Current Affairs For SSC Cgl 12th October 2021 - 12th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs
Current Affairs For SSC Cgl 12th October 2021 - 12th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs
❏ ফুটবল ফেডারেশন FIFA ভারতে অনুষ্ঠিত হতে চলা মহিলা 2022 অনুর্দ্ধ – 17 ওয়ার্ল্ড কাপের জন্য ‘Ibha’ ম্যাস্কট লঞ্চ করলো।
❏ দিল্লীর সরকারী স্কুলের ছাত্র-ছাত্রীদের সঠিক কেরিয়ার বেছে নেওয়ার পরামর্শ দিতে দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ‘Desh Ke Mentor’ প্রোগ্রাম লঞ্চ করলেন।
❏ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পরিবর্তে জয়পুর আন্তর্জাতিক এয়ারপোর্ট এর সম্পূর্ণ দায়িত্ব নিলো আদানি গ্রুপ।
❏ তামিলনাডু তে প্রাপ্ত এক বিশেষ ধরনের লবঙ্গ ‘কন্যাকুমারী লবঙ্গ’ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো।
❏ জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা Nedumudi Venu সম্প্রতি প্রয়াত হলেন।
Also Read:
❏ পোর্ট অপারেশনের ডিজিটাল মনিটরিং এর জন্য কেন্দ্রীয় সরকার ‘MyPortApp’ লঞ্চ করলো।
❏ ভারতীয় রেলওয়ে দুটি দুরপাল্লার মালবাহী ট্রেন ‘Trishul’ এবং ‘Garuda’ লঞ্চ করলো।
❏ প্রতিবছর 12 ই অক্টোবর বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালন করা হয়, এবছরের থিম – Don’t Delay, Connect Today : Time2Work.
❏ প্রাক্তন SBI চেয়ারম্যান রাজনিশ কুমার নতুন একটি বই লিখলেন যার শিরোনাম – ‘The Custodian of Trust – A Banker’s Memoir’.
❏ অর্থ মন্ত্রকের মুখ্য অথনৈতিক উপদেষ্টা পদ থেকে অবসর গ্রহণ করলেন কে ভি সুব্রামনিয়াম।
Also Read:
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here
Please do not share any spam link in the comment box