অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রাচীন ভারতের ইতিহাস বই

প্রাচীন ভারতের ইতিহাস বই PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রাচীন ভারতের ইতিহাস বই PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাচীন ভারতের ইতিহাস বই PDF

নিচে প্রাচীন ভারতের ইতিহাস বই PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। প্রাচীন ভারতের ইতিহাস বই PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

প্রাচীন ভারতের ইতিহাস বই



প্রাচীন ভারতের ইতিহাস বই



১) ‘কাদম্বরী’ – রচয়িতা কে?

ক) ক্ষেমন্ত্র

খ) কলহন

গ) ভবভূতি

ঘ) বাণভট্ট

উত্তরঃ বাণভট্ট


২) বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন ______

ক) কৌটিল্য

খ) নচিকেতা

গ) চরক

ঘ) জীবক

উত্তরঃ জীবক


৩) রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?

ক) মহেঞ্জদাড়ো

খ) সুকতাজেন্ডার

গ) কালিবাগান

ঘ) লোথাল

উত্তরঃ কালিবাগান


৪) মগধের কোন শাসক ‘সেনিয়া’ নামে পরিচিত ছিলেন?

ক) বিম্বিসার

খ) অজাতশত্রু

গ) মহাপদ্ম নন্দ

ঘ) চন্দ্রগুপ্ত

উত্তরঃ বিম্বিসার


৫) ‘অষ্টদিগগজ’ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন?

ক) প্রথম দেবরায়

খ) দ্বিতীয় দেবরায়

গ) বীর নরসিঙ্ঘ

ঘ) কৃষ্ণদেব রায় 

উত্তরঃ কৃষ্ণদেব রায়


৬) মৌর্যশাসক যিনি তাঁর আদেশলিপিতে ‘পিয়দর্শী’ নামের ব্যবহার করতেন তিনি হলেন ___

ক) বিম্বিসার

খ) অশোক

গ) চন্দ্রগুপ্ত মৌর্য

ঘ) বৃহদ্রথ

উত্তরঃ অশোক


৭) চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে, তিনি হলেন ___

ক) সমুদ্রগুপ্ত

খ) অশোক

গ) হর্ষবর্ধন

ঘ) প্রথম কুলোতুঙ্গ

উত্তরঃ হর্ষবর্ধন


৮) ‘সুল-ই-কুল’ নীতির প্রবর্তন করেন _____

ক) আকবর

খ) ঔরঙজেব

গ) জাহান্দার শাহ

ঘ) মহম্মদ শাহ

উত্তরঃ আকবর


৯) রাণা প্রতাপের রাজপুত বংশ ছিল ____

ক) কাছোয়া

খ) শিশোদিয়া

গ) সোলাঙ্কি

ঘ) পরামর

উত্তরঃ শিশোদিয়া


১০) ‘রজমনামা’ যে গ্রন্থটির ফরাসি অনুবাদ, সেটি হল _____

ক) উপনিষদ

খ) রামায়ণ

গ) গীতা

ঘ) মহাভারত

উত্তরঃ মহাভারত


১১) ‘নীলদর্পন’ এর রচয়িতা হলেন _____

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) দীনবন্ধু মিত্র

গ) গিরিশচন্দ্র ঘোষ

ঘ) বিপিন চন্দ্র পাল

উত্তরঃ  দীনবন্ধু মিত্র


১২) মুণ্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন _____

ক) সিধু

খ) বীরসা

গ) বাপট

ঘ) কোরা মাল্লা

উত্তরঃ বীরসা


১৩) ‘সতী’ প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল ____

ক) ১৭৯৫

খ) ১৮০০

গ) ১৮২৯

ঘ) ১৮৫৮

উত্তরঃ ১৮২৯


১৪) জাতীয়তাবাদী সংগঠন ‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয় যে বছর, সেটি হল ____

ক) ১৮৭০

খ) ১৮৮৫

গ) ১৮৯০

ঘ) ১৯০০

উত্তরঃ ১৮৭০


১৫) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ১৮৮৫ সালে যে শহরে অনুষ্ঠিত হয়, সেটি হল ___

ক) কলকাতা

খ) বোম্বাই

গ) মাদ্রাজ

ঘ) এলাহাবাদ

উত্তরঃ বোম্বাই


১৬) যে ভাইসরয় তিব্বতে ইয়ং হাসব্যাণ্ড মিশন পাঠান, তিনি হলেন ____

ক) রিপন

খ) লিটন

গ) মেয়ো

ঘ) কার্জন

উত্তরঃ কার্জন


১৭) হরিজন সেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ছিলেন ____

ক) বি জি তিলক

খ) এন এম লোখান্ডী

গ) এম কে গান্ধী

ঘ) বি আর আম্বেদকর

উত্তরঃ এম কে গান্ধী


১৮) ব্রিটিশের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটেছিল সিটি হল ____

ক) অযোধ্যা

খ) কাশ্মীর

গ) ত্রিবাঙ্কুর

ঘ) মহীশুর

উত্তরঃ ত্রিবাঙ্কুর


১৯) কোন ঐতিহাসিক মোগল ইতিহাসের উপর তাঁর গবেষণার জন্য বিখ্যাত?

ক) সুমিত সরকার

খ) যদুনাথ সরকার

গ) সুশোভন চন্দ্র সরকার

ঘ) এস গোপাল

উত্তরঃ যদুনাথ সরকার


২০) কোন মূঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন?

ক) বাবর

খ) আকবর

গ) শাহাজাহান

ঘ) ঔরঙ্গজেব

উত্তরঃ বাবর


২১) ‘সৎ নামী’ বিদ্রোহ যে মোগল সম্রাটের আমলে হয়েছিল, তিনি হলেন ______

ক) বাবর

খ) আকবর

গ) শাহাজাহান

ঘ) ঔরঙ্গজেব

উত্তরঃ ঔরঙ্গজেব


২২) রামমোহন রায় কে রাজা উপাধি প্রদান করেন মোগল সম্রাট ____

ক) জাহান্দার শাহ

খ) মুহম্মদ শাহ

গ) দ্বিতীয় আকবর

ঘ) বাহাদুর শাহ জাফর

উত্তরঃ দ্বিতীয় আকবর


২৩) দিল্লির যে সুলতান দিল্লী থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন, তিনি হলেন _____

ক) কুতুবউদ্দিন আইবক

খ) ইলতুতমিস

গ) মহম্মদ বিন তুঘলক

 ঘ) ফিরোজ শাহ তুঘলক

উত্তরঃ মহম্মদ বিন তুঘলক


২৪) ‘আইন-ই-আকবরি’ গ্রন্থের লেখক কে?

ক) বদাউনি

খ) আবুল ফজল

গ) শেখ মুবারক

ঘ) ফৈজি

উত্তরঃ আবুল ফজল


২৫) মোগল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন, তিনি হলেন ____

ক) তেগবাহাদুর

খ) নানক

গ) গোবিন্দ সিং

ঘ) অর্জুন

উত্তরঃ তেগবাহাদুর


২৬) ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রীষ্টাব্দে গঠিত হয়?

ক) ১৮৮৩

খ) ১৮৮৫

গ) ১৮৯১

ঘ) ১৯০৫

উত্তরঃ ১৮৮৫


২৭) ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ – উক্তিটি কার?

ক) লালা লাজপত রায়

খ) অরবিন্দ ঘোষ

গ) নেতাজি সুভাষ চন্দ্র বোস

ঘ) বাল গঙ্গাধর তিলক

উত্তরঃ বাল গঙ্গাধর তিলক


২৮) ১৯০৬ সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়?

ক) ভারত সভা

খ) মুসলিম লিগ

গ) বেঙ্গল জমিদার লিগ

ঘ) ভারতের কমিউমিউনিস্ট পার্টি

উত্তরঃ মুসলিম লিগ


২৯) সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত?

ক) সাঁওতাল

খ) চাকমা

গ) খাসি

ঘ) নীল

উত্তরঃ সাঁওতাল


৩০) সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

ক) উইলিয়াম বেন্টিঙ্ক

খ) লর্ড কর্নওয়ালিস

গ) লর্ড ক্যানিং

ঘ) লর্ড ডালহৌসি

উত্তরঃ লর্ড ক্যানিং


৩১) কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়ে ছিলেন?

ক) চৌরিচৌরা

খ) রাওলাট আইন

গ) জালিয়ানাবাগের হত্যাকাণ্ড

ঘ) ডান্ডি মার্চ

উত্তরঃ চৌরিচৌরা


৩২) জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে কত সালে লক্ষনৌ চুক্তি স্বাক্ষরিত হয় ?

ক) ১৯০৭

খ) ১৯১১

গ) ১৯১৬

ঘ) ১৯১৯

উত্তরঃ ১৯১৬


৩৩) আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল ____

ক) দেওবন্দ স্কুল

খ) অ্যাংলো ওরিয়ান্টাল কলেজ

গ) পির ফকির মজলিশ

ঘ) খিলাফত কমিটি

উত্তরঃ অ্যাংলো ওরিয়ান্টাল কলেজ


৩৪) ‘মর্লে মিন্টো সংস্কার’ কত সালে ঘোষিত হয়?

ক) ১৯০৭

খ) ১৯০৯

গ) ১৯১১

ঘ) ১৯১৯

উত্তরঃ ১৯০৯


৩৫) জালিওয়ানাবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল?

ক) ১৯০৬ অমৃতসর

খ) ১৯০৬ লাহোর

গ) ১৯১৯১ করাচি

ঘ) ১৯১৯ অমৃতসর

উত্তরঃ ১৯১৯ অমৃতসর


৩৬) জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

ক) উমেশচন্দ্র ব্যানার্জী

খ) সুরেন্দ্র নাথ ব্যানার্জী

গ) ফিরোজশাহ মেহতা

ঘ) এ ও হিউম

উত্তরঃ উমেশচন্দ্র ব্যানার্জী


৩৭) কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়?

ক) ১৮৮৫-৯৫

খ) ১৮৮৫-১৯০৫

গ) ১৯০৫-১৫

ঘ) ১৮৯৫-১৯২৫

উত্তরঃ ১৮৮৫-১৯০৫


৩৮) বঙ্গভঙ্গ রদ হয় কবে?

ক) ১৯০৭

খ) ১৯০৯

গ) ১৯১১

ঘ) ১৯১৪

উত্তরঃ ১৯১১


৩৯) কোন আন্দোলনের শুরুতে গান্ধীজী ‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’ এর ডাক দিয়েছিলেন?

ক) খিলাফত আন্দোলন

খ) নৌ বিদ্রোহ

গ) ভারত ছাড়ো আন্দোলন

ঘ) দলিত হরিজন আন্দোলন

উত্তরঃ ভারত ছাড়ো আন্দোলন


৪০) ফরওয়ার্ড ব্লক এর প্রতিষ্ঠাতা কে?

ক) সুভাষ চন্দ্র বোস

খ) রাসবিহারি বসু

গ) চিত্তরঞ্জন দাশ

ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারি

উত্তরঃ সুভাষ চন্দ্র বোস


৪১) কত সালে কোথায় মুসলিম লীগ ‘পাকিস্থান প্রস্তাব’ গ্রহণ করেন?

ক) ১৯২৯ লাহোর

খ) ১৯৩০ এলাহাবাদ

গ) ১৯৪০ লাহোর

ঘ) ১৯৪০ ঢাকা

উত্তরঃ ১৯৪০ লাহোর


৪২) জাতীয় কংগ্রেস তার ১৯২৯ সালের লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য বলে ঘোষনা করাছিল?

ক) পূর্ণ স্বরাজ

খ) ডোমিনিয়ম স্ট্যাটাস

গ) ভারত ছাড়ো

ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ পূর্ণ স্বরাজ


৪৩) আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ?

ক) সুভাষ চন্দ্র বসু

খ) রাসবিহারী বোস

গ) শাহনওয়ান খান

ঘ) ক্যাপ্টেন মোহন সিং

উত্তরঃ সুভাষ চন্দ্র বসু


৪৪) কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছেন?

ক) মৌলানা আবুল কালাম আজাদ

খ) সর্দার বল্লভ ভাই প্যাটেল

গ) মহাত্মা গান্ধী

ঘ) বি আর আম্বেদকর

উত্তরঃ মহাত্মা গান্ধী


৪৫) কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসাবে বেছে নেওয়া হয়?

ক) মুসলিম লীগ( ১৬ই আগস্ট, ১৯৪৬)

খ) জাতীয় কংগ্রেস ( ৪ঠা আগস্ট ১৯৪২)

গ) হিন্দু মহাসভা ( ৩রা জুন ১৯৪৬)

ঘ) ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি ( ১৮ই আগস্ট ১৯৪৫)

উত্তরঃ মুসলিম লীগ( ১৬ই আগস্ট, ১৯৪৬)


৪৬) পাকিস্থানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

ক) লর্ড মাউন্টব্যাটেন

খ) মহম্মদ আলি জিন্না

গ) সৈয়দ আমির আলি

 ঘ) মহম্মদ শেখ আবদুল্লা

উত্তরঃ মহম্মদ আলি জিন্না


৪৭) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

ক) চক্রবর্তী রাজাগোপালাচারী

খ) ক্লিমেন্ট অ্যাটলি

গ) লর্ড ওয়েভেল

ঘ) লর্ড মাউন্টব্যাটেন

উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন


৪৮) ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল?

ক) জুলাই ১৯৪৭

খ) জুন ১৯৪৬

গ) আগস্ট ১৯৪৭

ঘ) আগস্ট ১৯৪৬

উত্তরঃ জুলাই ১৯৪৭


৪৯) কোন সালে কার নেতৃত্বে ‘চট্টগ্রাম অস্ত্রাগার’ লুট হয়েছিল?

ক) ১৯৩০ সূর্য সেন

খ) ১৯২৯ বটুকেশ্বর দত্ত

গ) ১৯২৯ শচীন্দ্রনাথ সান্যাল

ঘ) ১৯৩০ রামপ্রসাদ বিসমিল

উত্তরঃ ১৯৩০ সূর্য সেন


৫০) ১৯৪৬ সালে কোন মিশন/কমিশন ভারতে আসে?

ক) ক্রিপস মিশন

খ) ক্যাবিনেট মিশন

গ) সাইমন কমিশন

ঘ) হান্টার কমিশন

উত্তরঃ ক্যাবিনেট মিশন


৫১) নিম্নলিখিত কোন নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত আছে?

ক) মৃচ্ছকটীকা

খ) দেবীচন্দ্রগুপ্তম

গ) মত্তবিলাস

ঘ) মুদ্রারাক্ষস

উত্তরঃ মুদ্রারাক্ষস


৫২) ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দোগ্রিক শাসক কে ছিলেন?

ক) ডিমিট্রিয়াস

খ) প্রথম অ্যান্টিওকাস

গ) মিনান্দর

ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ মিনান্দর


৫৩) কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন?

ক) ধর্মপাল

খ) ধ্রুব

গ) দেবপাল

ঘ) বল্লাল সেন

উত্তরঃ ধর্মপাল


৫৪) কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

ক) স্যার স্টাফোর্ড ক্রিপস

খ) লর্ড ওয়াভেল

গ) স্যার পেথিক লরেন্স

ঘ) এ ভি আলেকজাণ্ডার

উত্তরঃ লর্ড ওয়াভেল


৫৫) নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সনয়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে?

ক) তহকিক-ই-হিন্দ

খ) শাহনামা

গ) তারিখ-ই-ফিরোজশাহি

ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ তারিখ-ই-ফিরোজশাহি


৫৬) অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ ছিলেন কে?

ক) বিপিন চন্দ্র পাল

খ) গোখলে

গ) আর সি দত্ত

ঘ) এম এম মালব্য

উত্তরঃ আর সি দত্ত


৫৭) খ্রীষ্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল?

ক) পাল চোল পল্লব

খ) পাল প্রতিহার রাষ্ট্রকূট

গ) চোল প্রতিহার রাষ্ট্রকূট

ঘ) পাল চোল রাষ্ট্রকূট

উত্তরঃ পাল প্রতিহার রাষ্ট্রকূট


৫৮) স্বরাজ দল কোন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল?

ক) ১৯২৩, ১৯২৬

খ) ১৯১৯১, ১৯২৩

গ) ১৯২০, ১৯২৬,

ঘ) ১৯১৯১, ১৯২০

উত্তরঃ ১৯২৩, ১৯২৬


৫৯) দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল?

ক) বলবন

খ) রাজিয়া

গ) জালালউদ্দিন খলজি

ঘ) ফিরোজ তুঘলক

উত্তরঃ জালালউদ্দিন খলজি


৬০) বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংশাবধেষ কোথায় পাওয়া যায়?

ক) বিজাপুর

খ) গোলকুণ্ডা

গ) হাম্পি

ঘ) বরোদা

উত্তরঃ হাম্পি


৬১) নিম্নলিখিত কোন ব্যাক্তি দীন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন?

ক) রাজা মান সিংহ

খ) তোডরমল

গ) তানসেন

ঘ) রাজা বীরবল

উত্তরঃ রাজা বীরবল


৬২) ‘তকাভি’ বলতে কি বোঝায়?

ক) কৃষক ঋণ

খ) এক ধরণের উর্বর জমি

গ) হিন্দুদের উপর আরোপিত কর

ঘ) অনুর্বর জমি

উত্তরঃ কৃষক ঋণ


৬৩) ভারত যখন স্বাধীন হয় তখন কে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন?

ক) মহাত্মা গান্ধী

খ) জওহর লাল নেহেরূ

গ) জে বি কৃপালিনী

ঘ) সর্দার প্যাটেল

উত্তরঃ জে বি কৃপালিনী


৬৪) মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ____

ক) উর্দু খ) ফার্সি

গ) উর্দু ও ফার্সি

ঘ) তুর্কি

উত্তরঃ ফার্সি


৬৫) কে দু আস্পা শি আস্পা ব্যবস্থা চালু করেছিলেন?

ক) শাজাহান

খ) আকবর

গ) জাহাঙ্গির

ঘ) ঔরঙ্গজেব

উত্তরঃ জাহাঙ্গির


৬৬) ‘দি মহামেডান- অ্যাংলো-ওরিয়েন্টাল-ডিফেন্স অ্যাসোসিয়েশন’ এর শুরু করেছিলেন কে?

ক) স্যার সৈয়েদ আহমেদ খান

খ) টি বেক

গ) এ এস স্যামুয়েলসন

ঘ) এম এম মূলক

উত্তরঃ স্যার সৈয়েদ আহমেদ খান


৬৭) কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত?

ক) নসক

খ) গাল্লাবকসি

গ) জাবতি

ঘ) কানকুট

উত্তরঃ জাবতি


৬৮) স্টাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন ____

ক) কনজারভেটিভ পার্টি

খ) লেবার পার্টি

গ) লিবারেল পার্টি

ঘ) অফিসিয়াল পার্টি

উত্তরঃ লেবার পার্টি


৬৯) ১৬২১ সালে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন?

ক) গোয়া

খ) সুরাট

গ) কালিকট

ঘ) মাদ্রাজ

উত্তরঃ সুরাট


৭০) রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন?

ক) সুকারচুকিয়া

খ) ডেঙ্গি

গ) কানহেয়া

ঘ) গোবিন্দ

উত্তরঃ সুকারচুকিয়া


৭১) ১৯০৭ সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন?

ক) বি এন দত্ত

খ) এম এল ধিংরা

গ) সর্দার অজিত সিং

ঘ) এস সি চ্যাটার্জী

উত্তরঃ এম এল ধিংরা


৭২) ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় কে ছিলেন?

ক) লিনলিথগো

খ) উইলিংটন

গ) ওয়াভেল

ঘ) মিন্টো

উত্তরঃ লিনলিথগো


৭৩) টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার কাছে?

ক) লর্ড ওয়েলেসলি

খ) লর্ড কর্নওয়ালিস

গ) লর্ড ডালহৌসি

ঘ) জন শোর

উত্তরঃ লর্ড ওয়েলেসলি


৭৪) কে অনুশীলন সমিতি সংগঠিত করেছিলেন?

ক) যতীন দাশ

খ) বটুকেশ্বর দত্ত

গ) পি মিত্র

ঘ) অশ্বিনী কুমার দত্ত

উত্তরঃ পি মিত্র


৭৫) ১৯৩৫ সালে আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়েছিল?

ক) বিহার

খ) মাদ্রাজ

গ) ওড়িশা

ঘ) পাঞ্জাব

উত্তরঃ পাঞ্জাব


Also Read:


Download প্রাচীন ভারতের ইতিহাস বই


File Details:-

File Name:- প্রাচীন ভারতের ইতিহাস বই [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.