Most Important Current Affairs 3rd October 2021 - 3rd অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs

Most Important Current Affairs 3rd October 2021 - 3rd অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs

Most Important Current Affairs 3rd October 2021 - 3rd অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs

Most Important Current Affairs 3rd October 2021 - 3rd অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs


❏ কেন্দ্রীয় সরকার মহানগর টেলিফোন নিগম লিমিটেড (MTNL) এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে পি কে পুরয়ার আরো এক বছরের জন্য বহাল রাখলো।

❏ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরী করতে চলেছে।

❏ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বছ ভারত মিশন-আরবান 2.0 এবং অটল মিশন ফর রিজুভিনেশন এন্ড আরবান ট্রান্সফরমেশন (AMRUT) 2.0 লঞ্চ করলেন।

❏ এয়ার মার্শাল সন্দীপ সিং ইন্ডিয়ান এয়ার ফোর্সের ভাইস-চিফ পদের দায়িত্ব নিলেন।

❏ ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করতে মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ (MoFPI) ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) এর সাথে চুক্তি স্বাক্ষর করলো।


Also Read:


❏ এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2021 এ ভারতীয় দল ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়লো।

❏ উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু দেশের বয়স্ক নাগরিকদের জন্য ‘SACRED (Senior Able Citizens for Re-Employment in Dignity)’ পোর্টাল লঞ্চ করলেন।

❏ মেঘালয় রাজ্যের মুখ্য সচিব পদে আইএএস অফিসার Rebecca Vanessa Suchiang কে নিযুক্ত করা হলো।

❏ ইন্ডিয়ান স্টিল এসোসিয়েশনের সেক্রেটারি-জেনারেল এবং এক্সিকিউটিভ প্রধান পদে অলোক সহায় কে নিযুক্ত করা হলো।

❏ কম্পিটিশন কমিশন প্রধান অশোক কুমার গুপ্ত কে ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি (NFRA) এর চেয়ারপার্সন পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.