অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


History GK In Bengali

History GK In Bengali PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় History GK In Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি History GK In Bengali PDF

নিচে History GK In Bengali PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। History GK In Bengali PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

History GK In Bengali



History GK In Bengali



১. হুল শব্দের অর্থ কী?

উত্তর: বিদ্রোহ

২. আজাদ হিন্দ বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1942 খ্রিস্টাব্দের 1লা সেপ্টেম্বর

৩. ইন্ডিপেনডেন্স ফর ইন্ডিয়া লিগ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: জওহরলাল নেহর

৪. জমি আল্লাহের দান-  এই উক্তিটি হল

উত্তর: দুদুমিঞার

৫. দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক কে ?

উত্তর: সুভাষচন্দ্র বসু।

৬. বন্দেমাতরম সংগীতটি কোন উপন্যাসের অন্তর্গত?

উত্তর: আনন্দমঠ উপন্যাসের

৭. “যত মত তত পথ”- এই বাণীটি কার?

উত্তর: শ্রী শ্রী রামকৃষ্ণ

৮. লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: নজরুল ইসলাম

৯. হিন্দুস্থানের যাযাবর, পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয়

উত্তর: সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে

১০. 1857 খ্রিস্টাব্দের সংগঠিত বিদ্রোহের নাম কী?

উত্তর: মহাবিদ্রোহ।

১১. 1857 খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের একজন নেতার নাম করো।

উত্তর: নানাসাহেব।

১২. 1905 খ্রিস্টাব্দ নাগাদ বাংলার ছোটোলাট কে ছিলেন ?

উত্তর: অ্যান্ড্রু ফ্রেজার।

১৩. 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর কার নেতৃত্বে বাংলায় অরন্ধন দিবস পালিত হয় ?

উত্তর: রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর

১৪. 1911 খ্রিস্টাব্দে IFA শিন্ডে মোহনবাগান ক্লাব কোন্ দলকে পরাজিত করে ?

উত্তর: ইস্ট ইয়র্ক শায়ার রেজিমেন্ট

১৫. 1920 খ্রিস্টাব্দে রাশিয়ায় অনুষ্ঠিত কমিনটার্ন-এ মেক্সিকোর হয়ে কে প্রতিনিধিত্ব করেন ?

উত্তর: মানবেন্দ্রনাথ রায়।

১৬. 1920 খ্রিস্টাব্দে শ্রমিক ধর্মঘটের সংখ্যা কয়টি ছিল?

উত্তর: 20 টি

১৭. 1925 খ্রিস্টাব্দে কলিকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতি হন কে ?

উত্তর: সরোজিনী নাইডু।

১৮. 1925 খ্রিস্টাব্দে কানপুরে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর: এস বি ঘাটে

১৯. 1930 খ্রিস্টাব্দে গান্ধিজি পূর্ণ স্বাধীনতার দাবিতে কোন আন্দোলন শুরু করেন?

উত্তর: আইন অমান্য আন্দোলন

২০. 1930 খ্রিস্টাব্দে ধরসানা লৰণগোলা আক্রমণে নেতৃত্ব দেন কে?

উত্তর: সরোজিনী নাইডু

২১. 1930-31 খ্রিস্টাব্দে ডিনামাইট যড়যন্ত্রে কোন্ মহিলা বিপ্লবী সক্রিয় অংশগ্রহণ করেন ?

উত্তর: কল্পনা দত্ত

২২. 1936 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সারাভারত কিষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

উত্তর: স্বামী সহজানন্দ সরস্বতী 

২৩. 1936 খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনউ অধিবেশনের সভাপতি কে হন?

উত্তর: জওহরলাল নেহরু

২৪. 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলার কোন দল সংখ্যা গরিষ্ঠতা লাভ করে ?

উত্তর: বাংলার কৃষক প্রজাপার্টি

২৫. 1939 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ত্রিপুরি কংগ্রেসের সভাপতি হন কে?

উত্তর: সুভাষচন্দ্র বসু

২৬. A Nation in Making গ্রন্থের লেখক কে?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

২৭. AITUC প্রতিষ্ঠিত হয় কবে ?

উত্তর: 1920 খ্রিস্টাব্দে

২৮. AITUC শ্রমিক সংগঠন কোনটি?

উত্তর: বামপন্থী

২৯. AITUC-এর প্রথম অধিবেশন হয় কোথায়?

উত্তর: কানপুরে

৩০. AITUC-র প্রথম অধিবেশনে কতজন শ্রমিক প্রতিনিধি যোগদান করেন ?

উত্তর: 806 জন শ্রমিক

৩১. CSP-এর সম্পূর্ণ নাম

উত্তর: Congress Socialist Party

৩২. Education can wait, Swaraj cannot কার উক্তি?

উত্তর: চিত্তরঞ্জন দাশ এর উক্তি।

৩৩. GCPI-এর পুরো নাম কি?

উত্তর:জেনারেল কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন বা সাধারন জনশিক্ষা কমিটি

৩৪. ICC কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1909 খ্রিস্টাব্দে

৩৫. ICC-র পুরো কথা কী?

উত্তর: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল

৩৬. India wins freedom গ্রন্থের লেখক কে?

উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ

৩৭. National Front কোন ধরনের সংগঠন?

উত্তর:দৈনিক সংবাদপত্র

৩৮. National Frontউত্তর:এর সঙ্গে যুক্ত ছিলেন কে?

উত্তর: পি সি যোশী

৩৯. অন্ধ্রপ্রদেশ রায়তসভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: এন জি রঙ্গ

৪০. অভিনব ভারত কে গঠন করেন?

উত্তর: বিনায়ক দামোদর সাভারকার

৪১. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: শিশির কুমার ঘোষ

৪২. অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: বাবা রামচন্দ্র।

৪৩. অল ইন্ডিয়া উইমেনস কনফারেন্স (All India Womens Conference) কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1927 খ্রিস্টাব্দে

৪৪. অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহৃত হয় ?

উত্তর: 25 ফেব্রুয়ারি, 1922 খ্রিস্টাব্দে

৪৫. অসহযোগ আন্দোলনের কয়েকজন নেত্রীর নাম লেখো।

উত্তর: বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সুনীতি দেবী প্রমুখ।

৪৬. অসহযোগ আন্দোলনের সময় ভারতের বড়লাট কে ছিলেন ?

উত্তর: লর্ড চেমসফোর্ড ও লর্ড রিডিং।

৪৭. অ্যানাল পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে ওঠে ?

উত্তর: ফ্রান্সে

৪৮. অ্যানাল পত্রিকা গোষ্ঠী গড়ে ওঠে কবে?

উত্তর: 1929 খ্রিস্টাব্দে

৪৯. অ্যান্টি সার্কুল সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

উত্তর: শচীন্দ্র কুমার বসু

৫০. আইন অমান্য অন্দোলন সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করা হয়?

উত্তর: 8ই, 1934 খ্রিস্টাব্দে

৫১. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ?

উত্তর: 1930 খ্রিস্টাব্দে

৫২. আইন অমান্য আন্দোলন কবে সম্পূর্ণভাবে প্রত্যাহৃত হয় ?

উত্তর: 1934 খ্রিস্টাব্দের 8ই মে

৫৩. আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতের বড়োলাট কে ছিলেন ?

উত্তর: লর্ড আরউইন।

৫৪. আইন অমান্য আন্দোলনের একজন নারী শহিদ হলেন?

উত্তর: ঊর্মিবালা পারিয়া।

৫৫. আইন অমান্য আন্দোলনের সময় কবে ব্রিটিশ সরকার গান্ধিজিকে গ্রেফতার করে?

উত্তর:1930 খ্রিস্টাব্দের 4 মে

৫৬. আকালের সন্ধানে চলচ্চিত্রটি পরিচালনা করেন

উত্তর: মৃনাল সেন

৫৭. আচার্য জগদীশচন্দ্র বসু কোন্ যন্ত্র দ্বারা প্রমাণ করেন যে, উদ্ভিদের প্রাণ আছে ?

উত্তর: ফিগমোগ্রাফ যন্ত্র দ্বারা

৫৮. আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম কি?

উত্তর: ঝাঁসির রানি ব্রিগেড

৫৯. আজাদ হিন্দ বাহিনীর ঝাসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন ?

উত্তর: লক্ষ্মী স্বামীনাথন।

৬০. আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: রাসবিহারী বসু।

৬১. আত্মীয় সভা কে, কবে প্রতিষ্ঠাতা করেন?

উত্তর: রাজা রামমোহন রায়,1815 খ্রিষ্টাব্দে

৬২. আদি ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:দেবেন্দ্রনাথ ঠাকুর (1866 খ্রীষ্টাব্দে)

৬৩. আদি ব্রাহ্মসমাজের প্রাণপুরুষ কে ছিলেন?

উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

৬৪. আধুনিক ছাপাখানার জনক বলা হয় কাকে ?

উত্তর: হানেস গুটেনবার্গকে

৬৫. আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়?

উত্তর: আচার্য আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে

৬৬. আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন কোনটি?

উত্তর: স্বদেশি আন্দোলন।

৬৭. আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়

৬৮. আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয় কবে?

উত্তর: 1975 খ্রিস্টাব্দে

৬৯. আম্বেদকর কবে মহারাষ্ট্রের দলিতদের নিয়ে সত্যাগ্রহ করেন ?

উত্তর:1927 খ্রিস্টাব্দে

৭০. আম্বেদকর কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন?

উত্তর: মাহার সম্প্রদায়ের

৭১. আম্বেদকর কোন্ দলিত সম্প্রদায়ভুক্ত ছিলেন ?

উত্তর: মাহার

৭২. আলবার্ট হল এর বর্তমান নাম কি?

উত্তর: কফি হাউস

৭৩. আলালের ঘরের দুলাল কার লেখা?

উত্তর: প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)

৭৪. আলেকজান্ডার গ্রেডলার কে ছিলেন ?

উত্তর: প্রেসিডেন্সি কলেজের

৭৫. আসামে ভারত ছাড়ো আন্দোলনে কোন্ নারী উল্লেখযোগ্য ভূমিকা নেন?

উত্তর: কনকলতা বড়ুয়া

৭৬. ইংরেজ কোম্পানি শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহটি কী ছিল?

উত্তর:সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ।

৭৭. ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কী নামে ডাকত ?

উত্তর: সারেন্ডার নট

৭৮. ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে একমাত্র মহিলা প্রতিনিধি কে ছিলেন ?

উত্তর: সারোজিনী নাইডু

৭৯. ইংল্যান্ডে সামাজিক ইতিহাসচর্চার জনক কাকে বলে ?

উত্তর: ট্রেভেলিয়ান

৮০. ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: আলড্রেফ এসবি

৮১. ইতিহাসের জনক বলা হয় কাকে?

উত্তর: হেরোডোটাস

৮২. ইন্টারনেট ব্যবস্থা কবে চালু হয়?

উত্তর: 1998 খ্রিস্টাব্দে

৮৩. ইন্টারনেটের জনক কে?

উত্তর: টিম বার্নাস লি

৮৪. ইন্ডিয়া টু মাই নেটিভ লাইন কবিতাটি কার লেখা?

উত্তর: ডিরোজিওর

৮৫. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: মহেন্দ্রলাল সরকার

৮৬. ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:কেশবচন্দ্র সেন

৮৭. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির দুই মহিলা সদস্যের নাম করো।

উত্তর:প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত।

৮৮. ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

উত্তর: 1907 খ্রিস্টাব্দে

৮৯. ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন ?

উত্তর: গগনেন্দ্রনাথ ঠাকুর।

৯০. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দিতে অনুবাদ করেছিলেন?

উত্তর: মুন্সি প্রেমচন্দ্র

৯১. ইম্পেরিয়াল লাইব্রেরির বর্তমান নাম কি?

উত্তর:ন্যাশনাল লাইব্রেরি

৯২. ইয়ংবেঙ্গল গোষ্ঠী কোন সমাজ সংস্কারককে আধা উদারপন্থী বলে মনে করত?

উত্তর: রাজা রামমোহন রায়

৯৩. উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে?

উত্তর: নিরা দেশাই

৯৪. উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (Womens India Association) কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?

উত্তর:1 917 খ্রিস্টাব্দে

৯৫. উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (Womens India Association) কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: লেডি মেরিবাই টাটা।

৯৬. উইলিয়ম হান্টারের লেখা একটি গ্রন্থের নাম লেখো

উত্তর: The Annals of Rural Bengali

৯৭. উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয়?

উত্তর: 1854 খ্রিষ্টাব্দে

৯৮. উদ্ভিদের প্রাণ আছে এটি কে প্রমাণ করেন ?

উত্তর: আচার্য জগদীশচন্দ্র বসু

৯৯. উনিশ শতককে কে ভারতের সভাসমিতির যুগ বলেছেন?

উত্তর: ড. অনিল শীল

১০০. উনিশ শতকের বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ কে বলেছেন?

উত্তর: পন্ডিতঅশোক মিত্র।


Also Read:

ইতিহাস জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

গুরুত্বপূর্ণ বিদ্রোহ ও সাল

প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

1000+ ইতিহাস প্রশ্ন ও উত্তর

আধুনিক ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর


Download History GK In Bengali


File Details:-

File Name:- History GK In Bengali [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:

ঐতিহাসিক সমাজ সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা

ইতিহাসের বিভিন্ন রাজা ও সুলতান এর আমল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্রাচীন ভারতের বিভিন্ন পত্রিকা ও সম্পাদক

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ভারতের জাতীয় পতাকার বিবর্তন

Indus Valley Civilization

ইতিহাস SAQ প্রাকটিস সেট





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.