অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


পথের দাবী গল্পের MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Pather Dabi MCQ Questions and Answers

দশম শ্রেনীর পথের দাবী গল্পের MCQ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Pather Dabi MCQ Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পথের দাবী MCQ প্রশ্নোত্তর PDF. নিচে দশম শ্রেনীর পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। পথের দাবী গল্পের MCQ প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।

পথের দাবী গল্পের MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Pather Dabi MCQ Questions and Answers




পথের দাবী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

‘পথের দাবী’ গল্পটি প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাস থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ গল্পের গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।



পথের দাবী গল্পের MCQ প্রশ্নোত্তর (বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) - Pather Dabi MCQ Questions and Answers


1. তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল— 

(A) রেঙ্গুন 

(B) দিল্লি 

(C) কলকাতা 

(D) কোনোটিই নয় । 

Answer: (A) রেঙ্গুন


2. গিরীশ মহাপাত্রের পায়ে যে ফুল মোজা ছিল , তার রং-

(A) নীল 

(B) লাল 

(C) সবুজ 

(D) রামধুর মতো 

Answer: (C) সবুজ


3. গিরীশ মহাপাত্রের বুকপকেটের রুমালে কোন প্রাণীর অবয়ব ছিল ? 

(A) হরিণ 

(B) বাঘ 

(C) শেয়াল 

(D) হায়না 

Answer: (B) বাঘ


4. “ দয়ার সাগর ! পরকে সেজে দি , নিজে খাইনে । ” বক্তা হলেন— 

(A) জগদীশবাবু 

(B) অপূর্ব 

(C) নিমাইবাবু 

(D) গিরীশ মহাপাত্র 

Answer: (A) জগদীশবাবু


5. নিমাইবাবু জগদীশকে যেদিকে নজর দিতে বলেছিলেন— 

(A) বন্দরের দিকে 

(B) স্টেশনের দিকে 

(C) জাহাজঘাটের দিকে 

(D) রাত্রের মেল ট্রেনটার দিকে 

Answer: (D) রাত্রের মেল ট্রেনটার দিকে


6. সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন— 

(A) শিক্ষক 

(B) ডাক্তার 

(C) পুলিশ 

(D) কেরানি 

Answer: (B) ডাক্তার


7. গিরীশ মহাপাত্রের চোখ দু’টি ছিল— 

(A) ধূর্ততায় ভরা 

(B) নিষ্প্রভ ও বিষণ্ণ 

(C) উদাস ও স্নিগ্ধ 

(D) গভীর জলাশয়ের মতো 

Answer: (D) গভীর জলাশয়ের মতো


8. “ লোকটি কাশিতে কাশিতে আসিল ” –লোকটির বয়স ?

(A) সাতাশ আঠাশ 

(B) বত্রিশ – তেত্রিশ 

(C) পঁচিশ – ছাব্বিশ 

(D) ত্রিশ – বত্রিশ 

Answer: (D) ত্রিশ – বত্রিশ 


9. গিরীশ মহাপাত্রের মতে যা খণ্ডানো যায় না-

(A) কর্মফল 

(B) ললাটের লিখন 

(C) হাতের রেখা 

(D) ভাগ্য 

Answer: (B) ললাটের লিখন


10. “ আমি তাকে কাকা বলি ” - উক্তিটিতে কাকা হলেন— 

(A) তেওয়ারি 

(B) অপূর্ব 

(C) জগদীশবাবু 

(D) নিমাইবাবু 

Answer: (D) নিমাইবাবু


11. গিরীশ মহাপাত্র কোন দিকের রাস্তা ধরে প্রস্থান করল ? 

(A) পশ্চিম দিকের 

(B) উত্তর দিকের 

(C) পূর্ব দিকের 

(D) দক্ষিণ দিকের 

Answer: (B) উত্তর দিকের


12. “ কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ ; ” বক্তা হলেন— 

(A) অপূর্ব 

(B) রামদাস 

(C) জগদীশ 

(D) নিমাইবাবু 

Answer: (B) রামদাস


13. অপূর্বর বড়োবাবুর হাতে ছিল – 

(A) চিঠি 

(B) খাতা 

(C) বই 

(D) টেলিগ্রাম 

Answer: (D) টেলিগ্রাম


14. “ তুমি তো ইউরোপিয়ান নও । ” অপূর্বকে কথাটি বলেছিলেন— 

(A) বর্মার জেলাশাসক 

(B) বর্মার সাব – ইন্সপেক্টর 

(C) রেঙ্গুনের সাব – ইন্সপেক্টর

(D) বর্মার ইন্সপেক্টর 

Answer: (C) রেঙ্গুনের সাব – ইন্সপেক্টর


15. গাড়ি ছাড়তে বিলম্ব ছিল – 

(A) মিনিট পাঁচেক 

(B) মিনিট সাতেক 

(C) মিনিট আটেক 

(D) মিনিট দশেক 

Answer: (A) মিনিট পাঁচেক


16. “ টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত । ” উভয়ে বলতে বোঝানো হয়েছে— 

(A) অপূর্ব ও রামদাসকে 

(B) অপূর্ব ও আরদালিকে 

(C) অপূর্ব ও তেওয়ারিকে 

(D) অপূর্ব ও নিমাইবাবুকে 

Answer: (A) অপূর্ব ও রামদাসকে



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News

ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.