অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


আধুনিক ভারতের ইতিহাস

ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF

নিচে ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর



ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর



1. কে বলেছিলেন ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে ’ ?

উত্তর: মহাত্মা গান্ধী।

2. কত সালে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ?

উত্তর: ১৯২৫ খ্রঃ।

3. বন্দেমাতরম্ গানটিতে কে প্রথম সুর দিয়েছিলেন ?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

4. কত সালে স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ?

উত্তর: ১৯৫২ সালে।

5. এম এন রায়ের প্রকৃত নাম কি ছিল ?

উত্তর: নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

6. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল ?

উত্তর: ডাঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।

7. কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৮৫ খ্রীঃ।

8. ১৯১১ সালের আগে কোন শহর ভারতের রাজধানী ছিল ?

উত্তর: কলকাতা।

9. স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি ছিল ?

উত্তর: সর্দার বল্লভাই প্যাটেল।

10. কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ?

উত্তর: মুম্বাই।

11. কার আদেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড সংঘটিত হয় ?

উত্তর: ও ডায়ার।

12. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

13. স্বাধীনতা আন্দোলন কোন বাঙালী সবচেয়ে বেশীদিন কারারুদ্ধ ছিলেন ?

উত্তর: গণেশ ঘোষ।

14. অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তর: প্রমথনাথ মিত্র।

15. বিপ্লবী যতীন দাস কত দিন অনশন করে মৃত্যুবরণ করেন ? 

উত্তর: ৬৪ দিন।

16. কাকে বলা হয় ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা ?

উত্তর: অরুণা আসফ আলি।

17. সত্যাগ্রহকে অস্ত্র হিসেবে মহাত্মা গান্ধী কোথায় প্রথম প্রয়োগ করেন ?

উত্তর: সাউথ আফ্রিকা।

18. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন ?

উত্তর: দাদাভাই নওরোজি।

19. কে ভূদান আন্দোলন শুরু করেছিলেন ?

উত্তর: আচার্য বিনোবা ভাবে।

20. কে প্রথম বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা করেন ?

উত্তর: মহাত্মা গান্ধী।

21. গান্ধীজীর লবণ সত্যাগ্রহের প্রকৃত উদ্দেশ্য কি ছিল ?

উত্তর: ভারতের পূর্ণস্বরাজ।

22. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কোন শহরে ঘটেছিল ?

উত্তর: অমৃতসর।

23. ভারতে গরিলা যুদ্ধে কে পারদর্শী ছিলেন ?

উত্তর: শিবাজী।

24. মহারাণা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম কি ছিল ? 

উত্তর: চেতক।

25. কোন রাজপুত রাজকন্যাকে সম্রাট আকবর বিবাহ করেন ? 

উত্তর: যোধাবাঈ।

26. নব্যবঙ্গ কথাটি প্রথম কে ব্যবহার করেন ? 

উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।

27. দক্ষিণের বিদ্যাসাগর বলা হত ?

উত্তর: বীরেশলিঙ্গম পাড়ুলুকে।

28. সংস্কৃত কলেজ প্রতিষ্ঠত হয় ?

উত্তর: ১৮২৪ খ্রীঃ।

29. বেনারসে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: অ্যানি বেসান্ত।

30. থিওসফিক্যাল সোসাইটি প্রথম কোথায় প্রতিষ্ঠত হয় ?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে।

31. মহারাষ্ট্রে প্রথম বিপ্লবী সংঘ প্রতিষ্ঠা করেন কে ?

উত্তর: বাসুদেব বলবন্ত ফাড়কে।

32. বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু কাকে বলা হত ?

উত্তর: অরবিন্দ ঘোষকে।

33. বাঘা যতীনের আসল নাম কি ?

উত্তর: যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

34. ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন ?

উত্তর: শ্যামাজী কৃষ্ণবর্মা।

35. ভারতে গান্ধিজী সত্যাগ্রহ প্রথম কোথায় প্রয়োগ করেন ?

উত্তর: আমেদাবাদে।

36. ভারতে প্রথম মে দিবস পালিত কোথায় হয় ?

উত্তর: মাদ্রাজে ( চেন্নাই )।

37. কোমাগাতামারু হল একটা জাপানী ?

উত্তর: জাহাজের নাম।

38. নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর: বিপিনচন্দ্র পাল।

39. বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?

উত্তর: ১৯৪৬ সালে।

40. কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন ?

উত্তর: ৭১২ খ্রীঃ।

41. বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?

উত্তর: বল্লাল সেন।

42. কে লিখেছিলেন ইন্ডিয়া উইনস ফ্রীডম ?

উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ।

43. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?

উত্তর: শাহজাহান।

44. কে বলেছিলেন সব লাল হো জায়েগা ?

উত্তর: রঞ্জিত সিংহ।

45. কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয় ?

উত্তর: ১৭৮৪ খ্রীঃ।

46. ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান ধ্বনি দেওয়ার জন্য কে বিখ্যাত ছিলেন ?

উত্তর: ভগৎ সিংহ।

47. বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

উত্তর: বাজীরাও ও ওয়েলেসলি।

48. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

49. কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয় ?

উত্তর: নানা ফাড়নবীশ।

50. কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্ৰতা নীতি গ্রহণ করেন ?

উত্তর: হায়দ্রাবাদের নিজাম।

51. অমৃতসরের সন্ধি কত খ্রিষ্টাব্দে স্বাক্ষরিত হয় ?

উত্তর: ১৮০৯ খ্রীঃ।

52. স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: ডেভিড হেয়ার।

53. ব্যাকরণ কৌমুদীর গ্রন্থকার কে ?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

54. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কাকে বলা হয় ?

উত্তর: মঙ্গল পান্ডে।

55. কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় ?

উত্তর: লর্ড ডালহৌসী।

56. হান্টার কমিশন কে গঠন করেন ?

উত্তর: লর্ড রিপন।

57. ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয় ?

উত্তর: ১৯৩৯ খ্রীঃ।

58. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হত ?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

59. কে গান্ধিজীকে মহাত্মা নামে অভিহিত করেন ?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

60. সাইমন কমিশন কবে ভারতে আসে ?

উত্তর: ১৯২৮ সালে।

61. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?

উত্তর: ১৯৪২ সালে।

62. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: সুভাষ চন্দ্র বসু।

63. পুর্ণ স্বরাজ দিবস কবে পালিত হয়েছিল ?

উত্তর: ২৬ শে জানুয়ারী ১৯৩০ সালে।

64. নেতাজী কোথায় আজাদ হিন্দ ফৌজের বাহিনী গঠন করেন ?

উত্তর: সিঙ্গাপুর।

65. প্রার্থনা সমাজ কোথায় স্থাপিত হয়েছিল ?

উত্তর: বোম্বাই ( মুম্বাই )।

66. লক্ষেতে গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর: ১৯৩১ খ্রীঃ।

67. বরদৌলিতে সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেন ?

উত্তর: সর্দার বল্লভাই প্যাটেল।

68. পুণা চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর: ১৯৩২ খ্রীঃ।

69. ভারতবর্ষের প্রথম আধুনিকমনস্ক মানুষ কে ?

উত্তর: রাজা রামমোহন রায়।

70. তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় বসে ?

উত্তর: লন্ডন।

71. সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছিলেন ?

উত্তর: ভি . ডি . সাভারকার।

72. কে ভারতের ‘ লৌহমানব ’ নামে পরিচিত ছিলেন ?

উত্তর: সর্দার বক্সবভাই প্যাটেল।

73. সংবাদ প্রভাকর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর: ঈশ্বরগুপ্ত।

74. সারা ভারত কিযাণ সভা কবে সংগঠিত হয়েছিল ?

উত্তর: ১৯৩৬ খ্রীঃ।

75. ভারতে দ্বিজাতি তত্বের প্রবক্তা ( স্রষ্টা ) কে ?

উত্তর: স্যার সৈয়দ আহম্মদ খান।

76. আনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: সতীশ চন্দ্র বসু।

77. তরুণের স্বপ্ন গ্রন্থটি কে লিখেছেন ?

উত্তর: সুভাষচন্দ্র বসু।

78. গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল ?

উত্তর: সান ফ্রানসিস্কো।

79. তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর: মহম্মদ ঘোরী ও পৃথ্বীরাজ চৌহান।

80. মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন ?

উত্তর: লর্ড লিটন।

81. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?

উত্তর: সমাচার দর্পণ।

82. স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তর: ১৯২৩ সালে।

83. কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯০৬।

84. কুবলিয়ৎ ও পাট্টা কে প্রবর্তন করেন ?

উত্তর: শেরশাহ।

85. ডান্ডি অভিযান কবে হয়েছিল ?

উত্তর: ১২ মার্চ ১৯৩০ সালে।

86. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: নবগোপাল মিত্র।

87. সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ?

উত্তর: রাখালদাস ব্যানার্জী।

88. সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন ?

উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড।

89. আর্য শব্দের অর্থ কি?

উত্তর: চাষ করা।

90. ত্রিপিটক লিখিত হয় কোন ভাষায় 

উত্তর: পালি।

91. কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ?

উত্তর: ১ লা সেপ্টেম্বর ১৯৪২ সালে।

92. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: মহাপদ্মনন্দ।

93. কেশরীর সম্পাদক কে ছিলেন ?

উত্তর: বালগঙ্গাধর তিলক।

94. কে শকাব্দ প্রচলন করেন ?

উত্তর: কণিষ্ক।

95. কাকে বলা হত ভারতের সর্বাধিক বৃদ্ধমানুষ ?

উত্তর: দাদাভাই নৌরজি।

96. সিপাহী বিদ্রোহ সর্বপ্রথম কোথায় আত্মপ্রকাশ করে ?

উত্তর: কলকাতার কাছে ব্যারাকপুরে।

97. কোন্ গভর্নর জেনারেলের সময় ভারতে সিপাহী বিদ্রোহ হয় ?

উত্তর: লর্ড ক্যানিং এর সময়।

98. সিপাহী বিদ্রোন্ত্রে প্রথম শহীদ কে ?

উত্তর: মঙ্গল পাণ্ডে।

99. ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন ?

উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ।

100. কবে ভারতে কোম্পানী অবসান ঘটে ?

উত্তর: ১৮৫৮ খ্রীষ্টাব্দ।


Also Read:


Download ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর


File Details:-

File Name:- ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.