অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রেমেন্দ্র মিত্র র জীবনী - Premendra Mitra Biography in Bengali

প্রেমেন্দ্র মিত্র র জীবনী - Premendra Mitra Biography in Bengali


প্রেমেন্দ্র মিত্রর জন্ম ও পারিবারিক পরিচয় - Birth And Family Of Premendra Mitra


প্রেমেন্দ্র মিত্র ১৯০৪ সালের ৪ সেপ্টেম্বর ভারতের উত্তর প্রদেশ রাজ্যে তাঁর পিতার কর্মস্থল বারাণসীতে জন্মগ্রহণ করেন ৷ তাঁর পৈতৃক নিবাস ছিল বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার রাজপুরে ৷ তিনি ছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরের সম্ভ্রান্ত মিত্র বংশের সন্তান ৷ তাঁর পিতার নাম জ্ঞানেন্দ্রনাথ মিত্র এবং তাঁর মাতার নাম সুহাসিনী দেবী ৷ খুব অল্প বয়সেই তিনি মাতৃহারা হন৷


প্রেমেন্দ্র মিত্রর সাহিত্যচর্চা - Literary Life Of Premendra Mitra


প্রেমেন্দ্র মিত্র এক সময় কলকাতার ২৮ নম্বর গোবিন্দ ঘোষাল লেনের মেসবাড়িতে বাস করতেন ৷ পরবর্তীকালে পড়াশোনার জন্য তিনি ঢাকাতে থাকতে শুরু করেন ৷ একবার ১৯২৩ খ্রীষ্টাব্দের নভেম্বর মাসে ঢাকা থেকে কলকাতায় ফিরে এসে ওই মেসবাড়ির ঘরের জানলার ফাঁকে একটি পোস্টকার্ড আবিষ্কার করেন । চিঠিটা পড়তে পড়তে তার মনে দুটো গল্প আসে । সেই রাতেই গল্পদুটো লিখে পরদিন পাঠিয়ে দেন জনপ্রিয় পত্রিকা প্রবাসীতে। 


Also Read: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর জীবনী


১৯২৪ সালের মার্চে প্রবাসীতে 'শুধু কেরানী' আর এপ্রিল মাসে 'গোপনচারিণী' প্রকাশিত হয়, যদিও সেখানে তার নাম উল্লেখ করা ছিল না। সেই বছরেই কল্লোল পত্রিকায় 'সংক্রান্তি' নামে একটি গল্প বেরোয়। এরপর তার মিছিল (1928) এবং পাঁক (১৯২৬) নামে দুটি উপন্যাস বেরোয়। পরের বছর বিজলী পত্রিকায় গদ্যছন্দে লেখেন 'আজ এই রাস্তার গান গাইব' কবিতাটি।


প্রেমেন্দ্র মিত্রের প্রথম কবিতার বই ‌'প্রথমা' প্রকাশিত হয় ১৯৩২ সালে। বৈপ্লবিক চেতনাসিক্ত মানবিকতা তার কবিতার প্রধান বৈশিষ্ট্য৷ প্রথম জীবনে তার ছোটোগল্পের তিনটি বই বেরোয় - 'পঞ্চশর', 'বেনামী বন্দর' আর 'পুতুল ও প্রতিমা'। মানুষের সম্পর্কের ভাঙ্গা গড়া, মনের জটিলতা, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ব্যথা বেদনার কথা প্রকাশে প্রেমেন্দ্র মিত্র ছিলেন স্বকীয়তায় অনন্য৷


Also Read: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী র জীবনী


প্রেমেন্দ্র মিত্রর কল্পবিজ্ঞান সাহিত্য 


প্রেমেন্দ্র মিত্র প্রথম বাঙালি সাহিত্যিক যিনি নিয়মিত কল্পবিজ্ঞান বা বিজ্ঞান-ভিত্তিক গল্প-উপন্যাস রচনায় মনোনিবেশ করেন। তার বিজ্ঞান সাহিত্য রচনার শুরু ১৯৩০ সালে। রামধনু পত্রিকায় ক্ষিতীন্দ্রনারায়ন ভট্টাচার্য তাকে ছোটদের জন্যে লিখতে অনুরোধ করলে 'পিঁপড়ে পুরান' কাহিনীটি লেখেন। এটিই তার প্রথম কল্পবিজ্ঞান রচনা[৫]। 'কুহকের দেশে' গল্পে তার কল্পবিজ্ঞান ও এডভেঞ্চার কাহিনীর নায়ক মামাবাবুর আত্মপ্রকাশ। ১৯৪৮ সালে 'ড্র্যাগনের নিঃশ্বাস' বের হলে মামাবাবু পাঠক মহলে জনপ্রিয় হন। তার রচিত কয়েকটি বিখ্যাত কল্পবিজ্ঞান গল্প ও উপন্যাসের নাম নিচে দেওয়া হল:


প্রেমেন্দ্র মিত্রর ছোটোগল্প


কালাপানির অতলে, দুঃস্বপ্নের দ্বীপ, যুদ্ধ কেন থামল, মানুষের প্রতিদ্বন্দ্বী, হিমালয়ের চূড়ায়, আকাশের আতঙ্ক, অবিশ্বাস্য, লাইট হাউসে  ইত্যাদি ।


প্রেমেন্দ্র মিত্রর বড়ো গল্প ও উপন্যাস


  • পিঁপড়ে পুরাণ
  • পাতালে পাঁচ বছর
  • ময়দানবের দ্বীপ
  • শুক্রে যারা গিয়েছিল
  • মনুদ্বাদশ
  • সূর্য যেখানে নীল

এছাড়া আকাশবাণীর উদ্যোগে লিখিত "সবুজ মানুষ" নামে একটি চার অধ্যায়ের বারোয়ারি কল্পবিজ্ঞান কাহিনির প্রথম অধ্যায় রচনা করেন প্রেমেন্দ্র মিত্র। অবশিষ্ট তিনটি অধ্যায় লিখেছিলেন অদ্রীশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী ও সত্যজিৎ রায়।


Also Read: আশাপূর্ণা দেবী র জীবনী


প্রেমেন্দ্র মিত্রর চলচ্চিত্র জগৎ


পথ বেঁধে দিল, রাজলক্ষ্মী (হিন্দি), নতুন খবর, চুপি চুপি আসে, কালোছায়া, কুয়াশা, হানাবাড়ী, তাঁর পরিচালিত ছবি। এছাড়াও তিনি বহু সিনেমার কাহিনীকার, চিত্রনাট্যকার ও উপদেষ্টা ছিলেন।


প্রেমেন্দ্র মিত্র প্রাপ্ত পুরস্কার ও সম্মান 


  • রবীন্দ্র পুরস্কার
  • আকাদেমি পুরস্কার
  • পদ্মশ্রী
  • দেশিকোত্তম


প্রেমেন্দ্র মিত্রর মৃত্যু - Death Of Premendra Mitra


কলকাতায় পাকস্থলীর ক্যান্সারের কারণে অসুস্থ হয়ে ৩ মে, ১৯৮৮ মারা যান। ভগ্নস্বাস্থ্যেও সৃষ্টিশীল ছিলেন ১৯৮৭ পর্যন্ত।


Also Read:

❏ প্রাবন্ধিক প্রমথ চৌধুরী

❏ ডাউনলোড বাংলা প্রতিবেদন রচনা

❏ অনুবাদ লিখন বাংলা থেকে ইংরাজি Pdf

❏ বাংলা সাহিত্যের MCQ প্রশ্নোত্তর Pdf

❏ বাংলা ও বিশ্ব সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্ঠা Pdf

❏ বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টা Pdf

❏ বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর Pdf

❏ বাংলা সাহিত্যের Mcq প্রশ্নোত্তর Pdf

❏ বাংলা গ্রামার Pdf

❏ কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায়

❏ কবি সাহিত্যিকদের ছদ্মনামের তালিকা Pdf

❏ বিভিন্ন বিষয়ের জনক

❏ বাংলা সাহিত্য কর্মের প্রধান চরিত্র Pdf

❏ গুরত্বপূর্ণ বাংলা বই ও তার লেখক Pdf

❏ একই নামে ভিন্নধর্মী গ্রন্থ ও লেখক Pdf

❏ পুরষ্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর Pdf



❏ বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা PDF

❏ কবি সাহিত্যিক এর ছদ্মনাম এর তালিকা

❏ বিখ্যাত কবিদের উপাধি

❏ প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর

❏ বিখ্যাত বাংলা সাহিত্যিক ও তাদের রচনা

❏ Bengali to English Translation writing Pdf

❏ পত্র লিখন ইংরেজি ও বাংলা Pdf




Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.