Gk And Current Affairs 6th October 2021 - 6th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs
Gk And Current Affairs 6th October 2021 - 6th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs
❏ আসামের গুয়াহাটি তে মহাবাহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টারের উদ্বোধন করলেন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু।
❏ প্রফেসর Eric A. Hanushek এবং ড: রুকমিনি ব্যানার্জী কে 2021 Yidan প্রাইজে সম্মানিত করা হলো।
❏ কনজিউমার ইলেকট্রনিক্স এন্ড অ্যাপ্ল্যায়েন্সেস ম্যানুফ্যাকচারস এসোসিয়েশনের (CEAMA) প্রেসিডেন্ট পদে এরিক ব্রাগাঞ্জা কে নিযুক্ত করা হলো।
❏ ভারতীয় নৌ-বাহিনীর সাথে জোটবদ্ধ হয়ে ভারতীয় স্টেট ব্যাঙ্ক NAV-eCash কার্ড লঞ্চ করলো।
❏ কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী মানসুখ মান্ডাভিয়া উত্তর-পূর্ব রাজ্য গুলির জন্য ড্রোন-ভিত্তিক ভ্যাকসিন ডেলিভারি মডেল ‘i-Drone (Drone Response and Outreach in North East)’ লঞ্চ করলেন, এটি তৈরী করেছে ICMR.
Also Read:
❏ মহারাষ্ট্রের আলিবাগের সাদা পেঁয়াজ জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো।
❏ প্রথমবার অনুষ্ঠিত মেল্টওয়াটার চ্যাম্পিয়ন চেস ট্যুর জিতলেন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন।
❏ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী ভাজপাইয়ের প্রাইভেট সেক্রেটারি শক্তি সিনহা প্রয়াত হলেন।
❏ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাখনৌ তে ‘Azadi@75 – New Urban India : Transforming Urban Landscape’ কনফারেন্স-কাম-এক্সপো এর উদ্বোধন করলেন।
❏ রসায়ন বিভাগে 2021 নোবেল প্রাইজ জিতলেন Benjamin List এবং David W. C. MacMillan.
Also Read:
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
Please do not share any spam link in the comment box