500+ History Questions Answers Bengali PDF Book || ইতিহাস প্রশ্ন উত্তর বই

500+ History Questions Answers Bengali PDF Book: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় 500+ ইতিহাস প্রশ্ন উত্তর বই PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 500+ History Questions Answers Bengali PDF Book

নিচে 500+ ইতিহাস প্রশ্ন উত্তর বই PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। 500+ History Questions Answers Bengali PDF Book টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

500+ History Questions Answers Bengali PDF Book || ইতিহাস প্রশ্ন উত্তর বই



500+ History Questions Answers Bengali PDF Book || ইতিহাস প্রশ্ন উত্তর বই


1. কে বলেছিলেন ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে ’ ?

উত্তর: মহাত্মা গান্ধী।

2. কত সালে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ?

উত্তর: ১৯২৫ খ্রঃ।

3. বন্দেমাতরম্ গানটিতে কে প্রথম সুর দিয়েছিলেন ?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

4. কত সালে স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ?

উত্তর: ১৯৫২ সালে।

5. এম এন রায়ের প্রকৃত নাম কি ছিল ?

উত্তর: নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

6. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল ?

উত্তর: ডাঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।

7. কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৮৮৫ খ্রীঃ।

8. ১৯১১ সালের আগে কোন শহর ভারতের রাজধানী ছিল ?

উত্তর: কলকাতা।

9. স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি ছিল ?

উত্তর: সর্দার বল্লভাই প্যাটেল।

10. কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ?

উত্তর: মুম্বাই।

11. কার আদেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড সংঘটিত হয় ?

উত্তর: ও ডায়ার।

12. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

13. স্বাধীনতা আন্দোলন কোন বাঙালী সবচেয়ে বেশীদিন কারারুদ্ধ ছিলেন ?

উত্তর: গণেশ ঘোষ।

14. অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তর: প্রমথনাথ মিত্র।

15. বিপ্লবী যতীন দাস কত দিন অনশন করে মৃত্যুবরণ করেন ? 

উত্তর: ৬৪ দিন।

16. কাকে বলা হয় ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা ?

উত্তর: অরুণা আসফ আলি।

17. সত্যাগ্রহকে অস্ত্র হিসেবে মহাত্মা গান্ধী কোথায় প্রথম প্রয়োগ করেন ?

উত্তর: সাউথ আফ্রিকা।

18. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন ?

উত্তর: দাদাভাই নওরোজি।

19. কে ভূদান আন্দোলন শুরু করেছিলেন ?

উত্তর: আচার্য বিনোবা ভাবে।

20. কে প্রথম বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা করেন ?

উত্তর: মহাত্মা গান্ধী।

21. গান্ধীজীর লবণ সত্যাগ্রহের প্রকৃত উদ্দেশ্য কি ছিল ?

উত্তর: ভারতের পূর্ণস্বরাজ।

22. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কোন শহরে ঘটেছিল ?

উত্তর: অমৃতসর।

23. ভারতে গরিলা যুদ্ধে কে পারদর্শী ছিলেন ?

উত্তর: শিবাজী।

24. মহারাণা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম কি ছিল ? 

উত্তর: চেতক।

25. কোন রাজপুত রাজকন্যাকে সম্রাট আকবর বিবাহ করেন ? 

উত্তর: যোধাবাঈ।

26. নব্যবঙ্গ কথাটি প্রথম কে ব্যবহার করেন ? 

উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।

27. দক্ষিণের বিদ্যাসাগর বলা হত ?

উত্তর: বীরেশলিঙ্গম পাড়ুলুকে।

28. সংস্কৃত কলেজ প্রতিষ্ঠত হয় ?

উত্তর: ১৮২৪ খ্রীঃ।

29. বেনারসে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর: অ্যানি বেসান্ত।

30. থিওসফিক্যাল সোসাইটি প্রথম কোথায় প্রতিষ্ঠত হয় ?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে।

31. মহারাষ্ট্রে প্রথম বিপ্লবী সংঘ প্রতিষ্ঠা করেন কে ?

উত্তর: বাসুদেব বলবন্ত ফাড়কে।

32. বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু কাকে বলা হত ?

উত্তর: অরবিন্দ ঘোষকে।

33. বাঘা যতীনের আসল নাম কি ?

উত্তর: যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

34. ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন ?

উত্তর: শ্যামাজী কৃষ্ণবর্মা।

35. ভারতে গান্ধিজী সত্যাগ্রহ প্রথম কোথায় প্রয়োগ করেন ?

উত্তর: আমেদাবাদে।

36. ভারতে প্রথম মে দিবস পালিত কোথায় হয় ?

উত্তর: মাদ্রাজে ( চেন্নাই )।

37. কোমাগাতামারু হল একটা জাপানী ?

উত্তর: জাহাজের নাম।

38. নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর: বিপিনচন্দ্র পাল।

39. বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?

উত্তর: ১৯৪৬ সালে।

40. কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন ?

উত্তর: ৭১২ খ্রীঃ।

41. বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?

উত্তর: বল্লাল সেন।

42. কে লিখেছিলেন ইন্ডিয়া উইনস ফ্রীডম ?

উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ।

43. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?

উত্তর: শাহজাহান।

44. কে বলেছিলেন সব লাল হো জায়েগা ?

উত্তর: রঞ্জিত সিংহ।

45. কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয় ?

উত্তর: ১৭৮৪ খ্রীঃ।

46. ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান ধ্বনি দেওয়ার জন্য কে বিখ্যাত ছিলেন ?

উত্তর: ভগৎ সিংহ।

47. বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

উত্তর: বাজীরাও ও ওয়েলেসলি।

48. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

49. কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয় ?

উত্তর: নানা ফাড়নবীশ।

50. কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্ৰতা নীতি গ্রহণ করেন ?

উত্তর: হায়দ্রাবাদের নিজাম।

51. অমৃতসরের সন্ধি কত খ্রিষ্টাব্দে স্বাক্ষরিত হয় ?

উত্তর: ১৮০৯ খ্রীঃ।

52. স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: ডেভিড হেয়ার।

53. ব্যাকরণ কৌমুদীর গ্রন্থকার কে ?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

54. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কাকে বলা হয় ?

উত্তর: মঙ্গল পান্ডে।

55. কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় ?

উত্তর: লর্ড ডালহৌসী।

56. হান্টার কমিশন কে গঠন করেন ?

উত্তর: লর্ড রিপন।

57. ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয় ?

উত্তর: ১৯৩৯ খ্রীঃ।

58. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হত ?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

59. কে গান্ধিজীকে মহাত্মা নামে অভিহিত করেন ?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

60. সাইমন কমিশন কবে ভারতে আসে ?

উত্তর: ১৯২৮ সালে।

61. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?

উত্তর: ১৯৪২ সালে।

62. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: সুভাষ চন্দ্র বসু।

63. পুর্ণ স্বরাজ দিবস কবে পালিত হয়েছিল ?

উত্তর: ২৬ শে জানুয়ারী ১৯৩০ সালে।

64. নেতাজী কোথায় আজাদ হিন্দ ফৌজের বাহিনী গঠন করেন ?

উত্তর: সিঙ্গাপুর।

65. প্রার্থনা সমাজ কোথায় স্থাপিত হয়েছিল ?

উত্তর: বোম্বাই ( মুম্বাই )।

66. লক্ষেতে গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর: ১৯৩১ খ্রীঃ।

67. বরদৌলিতে সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেন ?

উত্তর: সর্দার বল্লভাই প্যাটেল।

68. পুণা চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর: ১৯৩২ খ্রীঃ।

69. ভারতবর্ষের প্রথম আধুনিকমনস্ক মানুষ কে ?

উত্তর: রাজা রামমোহন রায়।

70. তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় বসে ?

উত্তর: লন্ডন।

71. সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছিলেন ?

উত্তর: ভি . ডি . সাভারকার।

72. কে ভারতের ‘ লৌহমানব ’ নামে পরিচিত ছিলেন ?

উত্তর: সর্দার বক্সবভাই প্যাটেল।

73. সংবাদ প্রভাকর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর: ঈশ্বরগুপ্ত।

74. সারা ভারত কিযাণ সভা কবে সংগঠিত হয়েছিল ?

উত্তর: ১৯৩৬ খ্রীঃ।

75. ভারতে দ্বিজাতি তত্বের প্রবক্তা ( স্রষ্টা ) কে ?

উত্তর: স্যার সৈয়দ আহম্মদ খান।

76. আনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: সতীশ চন্দ্র বসু।

77. তরুণের স্বপ্ন গ্রন্থটি কে লিখেছেন ?

উত্তর: সুভাষচন্দ্র বসু।

78. গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল ?

উত্তর: সান ফ্রানসিস্কো।

79. তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর: মহম্মদ ঘোরী ও পৃথ্বীরাজ চৌহান।

80. মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন ?

উত্তর: লর্ড লিটন।

81. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?

উত্তর: সমাচার দর্পণ।

82. স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তর: ১৯২৩ সালে।

83. কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: ১৯০৬।

84. কুবলিয়ৎ ও পাট্টা কে প্রবর্তন করেন ?

উত্তর: শেরশাহ।

85. ডান্ডি অভিযান কবে হয়েছিল ?

উত্তর: ১২ মার্চ ১৯৩০ সালে।

86. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: নবগোপাল মিত্র।

87. সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ?

উত্তর: রাখালদাস ব্যানার্জী।

88. সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন ?

উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড।

89. আর্য শব্দের অর্থ কি?

উত্তর: চাষ করা।

90. ত্রিপিটক লিখিত হয় কোন ভাষায় 

উত্তর: পালি।

91. কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ?

উত্তর: ১ লা সেপ্টেম্বর ১৯৪২ সালে।

92. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: মহাপদ্মনন্দ।

93. কেশরীর সম্পাদক কে ছিলেন ?

উত্তর: বালগঙ্গাধর তিলক।

94. কে শকাব্দ প্রচলন করেন ?

উত্তর: কণিষ্ক।

95. কাকে বলা হত ভারতের সর্বাধিক বৃদ্ধমানুষ ?

উত্তর: দাদাভাই নৌরজি।

96. সিপাহী বিদ্রোহ সর্বপ্রথম কোথায় আত্মপ্রকাশ করে ?

উত্তর: কলকাতার কাছে ব্যারাকপুরে।

97. কোন্ গভর্নর জেনারেলের সময় ভারতে সিপাহী বিদ্রোহ হয় ?

উত্তর: লর্ড ক্যানিং এর সময়।

98. সিপাহী বিদ্রোন্ত্রে প্রথম শহীদ কে ?

উত্তর: মঙ্গল পাণ্ডে।

99. ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন ?

উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ।

100. কবে ভারতে কোম্পানী অবসান ঘটে ?

উত্তর: ১৮৫৮ খ্রীষ্টাব্দ।


Also Read:

500+ কম্পিউটার প্রশ্ন উত্তর বই

Computer General Knowledge in Bengali PDF

কম্পিউটার প্রশ্ন উত্তর Pdf

1000+ কম্পিউটার জেনারেল নলেজ

কম্পিউটার MCQ প্রশ্নোত্তর Pdf


Download 500+ History Questions Answers Bengali PDF Book


File Details:-

File Name:- 500+ History Questions Answers Bengali PDF Book [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:

ভারতের বিখ্যাত জাতীয় উদ্যানের নাম

ভারতের বিভিন্ন বায়ােস্ফিয়ার রিজার্ভের নাম

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর

Environmental Studies Book In Bengali

পশ্চিমবঙ্গের অভয়ারন্যের তালিকা PDF





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.