New Current Affairs 2nd September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
New Current Affairs 2nd September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
❏ ভারতীয় সেনাবাহিনী রাশিয়াতে অনুষ্ঠিত হতে চলা বহু দেশীয় 'ZAPAD 2021' সামরিক অনুশীলনে অংশগ্রহণ করতে চলেছে
❏ রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্কের পরিবর্তন করে ওরাং ন্যাশনাল পার্ক রাখতে চলেছে অসম রাজ্য সরকার
❏ IRS অফিসার JB Mahapatra কে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো
❏ Big Boss বিজেতা বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুকলা হৃদরোগে আক্রান্ত হয়ে সম্প্রতি প্রয়াত হলেন
❏ পয়েন্ট অফ সেল (PoS) বিজনেসের জন্য Axis ব্যাংক BharatPe এর সাথে জোটবদ্ধ হলো
Also Read:
❏ প্রতিবছর 2 রা সেপ্টেম্বর বিশ্ব নারকেল দিবস (World Coconut Day) পালিত হয়, এ বছরের থিম - Building a Safe Inclusive Resilient and Sustainable Coconut Community Amid COVID-19 Pandemic & Beyond
❏ রামন ম্যাগসেসে আওয়ার্ড 2021 জিতলেন পাকিস্তানের মুহাম্মদ আমজাদ সাকিব, ফিলিপিন্সের রবার্ট ব্যালন, আমেরিকার স্টিভেন মুন্সি , এছাড়া ইন্দোনেশিয়ান প্রোডাকশন হাউস WatchDoc এই পুরস্কার জিতলো
❏ BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) দেশ গুলির এগ্রিকালচারাল এক্সপার্ট দের নিয়ে অষ্টম মিটিং হোস্ট করলো ভারত, মিটিং এর সভাপতিত্ব করলেন ত্রিলোচন মহাপাত্র
❏ কেন্দ্রীয় AYUSH মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল সম্প্রতি 'Y - Break' যোগা প্রোটোকল মোবাইল এপ্লিকেশন লঞ্চ করলেন
❏ বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) এর ডিরেক্টর জেনারেল পদে পঙ্কজ কুমার সিং কে নিযুক্ত করা হলো, এছাড়া সঞ্জয় অরোরা কে ITBP এর ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব দেওয়া হলো
Also Read:
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Please do not share any spam link in the comment box