দশম শ্রেনীর সিন্ধুতীরে কবিতার MCQ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Sindhutire MCQ Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেনীর সিন্ধুতীরে MCQ প্রশ্নোত্তর PDF. নিচে দশম শ্রেনীর সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। সিন্ধুতীরে কবিতার MCQ প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।
সিন্ধুতীরে - সৈয়দ আলাওল
‘সিন্ধুতীরে’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ আলাওলের ‘পদ্মাবতী’ কাব্য থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে সৈয়দ আলাওলের ‘সিন্ধুতীরে’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।
সিন্ধুতীরে কবিতার MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Sindhutire MCQ Questions and Answers
১. ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি ‘পদ্মাবতী’ কাব্যের কোন্ খণ্ডেব তৰ্গত ?
(ক) দেশযাত্রা
(খ) খিলখণ্ড
(গ) পদ্মা-সমুদ্রখণ্ড
(ঘ) রত্নসেন-সাথীখণ্ড
উত্তরঃ (গ) পদ্মা-সমুদ্রখণ্ড
২. “দিব্য পুরী সমুদ্র মাঝার”-এ নিপতিতা হয়েছিল
(ক) কবি
(খ) পদ্মাবতী
(গ) রত্নসেন
(ঘ) সমুদ্রকন্যা
উত্তরঃ (খ) পদ্মাবতী
৩. “কন্যারে ফেলিল যথা…!”–কন্যাকে ফেলেছিল
(ক) সমুদ্রতীরে
(খ) রাজপুরীতে
(গ) সমুদ্রের মাঝখানে
(ঘ) পুষ্প কাননে
উত্তরঃ (গ) সমুদ্রের মাঝখানে
৪. দিব্য পুরী সমুদ্র মাঝার।’—“দিব্য পুরী’ বলতে এখানে বোঝানো হয়েছে
(ক) রাজপুরী
(খ) স্বর্গীয় পুরী
(গ) কুৎসিতপুরী
(ঘ) পাতালপুরী
উত্তরঃ (খ) স্বর্গীয় পুরী
৫. “নাহি তথা দুঃখ ক্লেশ…”—কোথায় ‘দুঃখ ক্লেশ’ ছিল না?
(ক) রাজপুরীতে
(খ) স্বর্গলোকে
(গ) মর্ত্যলোকে
(ঘ) দিব্যপুরীতে
উত্তরঃ (ঘ) দিব্যপুরীতে
৬. “সমুদ্রনৃপতি সুতা…।”—সমুদ্রপতি সুতা কে?
(ক) পদ্মা
(খ) গঙ্গা
(গ) যমুনা
(ঘ) বেহুলা
উত্তরঃ (ক) পদ্মা
৭. সিন্ধুতীরের উপরের পর্বত ছিল-
(ক) ঘরবাড়িতে পূর্ণ
(খ) ফল-ফুলে সজ্জিত
(গ) পশুপাখিতে ভরা
(ঘ) জল-মানুষে পূর্ণ
উত্তরঃ (খ) ফল-ফুলে সজ্জিত
৮. “তাহাতে বিচিত্র টঙ্গি…।”—“টঙ্গি’ হল
(ক) দড়ি
(খ) ছবি
(গ) প্রাসাদ
(ঘ) ফুল
উত্তরঃ (গ) প্রাসাদ
৯. “সখীগণ করি সঙ্গে…।”—সখীদের সঙ্গে নিয়ে পদ্মাবতী কোথায় আসত?
(ক) উদ্যানে
(খ) রাজপুরীতে
(গ) খেলার মাঠে
(ঘ) রাজদরবারে
উত্তরঃ (ক) উদ্যানে
১০. “রূপে অতি রম্ভা জিনি…।”–রম্ভা হল
(ক) পদ্মাবতীর সখী
(খ) সতী নারী
(গ) স্বর্গের অপ্সরাবিশেষ
(ঘ) নারদের স্ত্রী
উত্তরঃ (গ) স্বর্গের অপ্সরাবিশেষ
১১. সমুদ্রকন্যা কীসে রম্ভাকে জয় করেছে?
(ক) কথায়
(খ) রূপে
(গ) অর্থে
(ঘ) জীবনী শক্তিতে
উত্তরঃ (খ) রূপে
১২. “বিস্মিত হইল বালা…।”—বালা কী দেখে বিস্মিত হয়েছিল?
(ক) নিপতিতা কন্যার অচৈতন্য অবস্থা দেখে
(খ) নিপতিতা কন্যার কুৎসিত রূপ দেখে
(গ) নিপতিতা কন্যার রূপের বাহার দেখে
(ঘ) নিপতিতা কন্যার চাহনি দেখে
উত্তরঃ (গ) নিপতিতা কন্যার রূপের বাহার দেখে
১৩. অনুমান করে নিজ চিতে।” –‘নিজ চিতে’ বলতে বোঝানো হয়েছে
(ক) নিজ মনে
(খ) নিজ হাতে
(গ) নিজ বুদ্ধিতে
(ঘ) নিজ কর্মফলে
উত্তরঃ (ক) নিজ মনে
১৪. “বেথানিত হৈছে কেশ-বেশ।”–‘বেথানিত’ অর্থে
(ক) বেদনাযুক
(খ) অসংবৃত
(গ) দৃষ্টিগোচর
(ঘ) ব্যাথায় নত
উত্তরঃ (খ) অসংবৃত
১৫. “বাহুর কন্যার জীবন।”—‘বাহরক’ শব্দের অর্থ হল
(ক) হস্তদ্বারা
(খ) ফিরে আসুক
(গ) অবসান হোক
(ঘ) বেরিয়ে যাক
উত্তরঃ (খ) ফিরে আসুক
১৬. “দণ্ড চারি এই মতে…।”—‘দণ্ড চারি’ হল
(ক) ৬০ মিনিট
(খ) ৭০ মিনিট
(গ) ৯০ মিনিট
(ঘ) ৯৬ মিনিট
উত্তরঃ (ঘ) ৯৬ মিনিট
১৭. “বহু যত্নে চিকিৎসিতে”–চেতনা ফিরে পেল
(ক) পঞ্চকন্যা
(খ) চিতোরের কন্যা
(গ) চিতোরের রানি
(ঘ) নাগকন্যা
উত্তরঃ (ক) পঞ্চকন্যা
Google News এ আমাদের ফলো করুন
ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুক, WhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।
Please do not share any spam link in the comment box