নবান্ন স্কলারশিপ 2021 - Nabanna Scholarship 2021: মেধাবী অথচ আর্থিক ভাবে অসচ্ছল ছাত্র ছাত্রীদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ত্রাণ তহবিল থেকে প্রতিবছর স্কলারশিপ প্রদান করে থাকে। এই স্কলারশিপের মূল নাম নবান্ন স্কলারশিপ 2022 - Nabanna Scholarship 2022, উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এই স্কলারশিপটির নাম উত্তরকন্যা স্কলারশিপ 2021। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাস করে নতুন কোর্সে ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপ আবেদন অফলাইন -এ করা যায়।
যোগ্য ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এই নবান্ন স্কলারশিপে ছাত্র-ছাত্রীদের প্রতিবছর 10,000 থেকে 20,000 টাকা প্রদান করা হয়। স্কলারশিপ এর পরিমান নির্ভর করে তাদের বর্তমান কোর্সের খরচের উপর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তহবিল স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।
নবান্ন স্কলারশিপ 2021 - Nabanna Scholarship 2021
Nabanna Scholarship 2022 |
---|
স্কলারশিপের নাম | নবান্ন স্কলারশিপ |
প্রদানকারী দপ্তর | পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ত্রাণ তহবিল |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদন শুরু | নির্দিষ্ট সময় নেই |
আবেদন শেষ | নির্দিষ্ট সময় নেই |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbcmo.gov.in |
Nabanna Scholarship 2022 Official Website
নবান্ন স্কলারশিপ 2022 |
---|
বর্তমান কোর্সের নাম | নূন্যতম নম্বর | স্কলারশিপ এর পরিমান |
মাধ্যমিক (X) | মাধ্যমিকে 65% নাম্বার | প্রতি মাসে 1000 টাকা |
উচ্চ মাধ্যমিক (XII) | উচ্চমাধ্যমিকে 60% নাম্বার | প্রতি মাসে 10000 টাকা |
স্নাতক | স্নাতক কোর্সে 55% নাম্বার | প্রতি মাসে 10000 থেকে 20000 টাকা |
নবান্ন স্কলারশিপ 2022 - Nabanna Scholarship 2021
নবান্ন স্কলারশিপ 2021-2022 প্রয়োজনীয় যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন বোর্ড, কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে, পশ্চিমবঙ্গের কোন স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাই স্কলারশিপের জন্য যোগ্য।
- যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে অথবা উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার নিয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা কলেজে 55% নাম্বার নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে।
- যারা স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপটির জন্য যোগ্য তারা, নবান্ন স্কলারশিপের (Nabanna Scholarship) জন্য আবেদন করতে পারবে না।
- আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 60,000 টাকার কম হতে হবে তবেই সে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তহবিল নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
- যে সমস্ত ছাত্রছাত্রী আগে থেকেই অন্য কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থার কাছ থেকে স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।
নবান্ন স্কলারশিপ 2021-2022 অফলাইন আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি অফলাইন। এই স্কলারশিপের জন্য আবেদন দুই ভাবে করা যায়। সাদা কাগজে নিজের হাতে লেখা একটি আবেদন পত্র তৈরি করে স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে অথবা আমাদের এই ওয়েবসাইট থেকে স্কলারশিপের আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়েও আবেদন করা যেতে পারে। নবান্ন স্কলারশিপ আবেদন এর জন্য নিচের পদ্ধতি গুলো নিম্নরূপ।
- সবার প্রথমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপ এর আবেদন ফর্ম ডাউনলোড করে নেওয়া যেতে পারে অথবা সাদা কাগজের নিজের হাতে একটি ফর্ম তৈরি করে নিতে হবে।
- এরপর ওই আবেদনপত্রটির সাথে নিজ এলাকার MLA-এর সুপারিশ পত্র (MLA Recommendation Form) ও তোমার নিজের ও স্ব-ঘোষনা পত্র (Self-Declaration Form) যোগ করতে হবে।
- এবার আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র যোগ করতে হবে, কি কি কাগজ লাগবে তা নিচে দেওয়া আছে।
- আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র একসাথে করে নিচের ঠিকানায় জমা করে আসতে হবে। ঠিকানা নিম্নে দেওয়া আছে।
- নবান্ন অথবা উত্তরকণ্যা-তে আবেদনপত্রটি জমা দেওয়ার পর আবেদনকারীকে প্রমান স্বরুপ একটি কম্পিউটার রিসিপ্ট কাগজ দেয়া হবে। যেটি দিয়ে পরবর্তী ক্ষেত্রে এই স্কলারশিপের আবেদনের স্থিতি জানা যাবে।
নবান্ন স্কলারশিপ 2022 প্রয়োজনীয় কাগজপত্র:
- আবেদন পত্র।
- শেষ পরীক্ষার মার্কশীট এর ফটোকপি।
- বর্তমান কোর্সে ভর্তির রশিদ।
- সেলফ ডিক্লারেশন কপি।
- কোন A-ক্যাটেগরির গেজেটেড অফিসারের কাছ থেকে নেওয়া বাৎসরিক আয়ের সার্টিফিকেট ।
- ব্যাঙ্ক একাউন্ট এর ফটোকপি।
- এন্ট্রান্স পরীক্ষার রেঙ্ক কার্ড। (যদি প্রযোজ্য হয়)
নবান্ন স্কলারশিপের আবেদন পত্র জমা করার ঠিকানা |
---|
দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য | Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102 |
উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য | Uttar Kanya, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015 |
নবান্ন স্কলারশিপ 2022 অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:
- কেবলমাত্র আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারেন।
- ছাত্র-ছাত্রীরা এই পোষ্টের মাধ্যমেও পাঠাতে পারে কিন্তু সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।
- পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোন শেষ তারিখ নেই।
- ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যেকোনো সময় এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।তবে মোটামুটি ভাবে ডিসেম্বর মাসের মধ্যে জমা করা বাঞ্চনীয়।
- নবান্ন স্কলারশিপে প্রাপ্ত টাকার অংক বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম।
- নিজের আবেদন পত্রের স্ট্যাটাস জানার জন্য ছাত্রছাত্রীরা রিসিপ্ট কপি নিয়ে নবান্ন অথবা উত্তরকন্যা তে যোগাযোগ করতে পারে।
- এই প্রকল্পের সরকারি ওয়েবসাইট- wbcmo.gov.in
নবান্ন স্কলারশিপ 2021 প্রার্থী বাছাই পদ্ধতি:
- মেধা এবং পারিবারিক বাৎসরিক আয়ের উপর ভিত্তি করে এই নবান্ন স্কলারশিপ এর জন্য প্রার্থী বাছাই করা হয়।
- ছাত্র-ছাত্রী আবেদনপত্র জমা দেয়ার পর কর্তৃপক্ষ সেই আবেদনপত্র ভালো করে খুঁটিয়ে দেখে এবং তারপর নির্বাচিত তারপর ছাত্র বা ছাত্রী কে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়।
- নির্বাচিত ছাত্র -ছাত্রী রা তাদের প্রাপ্ত টাকা নিজের ব্যাঙ্ক একাউন্ট এ পায়ে যাবে।
নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ ফর্ম পিডিএফ ডাউনলোড |
---|
নবান্ন আবেদন পত্র | Click Here |
উত্তরকন্যা আবেদন পত্র | Click Here |
এম. এল. এ রেকমেন্ডেশন ফরমেট | Click Here |
সেল্ফ ডিক্লেরেশন ফরমেট | Click Here |
নবান্ন স্কলারশিপ 2022 অনলাইন আবেদন পদ্ধতি ?
শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারে। নিচে অফলাইন আবেদন পদ্ধতি গুলি দেখুন-
- সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন এবং এটি মুদ্রণ করুন।
- আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন এবং এর সাথে প্রয়োজনীয় সংযুক্ত করুন।
- সমস্ত পৃষ্ঠা স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করুন।
- এখন পিডিএফ ফাইল পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল শিক্ষা দপ্তরের এই অফিসিয়াল ইমেইল ঠিকানায়।
- অফিসিয়াল ইমেইল ঠিকানা হল, wbcmrfedu2020@gmail.com।
- ইমেইল সাবজেক্ট অপশনে স্কলারশিপের জন্য APPLICATION FORM লিখুন।
- যদি আপনি নবান্ন স্কলারশিপের জন্য নির্বাচিত হন, তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করবে অন্যথায় আপনি তাদের কাছ থেকে কোনো উত্তর নাও পেতে পারেন।
- আপনি আপনার একাডেমিক বিবরণ এবং অন্যান্য তথ্য উল্লেখ করে ইমেল বডিতে একটি আবেদন লিখতে পারেন।
নবান্ন স্কলারশিপ 2021 - Nabanna Scholarship 2022 হেল্পলাইন
স্কলারশিপের অনলাইন আবেদনের সময় কোন সমস্যা হলে অথবা অন্যান্য কোন জরুরী তথ্যের জন্য Nabanna Scholarship 2022 - নবান্ন স্কলারশিপের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।
মেইল: wbcmrfedu2020@gmail.com
Scholarship |
---|
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
Please do not share any spam link in the comment box