অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


History GK question pdf in Bengali

History GK question pdf in Bengali: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় History GK question pdf in Bengali থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি History GK question pdf in Bengali

নিচে History GK question pdf in Bengali টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। History GK question pdf in Bengali টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

History GK question pdf in Bengali



History GK question pdf in Bengali



১. তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?

(A) 1526 খ্রিস্টাব্দে 

(B) 1556 খ্রিস্টাব্দে 

(C) 1191 খ্রিস্টাব্দে 

(D) 1192 খ্রিস্টাব্দে 

উত্তর: (C) 1191 খ্রিস্টাব্দে


২. দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবউদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন ?

(A) ইলতুতমিস 

(B) বলবন 

(C) মোহম্মদ ঘোরী

(D) ইব্রাহিম লোদি 

উত্তর: (C) মোহম্মদ ঘোরী


৩. দাসবংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ?

(A) ইলতুতমিস 

(B) কুতুবউদ্দিন 

(C) বলবন 

(D) ফিরোজ শাহ 

উত্তর: (A) ইলতুতমিস 


৪. মহম্মদ গজনী কবে ভারত আক্রমণ করেন ?

(A) 712 খ্রিস্টাব্দে 

(B) 1206 খ্রিস্টাব্দে

(C) 1001 খ্রিস্টাব্দে 

(D) 1565 খ্রিস্টাব্দে

উত্তর: (C) 1001 খ্রিস্টাব্দে 


৫. তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বিরাজ কার কাছে পরাজিত হয়েছিলেন ?

(A) মোহম্মদ গজনী 

(B) মোহম্মদ ঘোরী 

(C) চেঙ্গিস খাঁ

(D) বাবর

উত্তর: (B) মোহম্মদ ঘোরী


৬. উত্তর ভারতে শেষ আফগান রাজবংশ কোনটি ?

(A) সুরি

(B) খিলজী

(C) তুঘলক

(D) লোদী

উত্তর: (A) সুরি


৭. নীচের কোন শহরটি লোদি বংশ 1480 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল ? 

(A) লুধিয়ানা 

(B) আজমীর 

(C) লখনও 

(D) ভূপাল 

উত্তর: (A) লুধিয়ানা


৮. নীচের কোন রাজবংশ হায়দরাবাদে ‘ চারমিনার ' নির্মাণ করেছিলেন ?

(A) কুতুবশাহী 

(B) আদিল শাহী

(C) পল্লব

(D) চোল

উত্তর: (A) কুতুবশাহী 


৯. মোহম্মদ বিন তুঘলক তার রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন । দেবগিরির বর্তমান নাম কী ?

(A) গিরনার 

(B) দৌলতাবাদ 

(C) ঔরঙ্গাবাদ

(D) রাজগীর

উত্তর:  (B) দৌলতাবাদ 


১০. নীচের কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর ?

(A) অশোক 

(B) কনিষ্ট 

(C) ইব্রাহিম লোদি

(D) কুতুবউদ্দীন

উত্তর: (B) কনিষ্ট 


১১. হিন্দু ইতিহাসের সুবর্ণ যুগের আদর্শ রাজা হিসাবে কাকে গণ্য করা হয় ?

(A) কনিষ্ক 

(B) সমুদ্রগুপ্ত

(C) মহেন্দ্রবর্মণ

(D) প্রথম চন্দ্রগুপ্ত

উত্তর: (B) সমুদ্রগুপ্ত


১২. মগধের রাজা অজাতশত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেন ?

(A) অযোধ্যা

(B) বিদিশা

(C) পাটলিপুত্র 

(D) বারাণসী 

উত্তর: (C) পাটলিপুত্র 


১৩. কোন বৌদ্ধ সন্ন্যাসী ও চৈনিক পরিব্রাজক ভারতে এসে বৌদ্ধগ্রন্থ সংস্কৃত থেকে চৈনিক ভাষায় অনুবাদ করেন ?

(A) হিউয়েন সাঙ

(B) ফা - হিয়েন

(C) দোসো

(D) চিং

উত্তর: (A) হিউয়েন সাঙ


১৪. মোহম্মদ বিন তুঘলক দিল্লিতে যে শহরের গোড়াপত্তন করেছিলেন তার নাম কী ?

(A) শাজাহানাবাদ

(B) ফরিদাবাদ

(C) ইন্দ্রপ্রস্থ

(D) জানপনাহ 

উত্তর: (D) জানপনাহ 


১৫. কোন মৌর্য ব্যক্তিত্বকে 18th শতাব্দীতে স্যান্ড্রোকোট্টোস (Snndrocottos) নামে জানা গেছে ?

(A) চাণক্য 

(B) বিন্দুসার

(C) অশোক

(D) চন্দ্রগুপ্ত

উত্তর: (D) চন্দ্রগুপ্ত


১৬. কুতুবমিনার নির্মাণ কে শুরু করেন ? 

(A) কুতুবউদ্দীন আইবক

(B) ইলতুতমিস

(C) গিয়াসুদ্দীন বলবন

(D) সুলতানা রিজিয়া

উত্তর: (A) কুতুবউদ্দীন আইবক


১৭. দিল্লির কোন সুলতানবংশ মোগলদের ভারতে আসা ও ভারতের সম্রাট হওয়ার পথ সুগম করে দিয়েছিল ?

(A) লোদী

(B) তুঘলক

(C) দাস

(D) খলজি

উত্তর: (A) লোদী


১৮. কোন বিদেশী মুসলিম ভারতে 17 বার আক্রমণ অভিযান চালিয়েছিলেন ?

(A) গজনীর মামুদ

(B) তৈমুর লঙ

(C) চেঙ্গিজ খান

(D) নাদির শাহ

উত্তর: (A) গজনীর মামুদ


১৯. পৃথ্বীরাজ আর মোহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ কোথায় হয়েছিল ?

(A) তালিকোটা

(B) তরাইন

(C) বক্সার 

(D) পানিপথ 

উত্তর: (B) তরাইন 


২০. 1398 খ্রিস্টাব্দে ভারতে কে বর্বর আক্রমণ করেছিল ?

(A) তৈমুর লঙ 

(B) নাদির শা 

(C) সুলতান মামুদ

(D) চেঙ্গিস খাঁঁ

উত্তর: (A) তৈমুর লঙ


২১. চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষভাগ কোথায় কাটিয়েছিলেন ?

(A) পাটলিপুত্র

(B) শ্রাবণ বেলালগালা

(C) বারাণসী 

(D) রাজগৃহ 

উত্তর: (B) শ্রাবণ বেলালগালা


22. নীচের কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন ?

(A) চন্দ্রগুপ্ত

(B) সমুদ্রগুপ্ত 

(C) চাণক্য

(D) আর্যভট্ট

উত্তর: (B) সমুদ্রগুপ্ত


২৩. মৌর্যবংশের কোন শাসক “ অমিত্রঘাত ” নামেও পরিচিত ছিলেন ?

(A) চন্দ্রগুপ্ত 

(B) অশোক 

(C) সমুদ্রগুপ্ত 

(D) বিন্দুসার

উত্তর:  (D) বিন্দুসার


২৪. দিল্লির সিংহাসনে শেষ আফগান সুলতান কে ?

(A) ইব্রাহিম লোদি

(B) সিকান্দর লোদি

(C) বলোল লোদি

(D) খিজির খাঁ

উত্তর: (A) ইব্রাহিম লোদি


২৫. হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন ?

(A) পুরু

(B) অভি

(C) চন্দ্রগুপ্ত মৌর্য 

(D) কনিষ্ক

উত্তর: (A) পুরু


২৬. লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ?

(A) ইব্রাহিম লোদি

(B) খিজির খাঁ

(C) কুতুবউদ্দিন 

(D) বহলোল লোদি

উত্তর: (D) বহলোল লোদি


২৭. সমস্ত শিখদের সঙঘবদ্ধ করে পাঞ্জাবে শিখরাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন ?

(A) মহারাজ রঞ্জিত সিংহ

(B) গুরু নানক

(C) গুরু গোবিন্দ সিংহ

(D) গুরু তেগবাহাদুর

উত্তর:  (A) মহারাজ রঞ্জিত সিংহ


২৮. আকস্মিকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মোগল সম্রাটের মৃত্যু হয়েছিল ?

(A) আকবর 

(B) হুমায়ুন 

(C) জাহাঙ্গীর

(D) ঔরঙ্গজেব

উত্তর: (B) হুমায়ুন


২৯. কোন দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা চালু করেন ?

(A) মঙ্গোলিয়া 

(B) পারস্য

(C) তুরস্ক

(D) আফগানিস্তান

উত্তর: (B) পারস্য


৩০. নীচের কোন মোগল সম্রাট ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ব্রিটিশদের সর্বপ্রথম অনুমতি দিয়েছিলেন ?

(A) শাহজাহান 

(B) আকর 

(C) বাবর 

(D) জাহাঙ্গীর 

উত্তর: (D) জাহাঙ্গীর


৩১. মহারাণা প্রতাপের বিখ্যাত ঘোরার নাম কী ছিল ?

(A) চেতক

(B) দ্রুতি

(C) আশ্বন্থামা

(D) চিতোর

উত্তর: (A) চেতক


৩২. মোগল সম্রাটদের মধ্যে কার মনোভাব সর্বাপেক্ষা ধর্মনিরপেক্ষ ছিল ?

(A) জাহাঙ্গীর

(B) আকবর 

(C) হুমায়ুন 

(D) ঔরঙ্গজেব 

উত্তর: (B) আকবর


৩৩. কোন মোগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন ?

(A) আকবর 

(B) শাহজাহান 

(C) জাহাঙ্গীর 

(D) ঔরঙ্গজেব 

উত্তর: (B) শাহজাহান 


৩৪. অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য কোন মোগল সম্রাট জমি বন্টন করেছিলেন ?

(A) হুমায়ুন

(B) শাহজাহান 

(C) আকবর 

(D) জাহাঙ্গীর

উত্তর: (C) আকবর 


৩৫. কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল ?

(A) শেরশাহ

(B) আকবর 

(C) জাহাঙ্গীর 

(D) শাহজাহান

উত্তর: (D) শাহজাহান


৩৬. মোগল যুগে গ্রামগুলির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিল ?

(A) পাটোয়ারি 

(B) কানুনগো

(C) মুকাদ্দম 

(D) করকুন

উত্তর:- (C) মুকাদ্দম 


৩৭. নীচের কোন রাজপুত বংশ সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে নি ?

(A) রাঠোর

(B) প্রতিহার

(C) শিশদয়

(D) পারমার

উত্তর: (B) প্রতিহার


৩৮. নীচের কোন সম্রাটকে “ জিন্দা পীর ” আখ্যা দেওয়া হয়েছে ? 

(A) ঔরঙ্গজেব 

(B) হুমায়ুন 

(C) শেরশাহ 

(D) আলাউদ্দীন খলজী 

উত্তর: (A) ঔরঙ্গজেব 


৩৯. নীচের বন্দরগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম বন্দর মোগলযুগে কোনটি ছিল ?

(A) সুরাট

(B) হুগলি

(C) চট্টগ্রাম 

(D) বালাসোর 

উত্তর: (A) সুরাট 


৪০. কার রাজত্বকালে ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়েছিল ?

(A) জাহাঙ্গীর 

(B) আকবর 

(C) ঔরঙ্গজেব 

(D) শাহজাহান

উত্তর: (B) আকবর 


৪১. মহারাজ রঞ্জিত সিংহের রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

(A) পাতিয়ালা 

(B) লুধিয়ানা 

(C) লাহোর 

(D) অমৃতসর

উত্তর: (C) লাহোর 


৪২. মোগল যুগে সৈন্য নিয়োগের দায়িত্ব কার ছিল ?

(A) বখশি 

(B) দিওয়ান 

(C) ওয়াজির 

(D) কোতোয়াল

উত্তর: (A) বখশি


৪৩. পশ্চিম দিক থেকে বাবর ভারতে প্রবেশ করেন । কোন অঞ্চল দিয়ে তিনি প্রথম প্রবেশ করেন ? 

(A) কাশ্মীর 

(B) সিন্ধু 

(C) পাঞ্জাব 

(D) রাজস্থান 

উত্তর: (C) পাঞ্জাব 


৪৪. নীচের কোনটির প্রস্তাব অনুসারে ভারতকে দ্বিখন্ডিত করা হয়েছে ?

(A) ক্যাবিনেট

(B) ক্রিপস মিশন

(C) মাউন্টব্যাটেন প্ল্যান

(D) ওয়াভেল প্ল্যান

উত্তর: মাউন্টব্যাটেন প্ল্যান


৪৫. মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

(A) আকবর

(B) বাবর

(C) ঔরঙ্গজেব

(D) হুমায়ুন 

উত্তর: (B) বাবর 


৪৬. দিল্লির সিংহাসনে আসীন নাবালক আকবরের অভিভাবক হিসাবে কে ছিলেন ?

(A) হিমু 

(B) আকুল ফজল 

(C) ফৈজি

(D) বৈরাম খাঁ

 উত্তর: (D) বৈরাম খাঁ


৪৭. মোগল রাজসভায় কি ভাষা ব্যবহৃত হত ?

(A) উর্দু 

(B) ফার্সি 

(C) হিন্দী 

(D) আরবী 

উত্তর: (B) ফার্সি 


৪৮. নিজেদের জীবনের স্মৃতিকথা দুই মোগল সম্রাট লিপিবদ্ধ করে গিয়েছেন । কোন দুই সম্রাট ?

(A) জাহাঙ্গীর ও শাহজাহান 

(B) বাবর ও জাহাঙ্গীর 

(C) হুমায়ুন ও আকবর 

(D) শাহজাহান ও ঔরঙ্গজেব

উত্তর: (B) বাবর ও জাহাঙ্গীর 


৪৯. দীন - ই - ইলাহি কে প্রবর্তন করেন ?

(A) বাবর

(B) আকবর 

(C) হুমায়ূন 

(D) শাহজাহান 

উত্তর: (B) আকবর 


৫০. শেরশাহের রাজত্বকালে তৎকালীন কৃষকদের করপ্রদান নির্ধারণের নথিপত্রকে কী বলা হত ?

(A) জরিমানা 

(B) বুলিয়ৎ

(C) মুচলেকা 

(D) পাট্টা

উত্তর: (D) পাট্টা


৫১. আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল ?

(A) মান সিংহ

(B) টোডরমল

(C) বৈরাম খাঁ

(D) বীরবল

উত্তর:- (B) টোডরমল


৫২. 1526 খ্রিস্টাব্দে বাবর কাকে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন ?

(A) পৃথ্বিরাজ চৌহান 

(B) আলাউদ্দীন খলজী

(C) ইব্রাহিম লোদি

(D) রাণা প্রতাপ

উত্তর: (C) ইব্রাহিম লোদি


৫৩. কোন সম্রাট একদিকে মোগল সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলেন এবং অন্যদিকে সর্বধর্ম সহিষ্ণুতার আদর্শ গ্রহণ করেছিলেন ?

(A) আকবর

(B) হুমায়ুন 

(C) ঔরঙ্গজেব 

(D) জাহাঙ্গীর 

উত্তর: (A) আকবর


৫৪. কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের পিতার নাম শাহজী ভোঁসলে , মায়ের নাম জীজাবাঈ ?

(A) শিবাজি 

(B) বালাজী বাজীরাও 

(C) হোলকার 

(D) হায়দার আলি 

উত্তর: (A) শিবাজি 


৫৫. ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল ?

(A) গুরু গোবিন্দ সিং 

(B) শুরু তেগবাহাদুর 

(C) গুরু অর্জুন দেব 

(D) গুরু রামদাস 

উত্তর: (B) শুরু তেগবাহাদুর 


৫৬. শিখ খালসার প্রতিষ্ঠাতা কে ? 

(A) গুরু হরগোবিন্দ 

(B) গুরু গোবিন্দ সিং 

(C) গুরু নানক 

(D) গুরু তেগ বাহাদুর 

উত্তর: (B) গুরু গোবিন্দ সিং 


৫৭. কে শেষ মোগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন ? 

(A) ঔরঙ্গজেব 

(B) দ্বিতীয় শাহ আলম

(C) মোহম্মদ শাহ 

(D) বাহাদুর শা জাফর 

উত্তর: (C) মোহম্মদ শাহ


৫৮. নীচের মোগল সম্রাটদের মধ্যে কে লিখতে বা পড়তে জানতেন না ?

(A) বাবর 

(B) হুমায়ুন 

(C) আকবর 

(D) জাহাঙ্গীর 

উত্তর: (C) আকবর


৫৯. মোগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন ?

(A) হায়দরাবাদ

(B) আন্দামান

(C) মান্দালয় 

(D) রেঙ্গুন 

উত্তর: (D) রেঙ্গুন 


৬০. প্রথম কোন মোগল সম্রাট সুরাটে কারখানা স্থাপনের জন্য ব্রিটিশদের ' ফরমান ' মঞ্জর করেন ? 

(A) আকবর 

(B) শাহজাহান 

(C) ঔরঙ্গজেব 

(D) জাহাঙ্গীর 

উত্তর: (D) জাহাঙ্গীর 


৬১. ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন ?

(A) বাবর

(B) ইব্রাহিম লোদি

(C) আকবর

(D) আলাউদ্দিন খলজী

উত্তর: (A) বাবর


৬২. কোন মোগল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন ?

(A) বাবর

(B) হুমায়ুন 

(C) আকবর 

(D) জাহাঙ্গীর

উত্তর:  (B) হুমায়ুন 


৬৩. মূল্যবান ঐতিহাসিক দলিল “ আকবর-ই-নামা " কার লেখা ?

(A) আবুল ফজল 

(B) টোডরমল 

(C) আকবর 

(D) হুমায়ুন

উত্তর: আবুল ফজল


৬৪. কোন সম্রাট “ জিজিয়া ” করের অবলুপ্তি ঘটান ?

(A) জাহাঙ্গীর 

(B) আকবর

(C) মোহম্মদ বিন তুঘলক 

(D) শেরশাহ 

উত্তর: (B) আকবর


৬৫. কোন মোগল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল ? 

(A) ঔরঙ্গজেব 

(B) শাহজাহান 

(C) জাহাঙ্গীর 

(D) হুমায়ুন 

উত্তর: (B) শাহজাহান 


৬৬. পারস্যের শাহ এবং মোগলদের মধ্যে নীচের কোন অঞ্চলের দখল নিয়ে এক তিক্ত দ্বন্দু বর্তমান ছিল ?

(A) কাবুল 

(B) গজনী

(C) কান্দাহার

(D) পাতিয়ালা 

উত্তর: (C) কান্দাহার


৬৭. শেরশাহের আসল নাম কি ? 

(A) ফরিদ 

(B) ফৈজি 

(C) হিমু 

(D) আলম

উত্তর: (A) ফরিদ 


৬৮. ভাস্কো - ডা - গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন ?

(A) 1492 

(B) 1498 

(C) 1392 

(D) 1526 

উত্তর: (B) 1498 


৬৯. ' স্বরাজ ’ ‘ স্বধর্ম এবং ‘ গোরক্ষা ' — এই তিনটির সাথে কোন ঐতিহাসিক ব্যক্তির নাম জড়িত ?

(A) বালগঙ্গাধর তিলক 

(B) মহাত্মা গান্ধি 

(C) শিবাজি 

(D) হর্ষবর্ধন 

উত্তর: (A) বালগঙ্গাধর তিলক


৭০. মারাঠাদের রাজত্বকালে নীচের কোন কর আদায় করা হত ?

(A) জিজিয়া 

(B) চৌথ 

(C) পাট্টা 

(D) কবুলিয়ৎ

উত্তর: (B) চৌথ 


৭১. ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কার কাছ থেকে বোম্বাই শহর অধিগ্রহণ করে ? 

(A) পোর্তুগিজ 

(B) ওলন্দাজ 

(C) প্রথম চার্লস 

(D) চার্লস দ্বিতীয়

উত্তর: (D) চার্লস দ্বিতীয়


৭২. 1790 খ্রিস্টাব্দে তৃতীয় মহীশূর যুদ্ধে টিপু সুলতান কার কাছে পরাজিত হন ?

(A) ওয়ারেন হেস্টিংস

(B) স্যার জন শোর

(C) কর্নওয়ালিস

(D) ওয়েলেসলি 

উত্তর: (C) কর্নওয়ালিস


৭৩. ভারতীয় ইতিহাসে কাকে আখ্যা দেওয়া হয়েছিল - “ পার্বত্য মুষিক ” ? 

(A) রাণা প্রতাপ 

(B) শিবাজি 

(C) পৃথ্বিরাজ চৌহান 

(D) রণজিৎ সিং 

উত্তর: (B) শিবাজি 


৭৪. কোন সম্রাটের রাজত্বকালে শিবাজি বিশাল হিন্দুরাজ্য গড়ার স্বপ্ন দেখেছিলেন ?

(A) শেরশাহ 

(B) মোহম্মদ বিন তুঘলক 

(C) ঔরঙ্গজেব 

(D) শাহজাহান

উত্তর: (C) ঔরঙ্গজেব


৭৫. পলাশির যুদ্ধের পরেই বাংলার নবাব কে হয়েছিলেন ? 

(A) মীরকাশিম 

(B) বল্লাল সেন 

(C) মীরজাফর 

(D) আলিবর্দি খাঁ 

উত্তর: (C) মীরজাফর 


৭৬. 1757 পলাশির যুদ্ধে সিরাজ - উদ - দৌলা কার কাছে পরাজিত হল ?

(A) রবার্ট ক্লাইভ 

(B) ওয়ারেন হেস্টিংস 

(C) ডুপ্লে

(D) মীরজাফর

উত্তর: (A) রবার্ট ক্লাইভ 


৭৭. ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্য কোন ভারতীয় রাজা নেপোলিয়নের সাহায্য প্রার্থনা করেছিলেন ?

(A) হায়দার আলি

(B) ঝাসির রানি

(C) টিপু সুলতান

(D) শিবাজি

উত্তর: (C) টিপু সুলতান


৭৮. মীরজাফরের পরবর্তী বাংলার নবাব কে ছিলেন ?

(A) আলিবর্দি খাঁ

(B) মীরকাশিম

(C) মুরশিদকুলি খাঁ

(D) মীরমদন 

উত্তর: (B) মীরকাশিম


৭৯. নীচের কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্কিত নয় ?

(A) সিন্ধিয়া - গোয়ালিয়র 

(B) পেশোয়া - পুন 

(C) গায়কোয়ার - বরোদা 

(D) ভোঁসলে - ইন্দোর

উত্তর: (D) ভোঁসলে - ইন্দোর


৮০. নীচের কোন দেশটি ভারতে বাণিজ্যিক কেন্দ্র স্থাপনে কোনও উদ্যোগ নেয় নি ?

(A) ইতালি 

(B) ফ্রান্স 

(C) ইংল্যান্ড 

(D) পোর্তুগাল

উত্তর: (A) ইতালি 


৮১. বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

(A) রঞ্জিত সিংহ এবং বেন্টিঙ্ক 

(B) গোর্খা জাতি এবং অক্টারলোনি

(C) পেশোয়া বাজীরাও এবং ওয়েলেসলি 

(D) মীরজাফর ও ক্লাইভ

উত্তর: (C) পেশোয়া বাজীরাও এবং ওয়েলেসলি 


৮২. সর্বপ্রথম ভারতবর্ষ আক্রমণকারী মুসলিম জাতিরা ছিল — 

(A) মোঙ্গল 

(B) তুরকি 

(C) মোগল 

(D) আরব 

উত্তর: (D) আরব


৮৩. চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয় ?

(A) প্রথম পুলকেশি

(B) দ্বিতীয় পুলকেশি

(C) কনিষ্ক

(D) চাণক্য

উত্তর: (B) দ্বিতীয় পুলকেশি


৮৪. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি ?

(A) মহাভারত 

(B) ইলিয়াড 

(C) ঋগবেদ 

(D) উপনিষদ 

উত্তর: (C) ঋগবেদ


৮৫. আইহোল প্রশস্তি কে রচনা করেন ?

(A) কবি রবিকীর্তি 

(B) বানভট্ট 

(C) বিশাখ দত্ত 

(D) ভাস

উত্তর: (A) কবি রবিকীর্তি 


৮৬. মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?

(A) অশোক 

(B) অজাতশত্রু 

(C) বৃহদ্রথ 

(D) সমুদ্রগুপ্ত 

উত্তর: (A) কবি রবিকীর্তি


৮৭. ‘ দ্বিতীয় অশোক ’ বলে কাকে অভিহিত করা হয় ?

(A) হর্ষবর্ধন

(B) চন্দ্রগুপ্ত 

(C) কনিষ্ক 

(D) শিবাজি

উত্তর: (C) কনিষ্ক


৮৮. নীচের কে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন ?

(A) হরিষেন 

(B) কালিদাস 

(C) বানভট্ট 

(D) অশ্বঘোষ

উত্তর: (A) হরিষেন 


৮৯. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন ?

(A) সমুদ্রগুপ্ত 

(B) অশোক

(C) প্রথম চন্দ্রগুপ্ত 

(D)  দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

উত্তর: (D)  দ্বিতীয় চন্দ্রগুপ্ত 


৯০. ভারতে আগত হুণদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হুণ নায়কের নাম কী ?

(A) মিহিরকুল 

(B) আলবেরুনি 

(C) তোরমান

(D) টোডরমল 

উত্তর: (A) মিহিরকুল  


৯১. বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি কে ?

(A) শশাঙ্ক 

(B) লক্ষ্মণ সেন 

(C) দেবপাল 

(D) ধর্মপাল 

উত্তর: (A) শশাঙ্ক 


৯২. কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন ?

(A) গোপাল 

(B) দিব্য

(C) মহীপাল 

(D) মঙ্গল পান্ডে 

উত্তর: (B) দিব্য 


৯৩. কার মানবমূৰ্ত্তি ভারতে সর্বপ্রথম পূজিত হয় ?

(A) মহাবীর 

(B) গৌতম বুদ্ধ 

(C) পার্শ্বনাথ 

(D) শ্রীরামকৃষ্ণ

উত্তর: (B) গৌতম বুদ্ধ 


৯৪. কার আসল নাম ‘ তেমুজিন ’ ? 

(A) চেঙ্গিজ খান

(B) শেরশাহ

(C) তৈমুর লঙ 

(D) হুমায়ুন

উত্তর: (A) চেঙ্গিজ খান


৯৫. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?

(A) আকবর 

(B) শেরশাহ 

(C) মোহম্মদ বিন তুঘলক 

(D) আলাউদ্দিন খলজী

উত্তর: (D) আলাউদ্দিন খলজী


৯৬. ভারতে কোন সুলতান আত্মজীবনী রচনা করেছিলেন ?

(A) মোহম্মদ বিন তুঘলক 

(B) ফিরোজ শাহ তুঘলক 

(C) আলাউদ্দিন খলজী 

(D) গিয়াসুদ্দিন বলবন 

উত্তর: (B) ফিরোজ শাহ তুঘলক


৯৭. শেরশাহ কার অনুসরণে তার নিজের সাম্রাজ্যে প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন ?

(A) আকবর

(B) হুমায়ুন

(C) আলাউদ্দিন খলজী 

(D) সুলতানা রাজিয়া

উত্তর: (C) আলাউদ্দিন খলজী 


৯৮. নন্দবংশের শেষ রাজার নাম কী ছিল ?

(A) রামানন্দ 

(B) মহাপদ্ম নন্দ 

(C) ধননন্দ 

(D) বিন্দুসার 

উত্তর: (C) ধননন্দ 


৯৯. 1835 খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন ?

(A) ভিনসেন্ট স্মিথ 

(B) জেমস প্রিন্সেপ 

(C) যদুনাথ সরকার 

(D) ডেভিড হেয়ার

উত্তর: (B) জেমস প্রিন্সেপ 


১০০. কে ‘ মিতাক্ষরা ’ আইন রচনা করেন ?

(A) প্রথম পুলকেশি

(B) দ্বিতীয় পুলকেশি

(C) চাণক্য

(D) শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর

উত্তর: (D) শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর


Also Read:

পৃথিবীর বিখ্যাত নদী সংলগ্ন শহরের তালিকা PDF

পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম PDF

Best Geography Book For WBCS - ভূগোলের প্রশ্নোত্তর

শহরের নাম - নদীর নাম - রাজ্যের নাম

ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর

Geography MCQ GK - ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর


Download History GK question pdf in Bengali


File Details:-

File Name:- History GK question pdf in Bengali [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:

2500+ ভারতের ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর

ভারতের ভূগোল বই PDF

ভারতের বিখ্যাত জাতীয় উদ্যান ও অবস্থান

ভারতের বিভিন্ন নদী পরিকল্পনার নাম

ভারতীয় শিল্প এবং প্রথম ডাক পরিষেবা জি.কে





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.