ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF.
নিচে ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1784খ্রিঃ
প্রশ্নঃ কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়?
উত্তর: 1793খ্রিঃ
প্রশ্নঃ কবে মহাবিদ্রোহ শুরু হয়?
উত্তর: 1857খ্রিঃ
প্রশ্নঃ ভাগনাডিহর সূচনা হয় ?
উত্তর: সাঁওতাল বিদ্রোহ
প্রশ্নঃ ফরাজি আন্দোলনের প্রবর্তক কে?
উত্তর: হাজী শরিয়ত উল্লাহ
প্রশ্নঃ বারাসাত বিদ্রোহ এর নেতা কে?
উত্তর: তিতুমির
প্রশ্নঃ আমিনি কমিশন কে গঠন করে?
উত্তর: ওয়ারেন হেস্টিং
প্রশ্নঃ সাঁওতাল বিদ্রোহের নেতা কে?
উত্তর: সিধু, কানু ইত্যাদি
প্রশ্নঃ বরাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: রাজা রামমোহন রায়
প্রশ্নঃ লোকহিতবাদী কে ছিলেন?
উত্তর: গোপালহরি দেশমুখ
প্রশ্নঃ শদ্ধিপ্রথা কে প্রবর্তন করেন ?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী
প্রশ্নঃ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: আত্মরাম পান্ডুরঙ্গ
প্রশ্নঃ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: দয়ানন্দ সরস্বতী
প্রশ্নঃ শকাব্দ কে প্রচলন করেন ?
উত্তর: কনিষ্ক
প্রশ্নঃ কনিষ্কের রাজ্যের রাজধানীর নাম কি ?
উত্তর: পুরুষপুর
প্রশ্নঃ তরিপিটক কোন ভাষায় লেখা আছে ?
উত্তর: পালি ভাষা
প্রশ্নঃ জৈনদের দুই সম্প্রদায়ের নাম কি ?
উত্তর: দিগম্বর ও শ্বেতাম্বর
প্রশ্নঃ ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?
উত্তর: সমুদ্রগুপ্ত
প্রশ্নঃ কোন রাজা শিলাদিত্য উপাধি নেন?
উত্তর: হর্ষবর্ধন
প্রশ্নঃ হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন ?
উত্তর: বাণভট্ট
প্রশ্নঃ কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় ?
উত্তর: নানা ফড়নবিশ
প্রশ্নঃ কাকে 'মহীশূর শার্দুল' বলা হয় ?
উত্তর: টিপু সুলতান
প্রশ্নঃ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড কর্নওয়ালিস
প্রশ্নঃ তিতুমীরের প্রকৃত নাম কি ?
উত্তর: মীর নিশার আলি
প্রশ্নঃ "বর্তমান ভারত "কার রচনা ?
উত্তর: স্বামী বিবেকানন্দ
প্রশ্নঃ নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ কোনটি ?
উত্তর: ওয়াটালুর যুদ্ধ
প্রশ্নঃ কোন ফরাসি সম্রাট বলেছিলেন "আমিই রাষ্ট্র" ?
উত্তর: সম্রাট চতুর্দশ লুই
প্রশ্নঃ বঙ্গভঙ্গ কবে কার্যকারি হয়েছিল?
উত্তর: 1905খ্রিঃ
প্রশ্নঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ?
উত্তর: জর্জ ওয়াশিংটন
Also Read:
Download ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর
File Details:-
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Also Read:
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
Please do not share any spam link in the comment box