Speedy Current Affairs 6th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Speedy Current Affairs 6th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Speedy Current Affairs 6th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Speedy Current Affairs 6th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs


❏ দ্রোনাচার্য পুরস্কার প্রাপ্ত Cyrus Poncha কে এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হলো

❏ আজাদি কা অমৃত মহৎসবের একটি অংশ হিসেবে ঔষধি গাছের চারা বিতরনের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 'AYUSH AAPKE DWAR' ক্যাম্পেইন লঞ্চ করলো 

❏ দক্ষিণ চীন সাগরে 28 তম সিঙ্গাপুর-ইন্ডিয়া মেরিটাইম দ্বিপাক্ষিক অনুশীলন (SIMBEX) 2 - 4 সেপ্টেম্বর সম্পন্ন হলো 

❏ এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে প্লাস্টিকের সার্কুলার সিস্টেম প্রমোট করতে ভারত 'প্লাস্টিক্স প্যাক্ট' নামক নতুন একটি প্ল্যাটফর্ম লঞ্চ করলো 

❏ 24 তম ফিনান্সিয়াল স্টেবিলিটি এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল (FSDC) মিটিং এর সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 


Also Read:


❏ টোকিও প্যারাওলিম্পিক 2020 তে ভারত মোট 19 টি মেডেল (গোল্ড-5, সিলভার-8, ব্রোঞ্জ-6) জিতে 24 তম স্থানে ট্যুরনামেন্ট শেষ করলো 

❏ ডিজিটাল পেমেন্ট ইন্টারাক্টিভ জিওস্প্যাটিয়াল প্লাটফর্ম 'Pulse platform' লঞ্চ করলো PhonePe

❏ হলিউড অভিনেত্রী এঞ্জলিনা জোলি নতুন একটি বই প্রকাশ করতে চলেছেন যার শিরোনাম 'Know Your Rights and Claim Them : A Guide for Youth'

❏ ডাচ গ্রান্ড প্রিক্স 2021 জিতলেন নেদারল্যান্ডের রেডবুল চালক Max Verstappen

❏ প্রতি বছর 5 ই সেপ্টেম্বর 'International Day of Charity' পালিত হয়, এছাড়া এই দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবেও পালিত হয়


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.