Current Affairs Updated 30th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
Current Affairs Updated 30th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
❏ লোকসভা স্পিকার ওম বিড়লা ন্যাশনাল ইন্টিগ্রেটেড ডেটাবেস অফ হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিম (NIDHI 2.0) লঞ্চ করলেন
❏ ‘Rupay On-the-Go’ পেমেন্ট সলিউশন লঞ্চ করার জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) YES ব্যাঙ্কের সাথে জোটবদ্ধ হলো
❏ সায়েন্স এবং টেকনোলজি প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিংহ ‘AmritGrand Challenge Program’ বা ‘জনকেয়ার’ লঞ্চ করলেন
❏ সম্প্রতি উত্তর কোরিয়া নতুন হাইপারসনিক মিসাইল ‘Hwasong – 8’ এর সফল পরীক্ষণ সম্পন্ন করল
❏ ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশন (NBA) এর ব্র্যান্ড আম্বাসাডর পদে বলিউড অভিনেতা রনবীর সিং কে নিযুক্ত করা হলো
Also Read:
❏ ইয়েমেনের ‘Jeel Albena Association for Humanitarian Development’ সংস্থা 2021 UNHCR নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড জিতলো
❏ প্রতিবছর 30 শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড মেরিটাইম দিবস হিসেবে পালিত হয়, এ বছরের থিম – ‘Seafarers at the core of shipping future’,এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে পালিত হয়, এ বছরের থিম – ‘United in Translation’
❏ Indra Nooyi নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'The secrets to balancing work and family life'
❏ স্মল স্যাটেলাইট জয়েন্ট ডেভেলপমেন্ট এর জন্য ভারত এবং ভুটান চুক্তি স্বাক্ষর করলো
❏ দুই দেশের মধ্যে মেরিটাইম সিকিউরিটি সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত এবং ওমান চুক্তি স্বাক্ষর করলো
Also Read:
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Please do not share any spam link in the comment box