PSC Current Affairs 2021 29th September - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
PSC Current Affairs 2021 29th September - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
❏ কেভিনকেয়ার CMD সি কে রঙ্গনাথন কে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট এসোসিয়েশন (AIMA) এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হলো
❏ অরুনাচল প্রদেশের ব্রহ্মপুত্র মালভূমিতে হিন্দু তীর্থস্থান ‘পরশুরাম কুন্ড’ এর তৈরির কাজ শুরু করল কেন্দ্রীয় সরকার
❏ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ব্যাঙ্কিং রেগুলেশন আইন লঙ্ঘনের জন্য RBL ব্যাঙ্কের উপর 2 কোটি টাকার ফাইন চাপালো
❏ Swachh Survekshan 2022 এর সপ্তম সংস্করণের সূচনা করলেন ইউনিয়ন হাউসিং এবং আরবান অ্যাফেয়ার্স মন্ত্রী হারদ্বীপ সিং পুরী
❏ জাপানের নতুন প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন দেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী Fumio Kishida
Also Read:
❏ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (PTI) এর চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হলেন আনন্দ বাজার গ্রুপ অফ পাবলিকেশনের ভাইস-চেয়ারম্যান অভীক সরকার
❏ ইউরোপ কে হারিয়ে 2021 রাইডার কাপ গল্ফ টুর্নামেন্ট জিতলো মার্কিন যুক্তরাষ্ট্র
❏ আসামের যুদিমা রাইস-ওয়াইন এবং রাজস্থানের সোজাত মেহেন্দি জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো
❏ প্রতিবছর 29 শে সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস পালন করা হয়, এ বছরের থিম – ‘Use Heart to Connect’
❏ ড: এম জি রামচন্দ্রন সেন্ট্রাল বা চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন 100 শতাংশ সৌর-শক্তি চালিত রেল স্টেশনে পরিনত হলো
Also Read:
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Please do not share any spam link in the comment box