Yuvashree Prakalpa - যুবশ্রী প্রকল্প: প্রত্যেক বছর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্প-এর মাধ্যমে। Yuvashree Prakalpa- "বেকার ভাতা / যুব উৎসাহ ভাতা" যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2021.
Yuvashree Prakalpa Apply Online - যুবশ্রী প্রকল্প আবেদন করুন অনলাইন জানুন বিস্তারিত
WB Employment Bank |
---|
প্রকল্পের নাম | যুবশ্রী প্রকল্প |
---|---|
কারা পাবেন | বেকার যুবক-যুবতী |
মাসিক টাকা | 1500 টাকা |
বছরে টাকা | 18 হাজার |
টাকা দেওয়া হয় | সরাসরি ব্যাঙ্ক খাতায় |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
আবেদন শুরু | নির্দিষ্ট সময় নেই |
আবেদন শেষ | নির্দিষ্ট সময় নেই |
আবেদন মাধ্যম | আনলাইন এবং অফলাইন |
Yuvashree Prakalpa Apply Online - যুবশ্রী প্রকল্প আবেদন করুন অনলাইন জানুন বিস্তারিত
Yuvashree Prakalpa - যুবশ্রী প্রকল্প কি বা কাকে বলে ?
পশ্চিমবঙ্গের বেকারদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এই যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) শুরু হয়। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। অর্থাৎ বছরে ১৮ হাজার টাকা।
পশ্চিমবঙ্গ Yuvashree Prakalpa - যুবশ্রী প্রকল্প এর যোগ্যতা কি লাগবে:
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- প্রতি পরিবারে একজন বেকার সদস্যকে দেয়া হবে।
- একজন বেকার যুবক/যুবতী হতে হবে।
- Employment Bank-এ নাম নথিভুক্ত করে রাখতে হবে।
- ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করতে হবে।
- যুবকের বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে। ১ এপ্রিল ২০২১ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে।
- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনে কোনোরকম ঋণ না নেওয়া যুবক-যুবতী।
Yuvashree Prakalpa - যুবশ্রী প্রকল্পের সুবিধা কি রয়েছে:
- বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন।
- চাকরিমুখী প্রশিক্ষণ করার সুবিধা।
- আর্থিক সহায়তা প্রদান করা।
Yuvashree Prakalpa - যুবশ্রী প্রকল্পের উদ্দেশ্যে কী?
যুবশ্রী প্রকল্প ২০২১-র প্রধান উদ্দেশ্য বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে।
Yuvashree Prakalpa - যুবশ্রী প্রকল্প এ কারা আবেদন করবেন?
পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য এই যুবশ্রী প্রকল্প। আর্থিক অবস্থা যেসমস্ত বেকার যুবক-যুবতীদের দুর্বল তাঁরা এই Yuvasree Scheme জন্য আবেদন করতে পারবেন।
Yuvashree Prakalpa - যুবশ্রী প্রকল্প এ আবেদন পদ্ধতি:
- প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক-এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে একটি পিডিএফ প্রিন্ট করতে হবে।
- সেটি প্রিন্ট করে সমস্ত ডকুমেণ্ট নিয়ে Employment Exchange-এ ৬০ দিনের মধ্যে যেতে হবে।
- অফিস থেকে একটি "User id and Password' দেওয়া হবে।
- সেটি দিয়ে পুনরায় ওয়েবসাইটে লগ ইন করে আবেদন করতে হবে।
- আবেদন কারার পরে সেটি গ্রাহ্য হলে আপনার আবেদন সফল হবে।
Yuvashree Prakalpa - যুবশ্রী প্রকল্পে রেজিস্ট্রেশন করার পদ্ধতি:
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।(@employmentbankwb.gov.in )
- এরপর "New Enrolment Job Seeker" লেখা স্থানে ক্লিক করুন।
- সমস্ত শর্তাবলী বলে ভালো করে পড়ুন তারপরে "Accept & Continue" করুন।
- এরপর প্রয়োজনীয় নিজের তথ্যগুলো বসিয়ে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন "Submit Button"-এ ক্লিক করে।
- নাম নথিভুক্ত ঠিক ভাবে হয়ে গেলে সবশেষে "রেজিস্ট্রেশন নম্বর" পাবেন সেটি লিখে রাখুন।
- এরপর নিকটবর্তী "Employment Exchange" অফিসে ৬০ দিনের মধ্যে গিয়ে নিজের নথিগুলো দেখিয়ে প্রোফাইলকে ভেরিফিকেসন করে ফেলুন।
- যুবশ্রী-প্রকল্প-আবেদন-পদ্ধতি
Yuvashree Prakalpa - যুবশ্রী প্রকল্প এ প্রয়োজনীয় নথিপত্র
- মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট জেরক্স।
- উচ্চশিক্ষা করা থাকলে সেটির সার্টিফিকেট।
- আধার কার্ডের জেরক্স।
- ভোটার কার্ড এবং প্যান কার্ড।
- নিজের ছবি।
- Curriculum vitae (CV/ বায়োডাটা)
- নিজের ব্যাংক অ্যাকাউন্ট বইয়ের জেরক্স।(প্রথম পেজের)
- এই প্রকল্পের Waiting List:
- প্রথমেই বলেছি যুবশ্রী প্রকল্পের তালিকা প্রকাশিত হয় আবেদন করার সময়ের ভিত্তিতে। এছাড়াও আর্থিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত বিচার করে তালিকা তৈরি হয়।
- অনেক সময় প্রথম তালিকাতে সকলের নাম থাকে না। তাই পরবর্তী Waiting List-এর জন্য সকলকে অপেক্ষা করতে হয় ।
Yuvashree Prakalpa - যুবশ্রী প্রকল্পর নতুন লিস্ট:
এই প্রকল্পের তালিকা তৈরি হয়ে থাকে First-Come-First-Basis-এ। অর্থাৎ যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আগে আবেদন করলে তাঁর নাম প্রথম দিকে নতুন লিস্টে এসে থাকে।
Yuvashree Prakalpa - যুবশ্রী প্রকল্পের বাছাই প্রক্রিয়া (Selection Process):
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক আর্থিক অবস্থা এবং আবেদন করার সময়ের বিচারে যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়ার জন্য বাছাই প্রক্রিয়া করা হয়।
Yuvashree Prakalpa - যুবশ্রী প্রকল্পের ভাতা কীভাবে পাবেন ?
পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করা বেকার এই কর্মপ্রার্থীরা এই প্রকল্পের টাকা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবে প্রতিমাসে।
Yuvashree Prakalpa Apply Online
WB Employment Bank | Yuvashree Prakalpa - যুবশ্রী প্রকল্প |
---|
Official Website | ক্লিক করুন |
Registration/Apply Link | ক্লিক করুন |
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Please do not share any spam link in the comment box