অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


আফ্রিকা কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Africa SAQ Question Answer

দশম শ্রেনীর আফ্রিকা কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Africa SAQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেনীর আফ্রিকা SAQ প্রশ্নোত্তর PDF. নিচে দশম শ্রেনীর আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। আফ্রিকা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ন।


আফ্রিকা কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Africa SAQ Question Answer




আফ্রিকা - রবীন্দ্রনাথ ঠাকুর

‘আফ্রিকা’ কবিতাটি প্রখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পত্রপুট’ কাব্য থেকে গৃহিত হয়েছে। আলোচ্য পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতার গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ), অতিসংক্ষিপ্ত প্রশ্ন (SAQ), সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলি তুলে ধরা হল।



আফ্রিকা কবিতার SAQ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Africa SAQ Question Answer

১. স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে কী করেছিল?

উত্তরঃ স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিল।

২. স্রষ্টা অধৈর্য হয়ে কী করেছিল? উত্তরঃ স্রষ্টা অধৈর্য হয়ে ঘনঘন মাথা নাড়ছিল।

৩. ‘শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে’ – কেমন করে?

উত্তরঃ বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনিনাদে আপনাকে উগ্র করে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল।

৪. ‘কালাে ঘােমটার নীচে’ কী ছিল?

উত্তরঃ কালো ঘোমটার নীচে আফ্রিকার মানবরূপ ঢাকা পড়েছিল।

৫. ‘এল ওরা লােহার হাতকড়ি নিয়ে’- লােহার হাতকড়ি দিয়ে কী করেছিল?

উত্তরঃ লোহার হাতকড়ি দিয়ে তারা আফ্রিকার নিরীহ মানুষদের দাস বানিয়েছিল।

৬. ‘এল মানুষ ধরার দল’ – এদের প্রকৃতি কেমন?

উত্তরঃ এরা ছিল সভ্যতার গর্বে অন্ধ এবং এদের নখ ছিল আফ্রিকার নেকড়ের নখের চেয়েও তীক্ষ্ণ।

৭. ‘নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতাকে’- কীভাবে?

উত্তরঃ আফ্রিকার সহজ সরল মানুষের উপর অকথ্য নির্যাতন করে ঔপনিবেশিক শক্তি নিজেদের নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করেছিল।

৮. ‘পঙ্কিল হলাে ধূলি’- কীভাবে?

উত্তরঃ আফ্রিকার মানুষের রক্তে-অশ্রুতে পঙ্কিল হয়েছিল ধূলি।

৯. ‘সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়’- কী হচ্ছিল?

উত্তরঃ সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। 

১০. কবির সংগীতে কী বেজে উঠেছিল?

উত্তরঃ কবির সংগীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা।



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News

ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.