PSC Current Affairs 10th October 2021 - 10th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs
PSC Current Affairs 10th October 2021 - 10th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs
❏ গ্রিন স্ট্রাটেজিক পার্টনারশিপ কে এগিয়ে নিয়ে যেতে ভারত ডেনমার্কের সাথে 4 টি চুক্তি স্বাক্ষর করলো।
❏ প্রাক্তন ইরান রাষ্ট্রপতি Abolhassan Banisadr সম্প্রতি প্রয়াত হলেন।
❏ প্রখ্যাত মালয়ালম লেখক Benyamin তার লেখা বই ‘Manthalirlie 20 Communist Varshangal’ এর জন্য 45 তম Vayalar Ramavarma মেমোরিয়াল লিটারারি অ্যাওয়ার্ড পেলেন।
❏ অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে DRDO চেয়ারম্যান জি সতীশ রেড্ডি কে আর্যভট্ট অ্যাওয়ার্ড এ সম্মানিত করা হলো।
❏ প্রখ্যাত তেলেগু চলচ্চিত্র নির্মাতা বি গোপাল কে চতুর্থ সত্যজিত রায় অ্যাওয়ার্ড এ সম্মানিত করা হতে চলেছে।
Also Read:
❏ সার্বিয়ান উকিল Nikola Kovacevic UNHCR রিফিউজি অ্যাওয়ার্ড জিতলেন।
❏ UDAN স্কিমের অধীনে মহারাষ্ট্রের গ্রিনফিল্ড সিন্ধুদুর্গ এয়ারপোর্ট এর উদ্বোধন করলেন সিভিল এভিয়েশন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
❏ ভান ধ্যান যোজনা ( Van Dhan Yojana ) কে বাস্তবায়িত করতে জম্মু-কাশ্মীর সরকারের সাথে TRIFED সংস্থা চুক্তি স্বাক্ষর করতে চলেছে।
❏ আসামের কামরূপ জেলায় ব্রহ্মপুত্র নদীর উপর 3 কিমি দৈর্ঘ্যের 4 টি লেন-ব্রিজ গড়ে তোলার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
❏ প্রতিবছর 10 ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়, এবছরের থিম – Mental health in an unequal world.
Also Read:
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
Please do not share any spam link in the comment box