2021 Current Affairs In Bengali 7th October - 7th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs

2021 Current Affairs In Bengali 7th October - 7th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs

2021 Current Affairs In Bengali 7th October - 7th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs

2021 Current Affairs In Bengali 7th October - 7th অক্টোবর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs


❏ ব্যাঙ্কিং নেটওয়ার্ক এর মাধ্যমে প্রত্যক্ষ কর এবং অপ্রত্যক্ষ কর সংগ্রহের মান্যতা পেলো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেড। 

❏ মহিলা স্বাস্থ্য সুরক্ষা কে প্রাধান্য দিয়ে অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি ‘Swechha’ প্রোগ্রাম লঞ্চ করলেন।

❏ পেরু তে অনুষ্ঠিত ISSF জুনিয়র ওয়ার্ল্ড চাম্পিয়নশিপে পুরুষদের 50 মিটার রাইফেল প্রতিযোগিতায় সোনা জিতলেন Aishwary Pratap Singh.

❏ UNICEF এর গ্লোবাল ফ্লাগশিপ পাবলিকেশন ‘The State of the World’s Children 2021’ রিপোর্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্ডাভিয়া।

❏ সাহিত্যে নোবেল প্রাইজ 2021 সম্মান পেলেন উপন্যাসিক আব্দুলরাজাক গুর্নাহ। 


Also Read:


❏ ভারতের প্রথম ই-ফিশ মার্কেট ‘App Fishwaale’ আসামে লঞ্চ করা হলো।

❏ প্রখ্যাত টেলিভিশন চরিত্র অরবিন্দ ত্রিভেদী সম্প্রতি প্রয়াত হলেন, এছাড়া প্রয়াত হলেন আরো এক বিখ্যাত টেলিভিশন চরিত্র ঘনশ্যাম নায়েক।

❏ অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত পিঙ্ক-বল দিবারাত্রির টেস্ট ম্যাচে প্রথম ভারতীয় মহিলা হিসাবে সেঞ্চুরি করলেন স্মৃতি মন্দনা। 

❏ ক্রিপট কারেন্সি সচেনতনতা বাড়িয়ে তুলতে CoinDCX বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো।

❏ ভারত এবং জাপানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন ‘JIMEX – 21’ এর পঞ্চম সংস্করণ আরবসাগরে শুরু হলো।


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.