Kolkata Eastern Command Signal Regiment Group-D Recruitment - কলকাতা ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট গ্ৰুপ-ডি পদে কর্মী নিয়োগ

Kolkata Eastern Command Signal Regiment Group-D Recruitment: ভারত সরকারের ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট -এ  গ্ৰুপ- ডি পদে Kolkata Eastern Command Signal Regiment Group- D Recruitment 2021 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। কলকাতা ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট গ্ৰুপ-ডি পদে কর্মী নিয়োগ 2021 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।



Kolkata Eastern Command Signal Regiment Group-D Recruitment - কলকাতা ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট গ্ৰুপ-ডি পদে কর্মী নিয়োগ




Kolkata Eastern Command Signal Regiment Group- D Recruitment 2021

কলকাতা ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট গ্ৰুপ-ডি Vacancies 2021

Gksolves চাকরির খবর

চাকরির বিবরণ

  • পদের নাম: গ্ৰুপ- ডি
  • চাকুরির স্থান: কলকাতা ফোর্ট উইলিয়াম
  • শূন্যপদ সংখ্যা: 09
  • আবেদন পদ্ধতি: অফলাইন
  • নির্বাচন প্রক্রিয়া: লিখিত পরীক্ষার এবং প্রাক্টিক্যাল টেস্ট


      গুরুত্বপূর্ণ তারিখ

      • আবেদন শেষ: বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে
      • পরীক্ষার তারিখ: শীঘ্রই আসছে
      • এডমিট প্রকাশের তারিখ: পরীক্ষার 10 দিন আগে

            আবেদন ফি

            • জেনারেল/ ওবিসি: 100
            • এসসি / এসটি / P.W.D. & Ex-serviceman: 100


            [ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করুন]

                বয়স সীমা (01-01-2021 অনুযায়ী)

                • সর্বনিম্ন বয়স: 18 Years
                • সর্বোচ্চ বয়স: 25 Years

                [সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য]

                আপনার বয়স জানতে- এখানে ক্লিক করুন

                  যোগ্যতা

                  • পদের নাম- ওয়াশারম্যান
                  • শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


                  • পদের নাম- বারবার।
                  • শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


                  • পদের নাম- সুইপার
                  • শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সাফাইওলার কাজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


                  • পদের নাম- মেসেঞ্জার
                  • শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা এবং কম্পিউটারে টাইপিং টেস্ট এর যথেষ্ট দক্ষতা থাকতে হবে।


                  • পদের নাম- কুক।
                  • শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে কুক নিয়ে অন্ততপক্ষে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


                  শূন্যপদের বিবরণ

                  পদের নাম

                  মোট

                  মেসেঞ্জার, সুইপার, বারবার, ওয়াশারম্যান, কুক

                  09

                  প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন

                  গুরুত্বপূর্ণ লিঙ্ক

                  আবেদনের লিঙ্ক

                  ক্লিক করুন

                  অফিসিয়াল নোটিশ

                  ক্লিক করুন

                  অফিসিয়াল ওয়েবসাইট

                  ক্লিক করুন


                  Kolkata Eastern Command Signal Regiment Group-D Recruitment - কলকাতা ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট গ্ৰুপ-ডি পদে কর্মী নিয়োগ




                  Kolkata Eastern Command Signal Regiment Group-D Recruitment - কলকাতা ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট গ্ৰুপ-ডি পদে কর্মী নিয়োগ



                  Kolkata Eastern Command Signal Regiment Group-D Recruitment পদে পরীক্ষার বয়স সীমা (01/09/2021 অনুযায়ী)


                  • সাধারণ (General) প্রার্থী: 18 থেকে 25 বছর
                  • ওবিসি (OBC) প্রার্থী: 18 থেকে 28 বছর
                  • এসসি/এসটি (SC/ST ) প্রার্থী: 18 থেকে 30 বছর


                  কলকাতা ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট গ্ৰুপ-ডি পদে পরীক্ষার আবেদন ফি


                  • সাধারণ (আন-রিজার্ভ): 100/-
                  • এসসি/এসটি: 100/


                  [ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করুন]


                  Kolkata Eastern Command Signal Regiment Group-D Recruitment পদে বেতন (প্রতি মাসে)


                  • মূল বেতন: 18,000- 56,900/-
                  • HRA: 3852/-
                  • ডিএ: 963/-
                  • মেডিকেল: 500/-


                  কলকাতা ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট গ্ৰুপ-ডি পদে নির্বাচন প্রক্রিয়া


                  • লিখিত পরীক্ষা
                  • প্রাক্টিক্যাল টেস্ট

                  ভারত সরকারের ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট -এ বিভিন্ন গ্ৰুপ- ডি পদে পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ



                  • আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে
                  • পরীক্ষার তারিখ: পরে আপডেট 
                  • প্রবেশপত্র ডাউনলোডের তারিখ: পরীক্ষার তারিখের 10 দিন আগে।


                  ভারত সরকারের ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট গ্ৰুপ- ডি পদে চাকরির জন্য আবেদনপত্র পাঠানোর ঠিকানা


                  আবেদনপত্র পাঠানোর ঠিকানা- 


                  Commanding officer, ECSR, Fort William, Kolkata- 700021


                  Kolkata Eastern Command Signal Regiment Group-D Recruitment পদে পরীক্ষার আবেদন পদ্ধতি:


                  • অফলাইনে এর মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থী তার আবেদনপত্রের সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট সেল্ফ অ্যাটেস্টেড করে নিম্নোক্ত ঠিকানায় নর্মাল পোস্ট অথবা স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে বর্তমান ৫ কপি সেল্ফ অ্যাটেস্টেড করা ফটো লাগবে।


                    [বি: দ্র: পরীক্ষা হলে অবশ্যই স্বচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ইত্যাদি) বহন করুন]



                    Others Important Link

                    Syllabus Link: Click Here

                    Question Paper Link: Click Here

                    Admit Card Link: Click Here

                    Result Link: Click Here

                    Latest Job: Click Here

                    Age Calculator: Click Here

                    Post a Comment

                    0 Comments
                    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.