: সিঙ্গাপুর |
80. তহকিক ই হিন্দ কার রচনা ?
উত্তর: আলবিরুণী।
81. আরবদের সিন্ধু জয়ের সময় কে সিন্ধুপ্রদেশের রাজা ছিলেন ?
উত্তর: দাহির।
82. মহাবীর কোন ভাষায় ধর্মপ্রচার করতেন ?
উত্তর: মাগধী।
83. আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি ?
উত্তর: আলাউদ্দিন খলজী।
84. বৃহৎসংহিতা কে লিখেছিলেন ?
উত্তর: বরাহমিহির।
85. গুরু গোবিন্দ সিংহকে কে হত্যা করেছিল ?
উত্তর: একজন পাঠান।
86. মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে ?
উত্তর: তামা।
87. কাকে নানাসাহেব বলা হত ?
উত্তর: বালাজী বাজীরাও।
88. কাশ্মীরের কোন শাসককে ‘ কাশ্মীরের আকবর ’ বলে অভিহিত করা হয় ?
উত্তর: জয়নাল আবেদিন।
89. সন্ধাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন ?
উত্তর: পাল।
90. জৈনদের আদি নাম কি ছিল ?
উত্তর: নিগ্রন্থ।
91. ঋগবেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল ?
উত্তর: সাবিত্রী।
92. শিবাজী ১৬৬৫ খ্রীঃ পুরুন্ধরের সন্ধি স্বাক্ষর করেন কার সঙ্গে ?
উত্তর: জয়সিংহ।
93. আঙ্কোরভাট কে নির্মাণ করেছিলেন ?
উত্তর: সূর্যবর্মণ।
94. সি ইউ কি কে লিখেছিলেন ?
উত্তর: হিউয়েন সাং।
95. বাংলার কোন নবাব তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন ?
উত্তর: মুরশিদকুলি খাঁ।
96. গুরু গোবিন্দের জন্মস্থান কোথায় ?
উত্তর: পাটনা।
97. আকবরের সমাধি কোথায় অবস্থিত ?
উত্তর: সিকান্দার।
98. হর্ষবর্ধনের ভগ্নীর নাম কী ?
উত্তর: রাজ্যশ্রী।
99. পাঞ্জাব কেশরী কাকে আখ্যা দেওয়া হয়েছে ?
উত্তর: রঞ্জিত সিংহ।
100. ঝাঁসির রাণী লক্ষীবাঈ এর আসল নাম কি ছিল ?
উত্তর: মণিকর্ণিকা।
Also Read:
Download আধুনিক ভারতের ইতিহাস
File Details:-
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Also Read:
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
Please do not share any spam link in the comment box