History General Knowledge In Bengali

History General Knowledge In Bengali PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় History General Knowledge In Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি History General Knowledge In Bengali PDF

নিচে History General Knowledge In Bengali PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। History General Knowledge In Bengali PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

History General Knowledge In Bengali



History General Knowledge In Bengali


১. হুল শব্দের অর্থ কী ?

উত্তর: বিদ্রোহ

২. আজাদ হিন্দ বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1942 খ্রিস্টাব্দের 1লা সেপ্টেম্বর

৩. ইন্ডিপেনডেন্স ফর ইন্ডিয়া লিগ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: জওহরলাল নেহর

৪. জমি আল্লাহের দান-  এই উক্তিটি হল

উত্তর: দুদুমিঞার

৫. দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক কে ?

উত্তর: সুভাষচন্দ্র বসু।

৬. বন্দেমাতরম সংগীতটি কোন উপন্যাসের অন্তর্গত?

উত্তর: আনন্দমঠ উপন্যাসের

৭. “যত মত তত পথ”- এই বাণীটি কার?

উত্তর: শ্রী শ্রী রামকৃষ্ণ

৮. লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: নজরুল ইসলাম

৯. হিন্দুস্থানের যাযাবর, পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয়

উত্তর: সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে

১০. 1857 খ্রিস্টাব্দের সংগঠিত বিদ্রোহের নাম কী?

উত্তর: মহাবিদ্রোহ।

১১. 1857 খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের একজন নেতার নাম করো।

উত্তর: নানাসাহেব।

১২. 1905 খ্রিস্টাব্দ নাগাদ বাংলার ছোটোলাট কে ছিলেন ?

উত্তর: অ্যান্ড্রু ফ্রেজার।

১৩. 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর কার নেতৃত্বে বাংলায় অরন্ধন দিবস পালিত হয় ?

উত্তর: রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর

১৪. 1911 খ্রিস্টাব্দে IFA শিন্ডে মোহনবাগান ক্লাব কোন্ দলকে পরাজিত করে ?

উত্তর: ইস্ট ইয়র্ক শায়ার রেজিমেন্ট

১৫. 1920 খ্রিস্টাব্দে রাশিয়ায় অনুষ্ঠিত কমিনটার্ন-এ মেক্সিকোর হয়ে কে প্রতিনিধিত্ব করেন ?

উত্তর: মানবেন্দ্রনাথ রায়।

১৬. 1920 খ্রিস্টাব্দে শ্রমিক ধর্মঘটের সংখ্যা কয়টি ছিল?

উত্তর: 20 টি

১৭. 1925 খ্রিস্টাব্দে কলিকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতি হন কে ?

উত্তর: সরোজিনী নাইডু।

১৮. 1925 খ্রিস্টাব্দে কানপুরে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর: এস বি ঘাটে

১৯. 1930 খ্রিস্টাব্দে গান্ধিজি পূর্ণ স্বাধীনতার দাবিতে কোন আন্দোলন শুরু করেন?

উত্তর: আইন অমান্য আন্দোলন

২০. 1930 খ্রিস্টাব্দে ধরসানা লৰণগোলা আক্রমণে নেতৃত্ব দেন কে?

উত্তর: সরোজিনী নাইডু

২১. 1930-31 খ্রিস্টাব্দে ডিনামাইট যড়যন্ত্রে কোন্ মহিলা বিপ্লবী সক্রিয় অংশগ্রহণ করেন ?

উত্তর: কল্পনা দত্ত

২২. 1936 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সারাভারত কিষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

উত্তর: স্বামী সহজানন্দ সরস্বতী |

২৩. 1936 খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনউ অধিবেশনের সভাপতি কে হন?

উত্তর: জওহরলাল নেহরু

২৪. 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলার কোন দল সংখ্যা গরিষ্ঠতা লাভ করে ?

উত্তর: বাংলার কৃষক প্রজাপার্টি

২৫. 1939 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ত্রিপুরি কংগ্রেসের সভাপতি হন কে?

উত্তর: সুভাষচন্দ্র বসু

২৬. A Nation in Making গ্রন্থের লেখক কে ?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

২৭. AITUC প্রতিষ্ঠিত হয় কবে ?

উত্তর: 1920 খ্রিস্টাব্দে

২৮. AITUC শ্রমিক সংগঠন কোনটি?

উত্তর: বামপন্থী

২৯. AITUC-এর প্রথম অধিবেশন হয় কোথায়?

উত্তর: কানপুরে

৩০. AITUC-র প্রথম অধিবেশনে কতজন শ্রমিক প্রতিনিধি যোগদান করেন ?

উত্তর: 806 জন শ্রমিক

৩১. CSP-এর সম্পূর্ণ নাম

উত্তর: Congress Socialist Party

৩২. Education can wait, Swaraj cannot কার উক্তি?

উত্তর: চিত্তরঞ্জন দাশ এর উক্তি।

৩৩. GCPI-এর পুরো নাম কি?

উত্তর:জেনারেল কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন বা সাধারন জনশিক্ষা কমিটি

৩৪. ICC কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1909 খ্রিস্টাব্দে

৩৫. ICC-র পুরো কথা কী?

উত্তর: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল

৩৬. India wins freedom গ্রন্থের লেখক কে?

উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ

৩৭. National Front কোন ধরনের সংগঠন?

উত্তর:দৈনিক সংবাদপত্র

৩৮. National Frontউত্তর:এর সঙ্গে যুক্ত ছিলেন কে?

উত্তর: পি সি যোশী

৩৯. অন্ধ্রপ্রদেশ রায়তসভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: এন জি রঙ্গ

৪০. অভিনব ভারত কে গঠন করেন?

উত্তর: বিনায়ক দামোদর সাভারকার

৪১. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: শিশির কুমার ঘোষ

৪২. অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: বাবা রামচন্দ্র।

৪৩. অল ইন্ডিয়া উইমেনস কনফারেন্স (All India Womens Conference) কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1927 খ্রিস্টাব্দে

৪৪. অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহৃত হয় ?

উত্তর: 25 ফেব্রুয়ারি, 1922 খ্রিস্টাব্দে

৪৫. অসহযোগ আন্দোলনের কয়েকজন নেত্রীর নাম লেখো।

উত্তর: বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সুনীতি দেবী প্রমুখ।

৪৬. অসহযোগ আন্দোলনের সময় ভারতের বড়লাট কে ছিলেন ?

উত্তর: লর্ড চেমসফোর্ড ও লর্ড রিডিং।

৪৭. অ্যানাল পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে ওঠে ?

উত্তর: ফ্রান্সে

৪৮. অ্যানাল পত্রিকা গোষ্ঠী গড়ে ওঠে কবে?

উত্তর: 1929 খ্রিস্টাব্দে

৪৯. অ্যান্টি সার্কুল সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

উত্তর: শচীন্দ্র কুমার বসু

৫০. আইন অমান্য অন্দোলন সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করা হয়?

উত্তর: 8ই, 1934 খ্রিস্টাব্দে

৫১. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ?

উত্তর: 1930 খ্রিস্টাব্দে

৫২. আইন অমান্য আন্দোলন কবে সম্পূর্ণভাবে প্রত্যাহৃত হয় ?

উত্তর: 1934 খ্রিস্টাব্দের 8ই মে

৫৩. আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতের বড়োলাট কে ছিলেন ?

উত্তর: লর্ড আরউইন।

৫৪. আইন অমান্য আন্দোলনের একজন নারী শহিদ হলেন?

উত্তর: ঊর্মিবালা পারিয়া।

৫৫. আইন অমান্য আন্দোলনের সময় কবে ব্রিটিশ সরকার গান্ধিজিকে গ্রেফতার করে?

উত্তর:1930 খ্রিস্টাব্দের 4 মে

৫৬. আকালের সন্ধানে চলচ্চিত্রটি পরিচালনা করেন

উত্তর: মৃনাল সেন

৫৭. আচার্য জগদীশচন্দ্র বসু কোন্ যন্ত্র দ্বারা প্রমাণ করেন যে, উদ্ভিদের প্রাণ আছে ?

উত্তর: ফিগমোগ্রাফ যন্ত্র দ্বারা

৫৮. আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম কি?

উত্তর: ঝাঁসির রানি ব্রিগেড

৫৯. আজাদ হিন্দ বাহিনীর ঝাসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন ?

উত্তর: লক্ষ্মী স্বামীনাথন।

৬০. আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: রাসবিহারী বসু।

৬১. আত্মীয় সভা কে, কবে প্রতিষ্ঠাতা করেন?

উত্তর: রাজা রামমোহন রায়,1815 খ্রিষ্টাব্দে

৬২. আদি ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:দেবেন্দ্রনাথ ঠাকুর(1866 খ্রীষ্টাব্দে)

৬৩. আদি ব্রাহ্মসমাজের প্রাণপুরুষ কে ছিলেন?

উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

৬৪. আধুনিক ছাপাখানার জনক বলা হয় কাকে ?

উত্তর: হানেস গুটেনবার্গকে

৬৫. আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়?

উত্তর: আচার্য আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে

৬৬. আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন কোনটি?

উত্তর: স্বদেশি আন্দোলন।

৬৭. আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়

৬৮. আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয় কবে?

উত্তর: 1975 খ্রিস্টাব্দে

৬৯. আম্বেদকর কবে মহারাষ্ট্রের দলিতদের নিয়ে সত্যাগ্রহ করেন ?

উত্তর:1927 খ্রিস্টাব্দে

৭০. আম্বেদকর কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন?

উত্তর: মাহার সম্প্রদায়ের

৭১. আম্বেদকর কোন্ দলিত সম্প্রদায়ভুক্ত ছিলেন ?

উত্তর: মাহার

৭২. আলবার্ট হল এর বর্তমান নাম কি?

উত্তর: কফি হাউস

৭৩. আলালের ঘরের দুলাল কার লেখা?

উত্তর: প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)

৭৪. আলেকজান্ডার গ্রেডলার কে ছিলেন ?

উত্তর: প্রেসিডেন্সি কলেজের

৭৫. আসামে ভারত ছাড়ো আন্দোলনে কোন্ নারী উল্লেখযোগ্য ভূমিকা নেন?

উত্তর: কনকলতা বড়ুয়া

৭৬. ইংরেজ কোম্পানি শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহটি কী ছিল?

উত্তর:সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ।

৭৭. ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কী নামে ডাকত ?

উত্তর: সারেন্ডার নট

৭৮. ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে একমাত্র মহিলা প্রতিনিধি কে ছিলেন ?

উত্তর: সারোজিনী নাইডু

৭৯. ইংল্যান্ডে সামাজিক ইতিহাসচর্চার জনক কাকে বলে ?

উত্তর: ট্রেভেলিয়ান

৮০. ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: আলড্রেফ এসবি

৮১. ইতিহাসের জনক বলা হয় কাকে?

উত্তর: হেরোডোটাস

৮২. ইন্টারনেট ব্যবস্থা কবে চালু হয়?

উত্তর: 1998 খ্রিস্টাব্দে

৮৩. ইন্টারনেটের জনক কে?

উত্তর: টিম বার্নাস লি

৮৪. ইন্ডিয়া টু মাই নেটিভ লাইন কবিতাটি কার লেখা?

উত্তর: ডিরোজিওর

৮৫. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: মহেন্দ্রলাল সরকার

৮৬. ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:কেশবচন্দ্র সেন

৮৭. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির দুই মহিলা সদস্যের নাম করো।

উত্তর:প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত।

৮৮. ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

উত্তর: 1907 খ্রিস্টাব্দে

৮৯. ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন ?

উত্তর: গগনেন্দ্রনাথ ঠাকুর।

৯০. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দিতে অনুবাদ করেছিলেন?

উত্তর: মুন্সি প্রেমচন্দ্র

৯১. ইম্পেরিয়াল লাইব্রেরির বর্তমান নাম কি?

উত্তর:ন্যাশনাল লাইব্রেরি

৯২. ইয়ংবেঙ্গল গোষ্ঠী কোন সমাজ সংস্কারককে আধা উদারপন্থী বলে মনে করত?

উত্তর: রাজা রামমোহন রায়

৯৩. উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে?

উত্তর: নিরা দেশাই

৯৪. উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (Womens India Association) কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?

উত্তর:1 917 খ্রিস্টাব্দে

৯৫. উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (Womens India Association) কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: লেডি মেরিবাই টাটা।

৯৬. উইলিয়ম হান্টারের লেখা একটি গ্রন্থের নাম লেখো

উত্তর: The Annals of Rural Bengali

৯৭. উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয়?

উত্তর: 1854 খ্রিষ্টাব্দে

৯৮. উদ্ভিদের প্রাণ আছে এটি কে প্রমাণ করেন ?

উত্তর: আচার্য জগদীশচন্দ্র বসু

৯৯. উনিশ শতককে কে ভারতের সভাসমিতির যুগ বলেছেন?

উত্তর: ড. অনিল শীল

১০০. উনিশ শতকের বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ কে বলেছেন?

উত্তর: পন্ডিত অশোক মিত্র।

১০১. উলগুলান কথার অর্থ

উত্তর:ভয়ঙ্কর বিশৃঙ্খলা

১০২. এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক কে ?

উত্তর: সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়

১০৩. এম এন রায় ও সি মার্টিনের প্রকৃত নাম কী ?

উত্তর: নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

১০৪. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে কবে ছিলেন?

উত্তর: স্যার উইলিয়াম জোন্স,1784 খ্রিষ্টাব্দে

১০৫. ওড়িশার কৃষক নেতা মালতী চৌধুরিকে কি বলা হত?

উত্তর: উৎকলমণি

১০৬. ওয়াদালা লবণগোলার সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন?

উত্তর:কমলাদেবী চট্টোপাধ্যায়।

১০৭. ওয়ার্কার্স অ্যান্ড পেজান্টস পার্টি প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর: 1925 খ্রিস্টাব্দে

১০৮. ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল যে দেশে

উত্তর:আরবে

১০৯. ওয়াহাবিরা পাঞ্জাবে কোন শক্তির বিরোধিতা করেছিল ?

উত্তর: শিখ শক্তির

১১০. কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব।

১১১. কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি ওঠে?

উত্তর: লাহোর অধিবেশনে

১১২. কত খ্রিস্টাব্দে CPI দল দ্বিধাবিভক্ত হয় ?

উত্তর: 1964 খ্রিস্টাব্দে

১১৩. কত খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1902 খ্রিস্টাব্দে

১১৪. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1911 খ্রিস্টাব্দে

১১৫. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1875 খ্রিস্টাব্দে

১১৬. কত খ্রিস্টাব্দে ইষ্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1920 খ্রিস্টাব্দে

১১৭. কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1934 খ্রিস্টাব্দে

১১৮. কত খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত?

উত্তর: 1916 খ্রিস্টাব্দে

১১৯. কত খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্মসমাজে যোগদান করেন?

উত্তর:1857 খ্রিষ্টাব্দে

১২০. কত খ্রিস্টাব্দে ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1902 খ্রিস্টাব্দে

১২১. কত খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ

১২২. কত খ্রিস্টাব্দে নারকেলবেড়িয়ার সংঘর্ষ হয়েছিল ?

উত্তর: 1831 খ্রিস্টাব্দে

১২৩. কত খ্রিস্টাব্দে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়?

উত্তর:1921 খ্রিস্টাব্দে

১২৪. কত খ্রিস্টাব্দে ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়ান উইমেন প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1926 খ্রিস্টাব্দে

১২৫. কত খ্রিস্টাব্দে পুণা চুক্তি স্বাক্ষরিত হয় ?

উত্তর: 1932 খ্রিস্টাব্দে

১২৬. কত খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ স্থাপিত হয় ?

উত্তর: 1855 খ্রিস্টাব্দে

১২৭. কত খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 3রা মে 1939 খ্রীষ্টাব্দে

১২৮. কত খ্রিস্টাব্দে ফোনোগ্রাফ তৈরি হয় ?

উত্তর: 1877 খ্রিস্টাব্দে

১২৯. কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় ?

উত্তর: 1911 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর,

১৩০. কত খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবেশিকা সভা স্থাপিত হয় ?

উত্তর: 1836 খ্রিস্টাব্দে

১৩১. কত খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় ?

উত্তর: 1917 খ্রিস্টাব্দে

১৩২. কত খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ সংঘটিত হয় ?

উত্তর:1928 খ্রিস্টাব্দে

১৩৩. কত খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপিত হয় ?

উত্তর: 1843 খ্রিস্টাব্দে

১৩৪. কত খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহ শুরু হয় ?

উত্তর: 1924 খ্রিস্টাব্দে

১৩৫. কত খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপিত হয় ?

উত্তর:1910 খ্রিস্টাব্দে

১৩৬. কত খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় বিজ্ঞানসভা স্থাপিত হয় ?

উত্তর: 1876 খ্রিস্টাব্দে

১৩৭. কত খ্রিস্টাব্দে ভারতসভা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয় ?

উত্তর: 1886 খ্রিস্টাব্দে

১৩৮. কত খ্রিস্টাব্দে ভারতসভা স্থাপিত হয় ?

উত্তর: 1876 খ্রিস্টাব্দে

১৩৯. কত খ্রিস্টাব্দে ভারতীয় মালিকানায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় ?

উত্তর: 1806 খ্রিস্টাব্দে

১৪০. কত খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ?

উত্তর: 1858 খ্রিস্টাব্দে

১৪১. কত খ্রিস্টাব্দে ভারতের দলিতরা তপশিলি জাতির মর্যাদা পায়?

উত্তর: 1936 খ্রিস্টাব্দে

১৪২. কত খ্রিস্টাব্দে ভারতের সাম্যবাদী দল নিষিদ্ধ ঘোষিত হয়?

উত্তর: 1934 খ্রিস্টাব্দে

১৪৩. কত খ্রিস্টাব্দে মোহানবাগান ক্লাব স্থাপিত হয় ?

উত্তর:1889 খ্রিস্টাব্দে

১৪৪. কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা হয়?

উত্তর:1897 খ্রিষ্টাব্দে

১৪৫. কত খ্রিস্টাব্দে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন স্থাপিত হয় ?

উত্তর: 1942 খ্রিস্টাব্দে

১৪৬. কত খ্রিস্টাব্দে সি পি আই (এম) দল প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1964 খ্রিস্টাব্দে

১৪৭. কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে উন্নীত হয়?

উত্তর:1855 খ্রিষ্টাব্দে।

১৪৮. কত খ্রিস্টাব্দে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1867 খ্রিস্টাব্দে

১৪৯. কত খ্রিস্টাব্দে হুইটলি কমিশন গঠিত হয় ?

উত্তর: 1929 খ্রিস্টাব্দে

১৫০. কত খ্রিস্টাব্দে GCPI প্রতিষ্ঠিত হয়?

উত্তর:1823 খ্রিষ্টাব্দে।

১৫১. কবে কৃত্রিম নীল আবিষ্কার হয় ?

উত্তর: 1898 খ্রিস্টাব্দে

১৫২. কবে থেকে ভারতের জাতীয় কংগ্রেসে মহিলারা যোগদান করতে শুরু করেন ?

১৫৩. কবে নারীদের ভোটাধিকারের স্মারকলিপি পেশ করা হয় ?

উত্তর:1917 খ্রিস্টাব্দে

১৫৪. কবে প্রিন্স অফ ওয়েলস ভারতে এসেছিলেন?

উত্তর:1921খ্রিস্টাব্দের 17 নভেম্বর

১৫৫. কবে বাংলায় প্রথম নীলচাষ শুরু হয় ?

উত্তর: 1777 খ্রিস্টাব্দে

১৫৬. কবে বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন ?

উত্তর: 1930 খ্রীষ্টাব্দের ডিসেম্বর

১৫৭. কবে ভগৎ সিং-এর ফাঁসি হয় ?

উত্তর: 1931 খ্রিস্টাব্দের 23 মার্চ

১৫৮. কবে ভারতে প্রথম আদমশুমারি হয়?

উত্তর:1872 খ্রিস্টাব্দে

১৫৯. কবে মন্দির প্রবেশ দিবস পালিত হয় ?

উত্তর:1931 খ্রিস্টাব্দের 1 লা নভেম্বর

১৬০. কবে রসিদ আলি দিবস পালিত হয় ?

উত্তর: 12 ফেব্রুয়ারি, 1946 খ্রিস্টাব্দে

১৬১. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:1857 খ্রিষ্টাব্দে

১৬২. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন?

উত্তর: লর্ড ক্যানিং

১৬৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র গ্রাজুয়েট কে?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৬৪. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন?

উত্তর: স্যার জেমস উইলিয়াম কোলভিল।

১৬৫. কলকাতা মাদ্রাসা কবে স্থাপিত হয়?

উত্তর:1781 খ্রিষ্টাব্দে

১৬৬. কলকাতা মেডিকেল কলেজে কবে স্থাপিত হয়?

উত্তর: 1835 খ্রিষ্টাব্দে

১৬৭. কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী কে ছিলেন?

উত্তর:কাদম্বিনী বসু(গাঙ্গুলি)

১৬৮. কলকাতা স্কুল বুক সোসাইটি কে, কবে প্রতিষ্ঠা করেন কে?

উত্তর: ডেভিড হেয়ার, 1817 খ্রিষ্টাব্দে

১৬৯. কলকাতায় কবে প্রথম ছাপাখানা স্থাপিত হয় ?

উত্তর: 1778 খ্রিস্টাব্দে

১৭০. কলকাতায় কার উদ্যোগে প্রথম ছাপাখানা স্থাপিত?

উত্তর: জেমস অগাস্টাস হিকির

১৭১. কলিকাতায় কবে রসিদ আলি দিবস পালিত হয় ?

উত্তর: 12 ফেব্রুয়ারি, 1946

১৭২. কল্পনা দত্ত কবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন?

উত্তর:1934 খ্রিস্টাব্দে

১৭৩. কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয়?

উত্তর:1842 খ্রিষ্টাব্দে

১৭৪. কাকে father of modern Indian art বলা হয় ?

উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুরকে

১৭৫. কাকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা এ সংগ্রামের জনক বলা হয় ?

উত্তর: রাসবিহারী বসুকে

১৭৬. কাকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বা আধুনিক ভারতের জনক বলা হয়?

উত্তর:রাজা রামমোহন রায়কে

১৭৭. কাকে ভারতে গান্ধিজির দূত বলা হত ?

উত্তর: মতিলাল তেজওয়াতকে

১৭৮. কাকে ভারতের ট্রাড্রিশনাল মডার্নাইজার বলা হয়?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৭৯. কাকে ভারতের নাইটিঙ্গেল বলা হয় ?

উত্তর: সরোজিনী নাইডুকে

১৮০. কাকে হত্যা করতে গিয়ে ক্ষুদিরাম বসু ধরা পড়েন ?

উত্তর: কিংসফোর্ডকে

১৮১. কাকে হত্যা করতে গিয়ে বিপ্লবী গোপীনাথ সাহা ধরা পড়েন?

উত্তর: চার্লস টেগার্টকে

১৮২. কার উদ্যোগে অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপিত হয় ?

উত্তর: শচীন্দ্রপ্রসাদ বসু

১৮৩. কার উদ্যোগে কলিকাতা বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠিত হয়?

উত্তর: স্যার আশুতোষ মুখোপাধ্যায়

১৮৪. কার উদ্যোগে বাংলায় অরন্ধন দিবস পালিত হয় ?

উত্তর: রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর

১৮৫. কার উদ্যোগে ভারতে ভূতত্ত্ব-বিজ্ঞানের প্রসার ঘটে ?

উত্তর: টমাস ওল্ডহাম

১৮৬. কার নামানুসারে হুগলি মহসিন কলেজ এর নামকরণ করা হয়েছে?

উত্তর:হাজি মোহম্মাদমহসীনের

১৮৭. কার নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রান্ত হয় ?

উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার

১৮৮. কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুষ্ঠিত হয় ?

উত্তর: মাস্টারদা সূর্য সেনের

১৮৯. কার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ পরিচালিত হয় ?

উত্তর:সর্দার বল্লভভাই প্যাটেলের

১৯০. কার নেতৃত্বে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন গড়ে ওঠে ?

উত্তর:ড. বি আর আম্বেদকরের নেতৃত্বে

১৯১. কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে?

উত্তর: সত্যেন্দ্রনাথ ঠাকুরের

১৯২. কার্ল মার্কস: আ মডার্ন ঋষি – প্রবন্ধটি কে রচনা করেন ?

উত্তর: লালা হরদয়াল

১৯৩. কার্লাইল সার্কুলার কবে জারি করা হয় ?

উত্তর: 10 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে

১৯৪. কালারাম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে আম্বেদকর কবে আন্দোলন শুরু করেন ?

উত্তর:1930 খ্রিস্টাব্দে

১৯৫. কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হল?

উত্তর: হুতোম পেঁচা

১৯৬. কালোপ্রামাণিক কোন্ বিদ্রোহের নেতা ছিলেন ?

উত্তর: সাঁওতাল বিদ্রোহের নেতা।

১৯৭. কিষাণ বুলেটিন-এর সম্পাদক ছিলেন-

উত্তর:গিরনি কামগার ইউনিয়ন , ইন্দুলাল যাজ্ঞিক

১৯৮. কী উদ্দেশ্য নিয়ে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল ?

উত্তর: ইসলাম ধর্মের শুদ্ধিকরণের উদ্দেশ্য নিয়ে।

১৯৯. কে মিলনমন্দির প্রতিষ্ঠা করেন ?

উত্তর: আনন্দমোহন বসু

২০০. কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ?

উত্তর: সতীশচন্দ্র বসু


Also Read:

স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা

ভারতীয় ইতিহাসের প্রশ্নোত্তর

ইতিহাসের MCQ প্রশ্নোত্তর

Indian History Gk MCQ প্রশ্নোত্তর

ঐতিহাসিক সমাজ ও সমিতি

শিক্ষা প্রতিষ্ঠান ও তার প্রতিষ্ঠাতা


Download History General Knowledge In Bengali


File Details:-

File Name:- History General Knowledge In Bengali [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:

সংবাদপত্র ও তার সম্পাদক

ইতিহাসের কিছু শব্দ ও নামের অর্থ

বিশিষ্ট রাজনৈতিক নেতাদের রচিত গ্রন্থ 

সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান ও নদীর নাম

ইতিহাসের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর

ইতিহাসের জিকে প্রশ্নোত্তর





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.