1000+ History GK in Bengali

1000+ History GK in Bengali PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় 1000+ History GK in Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 1000+ History GK in Bengali PDF

নিচে 1000+ History GK in Bengali PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। 1000+ History GK in Bengali PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

1000+ History GK in Bengali



1000+ History GK in Bengali



১. নীচের কোনটি শিক্ষাসাধনার প্রাচীনতম পাঠস্থান ?

(A) তক্ষশীলা 

(B) উজ্জয়িনী 

(C) বিক্রমশীলা 

(D) নালন্দা

উত্তর: (A) তক্ষশীলা 

২. শ্রীমদ্ভগবৎ গীতায় কতগুলি সংস্কৃত শ্লোক আছে ?

(A) 650 

(B) 492 

(C) 700 

(D) 612

উত্তর: (C) 700

৩. প্রাচীন ভারতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব পতঞ্জলি প্রধানত কী ছিলেন ?

(A) একজন জ্যোতির্বিদ 

(B) একজন কবি 

(C) একজন গণিতজ্ঞ 

(D) একজন বৈয়াকরণ 

উত্তর: (D) একজন বৈয়াকরণ 

৪. গুপ্তযুগে রচিত নাটকে নারী ও শূদ্রেরা কী ভাষায় কথা বলত ? 

(A) পালি 

(B) সংস্কৃত 

(C) প্রাকৃত 

(D) সুরসেনী 

উত্তর: (C) প্রাকৃত 

৫. কালিদাসের রচনায় কোনও এক দেব বা দেবীর আরাধনার প্রতি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় । কে তিনি ?

(A) শিব

(B) দুর্গা 

(C) বিষ্ণু 

(D) সরস্বতী 

উত্তর: (B) দুর্গা

৬. কৌটিল্যের অর্থশাস্ত্রে নীচের কোন ফলটির কোনও উল্লেখ নেই ?

(A) আঙুর 

(B) কলা 

(C) আম 

(D) পেয়ারা

উত্তর: (D) পেয়ারা

৭. ভারতের প্রাচীন ইতিহাসে কে নিউটনের আগেই জানিয়েছিলেন যে সব পদার্থই মহাকর্ষ শক্তির দ্বারা পৃথিবীর দিকে আকৃষ্ট হয় ?

(A) আর্যভট্ট

(B) বরাহমিহির 

(C) ব্রহ্মগুপ্ত 

(D) বানভট্ট 

উত্তর: (C) ব্রহ্মগুপ্ত

৮. সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিশাখদত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে ? 

(A) মুদ্রারাক্ষস 

(B) মৃচ্ছকটিক 

(C) মালবিকাগ্নিমিত্রম 

(D) দেবীচন্দ্রগুপ্তম

উত্তর: (A) মুদ্রারাক্ষস

৯. নীচের কোনটি ভাসের রচনা ?

(A) স্বপ্ন বাসবদত্তা 

(B) শকুন্তলা 

(C) রামায়ণ 

(D) মহাবংশ 

উত্তর: (A) স্বপ্ন বাসবদত্তা 

১০. হাতিগুম্ফা শিলালিপিতে কার কৃতিত্বের কথা বর্ণিত আছে ?

(A) দ্বিতীয় পুলকেশি 

(B) খারবেল 

(C) অশোক 

(D) স্কন্দগুপ্ত

উত্তর: (B) খারবেল 

১১. অধিকাংশ হিন্দু ধর্মগ্রন্থগুলিকে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুবাদ করার জন্য নীচের কোন শাসক আদেশ দিয়েছিলেন ? 

(A) আলাউদ্দিন খিলজী

(B) গিয়াসুদ্দিন তুঘলক

(C) মোহম্মদ বিন তুঘলক

(D) ফিরোজ শা তুঘলক 

উত্তর: (B) গিয়াসুদ্দিন তুঘলক

১২. নীচের কে অভিধান রচনার জন্য সুপরিচিত ? 

(A) পানিনি 

(B) বানভট্ট 

(C) অমরসিংহ 

(D) অশ্বঘোষ 

উত্তর: (C) অমরসিংহ

১৩. “ অষ্টাধ্যায়ী ” কার রচনা ? 

(A) বিষ শর্মা 

(B) পানিনি 

(C) আর্যভট্ট 

(D) চরক 

উত্তর: (B) পানিনি 

১৪. ষোলোটি মহাজনপদের নামের উল্লেখ কোথায় আছে ?

(A) হর্ষচরিত 

(B) অর্থশাস্ত্র 

(C) ইন্ডিকা

(D) অঙ্গুত্তরানিকয় 

উত্তর: (D) অঙ্গুত্তরানিকয়

১৫. নীচের কোনটি হর্ষবর্ধনের রচনা ? 

(A) রত্নাবলী 

(B) কাদম্বরী 

(C) হর্ষচরিত 

(D) রঘুবংশ

উত্তর: (A) রত্নাবলী 

১৬. নীচের কে “ যোগসূত্র ” লিখেছিলেন ? 

(A) পানিনি 

(B) পতঞ্জলি 

(C) বিশ্বামিত্র 

(D) মনু

উত্তর: (B) পতঞ্জলি 

১৭. প্রার্থনা ও বলি অনুষ্ঠান সম্পর্কে লেখা প্রাচীন ভারতীয় গ্রন্থ নীচের কোনটি ?

(A) সামবেদ 

(B) অমরকোষ 

(C) আরণ্যক 

(D) ব্রাক্ষণ 

উত্তর: (D) ব্রাক্ষণ 

১৮. কবি হরিষেণ কোন রাজার সভাসদ ছিলেন ?

(A) লক্ষ্মণ সেন 

(B) বল্লাল সেন 

(C) চন্দ্রগুপ্ত  

(D) সমুদ্রগুপ্ত 

উত্তর: (D) সমুদ্রগুপ্ত 

১৯. কার রাজত্বকালে তুলসীদাস “ রামচরিতমানস ” লিখেছিলেন ?

(A) কৃষ্ণদেব রায় 

(B) সমুদ্রগুপ্ত 

(C) আকবর 

(D) জাহাঙ্গীর 

উত্তর: (C) আকবর

২০. “ বিজক ” এর রচয়িতা কে ? 

(A) তুলসীদাস 

(B) কবীর

(C) রামদাস 

(D) গুরু অর্জুন 

উত্তর: (B) কবীর

২১. “ মহাভারত ” অন্য কি নামেও পরিচিত ?

(A) জয়ানামা ইতিহাস

(B) বিজয় - পিটকা 

(C) কথাভাস্তু 

(D) ভারতগৌরব 

উত্তর: (A) জয়ানামা ইতিহাস 

২২. এক বাঙ্গালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রধান ছিলেন | কে তিনি ? 

(A) শ্রীজ্ঞান অতীশ 

(B) শীলভদ্র

(C) নাগার্জুন

(D) শংকরাচার্য 

উত্তর: (B) শীলভদ্র

২৩. প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় নীচের কোন বিষয়ের জন্য বিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল ?

(A) জৈনধর্ম

(B) হীনযান বৌদ্ধধর্ম 

(C) মহাযান বৌদ্ধধর্ম 

(D) হিন্দুধর্ম 

উত্তর: (C) মহাযান বৌদ্ধধর্ম 

২৪. নীচের কোন মহিলা মোগল যুগে একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা ? 

(A) গুলবদন বেগম 

(B) নূরজাহান বেগম 

(C) জাহানারা বেগম 

(D) জেব - উন্নিসা বেগম

উত্তর: (A) গুলবদন বেগম 

২৫. মারাঠি সাহিত্যের বিকাশে উল্লেখ্য অবদান কার প্রথম ?

(A) রামদাস 

(B) যোগী মুকুন্দরাজ 

(C) ধ্যানেশ্বর 

(D) নামদেব

উত্তর: (D) নামদেব

২৬. গুপ্তযুগের কোন সাহিত্যসাধক কে “ ভারতীয় শেকসপিয়ার " বলা হয়ে থাকে ?

(A) কালিদাস

(B) ভারবি 

(C) বিশাখদত্ত

(D) হরিষেণ

উত্তর: (A) কালিদাস

২৭. সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হত ?

(A) সংস্কৃত 

(B) পালি 

(C) কানাড়া

(D) তামিল

উত্তর: (D) তামিল

২৮. নীচের কাকে “ আয়ুর্বেদের জনক " বলা হয় ?

(A) চরক

(B) সুশ্রুত 

(C) ধন্বন্তরী 

(D) পতঞ্জলি 

উত্তর: (A) চরক

২৯. বিখ্যাত ঐতিহাসিক আলবিরুণী ভারতে কবে এসেছিলেন ? 

(A) 9th শতাব্দি খ্রিস্টাব্দ 

(B) 11th শতাব্দি খ্রিস্টাব্দ 

(C) 12th শতাব্দি খ্রিস্টাব্দ 

(D) 14th শতাব্দি খ্রিস্টাব্দ

উত্তর: (B) 11th শতাব্দি খ্রিস্টাব্দ

৩০. পাটনা শহরের প্রাচীন নাম নীচের কোনটি ?

(A) কনৌজ 

(B) পাটলিপুত্র 

(C) কপিলাবস্তু 

(D) ত্রিপিটক

উত্তর: (B) পাটলিপুত্র 

৩১. কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক হলেন রুদ্রদামন ?

(A) শক 

(B) পল্লব 

(C) কুষাণ 

(D) মৌর্য

উত্তর: (A) শক

৩২. কোন মুসলিম সম্রাট রানি পদ্মিনীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন ?

(A) হুমায়ুন 

(B) আলাউদ্দিন খিলজী 

(C) আকবর 

(D) বাবর 

উত্তর: (B) আলাউদ্দিন খিলজী 

৩৩. রাষ্ট্রের তহবিল থেকে হজ তীর্থযাত্রার ব্যবস্থা ভারতের কোন সম্রাট প্রথম করেন ? 

(A) বাবর 

(B) আকবর 

(C) ফিরোজ তুঘলক 

(D) আলাউদ্দিন খিলজী 

উত্তর: (B) আকবর

৩৪. “ রুপিয়া ” মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন ? 

(A) আকবর

(B) শেরশাহ 

(C) মোহম্মদ বিন তুঘলক 

(D) জাহাঙ্গীর

উত্তর: (A) আকবর

৩৫. নীচের মোগল সম্রাটদের মধ্যে কার সাম্রাজ্য সর্বাপেক্ষা বেশি ছিল ? 

(A) আকবর

(B) হুমায়ুন

(C) ঔরঙ্গজেব

(D) জাহাঙ্গীর

উত্তর: (C) ঔরঙ্গজেব

৩৬. প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন ?

(A) অশোক

(B) বিম্বিসার

(C) প্রথম চন্দ্র গুপ্ত

(D) অজাতশত্রু

উত্তর:  (B) বিম্বিসার

৩৭. কৃষিজমির গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমিকে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছিল । কোন সম্রাটের সময় ভারতে এই প্রথা প্রথম চালু হয় ?

(A) ফিরোজ তুঘলক 

(B) মোহম্মদ বিন তুঘলক 

(C) আলাউদ্দিন খিলজী 

(D) শেরশাহ 

উত্তর: (D) শেরশাহ 

৩৮. নীচের কে “ নিগুণ ” সংস্কারক হিসাবে পরিচিত ?

(A) তুলসীদাস 

(B) সুরদাস 

(C) শ্রীচৈতন্য 

(D) কবীর

উত্তর: (D) কবীর

৩৯. নীচের কোন ইংরেজকে জাহাঙ্গীর “ খাঁ ” উপাধিতে সম্মানিত করেছিলেন ?

(A) এডওয়ার্ড টেরি 

(B) স্যার টমাস রো 

(C) উইলিয়াম হকিন্স 

(D) এদের কেউই নয় 

উত্তর: (C) উইলিয়াম হকিন্স

৪০. আহমেদনগরের বিখ্যাত চাঁদবিবি তাঁর রাজ্য রক্ষার জন্য কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ?

(A) মোগল

(B) ইষ্ট ইন্ডিয়া কোম্পানি 

(C) বিজাপুরের আদিলশাহী শক্তি

(D) হায়দরাবাদের নিজাম শক্তি 

উত্তর: (A) মোগল

৪১. ভারতে প্রথম মুসলিম শাসক কে ?

(A) মোহম্মদ গজনী 

(B) মোহম্মদ বিন তুঘলক 

(C) কুতুবউদ্দীন আইবক 

(D) মোহম্মদ ঘুরী

উত্তর: (C) কুতুবউদ্দীন আইবক 

৪২. কোন রাজার সভাসদ ছিলেন ‘ অষ্টদিজ ” ?

(A) হর্ষবর্ধন 

(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

(C) কৃষ্ণদেব রায় 

(D) রাজারাজা

উত্তর: (C) কৃষ্ণদেব রায় 

৪৩. কে ছিলেন মুসলিম শাসক যিনি প্রথম দাক্ষিণাত্য জয় করেন ?

(A) বাবর 

(B) আলাউদ্দীন খিলজী 

(C) ঔরঙ্গজেব 

(D) মোহম্মদ ঘুরী 

উত্তর: (B) আলাউদ্দীন খিলজী

৪৪. ভারতের এক সম্রাটের পাশাপাশি তার পত্নীও রাজনৈতিক ক্ষমতার অধিকারিণী ছিলেন । কে সেই নারী ?

(A) রাজিয়া সুলতানা 

(B) চাঁদবিবি

(C) নুরজাহান 

(D) মমতাজ মহল 

উত্তর: (C) নুরজাহান 

৪৫. নীচের সম্রাটের মধ্যে কে ছিলেন একজন দক্ষ প্রশাসক ?

(A) জাহাঙ্গির

(B) কুতুবউদ্দিন আইবক 

(C) শেরশাহ 

(D) বাবর 

উত্তর: (C) শেরশাহ

৪৬. প্রাচীন ভারতের ইতিহাসে “ রত্নাকর ” ভৌগোলিক দিক থেকে কোন সাগরকে বলা হত ?

(A) আরব সাগর 

(B) বঙ্গোপসাগর 

(C) ভারতমহাসাগর 

(D) কাম্বে উপসাগর 

উত্তর: (C) ভারতমহাসাগর 

৪৭. নীচের কোন রাজার রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল ?

(A) বলবন

(B) আলাউদ্দীন খিলজী 

(C) কুতুবউদ্দীন আইবক 

(D) ইলতুতমিস

উত্তর: (A) বলবন

৪৮. সোলাঙ্কিরা নীচের কোন অঞ্চলের শাসক ছিলেন ? 

(A) গুজরাত 

(B) মালব্য 

(C) আজমীর 

(D) বঙ্গদেশ 

উত্তর: (A) গুজরাত 

৪৯. দাসবংশের সুলতানদের ঠিক পরেই কারা সিংহাসনে এসেছিল ?

(A) লোদি

(B) খলজী 

(C) সৈয়দ

(D) তুঘলক

উত্তর:  (B) খলজী 

৫০. মধ্যযুগের ভারতে কে প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন ?

(A) ইলতুৎমিস 

(B) আলাউদ্দিন খিলজী 

(C) বলবন

(D) ফিরিজ শাহ তুঘলক

উত্তর: (A) ইলতুৎমিস

৫১. বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নীচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন ? 

(A) গৌতমীপুত্র সাতকণি 

(B) অজাতশত্রু 

(C) কনিষ্ক 

(D) বিক্রমাদিত্য

উত্তর: (A) গৌতমীপুত্র সাতকণি 

৫২. নীচের কোন রাজবংশ 700-1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগে সমগ্র উত্তর ভারতের শাসক ছিলেন ?

(A) রাষ্ট্রকূট 

(B) মৌর্য 

(C) রাজপুত 

(D) কোনোটাই নয়

উত্তর:  (D) কোনোটাই নয়

৫৩. নীচের কোন সম্রাট নিজেকে “ দ্বিতীয় আলেকজান্ডার ” বলে অভিহিত করতেন ? 

(A) কনিষ্ক

(B) সমুদ্রগুপ্ত 

(C) আলাউদ্দীন খিলজী 

(D) বাবর 

উত্তর: (C) আলাউদ্দীন খিলজী 

৫৪. ব্রিটিশরা ভারতের কোন আফগান শাসকের শাসন ব্যবস্থার অনুসরণে সমকক্ষ শাসনব্যবস্থা গড়েছিলেন ?

(A) আহম্মদ শাহ 

(B) বৈরাম খাঁ 

(C) শেরশাহ 

(D) মোহম্মদ শাহ

উত্তর: (C) শেরশাহ 

৫৫. কার সম্বন্ধে এইরকম বলা হয়েছিল - “ তিনি একজন ভাগ্যশালী সৈনিক ছিলেন , কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না।

(A) হুমায়ুন 

(B) বাবর 

(C) আকবর 

(D) জাহাঙ্গীর 

উত্তর: (B) বাবর 

৫৬. নীচের কোনটির সাথে কুতুবশাহী শাসনের সম্পর্ক আছে ? 

(A) জয়পুর 

(B) গোলকুন্ডা 

(C) আহম্মদনগর 

(D) বিজাপুর

উত্তর: (B) গোলকুন্ডা  

৫৭. ভারতে প্রথম মোগল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার ?

(A) বাবর 

(B) আকবর 

(C) জাহাঙ্গীর 

(D) শাহজাহান

উত্তর: (A) বাবর 

৫৮. নীচের কোন শাসক “ পরমাঙ্ক ” উপাধি গ্রহণ করেছিলেন ?

(A) সমুদ্রগুপ্ত 

(B) চন্দ্রগুপ্ত 

(C) হর্ষবর্ধন 

(D) অজাতশত্রু 

উত্তর: (A) সমুদ্রগুপ্ত 

৫৯. নীচের সুলতানদের মধ্যে , দাসবংশের কোন সুলতান দীর্ঘতম কাল শাসন করেছেন ? 

(A) সামস-উদ্দীন ইলতুৎমিস 

(B) কুতুবউদ্দীন আইবক 

(C) নাসিরুদ্দীন মামুদ 

(D) গিয়াসউদ্দীন বলবন 

উত্তর: (A) সামস-উদ্দীন ইলতুৎমিস 

৬০. কার আক্রমণের ফলে দিল্লীর সুলতানী রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে ?

(A) চেঙ্গিজ খাঁ 

(B) তৈমুর লঙ 

(C) বাবর 

(D) নাদির শাহ 

উত্তর: (B) তৈমুর লঙ 

৬১. মোহম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লী থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন প্রধানত কি কারণে ?

(A) মোঙ্গলদের আক্রমণ থেকে তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য

(B) দক্ষিণ ভারতের ওপর অধিকতর কর্তৃত্ব স্থাপন করার জন্য তোলার জন্য

(C) দাক্ষিণাত্যের সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে

(D) জলবায়ু পরিবর্তনের জন্য 

উত্তর: (B) দক্ষিণ ভারতের ওপর অধিকতর কর্তৃত্ব স্থাপন করার জন্য তোলার জন্য

৬২. ভারতের কোন অঞ্চল নিয়ে চোল রাজ্য গঠিত ছিল ?

(A) উড়িষ্যা , অন্ধ্র ও মাদ্রাজ 

(B) মাদ্রাজ , কেরল ও মহীশূরের বিরাট অংশ 

(C) মালাবার ও নেলোর 

(D) সমগ্র দক্ষিণ ভারত

উত্তর: (B) মাদ্রাজ , কেরল ও মহীশূরের বিরাট অংশ

৬৩. নীচের শক্তিগুলির মধ্যে ব্রিটিশরা ভারতের কাদের থেকে সবচেয়ে বেশী প্রতিরোধ পেয়েছে ?

(A) মোগল

(B) রাজপুত 

(C) নিজাম

(D) মারাঠা 

উত্তর: (D) মারাঠা 

৬৪. কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন ?

(A) আকবর 

(B) হুমায়ুন

(C) জাহাঙ্গীর 

(D) ঔরঙ্গজেব

উত্তর: (A) আকবর 

৬৫. সম্রাট হুমায়ুন দিল্লিতে “ দিনপানাহ ” নামে এক নতুন শহর প্রতিষ্ঠা করেন । সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায় ?

(A) শাহীবাবাদ 

(B) গাজিয়াবাদ 

(C) লালকেল্লা 

(D) পুরানা কেল্লা 

উত্তর: (D) পুরানা কেল্লা 

৬৬. দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কি ছিল ?

(A) উজ্জয়িনী 

(B) তক্ষশীলা 

(C) দিল্লি 

(D) পাটলিপুত্র 

উত্তর: (A) উজ্জয়িনী 

৬৭. জৈনদের চব্বিশজন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে ?

(A) মহাবীর 

(B) পার্শ্বনাথ 

(C) ঋষভনাথ 

(D) কর্মবীরা

উত্তর: (C) ঋষভনাথ 

৬৮. পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নীচের কোন রাজা বিখ্যাত ?

(A) কনিষ্ক 

(B) হর্ষবর্ধন 

(C) অশোক 

(D) চন্দ্রগুপ্ত মৌর্য 

উত্তর: (D) চন্দ্রগুপ্ত মৌর্য 

৬৯. পাথরকেটে ইলোরার বিখ্যাত কৈলাশ মন্দির কাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল ? 

(A) চোল 

(B) চালুক্য 

(C) পল্লব 

(D) রাষ্ট্রকূট

উত্তর: (D) রাষ্ট্রকূট

৭০. প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে নীচের কোন রাজার সম্পর্ক স্মরণীয় ?

(A) অশোক

(B) হর্ষবর্ধন

(C) শশাঙ্ক 

(D) অজাতশত্র 

উত্তর: (B) হর্ষবর্ধন

৭১. পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি যা 700 খ্রিস্টাব্দের পূর্বে স্থাপিত হয়েছিল ?

(A) কলকাতা

(B) নালন্দা

(C) তক্ষশীলা 

(D) বাগদাদ 

উত্তর: (C) তক্ষশীলা 

৭২. গৌতম বুদ্ধ কোথায় মারা যান ? 

(A) উজ্জয়িনী 

(B) সারনাথ

(C) কুশীনগর 

(D) কপিলাবস্তু

উত্তর: (C) কুশীনগর 

৭৩. কোন মৌর্য সম্রাট জৈন ধর্মগুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন ?

(A) বিম্বিসার

(B) বিন্দুসার 

(C) অজাতশত্রু 

(D) চন্দ্রগুপ্ত

উত্তর: (D) চন্দ্রগুপ্ত

৭৪. কে “ দহশালা বন্দোবস্ত ” প্রবর্তন করেন ?

(A) বাবর 

(B) আকবর

(C) আলাউদ্দীন খিলজী 

(D) শেরশাহ

উত্তর: (B) আকবর

৭৫. নীচের কে দিল্লীর মসনদে শেষ সুলতান ছিলেন ?

(A) ইলতুৎমিস 

(B) গিয়াসুদ্দীন বলবন 

(C) সৈয়দ লোদি 

(D)  ইব্রাহিম লোদি 

উত্তর: (D)  ইব্রাহিম লোদি 

৭৬.‘ পাটলিপুত্র ’ নগরটি কে নির্মাণ করেন ?

(A) উদয়ভদ্র 

(B) হর্ষবর্ধন 

(C) শীলভদ্র 

(D) কনিষ্ক

 উত্তর: (A) উদয়ভদ্র 

৭৭. “ তুজুক - ই - জাহাঙ্গীরি ” কার লেখা ?

(A) আমির খসরু 

(B) টমাস রো 

(C) জাহাঙ্গীর 

(D) ওলবদন বেগম

উত্তর:  (C) জাহাঙ্গীর 

৭৮. ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

(A) কনিষ্ক 

(B) বাশিস্ক

(C) প্রথম কদফিসেস 

(D) বিম কদফিসেস 

উত্তর: (D) বিম কদফিসেস 

৭৯. এঁদের মধ্যে কার কাছ থেকে ইস্টইন্ডিয়া কোম্পানী বাংলা বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে ?

(A) জাহাঙ্গীর 

(B) বাহাদুর শাহ জাফর 

(C) দ্বিতীয় শাহ আলম 

(D) ফারুকশিয়ার 

উত্তর: (C) দ্বিতীয় শাহ আলম

৮০. সাতবাহনদের রাজধানী কোথায় ছিল 

(A) পৈথান

(B) মগধ 

(C) তক্ষশীলা 

(D) তাঞ্জোর 

উত্তর: (A) পৈথান

৮১. অমর সিংহ কোন রাজার সভাকবি ছিলেন ?

(A) আকবর 

(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

(C) জাহাঙ্গীর 

(D) সমুদ্র গুপ্ত 

উত্তর: (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

৮২. অষ্টম শতাব্দীর বিক্রমশীলা মহাবিহারের ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া গিয়েছে ?

(A) বিহার

(B) উত্তরপ্রদেশ 

(C) মধ্যপ্রদেশ 

(D) ওড়িশা 

উত্তর: (A) বিহার 

৮৩. “ বিক্রমোবশীয় ” র রচয়িতা কে ? 

(A) বানভট্ট 

(B) ভবভূতি 

(C) শূদ্রক 

(D) কালিদাস

উত্তর:  (D) কালিদাস

৮৪. আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তক্ষশীলার রাজা কে ছিলেন ?

(A) পুরু 

(B) ধনানন্দ 

(C) চন্দ্রগুপ্ত 

(D) অন্তি

উত্তর: (D) অন্তি

৮৫. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ?

(A) চন্দ্রগুপ্ত মৌর্য 

(B) বৃহদ্রথ 

(C) অশোক 

(D) বিন্দুসার 

উত্তর: (B) বৃহদ্রথ 

৮৬. শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তার মন্ত্রী মগধের সিংহাসন দখল করেন । কী তার নাম ?

(A) পুষ্যমিত্র 

(B) অগ্নিমিত্র 

(C) বসুমিত্র 

(D) শ্রীগুপ্ত

উত্তর: (A) পুষ্যমিত্র 

৮৭. চীনদেশের এক উপজাতির বংশধর হল কুষাণেরা । সেই উপজাতির নাম কী ?

(A) বাহ্লীক 

(B) শক 

(C) হুণ 

(D) ইয়ুচি

উত্তর: (D) ইয়ুচি

৮৮. ভারতে ৬০৬ খ্রিস্টাব্দে কে রাজ্যভার গ্রহণ করেন ?

(A) হর্ষবর্ধন 

(B) বিক্রমাদিত্য 

(C) প্রভাকর বর্ধন 

(D) স্কগুপ্ত 

উত্তর: (A) হর্ষবর্ধন 

৮৯. পালবংশের রাজত্বকালে দুটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল । কোথায় কোথায় ? 

(A) বিক্রমশীলা , নালন্দা 

(B) বিক্রমশীলা , সোমপুর 

(C) নালন্দা , সোমপুর 

(D) নবদ্বীপ , গৌড় 

উত্তর: (B) বিক্রমশীলা , সোমপুর 

৯০. নীচের কোনটি পালযুগের সন্ধ্যাকর নন্দীর একটি রচনা ? 

(A) ন্যায়কন্দলী 

(B) রামচরিত 

(C) প্রিয়দর্শিকা 

(D) দানসাগর

উত্তর: (B) বিক্রমশীলা , সোমপুর 

৯১. সেন বংশের শাসনকালে “ পবনদূত ” রচিত হয় । রচয়িতার নাম কী ?

(A) জুয়দেব 

(B) গোবর্ধন ধোয়ী 

(C) ধোয়ী

(D) বল্লাল সেন 

উত্তর: (C) ধোয়ী

৯২. খৃস্টীয় ৯ ম থেকে ১২ শ শতক পর্যন্ত কোন বংশ আজমীর ও দিল্লী অঞ্চলে প্রতিপত্তির সঙ্গে রাজত্ব করেছিল ও মুসলমান আক্রমণ প্রতিরোধে সচেষ্ট ছিল ?

(A) শাহী বংশ 

(B) চৌহান বংশ 

(C) সুঙ্গ বংশ 

(D) পূষ্যভূতি বংশ

উত্তর: (B) চৌহান বংশ 

৯৩. কোন রাজা সুলতান মামুদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজয়ের গ্লানি ভুলবার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন ?

(A) জয়পাল

(B) পৃথ্বিরাজ চৌহান

(C) আনন্দপাল 

(D) সবুক্তিগীন 

উত্তর: (C) আনন্দপাল 

৯৪. বাহমনীবংশ কে প্রতিষ্ঠা করেন ?

(A) ফিরোজ শাহ 

(B) খিজির খাঁ 

(C) আলাউদ্দীন বাহমনী শাহ 

(D) সবুক্তিগীন

উত্তর : - (C) আলাউদ্দীন বাহমনী শাহ 

৯৫. “ তিনি ছিলেন বিচক্ষণা , ন্যায়পরায়ণা , দয়াবতী , প্রজাহিতৈষিণী , বিদুষী , সমরকুশলা ও রাজোচিত গুণসম্পন্ন । ” কার সম্বন্ধে এ কথা ঐতিহাসিক মিনহাজ - উস - সিরাজ বলেছিলেন ? 

(A) ঝাসির রাণী লক্ষ্মীবাঈ 

(B) চাদবিবি 

(C) রাজিয়া সুলতানা 

(D) নূরজাহান 

 উত্তর: (C) রাজিয়া সুলতানা 

৯৬. ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন ?

(A) আকবরের সভাসদ 

(B) শেরশাহের হিন্দু সেনাপতি 

(C) গৌড়ের রাজা 

(D) সমুদ্রগুপ্তের প্রধান মন্ত্রী 

উত্তর: (B) শেরশাহের হিন্দু সেনাপতি 

৯৭. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?

(A) মুরশিদাবাদ 

(B) কর্ণসুবর্ণ 

(C) বিষ্ণুপুর 

(D) রাজগৃহ 

উত্তর: (B) কর্ণসুবর্ণ 

৯৮. হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন ?

(A) যশোবন্ত সিংহ 

(B) মানসিংহ 

(C) বৈরাম খাঁ 

(D) শায়েস্তা খাঁ 

উত্তর: (B) মানসিংহ 

৯৯. বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কী ?

(A) চন্দ্রগুপ্ত মৌর্য 

(B) গোপাল 

(C) বল্লাল সেন 

(D) অজাতশত্রু 

উত্তর: (B) গোপাল 

১০০. কতজন মন্ত্রী শিবাজীকে রাজকার্যে সরাসরি সহায়তা করতেন ?

(A) একজন 

(B) পাঁচজন 

(C) আটজন 

(D) দশজন

উত্তর: (C) আটজন


Also Read:

1000+ ভূগোলের বাছাই করা প্রশ্ন ও উত্তর

গুরুত্বপূর্ণ ভৌগলিক শব্দের অর্থ

পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদের প্রশ্ন ও উত্তর

পৃথিবী সম্পর্কে সমস্ত তথ্য

পৃথিবীর কয়েকটি বিখ্যাত ভবনের নাম

পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ


Download 1000+ History GK in Bengali


File Details:-

File Name:- 1000+ History GK in Bengali [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:

ভারতের কৃষিজ গবেষণাগার Pdf

পশ্চিমবঙ্গের নদ নদী Pdf

ভারতের বিভিন্ন গবেষণাগার ও তার অবস্থান

পৃথিবীর বিখ্যাত মরুভূমি সমূহ Pdf

Geography of India GK Question and Answer

১০০+ ভূগোল প্রশ্ন উত্তর Pdf 





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.