অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


950+ History Questions Answers in Bengali PDF || ইতিহাস প্রশ্ন উত্তর

950+ History Questions Answers in Bengali PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় 950+ ইতিহাস প্রশ্ন উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 950+ History Questions Answers in Bengali PDF

নিচে 950+ ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। 950+ History Questions Answers in Bengali PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

950+ History Questions Answers in Bengali PDF || ইতিহাস প্রশ্ন উত্তর



950+ History Questions Answers in Bengali PDF || ইতিহাস প্রশ্ন উত্তর



1. ঋগবেদে কতগুলি স্তোত্র আছে ?

উত্তর: ১০২৮ টি।

2. পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল ?

উত্তর: মধ্য এশিয়া।

3. কোন অঞ্চলে আর্যজাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে ?

উত্তর: পাঞ্জাব।

4. কোন বেদে যাগ যজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে ?

উত্তর: যজুবেদ।

5. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন ?

উত্তর: লুম্বিনী।

6. চন্দ্রগুপ্ত মৌর্য্য কোন ধর্ম গ্রহণ করেছিলেন ?

উত্তর: জৈনধর্ম।

7. ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ ?

উত্তর: বৌদ্ধ।

8. সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন ?

উত্তর: উপগুপ্ত।

9. বুদ্ধদেব কোথায় নির্বাণলাভ করেন ?

উত্তর: কুশীনগর।

10. প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন ?

উত্তর: কণিষ্ক।

11. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ?

উত্তর: গ্রামণী।

12. বুদ্ধচরিতের রচয়িতা কে ?

উত্তর: অশ্বঘোষ।

13. হর্ষবর্ধনের জীবনী হৰ্যরচিত কার লেখা ?

উত্তর: বানভট্ট।

14. কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল ?

উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

15. কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই এর নাম কী ?

উত্তর: রাজতরঙ্গিনী।

16. কোন শাসক মহারাজধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন ?

উত্তর: সমুদ্রগুপ্ত।

17. কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে ?

উত্তর: সমুদ্রগুপ্ত।

18. ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় ?

উত্তর: গুপ্ত যুগ।

19. কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।

20. সংস্কৃত নটক রত্নাবলী কে লিখেছিলেন ?

উত্তর: হর্ষবর্ধন।

21.কাদম্বরী কাব্যের রচয়িতা কে ?

উত্তর: বানভট্ট।

22. আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন ?

উত্তর: অ্যারিস্টোটল।

23. মহাবীর ছিলেন ___?

উত্তর: ২৪ তম তীর্থঙ্কর।

24. ' দি ইন্ডিকা ' কে লিখেছিলেন ?

উত্তর: মেগাস্থিনিস।

25. মেগাস্থিনিস কার রাজ হিসেবে ভারতে এসেছিলেন ?

উত্তর: সেলুকাস।

26. কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

উত্তর: পেশোয়ার।

27. বৃহৎ সংহিতা কার রচনা ?

উত্তর: বরাহমিহির।

28. গীত গোবিন্দ কে রচনা করেছিলেন ?

উত্তর: জয়দেব।

29. কোন রাজবংশ মহাবলিপুরম প্রতিষ্ঠা করেন ?

উত্তর: পল্লব।

30. শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল ?

উত্তর: ৭৮ খ্রিঃ।

31. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: গোপাল।

32. পালযুগে রচিত “ রামচরিতমানস " এর রচয়িতা কে ?

উত্তর: সন্ধাকর নন্দী।

33. দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতা কে ?

উত্তর: বল্লাল সেন।

34. সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় ?

উত্তর: বল্লাল সেন।

35. মালবিকাগ্নিমিত্রমের রচয়িতা কে ?

উত্তর: কালিদাস।

36. ছিয়াত্তরের মন্বন্তর কত খিষ্টাব্দে ঘটেছিল ?

উত্তর: ১৭৭০ সালে।

37. বক্সারের যুদ্ধ কত খিষ্টাব্দে ঘটেছিল ?

উত্তর: ১৭৬৪ খ্রীঃ।

38. কে শকারি উপাধি গ্রহণ করেছিলেন ?

উত্তর: দ্বিতীয় চন্দ্র গুপ্ত।

39. চিতোরে কীর্তি স্তম্ভ বা বিজয় স্তম্ভ কে নির্মাণ করেন ?

উত্তর: রানা কুম্ভ।

40. দিল্লীর লাল কেল্লা কে নির্মাণ করেন ?

উত্তর: শাহজাহান।

41. কোন শিল্পের নিদর্শনের জন্য তক্ষশিলা বিখ্যাত ?

উত্তর: গান্ধার শিল্প।

42. কুতুব মিনার নির্মাণ কে শেষ করেন ?

উত্তর: ইলতুৎমিস।

43. আঙ্কোরভাটের মন্দিরের মূর্তি কার বা কাদের ?

উত্তর: হিন্দু দেবতা।

44. বিখ্যাত নিশাত বাগ কে তৈরি করেছিলেন ?

উত্তর: জাহাঙ্গীর।

45. শেরশাহের সমাধি কোথায় ?

উত্তর: সাসারাম।

46. কোন মোগল সম্রাট তার রাজসভায় নাচ ও গান নিষিদ্ধ করেন ?

উত্তর: ঔরঙ্গজেব।

47. আঙ্কোরভাট মন্দির কোথায় অবস্থিত ?

উত্তর: কম্বোডিয়া।

48. সাঁচি স্থূপ কোন সময়ে নির্মিত হয়েছিল ?

উত্তর: মৌর্য যুগ।

49. বিবি কা মকবরা কার সমাধি সৌধ ?

উত্তর: ঔরঙ্গজেবের পত্নী।

50. আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: সিকান্দার ললাদি ৷

51. পঞ্চতন্ত্র কে লিখেছিলেন ?

উত্তর: বিষ্ণুশর্মা।

52. অষ্টাধ্যায়ী কার রচনা ?

উত্তর: পানিনি।

53. রত্নাবলী কার রচনা ?

উত্তর: হর্ষবর্ধন।

54. কে ভারতে শূন্য আবিষ্কার করেন ?

উত্তর: আর্যভট্ট।

55. কে যোগগসূত্র লিখেছিলেন ?

উত্তর: পতঞ্জলি।

56. বাহমনী বংশ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: আলাউদ্দীন বামনী শাহ।

57. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?

উত্তর: সুমের।

58. সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয় ?

উত্তর: বিদ্যাসাগর।

59. টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ?

উত্তর: শ্রীরঙ্গপত্তম।

60. ভারতের অর্ধনগ্ন ফকির — ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন ?

উত্তর: গান্ধীজী।

61. সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝায় ?

উত্তর: কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান।

62. কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন ?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

63. অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: শিশির কুমার ঘোষ।

64. শিবাজীর রাজ্যভিষেক হয়েছিল  ?

উত্তর: ১৬৭৪ খ্রী।

65. ক্লাইভের বাংলায় দেওয়ানী প্রাপ্তি ঘটেছিল ?

উত্তর: ১৭৬৫ খ্রীঃ।

66. কোলকাতার মেডিক্যাল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল ?

উত্তর: ১৮৩৫ খ্রীঃ।

67. হলদি ঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন ?

উত্তর: মান সিংহ।

68. বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কী ?

উত্তর: গোপাল।

69. শিখদের সর্বশেষ ধর্মগুরুর নাম কী  ?

উত্তর: গুরু গোবিন্দ সিংহ।

70. চতুরাশ্রমের শেষ পর্যায়ের নাম কী ?

উত্তর: সন্ন্যাস।

71. আলাউদ্দিনের প্রধান সেনাপতির নাম কী ছিল ?

উত্তর: মালিক কাফুর।

72. কণিষ্কের রাজধানীর নাম কী ?

উত্তর: পুরুষপুর।

73. কে প্রথম ঘোড়ায় করে দ্রুত ডাক চলাচলের ব্যবস্থা করেন ?

উত্তর: শেরশাহ।

74. কোন ঐতিহাসিক ব্যক্তি মহীশুরের বাঘ নামে বিশেষ পরিচিত ছিলেন ?

উত্তর: টিপু সুলতান।

75. ভারতে শেষ মোগল সম্রাট কে ?

উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ।

76. বামনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: হাসান গঙ্গু।

77. দিল্লীর প্রাচীন নাম কি ?

উত্তর: ইন্দ্রপ্রস্থ।

78. কুরুক্ষেত্রের প্রাচীন নাম কি ছিল ?

উত্তর: পানিপথ।

79. কোন মোগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন ?

উত্তর: শাহজাহান।

80. অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য কোন মোগল সম্রাট জমি বন্টন করেছিলেন ?

উত্তর: আকবর।

81. কোন সম্রাটকে ‘ জিন্দা পীর ’ আখ্যা দেওয়া হয়েছে ?

উত্তর: ঔরঙ্গজেব।

82. কার রাজত্বকালে ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তর: আকবর।

83. মহারাজ রঞ্জিৎ সিংহের রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

উত্তর: লাহোর।

84. মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: বাবর।

85. মোগল রাজসভায় কি ভাষা ব্যবহার হত ?

উত্তর: ফার্সি।

86. দীন ই ইলাহি কে প্রবর্তন করেন ?

উত্তর: আকবর।

87. ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল ?

উত্তর: গুরু তেগবাহাদুর।

88. শিখ খালসার প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: গুরু গোবিন্দ সিং।

89. কোন শেষ মোগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন ?

উত্তর: মহম্মদ শাহ।

90. কোন সম্রাট ‘ জিজিয়া ' করের অবলুপ্তি ঘটান ?

উত্তর: আকবর।

91. ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন ?

উত্তর: ১৪৯৮ সালে ।

92. শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী ' চৈতন্য চরিতামৃত ' গ্রন্থের গ্রন্থকার কে ?

উত্তর: কৃষ্ণদাস কবিরাজ।

93. কবির কার শিষ্য ছিলেন ?

উত্তর: রামানন্দ।

94. কে বলেছিলেন রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম ?

উত্তর: কবীর।

95. কাঞ্চি কোন রাজ্যের রাজধানী ছিল ?

উত্তর: পল্লব।

96. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: হরিহর বুক্কা।

97. তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?

উত্তর: ১১৯১ খ্রীঃ।

98. দাস বংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ?

উত্তর: ইলতুৎমিস।

99. কোন রাজ বংশ হায়দ্রাবাদে চারমিনার নির্মাণ করেছিলেন ? 

উত্তর: কুতুবশাহী।

100. কুতুব মিনার কে শুরু করেন ? 

উত্তর: কুতুবউদ্দীন আইবক।


Also Read:

❏ কৃষি বিষয়ক তথ্য

❏ কীটপতঙ্গের বর্গের নামের তালিকা

❏ সংবহন তন্ত্র সংক্রান্ত প্রশ্নোত্তর

❏ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর

❏ প্রাণী ও উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম


Download 950+ History Questions Answers in Bengali


File Details:-

File Name:- 950+ History Questions Answers in Bengali [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:

❏ সালোকসংশ্লেষ ও শ্বসন এর গুরুত্বপূর্ণ তথ্য

❏ ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ

❏ উদ্ভিদ অঙ্গের সম্পূর্ণ তথ্য

❏ 1000+ জীববিদ্যা প্রশ্ন ও উত্তর PDF

❏ উদ্ভিদ কলাতন্ত্র - Plant tissue in Bengali





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.