অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ

মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ PDF

নিচে মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ



মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ



১. নীচের কোনটি শিক্ষাসাধনার প্রাচীনতম পাঠস্থান ?

(A) তক্ষশীলা 

(B) উজ্জয়িনী 

(C) বিক্রমশীলা 

(D) নালন্দা

উত্তর: (A) তক্ষশীলা 


২. শ্রীমদ্ভগবৎ গীতায় কতগুলি সংস্কৃত শ্লোক আছে ?

(A) 650 

(B) 492 

(C) 700 

(D) 612

উত্তর: (C) 700


৩. প্রাচীন ভারতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব পতঞ্জলি প্রধানত কী ছিলেন ?

(A) একজন জ্যোতির্বিদ 

(B) একজন কবি 

(C) একজন গণিতজ্ঞ 

(D) একজন বৈয়াকরণ 

উত্তর: (D) একজন বৈয়াকরণ 


৪. গুপ্তযুগে রচিত নাটকে নারী ও শূদ্রেরা কী ভাষায় কথা বলত ? 

(A) পালি 

(B) সংস্কৃত 

(C) প্রাকৃত 

(D) সুরসেনী 

উত্তর: (C) প্রাকৃত 


৫. কালিদাসের রচনায় কোনও এক দেব বা দেবীর আরাধনার প্রতি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় । কে তিনি ?

(A) শিব

(B) দুর্গা 

(C) বিষ্ণু 

(D) সরস্বতী 

উত্তর: (B) দুর্গা


৬. কৌটিল্যের অর্থশাস্ত্রে নীচের কোন ফলটির কোনও উল্লেখ নেই ?

(A) আঙুর 

(B) কলা 

(C) আম 

(D) পেয়ারা

উত্তর: (D) পেয়ারা


৭. ভারতের প্রাচীন ইতিহাসে কে নিউটনের আগেই জানিয়েছিলেন যে সব পদার্থই মহাকর্ষ শক্তির দ্বারা পৃথিবীর দিকে আকৃষ্ট হয় ?

(A) আর্যভট্ট

(B) বরাহমিহির 

(C) ব্রহ্মগুপ্ত 

(D) বানভট্ট 

উত্তর: (C) ব্রহ্মগুপ্ত


৮. সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিশাখদত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে ? 

(A) মুদ্রারাক্ষস 

(B) মৃচ্ছকটিক 

(C) মালবিকাগ্নিমিত্রম 

(D) দেবীচন্দ্রগুপ্তম

উত্তর: (A) মুদ্রারাক্ষস


৯. নীচের কোনটি ভাসের রচনা ?

(A) স্বপ্ন বাসবদত্তা 

(B) শকুন্তলা 

(C) রামায়ণ 

(D) মহাবংশ 

উত্তর: (A) স্বপ্ন বাসবদত্তা 


১০. হাতিগুম্ফা শিলালিপিতে কার কৃতিত্বের কথা বর্ণিত আছে ?

(A) দ্বিতীয় পুলকেশি 

(B) খারবেল 

(C) অশোক 

(D) স্কন্দগুপ্ত

উত্তর: (B) খারবেল 


১১. অধিকাংশ হিন্দু ধর্মগ্রন্থগুলিকে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুবাদ করার জন্য নীচের কোন শাসক আদেশ দিয়েছিলেন ? 

(A) আলাউদ্দিন খিলজী

(B) গিয়াসুদ্দিন তুঘলক

(C) মোহম্মদ বিন তুঘলক

(D) ফিরোজ শা তুঘলক 

উত্তর: (B) গিয়াসুদ্দিন তুঘলক


১২. নীচের কে অভিধান রচনার জন্য সুপরিচিত ? 

(A) পানিনি 

(B) বানভট্ট 

(C) অমরসিংহ 

(D) অশ্বঘোষ 

উত্তর: (C) অমরসিংহ


১৩. “ অষ্টাধ্যায়ী ” কার রচনা ? 

(A) বিষ শর্মা 

(B) পানিনি 

(C) আর্যভট্ট 

(D) চরক 

উত্তর: (B) পানিনি 


১৪. ষোলোটি মহাজনপদের নামের উল্লেখ কোথায় আছে ?

(A) হর্ষচরিত 

(B) অর্থশাস্ত্র 

(C) ইন্ডিকা

(D) অঙ্গুত্তরানিকয় 

উত্তর: (D) অঙ্গুত্তরানিকয়


১৫. নীচের কোনটি হর্ষবর্ধনের রচনা ? 

(A) রত্নাবলী 

(B) কাদম্বরী 

(C) হর্ষচরিত 

(D) রঘুবংশ

উত্তর: (A) রত্নাবলী 


১৬. নীচের কে “ যোগসূত্র ” লিখেছিলেন ? 

(A) পানিনি 

(B) পতঞ্জলি 

(C) বিশ্বামিত্র 

(D) মনু

উত্তর: (B) পতঞ্জলি 


১৭. প্রার্থনা ও বলি অনুষ্ঠান সম্পর্কে লেখা প্রাচীন ভারতীয় গ্রন্থ নীচের কোনটি ?

(A) সামবেদ 

(B) অমরকোষ 

(C) আরণ্যক 

(D) ব্রাক্ষণ 

উত্তর: (D) ব্রাক্ষণ 


১৮. কবি হরিষেণ কোন রাজার সভাসদ ছিলেন ?

(A) লক্ষ্মণ সেন 

(B) বল্লাল সেন 

(C) চন্দ্রগুপ্ত  

(D) সমুদ্রগুপ্ত 

উত্তর: (D) সমুদ্রগুপ্ত 


১৯. কার রাজত্বকালে তুলসীদাস “ রামচরিতমানস ” লিখেছিলেন ?

(A) কৃষ্ণদেব রায় 

(B) সমুদ্রগুপ্ত 

(C) আকবর 

(D) জাহাঙ্গীর 

উত্তর: (C) আকবর


২০. “ বিজক ” এর রচয়িতা কে ? 

(A) তুলসীদাস 

(B) কবীর

(C) রামদাস 

(D) গুরু অর্জুন 

উত্তর: (B) কবীর


২১. “ মহাভারত ” অন্য কি নামেও পরিচিত ?

(A) জয়ানামা ইতিহাস

(B) বিজয় - পিটকা 

(C) কথাভাস্তু 

(D) ভারতগৌরব 

উত্তর: (A) জয়ানামা ইতিহাস 


২২. এক বাঙ্গালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রধান ছিলেন | কে তিনি ? 

(A) শ্রীজ্ঞান অতীশ 

(B) শীলভদ্র

(C) নাগার্জুন

(D) শংকরাচার্য 

উত্তর: (B) শীলভদ্র


২৩. প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় নীচের কোন বিষয়ের জন্য বিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল ?

(A) জৈনধর্ম

(B) হীনযান বৌদ্ধধর্ম 

(C) মহাযান বৌদ্ধধর্ম 

(D) হিন্দুধর্ম 

উত্তর: (C) মহাযান বৌদ্ধধর্ম 


২৪. নীচের কোন মহিলা মোগল যুগে একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা ? 

(A) গুলবদন বেগম 

(B) নূরজাহান বেগম 

(C) জাহানারা বেগম 

(D) জেব - উন্নিসা বেগম

উত্তর: (A) গুলবদন বেগম 


২৫. মারাঠি সাহিত্যের বিকাশে উল্লেখ্য অবদান কার প্রথম ?

(A) রামদাস 

(B) যোগী মুকুন্দরাজ 

(C) ধ্যানেশ্বর 

(D) নামদেব

উত্তর: (D) নামদেব


২৬. গুপ্তযুগের কোন সাহিত্যসাধক কে “ ভারতীয় শেকসপিয়ার " বলা হয়ে থাকে ?

(A) কালিদাস

(B) ভারবি 

(C) বিশাখদত্ত

(D) হরিষেণ

উত্তর: (A) কালিদাস


২৭. সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হত ?

(A) সংস্কৃত 

(B) পালি 

(C) কানাড়া

(D) তামিল

উত্তর: (D) তামিল


২৮. নীচের কাকে “ আয়ুর্বেদের জনক " বলা হয় ?

(A) চরক

(B) সুশ্রুত 

(C) ধন্বন্তরী 

(D) পতঞ্জলি 

উত্তর: (A) চরক


২৯. বিখ্যাত ঐতিহাসিক আলবিরুণী ভারতে কবে এসেছিলেন ? 

(A) 9th শতাব্দি খ্রিস্টাব্দ 

(B) 11th শতাব্দি খ্রিস্টাব্দ 

(C) 12th শতাব্দি খ্রিস্টাব্দ 

(D) 14th শতাব্দি খ্রিস্টাব্দ

উত্তর: (B) 11th শতাব্দি খ্রিস্টাব্দ


৩০. পাটনা শহরের প্রাচীন নাম নীচের কোনটি ?

(A) কনৌজ 

(B) পাটলিপুত্র 

(C) কপিলাবস্তু 

(D) ত্রিপিটক

উত্তর: (B) পাটলিপুত্র 


৩১. কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক হলেন রুদ্রদামন ?

(A) শক 

(B) পল্লব 

(C) কুষাণ 

(D) মৌর্য

উত্তর: (A) শক


৩২. কোন মুসলিম সম্রাট রানি পদ্মিনীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন ?

(A) হুমায়ুন 

(B) আলাউদ্দিন খিলজী 

(C) আকবর 

(D) বাবর 

উত্তর: (B) আলাউদ্দিন খিলজী 


৩৩. রাষ্ট্রের তহবিল থেকে হজ তীর্থযাত্রার ব্যবস্থা ভারতের কোন সম্রাট প্রথম করেন ? 

(A) বাবর 

(B) আকবর 

(C) ফিরোজ তুঘলক 

(D) আলাউদ্দিন খিলজী 

উত্তর: (B) আকবর


৩৪. “ রুপিয়া ” মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন ? 

(A) আকবর

(B) শেরশাহ 

(C) মোহম্মদ বিন তুঘলক 

(D) জাহাঙ্গীর

উত্তর: (A) আকবর


৩৫. নীচের মোগল সম্রাটদের মধ্যে কার সাম্রাজ্য সর্বাপেক্ষা বেশি ছিল ? 

(A) আকবর

(B) হুমায়ুন

(C) ঔরঙ্গজেব

(D) জাহাঙ্গীর

উত্তর: (C) ঔরঙ্গজেব


৩৬. প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন ?

(A) অশোক

(B) বিম্বিসার

(C) প্রথম চন্দ্র গুপ্ত

(D) অজাতশত্রু

উত্তর:  (B) বিম্বিসার


৩৭. কৃষিজমির গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমিকে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছিল । কোন সম্রাটের সময় ভারতে এই প্রথা প্রথম চালু হয় ?

(A) ফিরোজ তুঘলক 

(B) মোহম্মদ বিন তুঘলক 

(C) আলাউদ্দিন খিলজী 

(D) শেরশাহ 

উত্তর: (D) শেরশাহ 


৩৮. নীচের কে “ নিগুণ ” সংস্কারক হিসাবে পরিচিত ?

(A) তুলসীদাস 

(B) সুরদাস 

(C) শ্রীচৈতন্য 

(D) কবীর

উত্তর: (D) কবীর


৩৯. নীচের কোন ইংরেজকে জাহাঙ্গীর “ খাঁ ” উপাধিতে সম্মানিত করেছিলেন ?

(A) এডওয়ার্ড টেরি 

(B) স্যার টমাস রো 

(C) উইলিয়াম হকিন্স 

(D) এদের কেউই নয় 

উত্তর: (C) উইলিয়াম হকিন্স


৪০. আহমেদনগরের বিখ্যাত চাঁদবিবি তাঁর রাজ্য রক্ষার জন্য কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ?

(A) মোগল

(B) ইষ্ট ইন্ডিয়া কোম্পানি 

(C) বিজাপুরের আদিলশাহী শক্তি

(D) হায়দরাবাদের নিজাম শক্তি 

উত্তর: (A) মোগল


৪১. ভারতে প্রথম মুসলিম শাসক কে ?

(A) মোহম্মদ গজনী 

(B) মোহম্মদ বিন তুঘলক 

(C) কুতুবউদ্দীন আইবক 

(D) মোহম্মদ ঘুরী

উত্তর: (C) কুতুবউদ্দীন আইবক 


৪২. কোন রাজার সভাসদ ছিলেন ‘ অষ্টদিজ ” ?

(A) হর্ষবর্ধন 

(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

(C) কৃষ্ণদেব রায় 

(D) রাজারাজা

উত্তর: (C) কৃষ্ণদেব রায় 


৪৩. কে ছিলেন মুসলিম শাসক যিনি প্রথম দাক্ষিণাত্য জয় করেন ?

(A) বাবর 

(B) আলাউদ্দীন খিলজী 

(C) ঔরঙ্গজেব 

(D) মোহম্মদ ঘুরী 

উত্তর: (B) আলাউদ্দীন খিলজী


৪৪. ভারতের এক সম্রাটের পাশাপাশি তার পত্নীও রাজনৈতিক ক্ষমতার অধিকারিণী ছিলেন । কে সেই নারী ?

(A) রাজিয়া সুলতানা 

(B) চাঁদবিবি

(C) নুরজাহান 

(D) মমতাজ মহল 

উত্তর: (C) নুরজাহান 


৪৫. নীচের সম্রাটের মধ্যে কে ছিলেন একজন দক্ষ প্রশাসক ?

(A) জাহাঙ্গির

(B) কুতুবউদ্দিন আইবক 

(C) শেরশাহ 

(D) বাবর 

উত্তর: (C) শেরশাহ


৪৬. প্রাচীন ভারতের ইতিহাসে “ রত্নাকর ” ভৌগোলিক দিক থেকে কোন সাগরকে বলা হত ?

(A) আরব সাগর 

(B) বঙ্গোপসাগর 

(C) ভারতমহাসাগর 

(D) কাম্বে উপসাগর 

উত্তর: (C) ভারতমহাসাগর 


৪৭. নীচের কোন রাজার রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল ?

(A) বলবন

(B) আলাউদ্দীন খিলজী 

(C) কুতুবউদ্দীন আইবক 

(D) ইলতুতমিস

উত্তর: (A) বলবন


৪৮. সোলাঙ্কিরা নীচের কোন অঞ্চলের শাসক ছিলেন ? 

(A) গুজরাত 

(B) মালব্য 

(C) আজমীর 

(D) বঙ্গদেশ 

উত্তর: (A) গুজরাত 


৪৯. দাসবংশের সুলতানদের ঠিক পরেই কারা সিংহাসনে এসেছিল ?

(A) লোদি

(B) খলজী 

(C) সৈয়দ

(D) তুঘলক

উত্তর:  (B) খলজী 


৫০. মধ্যযুগের ভারতে কে প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন ?

(A) ইলতুৎমিস 

(B) আলাউদ্দিন খিলজী 

(C) বলবন

(D) ফিরিজ শাহ তুঘলক

উত্তর: (A) ইলতুৎমিস


৫১. বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নীচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন ? 

(A) গৌতমীপুত্র সাতকণি 

(B) অজাতশত্রু 

(C) কনিষ্ক 

(D) বিক্রমাদিত্য

উত্তর: (A) গৌতমীপুত্র সাতকণি 


৫২. নীচের কোন রাজবংশ 700-1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগে সমগ্র উত্তর ভারতের শাসক ছিলেন ?

(A) রাষ্ট্রকূট 

(B) মৌর্য 

(C) রাজপুত 

(D) কোনোটাই নয়

উত্তর:  (D) কোনোটাই নয়


৫৩. নীচের কোন সম্রাট নিজেকে “ দ্বিতীয় আলেকজান্ডার ” বলে অভিহিত করতেন ? 

(A) কনিষ্ক

(B) সমুদ্রগুপ্ত 

(C) আলাউদ্দীন খিলজী 

(D) বাবর 

উত্তর: (C) আলাউদ্দীন খিলজী 


৫৪. ব্রিটিশরা ভারতের কোন আফগান শাসকের শাসন ব্যবস্থার অনুসরণে সমকক্ষ শাসনব্যবস্থা গড়েছিলেন ?

(A) আহম্মদ শাহ 

(B) বৈরাম খাঁ 

(C) শেরশাহ 

(D) মোহম্মদ শাহ

উত্তর: (C) শেরশাহ 


৫৫. কার সম্বন্ধে এইরকম বলা হয়েছিল - “ তিনি একজন ভাগ্যশালী সৈনিক ছিলেন , কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না।

(A) হুমায়ুন 

(B) বাবর 

(C) আকবর 

(D) জাহাঙ্গীর 

উত্তর: (B) বাবর 


৫৬. নীচের কোনটির সাথে কুতুবশাহী শাসনের সম্পর্ক আছে ? 

(A) জয়পুর 

(B) গোলকুন্ডা 

(C) আহম্মদনগর 

(D) বিজাপুর

উত্তর: (B) গোলকুন্ডা  


৫৭. ভারতে প্রথম মোগল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার ?

(A) বাবর 

(B) আকবর 

(C) জাহাঙ্গীর 

(D) শাহজাহান

উত্তর: (A) বাবর 


৫৮. নীচের কোন শাসক “ পরমাঙ্ক ” উপাধি গ্রহণ করেছিলেন ?

(A) সমুদ্রগুপ্ত 

(B) চন্দ্রগুপ্ত 

(C) হর্ষবর্ধন 

(D) অজাতশত্রু 

উত্তর: (A) সমুদ্রগুপ্ত 


৫৯. নীচের সুলতানদের মধ্যে , দাসবংশের কোন সুলতান দীর্ঘতম কাল শাসন করেছেন ? 

(A) সামস-উদ্দীন ইলতুৎমিস 

(B) কুতুবউদ্দীন আইবক 

(C) নাসিরুদ্দীন মামুদ 

(D) গিয়াসউদ্দীন বলবন 

উত্তর: (A) সামস-উদ্দীন ইলতুৎমিস 


৬০. কার আক্রমণের ফলে দিল্লীর সুলতানী রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে ?

(A) চেঙ্গিজ খাঁ 

(B) তৈমুর লঙ 

(C) বাবর 

(D) নাদির শাহ 

উত্তর: (B) তৈমুর লঙ 


৬১. মোহম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লী থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন প্রধানত কি কারণে ?

(A) মোঙ্গলদের আক্রমণ থেকে তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য

(B) দক্ষিণ ভারতের ওপর অধিকতর কর্তৃত্ব স্থাপন করার জন্য তোলার জন্য

(C) দাক্ষিণাত্যের সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে

(D) জলবায়ু পরিবর্তনের জন্য 

উত্তর: (B) দক্ষিণ ভারতের ওপর অধিকতর কর্তৃত্ব স্থাপন করার জন্য তোলার জন্য


৬২. ভারতের কোন অঞ্চল নিয়ে চোল রাজ্য গঠিত ছিল ?

(A) উড়িষ্যা , অন্ধ্র ও মাদ্রাজ 

(B) মাদ্রাজ , কেরল ও মহীশূরের বিরাট অংশ 

(C) মালাবার ও নেলোর 

(D) সমগ্র দক্ষিণ ভারত

উত্তর: (B) মাদ্রাজ , কেরল ও মহীশূরের বিরাট অংশ


৬৩. নীচের শক্তিগুলির মধ্যে ব্রিটিশরা ভারতের কাদের থেকে সবচেয়ে বেশী প্রতিরোধ পেয়েছে ?

(A) মোগল

(B) রাজপুত 

(C) নিজাম

(D) মারাঠা 

উত্তর: (D) মারাঠা 


৬৪. কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন ?

(A) আকবর 

(B) হুমায়ুন

(C) জাহাঙ্গীর 

(D) ঔরঙ্গজেব

উত্তর: (A) আকবর 


৬৫. সম্রাট হুমায়ুন দিল্লিতে “ দিনপানাহ ” নামে এক নতুন শহর প্রতিষ্ঠা করেন । সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায় ?

(A) শাহীবাবাদ 

(B) গাজিয়াবাদ 

(C) লালকেল্লা 

(D) পুরানা কেল্লা 

উত্তর: (D) পুরানা কেল্লা 


৬৬. দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কি ছিল ?

(A) উজ্জয়িনী 

(B) তক্ষশীলা 

(C) দিল্লি 

(D) পাটলিপুত্র 

উত্তর: (A) উজ্জয়িনী 


৬৭. জৈনদের চব্বিশজন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে ?

(A) মহাবীর 

(B) পার্শ্বনাথ 

(C) ঋষভনাথ 

(D) কর্মবীরা

উত্তর: (C) ঋষভনাথ 


৬৮. পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নীচের কোন রাজা বিখ্যাত ?

(A) কনিষ্ক 

(B) হর্ষবর্ধন 

(C) অশোক 

(D) চন্দ্রগুপ্ত মৌর্য 

উত্তর: (D) চন্দ্রগুপ্ত মৌর্য 


৬৯. পাথরকেটে ইলোরার বিখ্যাত কৈলাশ মন্দির কাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল ? 

(A) চোল 

(B) চালুক্য 

(C) পল্লব 

(D) রাষ্ট্রকূট

উত্তর: (D) রাষ্ট্রকূট


৭০. প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে নীচের কোন রাজার সম্পর্ক স্মরণীয় ?

(A) অশোক

(B) হর্ষবর্ধন

(C) শশাঙ্ক 

(D) অজাতশত্র 

উত্তর: (B) হর্ষবর্ধন


৭১. পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি যা 700 খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল ?

(A) কলকাতা

(B) নালন্দা

(C) তক্ষশীলা 

(D) বাগদাদ 

উত্তর: (C) তক্ষশীলা 


৭২. গৌতম বুদ্ধ কোথায় মারা যান ? 

(A) উজ্জয়িনী 

(B) সারনাথ

(C) কুশীনগর 

(D) কপিলাবস্তু

উত্তর: (C) কুশীনগর 


৭৩. কোন মৌর্য সম্রাট জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন ?

(A) বিম্বিসার

(B) বিন্দুসার 

(C) অজাতশত্রু 

(D) চন্দ্রগুপ্ত

উত্তর: (D) চন্দ্রগুপ্ত


৭৪. কে “ দহশালা বন্দোবস্ত ” প্রবর্তন করেন ?

(A) বাবর 

(B) আকবর

(C) আলাউদ্দীন খিলজী 

(D) শেরশাহ

উত্তর: (B) আকবর


৭৫. নীচের কে দিল্লীর মসনদে শেষ সুলতান ছিলেন ?

(A) ইলতুৎমিস 

(B) গিয়াসুদ্দীন বলবন 

(C) সৈয়দ লোদি 

(D)  ইব্রাহিম লোদি 

উত্তর: (D)  ইব্রাহিম লোদি 


৭৬.‘ পাটলিপুত্র ’ নগরটি কে নির্মাণ করেন ?

(A) উদয়ভদ্র 

(B) হর্ষবর্ধন 

(C) শীলভদ্র 

(D) কনিষ্ক

 উত্তর: (A) উদয়ভদ্র 


৭৭. “ তুজুক - ই - জাহাঙ্গীরি ” কার লেখা ?

(A) আমির খসরু 

(B) টমাস রো 

(C) জাহাঙ্গীর 

(D) ওলবদন বেগম

উত্তর:  (C) জাহাঙ্গীর 


৭৮. ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

(A) কনিষ্ক 

(B) বাশিস্ক

(C) প্রথম কদফিসেস 

(D) বিম কদফিসেস 

উত্তর: (D) বিম কদফিসেস 


৭৯. এঁদের মধ্যে কার কাছ থেকে ইস্টইন্ডিয়া কোম্পানী বাংলা বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে ?

(A) জাহাঙ্গীর 

(B) বাহাদুর শাহ জাফর 

(C) দ্বিতীয় শাহ আলম 

(D) ফারুকশিয়ার 

উত্তর: (C) দ্বিতীয় শাহ আলম


৮০. সাতবাহনদের রাজধানী কোথায় ছিল 

(A) পৈথান

(B) মগধ 

(C) তক্ষশীলা 

(D) তাঞ্জোর 

উত্তর: (A) পৈথান


৮১. অমর সিংহ কোন রাজার সভাকবি ছিলেন ?

(A) আকবর 

(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

(C) জাহাঙ্গীর 

(D) সমুদ্র গুপ্ত 

উত্তর: (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 


৮২. অষ্টম শতাব্দীর বিক্রমশীলা মহাবিহারের ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া গিয়েছে ?

(A) বিহার

(B) উত্তরপ্রদেশ 

(C) মধ্যপ্রদেশ 

(D) ওড়িশা 

উত্তর: (A) বিহার 


৮৩. “ বিক্রমোবশীয় ” র রচয়িতা কে ? 

(A) বানভট্ট 

(B) ভবভূতি 

(C) শূদ্রক 

(D) কালিদাস

উত্তর:  (D) কালিদাস


৮৪. আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তক্ষশীলার রাজা কে ছিলেন ?

(A) পুরু 

(B) ধনানন্দ 

(C) চন্দ্রগুপ্ত 

(D) অন্তি

উত্তর: (D) অন্তি


৮৫. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ?

(A) চন্দ্রগুপ্ত মৌর্য 

(B) বৃহদ্রথ 

(C) অশোক 

(D) বিন্দুসার 

উত্তর: (B) বৃহদ্রথ 


৮৬. শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তার মন্ত্রী মগধের সিংহাসন দখল করেন । কী তার নাম ?

(A) পুষ্যমিত্র 

(B) অগ্নিমিত্র 

(C) বসুমিত্র 

(D) শ্রীগুপ্ত

উত্তর: (A) পুষ্যমিত্র 


৮৭. চীনদেশের এক উপজাতির বংশধর হল কুষাণেরা । সেই উপজাতির নাম কী ?

(A) বাহ্লীক 

(B) শক 

(C) হুণ 

(D) ইয়ুচি

উত্তর: (D) ইয়ুচি


৮৮. ভারতে ৬০৬ খ্রিস্টাব্দে কে রাজ্যভার গ্রহণ করেন ?

(A) হর্ষবর্ধন 

(B) বিক্রমাদিত্য 

(C) প্রভাকর বর্ধন 

(D) স্কগুপ্ত 

উত্তর: (A) হর্ষবর্ধন 


৮৯. পালবংশের রাজত্বকালে দুটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল । কোথায় কোথায় ? 

(A) বিক্রমশীলা , নালন্দা 

(B) বিক্রমশীলা , সোমপুর 

(C) নালন্দা , সোমপুর 

(D) নবদ্বীপ , গৌড় 

উত্তর: (B) বিক্রমশীলা , সোমপুর 


৯০. নীচের কোনটি পালযুগের সন্ধ্যাকর নন্দীর একটি রচনা ? 

(A) ন্যায়কন্দলী 

(B) রামচরিত 

(C) প্রিয়দর্শিকা 

(D) দানসাগর

উত্তর: (B) বিক্রমশীলা , সোমপুর 


৯১. সেন বংশের শাসনকালে “ পবনদূত ” রচিত হয় । রচয়িতার নাম কী ?

(A) জুয়দেব 

(B) গোবর্ধন ধোয়ী 

(C) ধোয়ী

(D) বল্লাল সেন 

উত্তর: (C) ধোয়ী


৯২. খৃস্টীয় ৯ ম থেকে ১২ শ শতক পর্যন্ত কোন বংশ আজমীর ও দিল্লী অঞ্চলে প্রতিপত্তির সঙ্গে রাজত্ব করেছিল ও মুসলমান আক্রমণ প্রতিরোধে সচেষ্ট ছিল ?

(A) শাহী বংশ 

(B) চৌহান বংশ 

(C) সুঙ্গ বংশ 

(D) পূষ্যভূতি বংশ

উত্তর: (B) চৌহান বংশ 


৯৩. কোন রাজা সুলতান মামুদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজয়ের গ্লানি ভুলবার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন ?

(A) জয়পাল

(B) পৃথ্বিরাজ চৌহান

(C) আনন্দপাল 

(D) সবুক্তিগীন 

উত্তর: (C) আনন্দপাল 


৯৪. বাহমনীবংশ কে প্রতিষ্ঠা করেন ?

(A) ফিরোজ শাহ 

(B) খিজির খাঁ 

(C) আলাউদ্দীন বাহমনী শাহ 

(D) সবুক্তিগীন

উত্তর : - (C) আলাউদ্দীন বাহমনী শাহ 


৯৫. “ তিনি ছিলেন বিচক্ষণা , ন্যায়পরায়ণা , দয়াবতী , প্রজাহিতৈষিণী , বিদুষী , সমরকুশলা ও রাজোচিত গুণসম্পন্ন । ” কার সম্বন্ধে এ কথা ঐতিহাসিক মিনহাজ - উস - সিরাজ বলেছিলেন ? 

(A) ঝাসির রাণী লক্ষ্মীবাঈ 

(B) চাদবিবি 

(C) রাজিয়া সুলতানা 

(D) নূরজাহান 

 উত্তর: (C) রাজিয়া সুলতানা 


৯৬. ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন ?

(A) আকবরের সভাসদ 

(B) শেরশাহের হিন্দু সেনাপতি 

(C) গৌড়ের রাজা 

(D) সমুদ্রগুপ্তের প্রধান মন্ত্রী 

উত্তর: (B) শেরশাহের হিন্দু সেনাপতি 


৯৭. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?

(A) মুরশিদাবাদ 

(B) কর্ণসুবর্ণ 

(C) বিষ্ণুপুর 

(D) রাজগৃহ 

উত্তর: (B) কর্ণসুবর্ণ 


৯৮. হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন ?

(A) যশোবন্ত সিংহ 

(B) মানসিংহ 

(C) বৈরাম খাঁ 

(D) শায়েস্তা খাঁ 

উত্তর: (B) মানসিংহ 


৯৯. বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কী ?

(A) চন্দ্রগুপ্ত মৌর্য 

(B) গোপাল 

(C) বল্লাল সেন 

(D) অজাতশত্রু 

উত্তর: (B) গোপাল 


১০০. কতজন মন্ত্রী শিবাজীকে রাজকার্যে সরাসরি সহায়তা করতেন ?

(A) একজন 

(B) পাঁচজন 

(C) আটজন 

(D) দশজন

উত্তর: (C) আটজন


Also Read:


Download মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ


File Details:-

File Name:- মধ্যযুগের ভারতের ইতিহাস MCQ [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.