অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর

প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF

নিচে প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর



প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর


1. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?

উত্তর: সিরাজদৌল্লা।

2.মুর্শিদাবাদে হাজারদুয়ারি কে নির্মাণ করেন ?

উত্তর: নবাব হুমায়ুন জা ৷

3.সেন যুগের প্রসিদ্ধ শিল্পীর একজন কে ছিলেন ?

উত্তর: শূলপাণি।

4. ভারতকে 'নৃতত্ত্বের যাদুঘর’ বলেছেন ?

উত্তর: ভিনসেন্ট স্মিথ।

5. ভারতকে 'হিমালয়ের দান 'বলেছেন ?

উত্তর: কে এম, পানির।

6. নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ - রঞ্জিত সিংহকে বলেছেন কোন ফরাসী পর্যটক ?

উত্তর: পর্যটক জ্যাকুমো।

7. গুপ্ত যুগের বিখ্যাত কয়েকটি ব্যক্তির নাম ?

উত্তর: ভারভি, কালিদাস, বিশাখ দত্ত।

8. চন্দ্রগুপ্ত মৌর্য যে রাজস্ব আদায় করতেন তার নাম কী ছিল ?

উত্তর: 'বলি’ এবং ‘ভাগ '।

9. খাজুরাহোর বিখ্যাত মন্দির ও ভাস্কর্য কোন বংশের অক্ষয়কীর্তি ?

উত্তর: চান্দেল্ল বংশের অক্ষয়কীর্তি।

10. মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে ? 

উত্তর: কুষাণ যুগে।

11. কুতুব মিনার স্তম্ভের নির্মাণ কোন সুলতান সম্পূর্ণ করেন ?

উত্তর: ইলতুৎমিস।

12. সুলতানি যুগের প্রথম প্রকৃত সুলতান কে ছিলেন ?

উত্তর: ইলতুৎমিস।

13. বন্দেগান-ই-চাহেল গান বা চল্লিশ ক্রীতদাসের একটি দল গঠন করেন কোন রাজা ?

উত্তর: ইলতুৎমিস।

14. নব্য মুসলমান সমাজের সৃষ্টি কর্তা কে ?

উত্তর: জালালউদ্দিন খলজি।

15. সতীদাহ প্রথা বন্ধ করার প্রথম প্রয়াস করেন কে ?

উত্তর: মহম্মদ বিন তুঘলক।

16. জলসেচ ব্যবস্থার সূচনা করেন ______?

উত্তর: গিয়াসউদ্দিন তুঘলক।

17. প্রথম কর্ম বিনিয়োগ দপ্তর (কর্মসংস্থান) চালু করেন ?

উত্তর: ফিরোজ শাহ তুঘলক।

18. সুলতানি আমলে ভারতে ‘দাস - দাসী’ প্রথা ছিল।

19. মধ্যযুগে বিশেষত কোন সময় ভারতে ‘ভক্তি আন্দোলন 'জনপ্রিয়তা লাভ করে ?

উত্তর: সুলতানি যুগে।

20. মধ্যযুগে বিশেষত মুসলমানদের নেতৃত্বে যে ধর্ম - আন্দোলন অনুষ্ঠিত হয় তাকে কি বলে ?

উত্তর: ‘সুফী আন্দোলন '

21. মধ্যযুগে বিশেষত  হিন্দুদের নেতৃত্বে অনুষ্ঠিত হয় তাকে কি বলে ?

উত্তর: ভক্তিবাদী আন্দোলন।

22. সুলতানি যুগের আকবর বলা হয় কোন সুলতান কে ?

উত্তর:ফিরোজ শাহ তুঘলককে।

23. সুলতানি আমলে জমির কর আদায় করতেন করা ?

উত্তর: পরগনায় ‘আমিল’ এবং গ্রামে পাটোয়ারি, ‘চৌধুরি’, ‘মুকদ্দম’ নামক কর্মচারীরা।

24. আলাউদ্দিন খিলজি কী নামে দুটি গৃহকর ও গবাদি পশুকর আরোপ করেন ?

উত্তর: ‘খরাই’ ও ‘চরাই’।

25. 'জাকত’হলো একপ্রকার ধর্মীয় ও সেবামূলক কর যা মূলত কাদের কাছ থেকে আদায় করা হত ?

উত্তর: মুসলমানদের কাছ থেকে 

26. 'খামস’ কী ?

উত্তর: যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের ভাগ হিসাবে আদায় করা হত।

27. ভারতের প্রথম আফগান বা পাঠান সুলতান কে ছিলেন ?

উত্তর: বহুলুল লোদী 

28. প্রথম আক্রমণকারী পাঠান সুলতান কে ?

উত্তর: বহলুল লোদী।

29. একটি হিংস্র ও রক্তপিপাসু জাতি নাম বল যারা ভারত অভিযান করেছিল ?

উত্তর: মোঙ্গলরা।

30. মোঙ্গলদের ভারত অভিযানের ফলে ভারতে কি ঘটেছে ?

উত্তর: ভারতের সম্পদের লুণ্ঠন ও অসংখ্য নিরীহ মানুষকে হত্যা।

31. মোঙ্গলরা কোন ধর্মাবলম্বী ছিল ?

উত্তর: বৌদ্ধ ধর্মাবলম্বী।

32. জাবতি প্রথা প্রচলন, রায়তওয়ারি পদ্ধতি চালু ও জিজিয়া কর তুলে দেন কোন সম্রাট  ?

উত্তর: আকবর।

33. প্রথম মুঘল বাদশা কে ছিলেন ?

উত্তর: বাবর।

34. শেষ মুঘল বাদশা কে ছিলেন ?

উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ।

35. কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে দেওয়ানি প্রদান করেন ?

উত্তর: দ্বিতীয় শাহ আলম।

36. বাংলার সুলতান বারবক শাহ ( শাসনকাল : ১৪৫৯-৭৬ ) কীসের অনুরাগী ছিলেন ?

উত্তর: সাহিত্যের।

37. বাংলার সুলতান বারবক শাহর পৃষ্ঠপোষকতা কবি - সাহিত্যিকের নাম ?

উত্তর: বৃহস্পতি মিশ্র, মালাধর বসু, কৃত্তিবাস ওঝা।

38. বাংলার প্রথম স্বাধীন রাজা কে ?

উত্তর: শশাঙ্ক।

39. বাংলার শেষ স্বাধীন রাজা কে ?

উত্তর: লক্ষ্মণ সেন।

40. বাংলায় কে ‘কৌলিন্য 'প্রথার প্রবর্তক ছিলেন ?

উত্তর: বল্লাল সেন।

41. বাংলার স্বাধীন শাসক কে ছিলেন ?

উত্তর: সামসুদ্দিন আলি শাহ।

42. বাংলার প্রথম স্বাধীন নবাবের  নাম কী ?

উত্তর: মুর্শিদকুলি খাঁ।

43. ভারতে প্রথম আক্রমণকারী বিদেশী করা ?

উত্তর: পারসিক।

44. ভারত আক্রমণকারী প্রথম সম্রাট কে ছিলেন ?

উত্তর: কাইরাস ( কুরু )।

45. ভারতে প্রথম তুর্কি আক্রমণকারী সুলতানের নাম কী ?

উত্তর: সুলতান মামুদ।

46. তাঞ্জোরে রাজরাজেশ্বর শিবমন্দির বা বৃহদেশ্বর মন্দির ( নির্মাণকাল ১০০৩-১০১০ খ্রিস্টাব্দ ) নির্মাণ করেন ?

উত্তর: রাজরাজ।

47. চোল স্থাপত্যরীতি আর একটি কি নামে পরিচিত ?

উত্তর: দ্রাবিড় স্থাপত্যরীতি।

48. মহাবলীপুরমের ষষ্ঠ ও সপ্তম শতকের মন্দিরগুলো নির্মাণ করেন কোন রাজা ?

উত্তর: পল্লব রাজারা দ্রাবিড়ীয় স্থাপত্যে ( যার নাম কুঁদে শিল্পকলা )।

49. প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন কে ?

উত্তর: দ্বিতীয় পুলকেশী।

50. কাওয়ালি সঙ্গীত ঘরাণার উদ্যোক্তা কে ?

উত্তর: আমীর খসরু।

51. ঘোড়াতে ডাকের প্রথম প্রচলন, কবুলিয়ৎ ও পাট্টার প্রবর্তন করেন কোন সম্রাট ?

উত্তর: শের শাহ।

52. ভারতের শেষ হিন্দু সম্রাট কে ছিলেন ?

উত্তর: পৃথ্বিরাজ চৌহান।

53. চন্দ্রগুপ্ত মৌর্যকে ‘ভারতের প্রথম সার্বভৌম ঐতিহাসিক সম্রাট’বলে অভিহিত করেন কে ?

উত্তর: ড. হেমচন্দ্র রায়চৌধুরী।

54. বিখ্যাত চিকিৎসক চরক  কোন রাজার সমসাময়িক ছিলেন ?

উত্তর: কণিষ্কের।

55. বীজগণিতের ক্ষেত্রে অবদানের জন্য সুপরিচিত কে ছিলেন ?

উত্তর: ব্রহ্মগুপ্ত।


Also Read:


Download প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর


File Details:-

File Name:- প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.