অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রাচীন ভারতের ইতিহাস উপাদান

প্রাচীন ভারতের ইতিহাস উপাদান PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রাচীন ভারতের ইতিহাস উপাদান PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাচীন ভারতের ইতিহাস উপাদান PDF

নিচে প্রাচীন ভারতের ইতিহাস উপাদান PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। প্রাচীন ভারতের ইতিহাস উপাদান PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

প্রাচীন ভারতের ইতিহাস উপাদান



প্রাচীন ভারতের ইতিহাস উপাদান



প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান দেশীয় সাহিত্য ও বৈদেশিক সাহিত্য - Elements Of Historiography Of Ancient India Domestic Literature And Foreign Literature


প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলি মূলত দুই ভাগে বিভক্ত - ১) প্রত্নতাত্ত্বিক উপাদান এবং ২) সাহিত্যিক উপাদান। 

সাহিত্যিক উপাদানগুলিকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে । যেমন- (১) দেশীয় সাহিত্য এবং (২) বৈদেশিক সাহিত্য।


দেশীয় সাহিত্য - Indigenous Literature


ধর্মীয় গ্রন্থসমূহ (Religious Books): 

প্রাচীন ভারতের বেশিরভাগ গ্রন্থের ভিত্তি হল ধর্ম। প্রাচীন ভারতের হিন্দু ধর্ম গ্রন্থ গুলির মধ্যে উল্লেখযোগ্য হল :

বেদ (Vedas)

১) ঋগবেদ

২) সাম বেদ

৩) যজুঃ বেদ

৪) অথর্ব বেদ


বিস্তারিত তথ্য:

  • বেদ ভারতের প্রাচীনতম ধর্মগ্রন্থ। প্রতিটি বেদ চার পর্বে সংকলিত - সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ।
  • ঋগবেদ হল সর্বাপেক্ষা প্রাচীনতম। এর রচনাকাল ১৫০০ - ১০০০ খ্রিস্টপূর্বাব্দ।
  • সামবেদের 'সাম' কথাটি 'সমন' শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ সুর।
  • ঋগ্, সাম, যজুঃ এই তিনটি বেদকে একসঙ্গে 'ত্রয়ী' বলা হয়।
  • যজুর্বেদ সংহিতা দুটি ভাষায় বিভক্ত - ১) শুক্ল যজুর্বেদ, ২) কৃষ্ণ যজুর্বেদ।


পুরাণ (Puranas)

১) ব্রহ্মপুরাণ

২) ভগবৎপুরাণ

৩) পদ্মপুরাণ

৪) বিষ্ণুপুরাণ

৫) অগ্নিপুরাণ

৬) ব্রহ্মাণ্ড পুরাণ

৭) গরুড়পুরাণ

৮) ব্রহ্মবৈবর্ত পুরাণ

৯) শৈব পুরাণ (মতান্তরে বায়ুপুরাণ)

১০) লিঙ্গ পুরাণ

১১) নারদীয় পুরাণ

১২) স্কন্ধ পুরাণ

১৩) মৎস্য পুরাণ

১৪) মার্কণ্ডেয় পুরাণ

১৫) কুর্ম পুরান

১৬) ভবিষ্য পুরাণ

১৭) বরাহ পুরাণ

১৮) বামন পুরান


বিস্তারিত তথ্য:

  • খ্রিঃ পূর্ব ৬ষ্ঠ শতকের ইতিহাস রচনার জন্য পুরান একটি মূল্যবান/প্রধান উপাদান।
  • কুরআনের অর্থ পুরাকাহিনি, পরাবৃত্ত।
  • পুরান বলতে প্রাচীন কাহিনী এবং ধর্মীয় অনুশাসনের সংক্ষিপ্তসারকে বোঝায়।
  • পুরাণের সংখ্যা ১৮টি।
  • গুপ্ত যুগের পূর্বে পুরানগুলি সংকলিত হয়নি।
  • পুরানগুলি একক ভাবে কোন সত্য প্রতিষ্ঠা করতে পারেনা, অন্য উপাদান থেকে সংগৃহীত তথ্যকে সমর্থন করতে পারে মাত্র। তাই ইতিহাসের উপাদান রূপে পুরাণের স্থান গৌণ।
  • পুরান হতে শিশুনাগ, মৌর্য, নন্দ, শুঙ্গ, কাণ্ব, গুপ্ত প্রভৃতি রাজবংশ ও রাজাদের শাসন করা সম্পর্কে যেমন জানতে পারি তেমনি আবার শক, হুন, আভীর গ্রভিটি বৈদেশিক বর্বর জাতি সম্পর্কে জানা সম্ভব হয়েছে।
  • পুরান হলো ভারতীয় সংস্কৃতির মূল আধার। ভারতবর্ষকে জানতে হলে পুরাণের সাহায্য অপরিহার্য।
  • অগ্নিপুরাণ কে বলা যায় ভারতীয় বিদ্যার বিশ্বকোষ বা পৌরাণিক বিশ্বকোষ।


ব্রাহ্মণ (Brahmanas)


১) ঐতরেয় ব্রাহ্মণ

২) কৌষীতকি ব্রাহ্মণ

৩) গোপথ ব্রাহ্মণ

৪) শতপথ ব্রাহ্মণ

৫) জৈমিনীয় ব্রাহ্মণ

৬) তৈত্তিরীয় ব্রাহ্মণ

৭) পঞ্চবিংশ বা তান্ড্যমহা ব্রাহ্মণ

৮) ছান্দোগ্য ব্রাহ্মণ

৯) কঠ ব্রাহ্মণ

১০) ষড়বিংশ ব্রাহ্মণ


বিস্তারিত তথ্য:

  • ব্রাহ্মণ গুলি খ্রিঃ পূঃ অষ্টম ও খ্রিঃ পূঃ ষষ্ঠ শতাব্দীর মধ্যবর্তী সময়ের। এগুলি 'গদ্যে' রচিত।
  • ব্রাহ্মণগুলিতে মূলত বৈদিক মন্ত্রাদির টীকা ও যাগযজ্ঞের বিধি প্রকরণ গুলি সন্নিবিষ্ট আছে, অর্থাৎ যজ্ঞবিজ্ঞান বিষয়ক গ্রন্থ।
  • ব্রাহ্মণের বিষয়বস্তু দু'ভাগে বিভক্ত - ১) বিধি ও ২) অর্থবাদ।


আরণ্যক (Aranyakas)


১) ঐতরেয় আরণ্যক

২) কৌষীতকী বা শাংখ্যায়ন আরণ্যক

৩) আরণ্যক সংহিতা

৪) জৈমিনীয়

৫) আরণ্যক গান

৬) উপনিষদব্রাহ্মণ

৭) ছান্দোগ্য আরণ্যক

৮) কঠ

৯) তৈত্তিরীয়

১০) শতপথ

১১) বৃহদারণ্যক


Also Read:


বিস্তারিত তথ্য:

  • বেদের ব্রাহ্মণ ভাগের যে অংশে কর্ম এবং জ্ঞানের আধ্যাত্মিক আলোচনা করা হয়েছে তার নাম 'আরণ্যক'।
  • আরণ্যক আসলে ব্রাহ্মণ গুলির পরিশিষ্ট।
  • অরন্যের নির্জনতায় বসে দুরূহ বিষয়বস্তু সম্পর্কে ঋষিগণ চিন্তা করতেন। তাই এর নাম হয়েছে আরণ্যক।
  • আরণ্যক গদ্যে লিখিত। ভাষা সাংকেতিক, সেজন্য এর অন্তর্নিহিত অর্থ বোঝা সহজসাধ্য নয়।
  • অথর্ববেদের একমাত্র ব্রাহ্মণ 'গোপথ' -এর কোনো আরণ্যক গ্রন্থ নেই অর্থাৎ অথর্ববেদের কোনো আরণ্যক নেই।
  • সামবেদের একমাত্র প্রসিদ্ধ আরণ্যক 'ছান্দোগ্য'।


উপনিষদ (Upanishads)


১) কঠ বা কাঠক উপনিষদ

২) কেন বা তলবকার উপনিষদ

৩) ঈশপনিষদ

৪) বৃহদারণ্যক উপনিষদ

৫) ছান্দোগ্য উপনিষদ

৬) তৈত্তিরীয় উপনিষদ

৭) শ্বেতাশ্বতর উপনিষদ

৮) মান্ডুক্যপনিষদ

৯) ঐতরেয় উপনিষদ

১০) কৌষীতকি বা শংখ্যায়ন উপনিষদ

১১) মুন্ডক উপনিষদ

১২) প্রশ্ন উপনিষদ

১৩) মৈত্রায়নীয় উপনিষদ

১৪) মহানারায়ণ উপনিষদ


বিস্তারিত তথ্য:

  • 'উপনিষ' যার অর্থ কারো সন্নিকটে বসা, এই শব্দ থেকে 'উপনিষদ' কথাটির উৎপত্তি।
  • বুৎপত্তিগত অর্থে গুরুর কাছে/সমীপে (উপ-) এসে তার পদতলে উপবেশন করে (নি-√সদ্) বিদ্যার্থী যে ব্রহ্মবিদ্যা গ্রহণ করতেন তাই উপনিষদ।
  • আরণ্যকের সারাংশের ওপর ভিত্তি করে যে দার্শনিক চিন্তার উদ্ভব ঘটেছে তাই-ই উপনিষদ নামে সুপরিচিত।
  • উপনিষদের সংখ্যা মোট প্রায় ২০০-এর বেশি (মুখ্য-১৪টি)।
  • যেহেতু উপনিষদগুলি বেদের পূর্ণতম পরিণতি এবং সামগ্রিকভাবে এগুলি বেদের শেষাংশ, তাই এর আরেক নাম 'বেদান্ত'।
  • উপনিষদ গুলির মধ্যে ছান্দোগ্য উপনিষদ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
  • 'সত্যমেব জয়তে' কথাটি মুণ্ডক উপনিষদ থেকে সংগৃহীত।
  • উপনিষদ হল আধ্যাত্মবিদ্যা। এর আরেক নাম ব্রহ্মবিদ্যা।


মহাকাব্য (Epics)

১) মহাভারত (১৮টি পর্ব) 

২) রামায়ণ (৭টি কান্ড)


  • মহাভারত (১৮টি পর্ব)

১) আদি পর্ব

২) সভা পর্ব

৩) বন পর্ব

৪) বিরাট পর্ব

৫) উদ্যোগ পর্ব

৬) ভীষ্ম পর্ব

৭) দ্রোন পর্ব

৮) কর্ণ পর্ব

৯) শল্য পর্ব

১০) সৌপ্তিক পর্ব

১১) স্ত্রী পর্ব

১২) শান্তি পর্ব

১৩) অনুশাসন পর্ব

১৪) আশ্বমেধিক পর্ব

১৫) আশ্রমবাসিক পর্ব

১৬) মুষল পর্ব

১৭) মহাপ্রস্থান পর্ব

১৮) স্বর্গারোহন পর্ব


বিস্তারিত তথ্য:

  • মহাভারতের রচনাকাল খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর মধ্যে।
  • মহাভারত অষ্টাদশ পর্ব ও নব্বই হাজার স্লোক দ্বারা রচিত হয়েছে।
  • মহাভারত গ্রন্থটির রচয়িতা হলেন ঋষি ব্যাসদেব।
  • মহাভারতে আর্যদের দুটি প্রধান শাখার মধ্যে তুমুল লড়াই -এর কথা বর্ণিত হয়েছে।
  • ব্যাসদেবের লেখা বর্তমান মহাভারতে শ্লোক সংখ্যা এক লক্ষ।
  • মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য।

মহাভারত তিনটি স্তরে বিভক্ত - 

(i) সৌত রচনা বা জয়কাব্য - ৮৮০০টি শ্লোক (রচনাকাল ৭০০-৫০০ খ্রিঃ পূঃ)

(ii) ব্রাহ্মণ্য রচনা বা ভারত - ২৪,০০০টি শ্লোক (রচনাকাল ৫০০-২০০ খ্রিঃ পূঃ) 

(iii) শ্রমন দের রচনা বা মহাভারত - ১ লক্ষ্য (রচনাকাল ২০০-৩৫০ খ্রিস্টাব্দ)

  • মহাভারত চর্চাই বেদ চর্চার মতোই সুফল মেলে এই বিশ্বাসে মহাভারত কে পঞ্চম বেদ বলা হত।
  • মহাভারত 'পৃথিবীর দীর্ঘতম কাব্য'।


রামায়ণ (৭টি কান্ড)

১) আদিকাণ্ড

২) অযোধ্যা কান্ড

৩) অরণ্য কান্ড

৪) কিষ্কিন্ধা কান্ড

৫) সুন্দরা কান্ড

৬) লঙ্কা কান্ড

৭) উত্তরা কান্ড


বিস্তারিত তথ্য:

  • রামায়ণের রচনাকাল ইয়াকোবি ও ম্যাকডোনেলের মতে, ৮০০-৫০০ খ্রিঃ পূঃ, কীথের মতে, খ্রিঃ পূঃ চতুর্থ শতক, উইন্টার নিৎস এর মতে খ্রিঃ পূঃ তৃতীয় শতক।
  • রামায়ণ সপ্তকাণ্ড ও চব্বিশ হাজার শ্লোক দ্বারা সমাদৃত।
  • রামায়ণ গ্রন্থটির রচয়িতা ছিলেন মহর্ষি বাল্মিকী।
  • রামায়ণের বিষয়বস্তু হল আর্য-অনার্য সংঘাত।
  • রামায়ণে ৫০০টি অধ্যায়, ৬৬১টি সর্গ রয়েছে।
  • রামায়ণে ২৪,০০০ শ্লোক থাকায় এর আরেক নাম চতুর্বিংশতি সাহস্রী সংহিতা।


স্মৃতি শাস্ত্র বা ধর্ম শাস্ত্র (Smritis)


১) মনুস্মৃতি

২) নারদ স্মৃতি

৩) যাজ্ঞবল্ক্য স্মৃতি

৪) বৃহস্পতি স্মৃতি

৫) কাত্যায়ন স্মৃতি

৬) বিষ্ণু স্মৃতি


বিস্তারিত তথ্য:

  • প্রাচীন ভারতে খ্রিঃ পূঃ ২০০ অব্দ থেকে কয়েক শতাব্দী যাবৎ বহু স্মৃতি শাস্ত্র রচিত হয়েছে।
  • মূলত তদানীন্তন সমাজে দেওয়ানী আইন লিপিবদ্ধকরণের প্রয়োজনে স্মৃতিশাস্ত্র গুলি রচিত হয়।
  • স্মৃতিশাস্ত্র গুলির মধ্যে মনুস্মৃতি সর্বাপেক্ষা বিখ্যাত ও গুরুত্বপূর্ণ।
  • স্মৃতিশাস্ত্র থেকে প্রাচীন যুগের সামাজিক রীতিনীতি ও রাষ্ট্রীয় কর্তব্য, সমাজ সংগঠন, জাতিবিচার প্রকৃতি সম্বন্ধে জানতে পারা যায়।


বৌদ্ধ সাহিত্য (Buddhist Litetature)


  • ত্রিপিটক
  • জাতক
  • দীপবংশ
  • মহাবংশ
  • বুদ্ধচরিত
  • ললিত বিস্তার
  • অঙ্গুরিওরনিকায়
  • অশোকাবদান
  • দিব্যাবদান
  • সুন্দরানন্দ কাব্য
  • মিলিন্দ পঞ্চহো
  • আর্যমঞ্জুশ্রি - মূলকল্প প্রভৃতি


Also Read:


বিস্তারিত তথ্য:

  • প্রাচীনতম বৌদ্ধ গ্রন্থগুলি লেখা হয়েছিল পালি ভাষায়।
  • পরে প্রাকৃত এবং কুষাণ যুগ থেকে এগুলি সংস্কৃত ভাষায় রচিত হয়।
  • গৌতম বুদ্ধের পূর্বজন্মচক্র বিষয়ক লোককাহিনী গুলির সংকলন সমূহের নাম জাতক। খ্রিঃ পূঃ পঞ্চম থেকে দ্বিতীয় অব্দের মধ্যবর্তী সময়ের ইতিহাসের উপাদান হিসাবে জাতকের সাক্ষ্য গুরুত্বপূর্ণ।
  • দীপবংশ ও মহাবংশ থেকে বুদ্ধের জীবনী, চন্দ্রগুপ্ত মৌর্যের জীবন পরিচয় ও অশোকের রাজত্বকাল সম্পর্কিত বহু তথ্য জানা যায়।
  • প্রায় ৫৪৯টি (মতান্তরে ৫৪৭টি) জাতক কাহিনী সংগৃহীত ও প্রকাশিত হয়েছে।
  • দীপবংশের লেখক অজ্ঞাত, মহাবংশের রচয়িতা মহানাম।


জৈন সাহিত্য (Jaina Literature)


  • পরিবিশিষ্ট পার্বণ
  • আচারঙ্গ সূত্র
  • কল্পসূত্র
  • ভগবতী সূত্র 
  • জৈন আগম বা জৈন সিদ্ধান্ত প্রভৃতি


বিস্তারিত তথ্য:

  • জৈনদের সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থ হল 'পূর্ব' নামক গ্রন্থটি।
  • জৈন গ্রন্থ গুলি প্রাকৃত ভাষায় রচিত।
  • ভদ্রবাহু রচিত জৈন কল্পসূত্রে সাধারণভাবে জৈন তীর্থঙ্করদের এবং বিশেষভাবে মহাবীরের জীবনী বর্ণিত হয়েছে।
  • জৈন ভগবতী সূত্র খ্রিঃ পূঃ ষষ্ঠ শতকের রাজনৈতিক ইতিহাস জানার জন্য প্রয়োজনীয়। এতে ষোড়শ মহাজনপদের নামগুলি উল্লেখ আছে।


ধর্মনিরপেক্ষ গ্রন্থ (Secular Literature)


আইন, বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, ব্যাকরন প্রভৃতি বিষয়কে আশ্রয় করে যে সকল গ্রন্থগুলি সংকলিত হয়েছে সেগুলিকে আমরা ধর্মনিরপেক্ষ গ্রন্থরূপে বিবেচনা করে থাকি। যথা-


ধর্মনিরপেক্ষ গ্রন্থ
লেখকগ্রন্থ
কৌটিল্যঅর্থশাস্ত্র
পাণিনিঅষ্টাধ্যায়ী
পতঞ্জলিমহাভাষ্য
গুণাঢ্যবৃহৎকথা
শূদ্রকমৃচ্ছকটিকম
ভাসস্বপ্নবাসবদত্তা
বিশাখদত্তমুদ্রারাক্ষস
বরাহমিহিরবৃহৎসংহিতা
আর্যভট্টসূর্যসিদ্ধান্ত
বরাহমিহিরপঞ্চসিদ্ধান্তিকা
ভাস্করাচার্যসিদ্ধান্ত শিরোমণি
নাগার্জুনমাধ্যমিক সূত্র
বিজ্ঞানেশ্বরমিতাক্ষরা
সুশ্রুতসুশ্রুত সংহিতা
ব্রহ্মগুপ্তব্রহ্মসিদ্ধান্ত
চক্রপাণিদত্তচিকিৎসা সংগ্রহ
চরকচরক সংহিতা
জীমূতবাহনদায়ভাগ
মাধবকারমাধবনিদান
গর্গমুনিগার্গী সংহিতা
সুরেশ্বরশব্দ প্রদীপ
সুরেশ্বরবৃক্ষায়ুর্বেদ


জীবনচরিত (Biographies)


প্রাচীন যুগে মহাপরাক্রমশালী রাজন্যবর্গ তাদের কীর্তিকলাপ এবং রাজত্বকালের গুরুত্বপূর্ণ ঘটনা লিপিবদ্ধ করে রাখতেন। এটাই জীবনচরিত বা রাজবৃত্ত বা রাজকাহিনী রূপে সুপরিচিত। এই প্রকার গ্রন্থে অনেক সময় অতিশয়োক্তি থাকে।


জীবনচরিত গ্রন্থ
লেখকগ্রন্থ
বানভট্টহর্ষচরিত
বিহ্লনবিক্রমাংকদেবচরিত
সন্ধ্যাকর নন্দীরামচরিত
পদ্মগুপ্তনবসাহসাঙ্কচরিত
জয়সিংহকুমারপালচরিত
অশ্বঘোষবুদ্ধচরিত
চাঁদবরদৈপৃথ্বিরাজচরিত
তুলসীদাসরামচরিত মানস
আনন্দভট্টবল্লালচরিত
উমাপতি ধরচন্দ্রচূড়চরিত
আসসাবর্ধমানচরিত
পন্ডিত চতুর্ভুজহরিচরিত
শ্রীহর্ষনৈকর্ষচরিত
ভবভূতিউত্তররামচরিত
সমুদ্র গুপ্তকৃষ্ণ চরিতম্
বাকপতিরাজগৌড়বহো
দণ্ডীদশকুমারচরিত
ভবদেব সূরীপার্শ্বনাথ চরিত


আঞ্চলিক ইতিহাস (Regional History)


প্রাচীন ভারতের আঞ্চলিক বা স্থানীয় গ্রন্থ গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল-


আঞ্চলিক ইতিহাস
লেখকগ্রন্থ
কলহনরাজতরঙ্গিনী
সোমেশ্বররাসমালা, কীর্তিকৌমুদী
অরিসিংহসুকৃতি সংকীর্তন
মেরুতুঙ্গপ্রবন্ধ চিন্তামণি
রাজশেখরপ্রবন্ধ কোষ
সোমদেব ভট্টকথাসরিৎ সাগর


তামিল সাহিত্য (Tamil Literature)


তামিল সাহিত্য গুলির মধ্যে উল্লেখযোগ্য হল-

  • শিলাপ্পাদিকরম ➡ ইলাঙ্গো আদিগল
  • মনিমেঘলৈ ➡ শীওলৈ শাওনর
  • কুরাল ➡ ত্রিরুবল্লুবর
  • তোলাকাপ্পিয়ম (ব্যাকরণ গ্রন্থ) ➡ তোলাকাপ্পিয়ার
  • তিরুমুরাকাৎ, নেদুলবাদৈ ➡ নক্কিরার
  • মদুরৈ কাঞ্চী ➡ মাঙ্গুডি মারুদাম
  • পত্তুপ্পাতু ➡ (১০টি দীর্ঘ কবিতা সংকলন)
  • ইত্তুতোগোই ➡ (৮ কাব্য সংকলন)
  • পাদিনেনকিলকবাক্কু ➡ (১৮ কাব্য সংকলন)


বৈদেশিক সাহিত্য (Foreign Literature)


ভারতে আগত বিভিন্ন বিদেশী লেখক, পর্যটক, সাহিত্যিকদের বিবরণ থেকে ভারত সম্পর্কিত যে সকল তথ্য আমরা পেয়ে থাকি সেগুলি বৈদেশিক বিবরণ রূপে অভিহিত করা হয়ে থাকে। বৈদেশিক বিবরণ গুলির মধ্যে উল্লেখযোগ্য হল-


বৈদেশিক সাহিত্য
লেখকগ্রন্থ
মেগাস্থিনিসইন্ডিকা
স্ট্রাবোভূগোল
প্লিনিন্যাচারাল হিস্ট্রি
সুমা-সিয়েনতাঁর ইতিহাস
ফা হিয়েনফো-কুয়ো-কিং
হিউয়েন সাঙসি-ইউ-কি
পলিবায়সসাধারণ ইতিহাস
অজ্ঞাতনামাপেরিপ্লাস অব দ্য
গ্রিক নাবিকএরিথ্রিয়ান সী
জাস্টিনএপিটোম
হেকটিয়াসএ সার্ভে অফ দ্য ওয়ার্ল্ড
লামা তারনাথভারতে বৌদ্ধধর্মের জন্ম
লামা তারনাথদুলভা, ট্যাঙ্গুর
প্যান-কুসিয়েন-হান-শু
ফ্যান-ইরহৌ-হান-শু
ইৎ সিংকাউ-ফা-কাং-সা
ডিওডোরাসবিবলিওথেকা হিস্টোরিকা
টলেমিজিওগ্রাফিক হুফেগেসিস
হেরোডোটাসহিস্টোরিয়া
কুইন্টার্সআলেকজান্ডারের ইতিহাস
কসমাস ইন্ডিকো প্লয়েস্টসখ্রীষ্টিয়ান টপোগ্রাফি
আরিয়ানআনাবাসিস (অভিযান)



Also Read:

❏ ভিটামিন ও রাসায়নিক নাম

❏ চলন ও গমন সংক্রান্ত প্রশ্নোত্তর

❏ গুরুত্বপূর্ণ জীববিদ্যা সংক্রান্ত শব্দ

❏ জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম

❏ ভিটামিনের নাম উৎস ও অভাবজনিত রোগ

❏ বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম ও পাঠ্য বিষয়

❏ কৃষি বিষয়ক তথ্য


Download প্রাচীন ভারতের ইতিহাস উপাদান


File Details:-

File Name:- প্রাচীন ভারতের ইতিহাস উপাদান [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.