অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


Ancient Indian History MCQ - প্রাচীন ভারতের ইতিহাস

Ancient Indian History MCQ PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রাচীন ভারতের ইতিহাস MCQ PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Ancient Indian History MCQ PDF

নিচে প্রাচীন ভারতের ইতিহাস MCQ PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Ancient Indian History MCQ PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

Ancient Indian History MCQ - প্রাচীন ভারতের ইতিহাস



Ancient Indian History MCQ - প্রাচীন ভারতের ইতিহাস



1. সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ?

(A) শহরের গৃহনির্মাণ পরিকল্পনা

(B) প্রশস্ত পাকা রাস্তা ঘাট 

(C) নিকাশি ব্যবস্থা ও পয়ঃপ্রণালী নির্মাণ

(D) বাসনপত্রের ব্যবহার 

উত্তর: (D) নিকাশি ব্যবস্থা ও পয়ঃপ্রণালী নির্মাণ


2. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল ? 

(A) গবাদি পালন

(B) শিকার 

(C) বাণিজ্য কৃষিকার্য 

(D) কৃষিকার্য 

উত্তর: (D) কৃষিকার্য 


3. মহেনজোদারো কথাটির অর্থ কি ?

(A) সীমান্তবর্তী নগর 

(B) মৃতের স্তূপ 

(C) জীবিতের স্বপ্ন

(D) শান্তির দেশ 

উত্তর: (B) মৃতের স্তূপ


4. সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকেরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন ? 

(A) নব্যপ্রস্তর যুগ (Neolithic age)

(B) মধ্যবর্তী প্রস্তর যুগ (Mesolithic age)

(C) প্রাচীন প্রস্তর যুগ (Paleolithic age)

(D) ওপরের কোনোটিই নয়

উত্তর: (D) ওপরের কোনোটিই নয়


5. নীচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল ?

(A) রূপা 

(B) লোহা

(C) তামা

(D) ব্রোঞ্জ

উত্তর: (B) লোহা


6. সিন্ধুসভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল । তার নিদর্শন কোথায় পাওয়া গেছে ?

(A) লোথাল

(B) হরপ্পা 

(C) মহেনজোদারো

(D) রূপা

উত্তর: (C) মহেনজোদারো


7. সিন্ধুসভ্যতায় নীচের কোন জন্তুর কোন উল্লেখ পাওয়া যায় নি ?

(A) গোরু 

(B) উট

(C) ঘোড়া

(D) হাতি 

উত্তর: (C) ঘোড়া


8. সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেনজোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন ?

(A) রাখালদাস ব্যানার্জি 

(B) স্যার জন মার্শাল 

(C) দয়ারাম সাহানী

(D) স্যার হুইলার

উত্তর:  (A) রাখালদাস ব্যানার্জি 


9. হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কী ছিল ?

(A) মহালক্ষ্মী

(B) শিব 

(C) কালী

(D) ওপরের কোনোটিই নয় 

উত্তর: (B) শিব 


10. হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসাবে কোথায় ডকে’র (Dock) অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে ?

(A) আলমগিরপুর

(B) মহেনজদার

(C) হরপ্পা 

(D) লোথাল

উত্তর: (D) লোথাল 


11. সিন্ধুসভ্যতার যুগে বাড়িগুলি কী দিয়ে নির্মিত হয়েছিল ?

 (A) প্রস্তর

(B) ইট

(C) কাঠ 

(D) বাঁশ

উত্তর: (B) ইট 


12. সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল ?

(A) মেসোপটেমিয়া

(B) শ্রীলঙ্কা

(C) ইজিপ্ট 

(D) গ্রিস

উত্তর: (A) মেসোপটেমিয়া


13. হরপ্পা সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশির ভাগ কী দিয়ে তৈরি হয়েছিল ?

(A) প্রস্তর

(B) লোহা ও তামা

(C) তামা ও ব্রোঞ্জ 

(D) প্রস্তর ও কাঠ

উত্তর: (C) তামা ও ব্রোঞ্জ


14. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি ? 

(A) ঋগবেদ

(B) যজুর্বেদ

(C) সামবেদ

(D) অথর্ববেদ

উত্তর: (A) ঋগবেদ


15. কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে ?

(A) সামবেদ 

(B) যজুর্বেদ 

(C) অথর্ববেদ 

(D) ঋগবেদ 

উত্তর: (D) ঋগবেদ 


16. বেদের অপর নাম কী ? 

(A) উপনিষদ 

(B) শ্রুতি 

(C) পুরাণ 

(D) জাতক 

উত্তর: (B) শ্রুতি 


17. কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হত ? 

(A) ঋগবেদ 

(B) সামবেদ 

(C) যজুর্বেদ 

(D) অথর্ববেদ 

উত্তর: (B) সামবেদ 


18. ঋগবেদে কতগুলি স্তোত্র আছে ?

(A) 224 

(B) 864 

(C) 1028 

(D) 1800 

উত্তর: (C) 1028 


19. পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল ? 

(A) ইউরোপ 

(B) দঃপূর্ব এশিয়া 

(C) মধ্য এশিয়া 

(D) পারস্য অঞ্চল 

উত্তর: (C) মধ্য এশিয়া 


20. নীচের কোন অঞ্চলে আর্যজাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে ? 

(A) গুজরাত 

(B) কাশ্মীর 

(C) সিন্ধু 

(D) পাঞ্জাব 

উত্তর: (D) পাঞ্জাব 


21. কোন বেদে যাগ-যজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে ? 

(A) ঋগবেদ 

(B) যজুর্বেদ 

(C) সামবেদ 

(D) অথর্ববেদ 

উত্তর: (B) যজুর্বেদ


22. ভারতীয় ইতিহাসের ওপর বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব নীচের কোনটি ? 

(A) সংস্কৃত ভাষার অগ্রগতি 

(B) জাত - প্রথার প্রাধান্য 

(C) দর্শনের অগ্রগতি 

(D) আধ্যাত্মিক ভাবনার বিস্তূত

উত্তর: (B) জাত - প্রথার প্রাধান্য   


23. নীচের কোনটিকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উৎস বলা যেতে পারে ? 

(A) সামবেদ 

(B) যজুর্বেদ 

(C) অথর্ববেদ 

(D) ঋগবেদ 

উত্তর: (A) সামবেদ


24. জৈনদের মতানুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে ? 

(A) পার্শ্বনাথ 

(B) মহাবীর 

(C) ঋষভদেব

(D) তীর্থঙ্কর

উত্তর: (C) ঋষভদেব


25. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন ? 

(A) সারনাথ 

(B) লুম্বিনী

(C) বোধিগয়া 

(D) বৈশালী

উত্তর: (B) লুম্বিনী  


26. প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষভাগে জৈনধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন ? 

(A) আজতশত্র

(B)  চন্দ্রগুপ্ত 

(B) বিম্বিসার

(D) অশোক 

উত্তর: (B)  চন্দ্রগুপ্ত  


27. আদি বৌদ্ধ ধর্ম গ্রন্থ নীচের কোন ভাষায় লেখা হয়েছিল ?

(A) সংস্কৃত

(B) পালি 

(C) ব্রাহ্মী 

(D) মগধী 

উত্তর: (B) পালি 


28. কার শাসনকালে ভারতে জৈনধর্মের প্রসার ঘটেছিল ?

(A) চুন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য 

(B) হর্ষবর্ধন 

(C) চন্দ্রগুপ্ত মৌর্য 

(D) সমুদ্রগুপ্ত 

উত্তর: (C) চন্দ্রগুপ্ত মৌর্য 


29. ' ত্রিপিটক ' কোন ধর্মের পবিত্র গ্রন্থ ? 

(A) হিন্দু 

(B) বৌদ্ধ 

(C) জৈন 

(D) শৈব 

উত্তর: (B) বৌদ্ধ


30. প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল ? 

(A) পাটলিপুত্র 

(B) রাজগৃহ 

(C) কনৌজ 

(D) সাঁচী 

উত্তর: (B) রাজগৃহ 


31. কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল ?

(A) অজাতশত্রু 

(B) অশোক 

(C) হর্ষবর্ধন 

(D) কনিষ্ক 

উত্তর: (A) অজাতশত্রু 


32. নীচের কোন বিষয়ের ওপর মতান্তর নিয়ে জৈনধর্মের দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে ? 

(A) ধর্মগ্রন্থ 

(B) ঈশ্বরের অস্তিত্ব 

(C) ধর্মতত্ত্ব 

(D) বস্ত্র পরিধান 

উত্তর: (D) বস্ত্র পরিধান 


33. সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন ? 

(A) অশ্বঘোষ 

(B) উপগুপ্ত 

(C) বসুমিত্র 

(D) নাগার্জুন 

উত্তর: (B) উপগুপ্ত 


34. নীচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত ? 

(A) উজ্জয়িনী 

(B) গিরনার 

(C) আমেদাবাদ 

(D) রাজগির 

উত্তর: (B) গিরনার 


35. ২৪ জন জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন ?

(A) মহাবীর 

(B) পার্শ্বনাথ 

(C) ঋষভ 

(D) বসুমিত্র 

উত্তর: (A) মহাবীর 


36. কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় বৌদ্ধধর্ম প্রথম ভারতে এবং ভারতের বাইরে সুপ্রসারিত হয় ? 

(A) হর্ষবর্ধন 

(B) চন্দ্রগুপ্ত 

(C) কনিষ্ক 

(D) অশোক 

উত্তর: (D) অশোক 


37. বুদ্ধদেব কোথায় নির্বাণলাভ করেন ? 

(A) বৌদ্ধগয়া 

(B) সাঁচী 

(C) কুশীনগর 

(D) সারনাথ 

উত্তর: (C) কুশীনগর


38. জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন ? 

(A) রাজগৃহ 

(B) শ্রাবস্তী 

(C) বৈশালী 

(D) সারনাথ 

উত্তর: (C) বৈশালী 


39. নীচের কোন সম্রাট বৌদ্ধধর্ম গ্রহণ করেন নি ?

(A) সমুদ্রগুপ্ত 

(B) হর্ষবর্ধন 

(C) অশোক 

(D) কনিষ্ক

উত্তর: (A) সমুদ্রগুপ্ত 


40. কার রাজত্বকালে বৌদ্ধধর্মাবলম্বীরা হীনযান ও মহাযান দুটি সম্প্রদায়ে বিভক্ত হয় ?

(A) হর্ষবর্ধন 

(B) কনিষ্ক 

(C) সমুদ্রগুপ্ত  

(D) অশোক 

উত্তর: (B) কনিষ্ক 


41. নীচের কোনটি হিন্দুধর্মের বৈশিষ্ট্য নয় ? 

(A) বেদের প্রতি আনুগত্য 

(B) ঈশ্বরে বিশ্বাস 

(C) অহিংসা নীতি 

(D) প্রার্থনা ও আচারবিধির প্রাধান্য 

উত্তর: (C) অহিংসা নীতি 


42. হর্ষবর্ধনের রাজত্বকালে মহামাহোক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হত ? 

(A) নালন্দা 

(B) পুরুষপুর 

(C) সাঁচী 

(D) প্রয়াগ

উত্তর: (D) প্রয়াগ 


43. প্রথম কোন সম্রাট তাঁর মুদ্রার ওপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন ? 

(A) হর্ষবর্ধন 

(B) অশোক 

(C) কনিষ্ক 

(D) সমুদ্রগুপ্ত 

উত্তর:  (C) কনিষ্ক 


44. মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায় ?

(A) প্রাক - আর্য 

(B) বৈদিক 

(C) মৌর্য 

(D) কুষাণ 

উত্তর: (A) প্রাক - আর্য 


45. বুদ্ধের বাণী নীচের কোনটিকে সমর্থন করে না ?

(A) বর্ণপ্রথা 

(B) বেদের আচরণ-বিধি 

(C) ঈশ্বর-কল্পনা 

(D) কঠোর তার্পর্য 

উত্তর: (A) বর্ণপ্রথা 


46. বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের ? 

(A) চিন 

(B) মঙ্গোলিয়া 

(C) তিব্বত 

(D) সুমাত্রা 

উত্তর: (C) তিব্বত 


47. কার রাজত্বকালে বৌদ্ধধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসাবে প্রাধান্য পেয়েছিল ? 

(A) সূমুদ্রগুপ্ত 

(B) চন্দ্রগুপ্ত মৌর্য

(C) অশোক 

(D) হর্ষবর্ধন 

উত্তর  :- (C) অশোক 


48. কোন মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন ? 

(A) খনা 

(B) সাবিত্রী 

(C) গার্গী 

(D) লীলাবতী 

উত্তর: (C) গার্গী


49. বৈদিক সমাজের আচরণবিধি নীচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে ? 

(A) ঋগবেদ 

(B) পুরাণ 

(C) সামবেদ 

(D) স্মৃতি 

উত্তর: (D) স্মৃতি  


50. কবে প্রথম মহেনজোদারো আবিষ্কৃত হয় ? 

(A) 1882 খ্রিস্টাব্দ 

(B) 1892 খ্রিস্টাব্দ 

(C) 1922 খ্রিস্টাব্দ 

(D) 1932 খ্রিস্টাব্দ

উত্তর: (C) 1922 খ্রিস্টাব্দ


Also Read:

বাংলা ভাষায় পরিবেশ বিজ্ঞানের বই Pdf

পরিবেশ বিজ্ঞান MCQ Set Pdf

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর Pdf

Environmental Science Book - পরিবেশ বিজ্ঞান বই Pdf

350+ Evs Mcq নোটবুক Pdf


Download Ancient Indian History MCQ


File Details:-

File Name:- Ancient Indian History MCQ [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:

ভারতের বিখ্যাত জাতীয় উদ্যান ও অবস্থান

ভারতের কয়েকটি বিখ্যাত স্যাঞ্চুয়ারীর তালিকা

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান PDF

ভারতের পরিবেশ সুরক্ষা আইন

বন ও পঞ্চায়েত আইন বই Pdf





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.