অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF

1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় 1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF

নিচে 1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। 1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF



1000 ইতিহাস প্রশ্ন উত্তর



১. পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি - মেহেরগড়ের সভ্যতা।

২. মেহেরগড়ের সভ্যতা কোন্ যুগের সভ্যতা - নব্যপ্রস্তর যুগের।

৩. ভারতের উত্তরদিকে কোন্ পর্বতমালা অবস্থিত - হিমালয়।

৪. হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী - এভারেস্ট (বিশ্বের সর্বোচ্চ)।

৫. এভারেস্টের উচ্চতা কত - 8850 মিটার।

৬. কোন্ পৰ্বত ভারতকে দুভাগে বিভক্ত করেছে- বিন্ধ্য পর্বত।

৭. দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম কী- গোদাবরী।

৮. পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ কোন্ দেশকে বলা হয়- ভারতকে।

৯. রাজস্থানের কোন্ অঞ্চলে সিন্ধুসভ্যতার নিদর্শন পাওয়া গেছে- কলিবঙ্গানে।

১০. মহেনজোদারো ’ শব্দের অর্থ কী - মৃতের স্তূপ।

১১. ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক কে- মেগাস্থিনিস।

১২. মেগাস্থিনিস কার দূত ছিলেন- সেলুকাসের।

১৩. ইন্ডিকা কার লেখা- মেগাস্থিনিস।

১৪. বুদ্ধচরিত গ্রন্থের লেখক কে- অশ্বঘোষ।

১৫. 'মুদ্রারাক্ষস' গ্রন্থের লেখক কে- বিশাখা দত্ত।

১৬. 'মৃচ্ছকটিক' কার লেখা- শূদ্রকের।

১৭. 'কাদম্বরী' গ্রন্থের রচয়িতা কে- বানভট্ট।

১৮. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন- হিউয়েন সাঙ।

১৯. হর্ষবর্ধন কোন দক্ষিণ ভারতের রাজার কাছে পরাজিত হয়েছিলেন- দ্বিতীয় পুলকেশীর কাছে।

২০. "শিলাদিত্য" উপাধি কে নিয়েছিলেন- হর্ষবর্ধন।

২১. "মহামল্ল" উপাধি কে নিয়েছিলেন- প্রথম নরসিংহ বর্মন।

২২. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন- সিরাজ উদদৌলা।

২৩. ‘ অন্ধকূপ হত্যা ’ কোন্ নবাবের দ্বারা সংঘটিত হয়েছিল - সিরাজ- উদদৌল্লা।

২৪. সিরাজের প্রধান সেনাপতির নাম কী- মীরজাফর।

২৫. পলাশির যুদ্ধ কবে হয়েছিল- 1757।

২৬. সিরাজের রাজধানী কোথায় ছিল- মুর্শিদাবাদের হাজার দুয়ারিতে।

২৮. পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে- ছিলেন- রবার্ট ক্লাইভ।

২৯. সিরাজ- উদদৌল্লার মৃত্যুর পর বাংলার নবাব কে হন- মীরজাফর।

৩০. মীরজাফরের মৃত্যুর পর বাংলার নবাব কে হন- নজম - উদদৌলা।

৩১. ছিয়াত্তরের মন্বন্তরের (1770) সময় বাংলার গভর্নর কে ছিলেন- লর্ড কার্টিযার।

৩২. "দ্বৈত শাসন" কে প্রবর্তন করেন- রবার্ট ক্লাইভ।

৩৩. "দ্বৈত শাসন" কে রদ করেন- ওয়ারেন হেস্টিংস।

৩৪. কোন গ্রন্থে ছিয়াত্তরের মন্বন্তরের মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায়- আনন্দমঠ।

৩৫. ওরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন- প্রথম বাহাদুর সাহা।

৩৬. কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ কবে নির্মিত হয়- ১৭০০ খ্রিস্টাব্দে।

৩৭. কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়- 1800।

৩৮. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন- লর্ড ওয়েলেসলি।

39. ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠিত সুপ্রিমকোর্টে প্রথম ফাঁসি কাকে দেওয়া হয়েছিল- মহারাজ নন্দকুমারকে।

৪০. শিখদের প্রথম ধর্ম গুরু কে ছিলেন- গুরু নানক।

৪১. শিখদের ধর্ম গ্রন্থের নাম কি- গ্রন্থসাহেব।

৪২. অমৃতসর সরোবর কে খনন করেন- শিখগুরু রামদাস।

৪৩. অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেন- গুরু অর্জুন সিং।

৪৪. শিখগুরু তেগবাহাদুরকে কে হত্যা করেন- ঔরঙ্গজেব।

৪৫. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়- ১৭৮৪ খ্রিস্টাব্দে।

৪৬. "খালসা" শব্দের অর্থ কি- পবিত্র।

৪৭. খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন- গুরু গোবিন্দ সিংহ।

৪৮. পঞ্চম গুরু অর্জুন সিংকে কে হত্যা করেন- সম্রাট জাহাঙ্গীর।

৪৯. মারাঠা রাজনীতির কৌটিল্য নামে কে পরিচিত- নানা সাহেব।

৫০. "এশিয়াটিক সোসাইটি" কে প্রতিষ্ঠা করেন- স্যার উইলিয়াম জোন্স।

৫১. কলিকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন- ওয়ারেন হেস্টিংস।

৫২. সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন- রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

৫৩. সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়- 1922 খ্রিস্টাব্দে।

৫৪. সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা–নগরকেন্দ্রিক।

৫৫. হরপ্পা সভ্যতা কোন যুগের- তাম্র- প্রস্তুর যুগ।

৫৬. সিন্ধু সভ্যতার দুটি প্রধান শহরের নাম লেখ- হরপ্পা ও মহেঞ্জোদারো।

৫৭. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে- রাভি (ইরাবতী নদী)।

৫৮. মহেঞ্জোদারো কোথায় অবস্থিত- সিন্ধু প্রদেশের লারকানা জেলায়।

৫৯. আর্যরা ভারতে কোথায় প্রথম বসতি স্থাপন করে- পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চলে।

৬০. সপ্তসিন্ধু কোন কোন নদী নিয়ে গঠিত- শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রাভাগা, বিতস্তা, সিন্ধু ও সরস্বতী।

৬১. আর্য সভ্যতার ওপর নাম কি- বৈদিক সভ্যতা।

৬২. বৈদিক সভ্যতা কোন ধরণের সভ্যতা- গ্রাম কেন্দ্রিক।

৬২. ঋক বৈদিক যুগে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য কি গড়ে উঠেছিল- সভা ও সমিতি।

৬৩. আর্যদের বিনিময়ের মাধ্যম কি ছিল- গোরু।

৬৪. আর্যরা ভারতে প্রথম কোন ধাতুর ব্যাবহার চালু করে- লোহা।

৬৫. পরবর্তী বৈদিক যুগের একজন উল্লেখযোগ্য রমণী হলেন- গার্গী।

৬৬. আর্যদের একটি বড়ো যজ্ঞের নাম লেখো- রাজসূয়।

৬৭. আর্যদের পবিত্র ধর্ম গ্রন্থের নাম কি- বেদ।

৬৮. বেদ কথার অর্থ কি- জ্ঞান।

৬৯. বেদের ওপর নাম কি- শ্রুতি।

৭০. বেদ কয় প্রকার ও কি কি- চার প্রকার (ঋক, সাম, যজু ও অথর্ব)।

৭১. বেদাঙ্গ কয়টি- ছয় টি।

৭২. জৈন ধর্মের কতজন তীর্থঙ্কর ছিলেন- 24 জন।

৭৩. মহাবীরের আসল নাম কি- বর্ধমান।

৭৪. মহাবীরের মাতার নাম কি- ত্রিফলা।

৭৫. জৈন ধর্মে 23 তম তীর্থঙ্কর কে ছিলেন- পার্শ্বনাথ।

৭৬. মহাবীর কোথায় দেহত্যাগ করেন- রাজগৃহের 'পাবা' নগরীতে।

৭৭. বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে- গৌতম বুদ্ধ।

৭৮. 'বুদ্ধ' কথার অর্থ কি- জ্ঞানী।

৭৯. বুদ্ধদেব কত বছর বয়সে গৃহত্যাগ করেন- 29 বছর।

৮০. বুদ্ধদের মাতা ও ছেলের নাম কি ছিল- মায়াদেবী ও রাহুল।

৮১. গৌতম বুদ্ধের গ্রহত্যাগের ঘটনাকে কি বলে- মহাভিনিস্ক্রমন।

৮২. বুদ্ধদেব কোথায় সিদ্ধিলাভ করেন- ঊরুবিল্ব গ্রামে।

৮৩. বুদ্ধদেব কোন রাজবংশের সন্তান ছিলেন- শাক্য রাজবংশ।

৮৪. বুদ্ধদেবের মৃত্যুকে কি নামে অভিহিত করা হয়- মহাপরিনির্বান।

৮৫. বুদ্ধদেব কোথায় প্রথম ধর্ম প্রচার করেন- সারনাথের মৃগদাবে।

৮৬. বুদ্ধদেব প্রথম কজন ব্যাক্তির কাছে ধর্মমত প্রচার করেন- পাঁচজন।

৮৭. বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেন- কুশীনগরে।

৮৮. গৌতম বুদ্ধের প্রচারিত ধর্ম গ্রন্থের নাম কি- ত্রিপিটক।

৮৯. "ত্রিপিটক" কোন ভাষায় লেখা- পালি ভাষায়।

৯০. বৌদ্ধ সন্ন্যাসীরা কি নামে পরিচিতি- ভিক্ষু।

৯১. প্রথম বৌদ্ধ সংগীত কোথায় গাওয়া হয়- রাজগৃহে।

৯২. তৃতীয় বৌদ্ধ সংগীত কোন রাজার আমলে গাওয়া হয়েছিল- মৌর্য সম্রাট অশোক।

৯৩. মগধ রাজ্যটি কোথায় অবস্থিত- বিহারের পাটনা ও গয়া জেলা নিয়ে।

৯৪. মগধ রাজ্যের প্রতিষ্ঠাতা কে- মহারাজ বিম্বিসার।

৯৫. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে- চন্দ্রগুপ্ত মৌর্য।

৯৬. চন্দ্রগুপ্ত মোর্যের পরামর্শদাতা কে ছিলেন- কৌটিল্য/বিষ্ণুগুপ্ত।

৯৭. "অর্থশাস্ত্র" কে লেখেন- কৌটিল্য।

৯৮. কোন যুদ্ধের পর অশোক রাজ্যজয় নীতি ত্যাগ করেন- কলিঙ্গ যুদ্ধ।

৯৯. মৌর্য বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন- অশোক।

১০০. "সব মানুষই আমার সন্তান" উক্তিটি কার- সম্রাট অশোকের।

১০১. "এলাহাবাদ প্রশস্তি" কার রচনা- হরিসেনের।

১০৩. হরিষেন কার সভাকবি ছিলেন- সমুদ্র গুপ্তের।

১০৪. কোন গুপ্ত সম্রাট "বিক্রমাদিত্য" উপাধি ধারন করেন- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

১০৫. দ্বিতীয় চন্দ্রাগুপ্তের রাজত্বকালে কোন চৈনিক পরিব্রাজক ভারতে আসেন- ফা- হিয়েন।

১০৬. দ্বিতীয় চন্দ্রাগুপ্তের রাজসভায় শ্রেষ্ঠ কবি কে ছিলেন- কালিদাস।

১০৭. "ইন্ডিয়ান শেক্সপিয়ার" কাকে বলা হয়- কালিদাসকে।

১০৮. কোন গুপ্ত সম্রাট হুন আক্রমন প্রতিহত করেন- স্কন্দগুপ্ত।

১০৯. নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন- প্রথম কুমার গুপ্ত।

১১০. রামানন্দের শিষ্য কে ছিলেন- কবির

১১১. চৈতন্যদেবের বাল্যনাম কি ছিল- বিশ্বম্ভর।

১১২. শ্রী চৈতন্যদেবের একজন মুসলমান শিষ্যের নাম করো- যবন হরিদাস।

১১৩. আজমির কি জন্য বিখ্যাত- চিশতি সম্প্রদায়ের প্রধান ধর্মকেন্দ্র।

১১৪. "চন্ডীমঙ্গল" কে রচনা করেন- কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।

১১৫. "মৈথিলি" ভাষায় সর্বশ্রেষ্ঠ লেখক কে ছিলেন- বিদ্যাপতি।

১১৬. "চৈতন্যচরিতামৃত" কার রচনা- কৃষ্ণদাস কবিরাজ।

১১৭. কে ফরাসি ভাষায় রামায়ন রচনা করেন- বদায়ুনি।

১১৮. কুতুবমিনারের নির্মাণকাজ কে শুরু করেন- কুতুউদ্দিন আইবেক।

১১৯. কুতুবমিনারের কাজ কে শেষ করেন- ইলতুৎমিস।

১২০. "আলাই দরওজা" কে নির্মাণ করেন- আলাউদ্দিন খলজী।

১২১. আইন- ই- আকবরী কে রচনা করেন- আবুল ফজল।

১২২. তাজমহল কোন পাথরে নির্মিত- শ্বেতপাথর।

১২৩. "জুম্মা মসজিদ" কার স্থাপত্যকীর্তি- শাহজাহানের।

১২৪. বৈজু বাওরা কে ছিলেন- মোগল আমলে বিখ্যাত সংগীতজ্ঞ।

১২৫. গুপ্তযুগে কোন বহিরাগত শক্তি ভারত আক্রমন করেন- হুনরা।

১২৬. হুনদের আদি বাসস্থান কোথায় ছিল- মধ্য এশিয়া।

১২৭. ভারত আক্রমনকারী হুনদের নাম কি ছিল- শ্রেতহুন।

১২৮. তোরমান কে ছিলেন- হুননেতা।

১২৯. মিহীরকুল কে ছিলেন- হুননেতা।

১৩০. রাজ্যবর্ধনের পর কে থানেশ্বরের সিংহাসনে বসেন- হর্ষবর্ধন।


Also Read:


Download 1000 ইতিহাস প্রশ্ন উত্তর


File Details:-

File Name:- 1000 ইতিহাস প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.