বাংলার ঋতুসৌন্দর্য প্রবন্ধ রচনা

বাংলার ঋতুসৌন্দর্য প্রবন্ধ রচনা PDF: বিভিন্ন পরীক্ষার জন্য বাংলার ঋতুসৌন্দর্য প্রবন্ধ রচনা PDF একটি গুরুত্বপূর্ন বিষয়। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার ঋতুসৌন্দর্য প্রবন্ধ রচনা PDF. নিচে বাংলার ঋতুসৌন্দর্য প্রবন্ধ রচনা PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।

বাংলার ঋতুসৌন্দর্য প্রবন্ধ রচনা



বাংলার ঋতুসৌন্দর্য প্রবন্ধ রচনা




বাংলার ঋতুসৌন্দর্য 

অথবা, বাংলার ঋতু বৈচিত্র্য প্রবন্ধ রচনা

অথবা, প্রবন্ধ রচনা বাংলার ঋতু বৈচিত্র

অথবা, ঋতু বৈচিত্র্য প্রবন্ধ রচনা

অথবা, তোমার প্রিয় ঋতু প্রবন্ধ রচনা

অথবা, ঋতুরঙ্গ রচনা


ভূমিকা:


“বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ

খুঁজিতে যাই না আর৷”


রূপ-রং-বৈচিত্র্যে ভরা এই বাংলা আমাদের ‘রূপসী বাংলা’৷ ঋতুতে ঋতুতে এই বাংলা তার রূপের পসরা সাজিয়ে আমাদের মুগ্ধ করেছে৷ পল্লিবাংলা মানে শ্যামলে-সবুজে ঘেরা সাজানো মাঠ, হিজল-বট-কাঁঠালের সারি, চাঁদ আর নক্ষত্রে সাজানো ঝলমলে আকাশ৷ গ্রামবাংলার ছড়ানো প্রকৃতির চিত্রপটে গ্রামীণ প্রকৃতি হয়ে ওঠে লাবণ্যময়ী, বৈচিত্র্যময়ী৷


বাংলার ঋতুর পর্যায়ক্রম:

প্রকৃতির রঙ্গমঞ্চে বছরে ছটি ঋতুর আবর্তন ঘটে৷ প্রতিটি ঋতুই পৃথক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল৷ গ্রীষ্ম মানেই রুক্ষতা আবার বর্ষা মানেই সজলতা৷ একইভাবে শরৎ, হেমন্ত, শীত, বসন্ত- প্রতিটি ঋতুই পৃথক সৌন্দর্য এবং অভিনবত্বের প্রকাশক৷ এক এক ঋতুতে প্রকৃতি তার রূপের বদল ঘটায়৷


গ্রীষ্মকালীন রুক্ষতা:

বৈশাখ এবং জ্যৈষ্ঠ- এই দুই মাস নিয়েই গ্রীষ্মকাল৷ গ্রীষ্মের প্রকাশ রুক্ষতায়, শুষ্কতায় এবং রিক্ততায়৷ এই সময় সূর্য প্রকৃতিকে দগ্ধ করে সবুজ সৌন্দর্যকে পুড়িয়ে দেয়৷ মাটি ফেটে চৌচির হয়ে যায়৷ তৃষ্ণয় প্রাণীকুল চাতকের মতো হাহাকার করে৷ প্রকৃতির এই রুক্ষতার মাঝেই আগমন ঘটে কালবৈশাখীর৷ তার ভয়ংকর রূপ প্রকৃতিকে করে তোলে বিপর্যস্ত৷ এই রুদ্র বৈশাখেই পালিত হয় রবীন্দ্রনাথের জন্মোৎসব৷ রুক্ষতার মাঝেও কবিতা ও গানে স্নিগ্ধ হয়ে ওঠে বাঙালির মন৷


বঙ্গে বর্ষা:

গ্রীষ্মের পর আসে বর্ষা৷ অরণ্যে-প্রান্তরে জেগে ওঠে আনন্দের হিল্লোল৷ রসসিক্ত হয়ে ওঠে রুক্ষ প্রকৃতি৷ বর্ষার সমাগমে কবিহৃদয় আনন্দে আত্মহারা-


“হৃদয় আমার নাচে রে আজিকে

ময়ূরের মতো নাচে রে”

বর্ষা মৃতপ্রায় প্রকৃতির বুকে প্রাণের সঞ্চার ঘটায়৷ মৃত্তিকা হয়ে ওঠে শস্য-শালিনী৷ খাল-বিল, নদীনালা ভরে বর্ষার অমৃত ধারায়৷ কদম্ব, বেল, গন্ধরাজ, পদ্ম, কেতকী, জুঁই ফুলের ডালি সাজিয়ে তোলে রূপময়ী প্রকৃতিকে৷ এ সময় অসুখবিসুখের প্রকোপ দেখা গেলেও বর্ষার কোমলতা ও মাধুর্য সকলের মনকে হর্ষে ভরিয়ে তোলে৷


ঋতুরানির আগমন:

বর্ষার পরে হিমেল হাওয়ায় দোলা খেতে খেতে আসে ঋতুরানি শরৎ৷ এ সময় প্রকৃতি অপরূপ সৌন্দর্যে ভরে ওঠে৷ নীল আকাশের বুকে ভেসে যায় সাদা মেঘের ভেলা৷ কাশফুলের মেলা, শিউলির সুগন্ধ ছড়িয়ে পড়ে প্রকৃতিতে৷ শিশির ভেজা প্রকৃতির অপরূপ সৌন্দর্য একমাত্র শরৎ প্রকৃতিতেই লক্ষ করা যায়৷ শরৎ মানেই পুজোর ঋতু৷ এ সময়ে সর্বত্র বাঙালি দুর্গা পুজোর আনন্দে মেতে ওঠে৷ শহরের অলিতে-গলিতে আলোর রোশনাই শরৎ প্রকৃতিতে অসামান্য রূপে সাজিয়ে তোলে৷ একে একে লক্ষ্মীপুজো, কালীপুজো, ভ্রাতৃদ্বিতীয়া- প্রভৃতি নানা উৎসবে উদ্‌বেল হয়ে ওঠে প্রকৃতি৷


বঙ্গে হেমন্ত ঋতু:

শরতের পরই আসে হেমন্তকাল৷ হেমন্ত যেন শরতেরই বিদায়ী রূপ৷ শরতের পরে হেমন্তের প্রকৃতিতে বিরাট কোনো পরিবর্তন লক্ষিত হয় না৷ এ সময় ফসলের সম্ভার নিয়ে হাজির হয় প্রকৃতি৷ সোনার ধানে ভরে যায় খেতখামার৷ এই ঋতুতে প্রকৃতি তার শারদ সৌন্দর্য একটু একটু করে হারিয়ে রিক্ত হতে শুরু করে৷


বঙ্গে শীতকাল:

হেমন্তের পরে বঙ্গে শীত ঋতুর আগমন ঘটে৷ এই ঋতুতে মানুষের শরীরে, চেহারায় যেমন রুক্ষতা নেমে আসে, তেমনি সবুজ গাছপালা তার সৌন্দর্য হারিয়ে ক্রমশ রিক্ত হয়ে ওঠে৷ হরিদ্রা বর্ণ ধারণ করে গাছের পাতা৷ হিমেল হাওয়া এই ঋতুর বৃক্ষরাজিকে নিরাভরণ করে তোলে৷ তবুও প্রত্যুষে ঝরে পড়া শিশির সবুজ মাঠের বুকে সূর্যের আলোতে যখন ঝলমল করে ওঠে, তখন সহজেই শীতের রিক্ততা আমাদের মনে মুগ্ধতা এনে দেয়৷ দোপাটী, গাঁদা, অতসী- ইত্যাদি ফুলের পসরা সাজিয়ে আসে শীত ঋতু৷ পাশাপাশি এই ঋতু তরতাজা রকমারি শাকসবজির ঋতু৷


ঋতুরাজ বসন্ত:

শীতের পরে কুহুধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে আসে বসন্ত ঋতু৷ চিরযৌবনের প্রতীক এই বসন্ত ঋতু৷ বসন্তের আগমনে নবপল্লবে জাগে প্রাণের সাড়া৷ মল্লিকা, চাঁপা, পলাশ, বকুল, অশোক, কৃষ্ণচূড়া ফুলের সমারোহে বসন্ত প্রকৃতি রঙিন হয়ে ওঠে৷ এই ঋতুতে আসে হোলির উৎসব৷ রঙিন আবির ছড়িয়ে রঙের উৎসবে মেতে ওঠে বাংলার মানুষ৷ নবীনতায়, উচ্ছলতায়, প্রাণপ্রাচুর্যে ভরা বসন্ত ঋতু৷ বিদায়ের কালে এই ঋতু যেন চারিদিক নিঃস্ব-রিক্ত করে চলে যায়৷ শুরু হয় নতুন ঋতুচক্র৷


উপসংহার:

প্রকৃতির এই লীলাবৈচিত্র্য চলে সারাবছর ধরে৷ এক ঋতু যায়, আরেক ঋতু আসে; তারই সঙ্গে চলে প্রকৃতির বিচিত্র সাজের খেলা৷ ঋতুতে ঋতুতে প্রকৃতি প্রকাশ করে তার রূপময়তা৷ ভিন্ন রূপে ভিন্ন সাজে প্রকৃতি বিমুগ্ধ করে পল্লিবাংলার মানুষকে৷ পল্লিবাংলার বুকে প্রকৃতি-রাজ্যের এই রূপসৌন্দর্য অপার এবং অভিনব৷


Also Read:

❏ বাংলা ব্যাকরণ বই PDF Free

❏ Bengali to English Translation writing Pdf

❏ সমার্থক শব্দের তালিকা Pdf

❏ বাংলা ব্যাকরণ বাক্য ও বাচ্য Pdf

❏ Bengali Grammar Pdf

❏ সন্ধি বিচ্ছেদ Pdf

Download বাংলার ঋতুসৌন্দর্য প্রবন্ধ রচনা


File Details:-

File Name:- বাংলার ঋতুসৌন্দর্য প্রবন্ধ রচনা [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:

❏ বাংলা প্রতিবেদন রচনা Pdf

❏ অনুবাদ লিখন বাংলা থেকে ইংরাজি Pdf

❏ বাংলা ব্যাকরণ বই Pdf

❏ বাংলা ব্যাকরণ বচন Pdf

❏ 900 + সমার্থক শব্দ তালিকা Pdf

❏ 400+ বাগধারা তালিকা







Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.