1000 History Questions and Answers Bengali PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় 1000 History Questions and Answers Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 1000 History Questions and Answers Bengali PDF.
নিচে 1000 History Questions and Answers Bengali PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। 1000 History Questions and Answers Bengali PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
1000 History Questions and Answers Bengali
১. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ?
(A) অপরাজিত বর্মন
(B) কীর্তি বর্মন
(C) বিষ্ণু গোপ
(D) সিংহ বিষ্ণু
উত্তর: (A) অপরাজিত বর্মন
২. কোণারকের বিখ্যাত সূর্যমন্দির কে নির্মাণ করেছিলেন ?
(A) কীর্তি বর্মণ
(B) প্রথম নরসিংহ বর্মণ
(C) দেবপাল
(D) কনিষ্ক
উত্তর: (B) প্রথম নরসিংহ বর্মণ
৩. কে ‘ ভারতের তোতাপাখি ' নামে পরিচিত ছিলেন ?
(A) আল বিরুণী
(B) আমীর খসরু
(C) ইবন বতুতা
(D) বানভট্ট
উত্তর: (B) আমীর খসরু
৪. দিল্লিতে সুলতানী শাসন কে প্রতিষ্ঠা করেন ?
(A) কুতুবউদ্দিন আইবক
(B) মোহম্মদ বিন তুঘলক
(C) মোহম্মদ ঘুরী
(D) সুলতান মামুদ
উত্তর: কুতুবউদ্দিন আইবক
৫. কে “ লাখবক্স ” নামে পরিচিত ?
(A) মামুদ
(B) কুবউদ্দিন আইবক
(C) নাদির শাহ
(D) মোহম্মদ ঘুরী
উত্তর: (B) কুবউদ্দিন আইবক
৬. খিলজী বংশের প্রতিষ্ঠাতা কে ?
(A) ইলতুতমিস
(B) জালালউদ্দিন খিলজী
(C) আলাউদ্দিন খলজি
(D) হুসেন শাহ
উত্তর: (B) জালালউদ্দিন খিলজী
৭. কত খ্রিস্টাব্দে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন ?
(A) 1498
(B) 1398
(C) 1207
(D) 712
উত্তর: (B) 1398
৮. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল ?
(A) 1556 খ্রিস্টাব্দ
(B) 1526 খ্রিস্টাব্দ
(C) 1564 খ্রিস্টাব্দ
(D) 1565 খ্রিস্টাব্দ
উত্তর: (D) 1565 খ্রিস্টাব্দ
৯. পানিপথের প্রথম যুদ্ধ ঘটে কবে ?
(A) 1526 খ্রিস্টাব্দ
(B) 1556 খ্রিস্টাব্দ
(C) 1570 খ্রিস্টাব্দ
(D) কোনোটিই নয়
উত্তর: (A) 1526 খ্রিস্টাব্দ
১০. হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন ?
(A) প্রতাপ সিংহ
(B) শায়েস্তা খান
(C) মানসিংহ
(D) মীরকাশিম
উত্তর: (C) মানসিংহ
১১. কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন ?
(A) আল বিরুণী
(B) বদাউনী
(C) আমীর খুসরু
(D) আকবর
উত্তর: (B) বদাউনী
১২. ঔরঙ্গজেবের মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে কে বসেন ?
(A) আলিবর্দি খাঁ
(B) মহম্মদ শাহ
(C) বাহাদুর শাহ
(D) ফারুকশিয়ার
উত্তর: (C) বাহাদুর শাহ
১৩. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ?
(A) সিরাজ - উদদৌলা
(B) মীরকাসিম
(C) আলিবর্দি খাঁ
(D) মুরশিদকুলী খাঁ
উত্তর: (D) মুরশিদকুলী খাঁ
১৪. কোন ইউরোপীয় ভারতে সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন দেখেন ?
(A) ফ্রান্সিস ডুপ্লে
(B) রবার্ট ক্লাইভ
(C) কাউন্ট দ্য লালী
(D) ভাস্কো - ডা - গামা
উত্তর: (A) ফ্রান্সিস ডুপ্লে
১৫. খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল ?
(A) 1526 খ্রিস্টাব্দ
(B) 1527 খ্রিস্টাব্দ
(C) 1556 খ্রিস্টাব্দ
(D) 1576 খ্রিস্টাব্দ
উত্তর: (B) 1527 খ্রিস্টাব্দ
১৬. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?
(A) মোহম্মদ বিন তুঘলক
(B) ফিরোজ তুঘলক
(C) মালিক কাফুর
(D) গিয়াসউদ্দিন তুঘলক
উত্তর: (D) গিয়াসউদ্দিন তুঘলক
১৭. ' ছত্রপতি ' নামে কে বিখ্যাত ?
(A) অশোক
(B) হর্ষবর্ধন
(C) শিবাজি
(D) বালাজী বাজিরাও
উত্তর: (C) শিবাজি
১৮. কবুলিয়ৎ ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন ?
(A) আকবর
(B) আলাউদ্দিন খিলজী
(C) শেরশাহ
(D) মোহম্মদ বিন তুঘলক
উত্তর: (C) শেরশাহ
১৯. কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন ?
(A) 1526 খ্রিস্টাব্দে
(B) 1739 খ্রিস্টাব্দে
(C) 1217 খ্রিস্টাব্দে
(D) 1657 খ্রিস্টাব্দে
উত্তর: (B) 1739 খ্রিস্টাব্দে
২০. জাহাঙ্গীর কোন শিখ গুরুকে মৃত্যুদন্ডে দন্ডিত করেন ?
(A) তেগ বাহাদুর
(B) গুরু নানক
(C) গুরু অর্জুন
(D) গুরু গোবিন্দ সিং
উত্তর: (C) গুরু অর্জুন
২১. ইবনবতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন ?
(A) শেরশাহ
(B) মোহম্মদ বিন তুঘলক
(C) জাহাঙ্গীর
(D) আলাউদ্দিন খলজী
উত্তর: (C) জাহাঙ্গীর
২২. ' সত্যমেব জয়তে ’ কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
(A) ঋগবেদ
(B) মুন্ডক-উপনিষদ
(C) সামবেদ
(D) ভাগবৎ গীতা
উত্তর: (B) মুন্ডক-উপনিষদ
২৩. দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে কে নেতৃত্ব দিয়েছিলেন ?
(A) হিমু
(B) শেরশাহ
(C) বৈরাম খাঁ
(D) নাদির শাহ
উত্তর: (A) হিমু
২৪. কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
(A) ফিরোজ শাহ তুঘলক
(B) মোহম্মদ বিন তুঘলক
(C) আলাউদ্দিন খলজী
(D) ইলতুতমিস
উত্তর: (C) আলাউদ্দিন খলজী
২৫. কোন সুলতান দিল্লির রাজসভায় পার্সিয়ান উৎসব ' নওরোজ ' পালন শুরু করেন ?
(A) গিয়াসুদ্দিন বলবন
(B) কুতুবউদ্দিন
(C) আলাউদ্দিন খলজী
(D) ফিরোজ শাহ তুঘলক
উত্তর: (A) গিয়াসুদ্দিন বলবন
২৬. শিবাজি যে ধর্মীয় গুরুর দ্বারা অনুপ্রাণিত ছিলেন তাঁর নাম কী ?
(A) গুরু অর্জুন
(B) রামদাস
(C) দাদাজী কোন্ডদেব
(D) শাহজী ভোসলে
উত্তর: (B) রামদাস
২৭. মোগলযুগে সামন্ততন্ত্র কী নামে পরিচিত ছিল ?
(A) জায়গিরদার
(B) সরদেশমুখী
(C) জিজিয়া
(D) কবুলিয়াত
উত্তর: (A) জায়গিরদার
২৮. প্রথম কোন সুলতান তার হিন্দু ব্রাহ্মণ প্রজাদের ওপর জিজিয়া কর আরোপ করেন ?
(A) শেরশাহ
(B) ফিরোজ শাহ তুঘলক
(C) গিয়াসুদ্দিন বলবন
(D) ইলতুতমিস
উত্তর: (B) ফিরোজ শাহ তুঘলক
২৯. মগধের সিংহাসনে প্রথম শূদ্রবংশজাত রাজা কে ছিলেন ?
(A) মহাপদ্ম নন্দ
(B) বিন্দুসার
(C) অজাতশত্রু
(D) ধনানন্দ
উত্তর: (A) মহাপদ্ম নন্দ
৩০. হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ?
(A) শুঙ্গ বংশ
(B) কুষাণ বংশ
(C) পুষ্যভৃতি বংশ
(D) চালুক্য বংশ
উত্তর: (C) পুষ্যভৃতি বংশ
৩১. ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন ?
(A) পুরু
(B) ধনানন্দ
(C) চন্দ্রগুপ্ত
(D) অম্ভি
উত্তর: (D) অম্ভি
৩২. জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
(A) ত্রিপিটক
(B) ত্রিরত্ন
(C) দ্বাদশ অঙ্গ
(D) প্রিয়দর্শিকা
উত্তর: (C) দ্বাদশ অঙ্গ
৩৩. কোন যুদ্ধে ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল ?
(A) প্রথম পানিপথের যুদ্ধ
(B) হলদিঘাটের যুদ্ধ
(C) দ্বিতীয় পানিপথের যুদ্ধ
(D) তালিকোটার যুদ্ধ
উত্তর: (A) প্রথম পানিপথের যুদ্ধ
৩৪. কোন সুলতানের রাজত্বকালে ভারতে মোঙ্গল আক্রমণের সূত্রপাত হয় ?
(A) মোহম্মদ বিন তুঘলক
(B) ইলতুৎমিস
(C) কুতুবউদ্দিন আইবক
(D) আলাউদ্দিন খলজী
উত্তর: (B) ইলতুৎমিস
৩৫. ‘ সাঁচি স্তুপ ' কে নির্মাণ করেন ?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) অশোক
(C) অজাতশত্রু
(D) হর্ষবর্ধন
উত্তর: (B) অশোক
৩৬. কোন সুলতান “ ইকতা ” প্রথার বিলোপ করেন ?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) আলাউদ্দিন খলজী
(C) অজাতশত্রু
(D) গিয়াসউদ্দীন বলবন
উত্তর: (B) আলাউদ্দিন খলজী
৩৭. কার উপাধি ছিল “ কুনিক ” ?
(A) কনিষ্ক
(B) হর্ষবর্ধন
(C) অজতশক্র
(D) বিম্বিসার
উত্তর:- (C) অজাতশক্র
৩৮. 260 খ্রি : পূ : ভারতের ইতিহাসে কোন ঘটনার জন্য বিখ্যাত ?
(A) আলেকজান্ডারের ভারত আক্রমণ
(B) অশোকের সিংহাসনে আরোহণ
(C) কলিঙ্গ যুদ্ধ
(D) শকাব্দের সূচনা
উত্তর: (C) কলিঙ্গ যুদ্ধ
৩৯. দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে মোগল সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ?
(A) বৈরাম খাঁ
(B) মানসিংহ
(C) হিমু
(D) শায়েস্তা খাঁ
উত্তর: (A) বৈরাম খাঁ
৪০. “ সূর্যসিদ্ধান্ত ” নামক গ্রন্থের রচয়িতা কে ?
(A) আর্যভট্ট
(B) বানভট্ট
(C) বরাহমিহির
(D) কালিদাস
উত্তর: (A) আর্যভট্ট
৪১. কোন সুলতান সিয়াসাত (মৃত্যুদণ্ড প্রদান) নিষিদ্ধ করেন ?
(A) ফিরোজ শাহ তুঘলক
(B) ইলতুতমিস
(C) মোহম্মদ বিন তুঘলক
(D) আলাউদ্দিন খলজী
উত্তর: (A) ফিরোজ শাহ তুঘলক
৪২. আসফ খানের কন্যা অঞ্জুমান বানু বেগম ভারতের ইতিহাসে কী নামে বিখ্যাত ?
(A) সুলতানা রিজিয়া
(B) চাঁদ বিবি
(C) মমতাজ
(D) নূরজাহান
উত্তর: (C) মমতাজ
৪৩. “ মালবিকাগ্নিমিত্ৰমের ” রচয়িতা কে ?
(A) কালিদাস
(B) বানভট্ট
(C) ভবভূতি
(D) বিশাখদত্ত
উত্তর: (A) কালিদাস
৪৪. কোন মোগল সম্রাটের রাজত্বকালে মোগল চিত্রকলা উন্নতির চরম শিখর স্পর্শ করে ?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) হুমায়ুন
(D) শাহজাহান
উত্তর: (B) জাহাঙ্গীর
৪৫. মগধের সিংহাসনে হযঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(A) চন্দ্রগুপ্ত
(B) অজাতশত্রু
(C) হর্ষবর্ধন
(D) বিম্বিসার
উত্তর: (D) বিম্বিসার
৪৬. কোন সুলতানের রাজত্বকালে সেনাবাহিনীর সদস্যদের নগদ মুদ্রায় বেতন দেওয়ার প্রথা চালু হয় ?
(A) মোহম্মদ বিন তুঘলক
(B) আলাউদ্দীন খলজী
(C) কুতুবউদ্দিন
(D) গিয়াসুদ্দিন বলবন
উত্তর: (B) আলাউদ্দীন খলজী
৪৭. ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে ঘটেছিল ?
(A) 1764
(B) 1776
(C) 1176
(D) 1770
উত্তর: (D) 1770
৪৮. বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল ?
(A) 1764 খ্রিস্টাব্দে
(B) 1526 খ্রিস্টাব্দে
(C) 1761 খ্রিস্টাব্দে
(D) 1556 খ্রিস্টাব্দে
উত্তর: (A) 1764 খ্রিস্টাব্দে
৪৯. দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজসভা অলংকৃত করেন ?
(A) মিহিরভোজ
(B) লক্ষ্মণ সেন
(C) মহীপাল
(D) শশাঙ্ক
উত্তর: (B) লক্ষ্মণ সেন
৫০. কোন ঘটনার জন্য 1707 খ্রিস্টাব্দ ভারতীয় ইতিহাসে বিখ্যাত ?
(A) কলকাতা নাগরিক পত্তন
(B) মোগল সম্রাটের কাছ থেকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির “ দেওয়ানী ” লাভ
(C) ঔরঙ্গজেবের মৃত্যু
(D) শিবাজির মৃত্যু
উত্তর: (C) ঔরঙ্গজেবের মৃত্যু
৫১. কে “ শকারি ” উপাধি গ্রহণ করেছিলেন ?
(A) অশোক
(B) কনিষ্ক
(C) প্রথম চন্দ্রগুপ্ত
(D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উত্তর: (D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৫২. হিন্দু মুসলমান সকলেই যে ভারত সম্রাটকে “ দিল্লীশ্বরো বা জগদীশ্বরো বা ” বলে অভিহিত করতেন । তিনি হলেন—
(A) শাহজাহান
(B) আকবর
(C) জাহাঙ্গীর
(D) শেরশাহ
উত্তর: (B) আকবর
৫৩. নীচের কোন বাদ্যযন্ত্রটির আবিষ্কারের সাথে আমীর খসরুর নাম জড়িত ?
(A) সানাই
(B) তবলা
(C) সেতার
(D) সরোদ
উত্তর: (C) সেতার
৫৪. গান্ধার ভাস্কর্যের মধ্যে কাদের প্রভাব লক্ষ করা যায় ?
(A) গ্রিক
(B) ফরাসি
(C) পারসিয়ান
(D) ব্রিটিশ
উত্তর: (A) গ্রিক
৫৫. চোল স্থাপত্যের নিদর্শন নীচের কোন স্থানে পাওয়া যায় ?
(A) তাঞ্জোর
(B) অজন্তা
(C) কাঞ্জিপুরম
(D) মহাবলিপুরম
উত্তর: (A) তাঞ্জোর
৫৬. তাঞ্জাভুরে বিখ্যাত শিব মন্দির কারা নির্মাণ করেছিলেন ?
(A) রাজারাজা চোল
(B) রাষ্ট্রকূট
(C) চান্দেলা
(D) পল্লব
উত্তর: (A) রাজারাজা চোল
৫৭. চিতোরে “ কীর্তি স্তম্ভ ” বা “ বিজয় স্তম্ভ ” কে নির্মাণ করেন ?
(A) রাণা প্রতাপ
(B) রাণা কুম্ভ
(C) রাণা সঙ্গ
(D) মানসিংহ
উত্তর: (B) রাণা কুম্ভ
৫৮. দিল্লীর “ লাল কেল্লা ” কে নির্মাণ করেন ?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) শাহজাহান
(D) শেরশাহ
উত্তর: (C) শাহজাহান
৫৯. কুতুবমিনার নির্মাণ কে শেষ করেন ?
(A) কুতুবউদ্দিন
(B) সুলতানা রিজিয়া
(C) ইলতুৎমিস
(D) মোহম্মদ বিন তুঘলক
উত্তর: (C) ইলতুৎমিস
৬০. অশোকের অনুশাসনের চৌদ্দটি শিলালিপি কোথায় মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে ?
(A) কান্দাহার
(B) সাসারাম
(C) গিরনার
(D) পাটলিপুত্র
উত্তর: (C) গিরনার
৬১. আজমীরে কোন সুফি সাধকের দরগা রয়েছে ?
(A) হজরত নিজামুদ্দিন
(B) বাবা ফরিদ
(C) সেলিম চিস্তি
(D) মইনুদ্দিন চিস্তি
উত্তর: (D) মইনুদ্দিন চিস্তি
৬২. গান্ধার শিল্পের জন্য নীচের কোন রাজত্বকাল বিশেষ উল্লেখ্য ?
(A) গুপ্ত
(B) কুষাণ
(C) মৌর্য
(D) সুঙ্গ
উত্তর: (B) কুষাণ
৬৩. আঙ্কোরভাটের মন্দিরের মূর্তি কার বা কাদের ?
(A) তীর্থঙ্করদের
(B) হিন্দু দেবতা
(C) বুদ্ধদেব
(D) কম্বোডিয়ার রাজাদের
উত্তর: (B) হিন্দু দেবতা
৬৪. বিখ্যাত ‘ নিশাত বাগ ' কে তৈরি করেছিলেন ?
(A) শাহজাহান
(B) জাহাঙ্গীর
(C) আকবর
(D) শেরশাহ
উত্তর: (B) জাহাঙ্গীর
৬৫. নীচের কোন যুগে স্থাপত্যশিল্পের চরম উন্নতি ঘটেছিল ?
(A) চোল যুগ
(B) মোগল যুগ
(C) পান্ড্য যুগ
(D) গুপ্ত যুগ
উত্তর:(B) মোগল যুগ
৬৬. ত্রয়োদশ শতাব্দীতে মাউন্ট আবুতে বিখ্যাত দিলওয়ারা মন্দির কে নির্মাণ করেন ?
(A) মহীপাল
(B) মহেন্দ্রপাল
(C) রাজ্যপাল
(D) তেজপাল
উত্তর: (D) তেজপাল
৬৭. কোন দেশ বিজয়কে স্মরণীয় করে রাখতে আকবর ফতেপুর সিক্রিতে বিখ্যাত ' বুলান্দ দরওয়াজা ’ নির্মাণ করেন ?
(A) বঙ্গদেশ
(B)ওড়িশা
(C) পাঞ্জাব
(D) গুজরাত
উত্তর: (D) গুজরাত
৬৮. শেরশাহের সমাধি কোথায় ?
(A) সাসারাম
(B) লাহোর
(C) আগ্রা
(D) দিল্লি
উত্তর: (A) সাসারাম
৬৯. কোন মোগল সম্রাট তার রাজসভায় নাচ ও গান নিষিদ্ধ করেন ?
(A) হুমায়ুন
(B) বাবর
(C) আকবর
(D) ঔরঙ্গজেব
উত্তর: (D) ঔরঙ্গজেব
৭০. বিখ্যাত সংগীত শিল্পী তানসেন কার রাজসভা অলংকৃত করেছিলেন ?
(A) আকবর
(B) বাবর
(C) জাহাঙ্গীর
(D) শেরশাহ
উত্তর: (A) আকবর
৭১. নীচের কোন অঞ্চলের বিখ্যাত শিলা - খোদিত মন্দির নির্মাণের জন্য পল্লব রাজবংশ অবশ্যই স্মরণীয় ?
(A) রামেশ্বরম
(B) মীনাক্ষি
(C) খাজুরাহো
(D) মহাবলিপুরম্
উত্তর: (D) মহাবলিপুরম্
৭২. শ্রবণবেলাগোলাতে গোমতেশ্বরের বিখ্যাত মূর্তি কে নির্মাণ করেন ?
(A) চামুন্ডারায়া
(B) অমোঘবর্ষ
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) দ্বিতীয় পুলকেশি
উত্তর: (A) চামুন্ডারায়া
৭৩. প্রাচীন যুগের মুদ্রার ওপর কোন হিন্দু রাজাকে বীণা বাজানো অবস্থায় দেখতে পাওয়া যায় ?
(A) অশোক
(B) সমুদ্রগুপ্ত
(C) বিক্রমাদিত্য
(D) হর্ষবর্ধন
উত্তর: (B) সমুদ্রগুপ্ত
৭৪. নীচের কোন মোগল সম্রাটের সমাধিস্থল ভারতের বাইরে রয়েছে ?
(A) জাহাঙ্গীর
(B) আকবর
(C) হুমায়ুন
(D) ঔরঙ্গজেব
উত্তর: (A) জাহাঙ্গীর
৭৫. নীচের কোন দুর্গটি সম্রাট আকবর নির্মাণ করেন নি ?
(A) গোয়ালিয়র দুর্গ
(B) আগ্রা দুর্গ
(C) লাহোর দুর্গ
(D) এলাহাবাদ দুর্গ
উত্তর: (A) গোয়ালিয়র দুর্গ
৭৬. নীচের রাজবংশের মধ্যে কাদের তৈরি মুদ্রা তাদের সংগীতের প্রতি অনুরাগের পরিচয় দেয় ?
(A) চোল
(B) মৌর্য
(C) চালুক্য
(D) গুপ্ত
উত্তর: (D) গুপ্ত
৭৭. আঙ্কোরভাট মন্দির কোথায় অবস্থিত ?
(A) ভিয়েতনাম
(B) কম্বোডিয়া
(C) ইন্দোনেশিয়া
(D) মায়নমার
উত্তর: (B) কম্বোডিয়া
৭৮. নীচের কোন স্থাপত্যশিল্পের জন্য চান্ডেলা রাজবংশ বিখ্যাত ?
(A) কোণারকের সূর্য মন্দির
(B) মাদুরাই - এর মীনাক্ষি মন্দির
(C) খাজুরাহো মন্দির
(D) ইলোরার গুহা স্থাপত্য
উত্তর: (C) খাজুরাহো মন্দির
৭৯. জাহাঙ্গীর কোন শিল্পের সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করতেন ?
(A) স্থাপত্য শিল্প
(B) সংগীত শিল্প
(C) ভাস্কর্য শিল্প
(D) চিত্র শিল্প
উত্তর: (D) চিত্র শিল্প
৮০. আকবরের রাজসভায় সবচেয়ে বিখ্যাত সংগীত শিল্পী ছিলেন তানসেন । তাঁর আসল নাম কি ছিল ?
(A) রাজ যোগী
(B) রামতনু পান্ডে
(C) তনবীর খাঁ
(D) তানাজী সিংহ
উত্তর: (B) রামতনু পান্ডে
৮১. ভারতীয় শিল্পে গ্রিকো - রোমান প্রভাব নীচের কোথায় দেখা যায় ?
(A) কাঞ্চি
(B) সাঁচি
(C) মহাবলিপুরম
(D) বুদ্ধ গয়া
উত্তর:- (B) সাঁচি
৮২. চোল যুগে নটরাজ খোদিত যে ব্রোঞ্জ মুদ্রা পাওয়া গিয়েছে , সেখানে নটরাজের কটি হাত ছিল ?
(A) আটটি
(B) ছয়টি
(C) চারটি
(D) দুইটি
উত্তর: (B) ছয়টি
৮৩. বিখ্যাত অজন্তা ও ইলোরা গুহার চিত্রকলা কাদের রাজত্বকালে শিল্প চর্চার বিশেষ নিদর্শন ?
(A) পল্লব
(B) পান্ড্য
(C) রাষ্ট্রকুট
(D) চালুক্য
উত্তর: (C) রাষ্ট্রকুট
৮৪. গুপ্তযুগের কোন শাসক এক ধারে সংগীতশিল্পী ও অন্যদিকে কবি ছিলেন এবং যিনি কবিরাজ (king of poets) আখ্যায় ভূষিত ছিলেন ?
(A) প্রথম চন্দ্রগুপ্ত
(B) স্কন্দ গুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) সমুদ্র গুপ্ত
উত্তর: (D) সমুদ্র গুপ্ত
৮৫. “ জাহাঙ্গীরি মহল ” কোথায় অবস্থিত ?
(A) দিল্লি
(B) আগ্রা দুর্গ
(C) সিকান্দ্রাবাদ
(D) ফতেপুর সিক্রি
উত্তর: (B) আগ্রা দুর্গ
৮৬. সাঁচি স্তুপ কোন সময়ে নির্মিত হয়েছিল ?
(A) বৌদ্ধ যুগ
(B) মৌর্য যুগ
(C) গুপ্ত যুগ
(D) কুষাণ যুগ
উত্তর: (B) মৌর্য যুগ
৮৭. “ বিবিকা - মকবারা ” কার সমাধিসৌধ ?
(A) মমতাজ মহল
(B) নূরজাহান
(C) ঔরঙ্গজেবের পত্নী
(D) শেরশাহের পত্নী
উত্তর: (C) ঔরঙ্গজেবের পত্নী
৮৮. জাহাঙ্গীরের সমাধিসৌধ কে নির্মাণ করেছিলেন এবং কোথায় ?
(A) শাহজাহান , আগ্রায়
(B) শাহজাহান , দিল্লিতে
(C) নূরজাহান , লাহোরে
(D) নূরজাহান , ফতেপুরসিক্রিতে
উত্তর: (C) নূরজাহান , লাহোরে
৮৯. আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ?
(A) আকবর
(B) বাবর
(C) ইব্রাহিম লোদি
(D) সিকান্দার লোদি
উত্তর: (D) সিকান্দার লোদি
৯০. নীচের কোন শাসকগোষ্ঠী ভারতে মন্দির ও ব্রাহ্মণদের জন্য সবচেয়ে বেশি সংখ্যায় গ্রাম দান করেছিলেন ?
(A) পাল বংশ
(B) গুপ্ত বংশ
(C) চালুক্য
(D) রাষ্ট্রকুট
উত্তর: (B) গুপ্ত বংশ
৯১. নীচের কোন ভারতীয় রাজা শিল্প এবং সংগীতে অসাধারণ পারদর্শী ছিলেন ?
(A) সমুদ্রগুপ্ত
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) হর্ষবর্ধন
(D) কনিষ্ক
উত্তর: (A) সমুদ্রগুপ্ত
৯২. নীচের কোন ঐতিহাসিক যুগের সাথে বিখ্যাত এলিফ্যান্টা গুহার সম্পর্ক রয়েছে ?
(A) সাতবাহন
(B) গুপ্ত
(C) চালুক্য
(D) রাষ্ট্রকূট
উত্তর: (C) চালুক্য
৯৩. বিশ্বের অন্যতম বৃহৎ গম্বুজ নীচের কোনটিতে আছে ?
(A) জামা মসজিদ , দিল্লি
(B) শেরশাহের সমাধি , সাসারাম
(C) গোল গম্বুজ , বিজাপুর
(D) গিয়াসুদ্দিন তুঘলকের সমাধি , দিল্লি
উত্তর: (C) গোল গম্বুজ , বিজাপুর
৯৪. মথুরা ঘরানায় শিল্পকার্যে নীচের কোন উপাদান ব্যবহৃত হত ?
(A) সাদা মার্বেল
(B) লাল বেলেপাথর
(C) গ্রানাইট
(D) শ্লেট
উত্তর: (B) লাল বেলেপাথর
৯৫. নীচের কোনটির দেওয়ালে ফার্সি কবিতার এই দুটি লাইন খোদিত করা আছে : “ যদি পৃথিবীতে কোনও স্বর্গ থাকে , তাহলে ইহাই স্বর্গ , ইহাই স্বর্গ , ইহাই স্বর্গ । ”
(A) মতি মসজিদ , দিল্লি
(B) দিওয়ান - ই - আম , দিল্লি
(C) দিওয়ান - ই - খাস , দিল্লি
(D) জাহাঙ্গীরি মহল , আগ্রা দুর্গ
উত্তর: (C) দিওয়ান - ই - খাস , দিল্লি
৯৬. কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত “ আড়াই - দিন কা ঝোপড়া " কোথায় অবস্থিত ?
(A) দিল্লি
(B) আজমীর
(C) আগ্রা
(D) যোধপুর
উত্তর: (B) আজমীর
৯৭. কালিদাসের বিখ্যাত নাটক “ মালবিকাগ্নিমিত্র " - এর নায়ক কোন সুঙ্গ রাজা ?
(A) পুষ্যমিত্র
(B) বজ্ৰমিত্র
(C) অগ্নিমিত্র
(D) বসুমিত্র
উত্তর: (C) অগ্নিমিত্র
৯৮. “ তুঘলকনামা ” কে লিখেছিলেন ?
(A) আমীর খসরু
(B) ফিরোজ শা তুঘলক
(C) আবুল ফজল
(D) ইবন বতুতা
উত্তর: (A) আমীর খসরু
৯৯. “ হুমায়ুননামা ” কে লিখেছিলেন ?
(A) হুমায়ুন
(B) ফিরদৌসী
(C) আবুল ফজল
(D) গুলবদন বেগম
উত্তর: (D) গুলবদন বেগম
১০০. ভারতের বিখ্যাত ইন্দো - ফার্সী কবি কে ছিলেন ?
(A) আমীর খসরু
(B) আলবিরুনী
(C) ফিরদৌসী
(D) ফৈজী
উত্তর: (C) ফিরদৌসী
Also Read:
পৃথিবীর গভীরতম হ্রদ ও ভারতের বিভিন্ন হ্রদের নাম সমূহ
পশ্চিমবঙ্গের জেলা ও জেলা সদর PDF
ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম ও সরকারি ভাষা
Download 1000 History Questions and Answers Bengali
File Details:-
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Also Read:
ভারতের বিভিন্ন গবেষণাগারের নাম ও অবস্থান
ভারতের কয়েকটি বিখ্যাত স্যাঞ্চুয়ারীর তালিকা
বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমান্ত
ভারতের দীর্ঘতম নদ-নদীর নামের তালিকা
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
Please do not share any spam link in the comment box