Current Affairs In Bengali Language 19th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
Current Affairs In Bengali Language 19th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
❏ পর্যটন শিল্প কে প্রমোট করতে মিনিস্ট্রি অফ ট্যুরিজম ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম করপোরেশন (IRCTC) এর সাথে চুক্তি স্বাক্ষর করলো
❏ নীতি আয়োগের অটল ইনোভেশন মিশন, ISRO এবং CBSE জোটবদ্ধ হয়ে দেশের সমস্ত স্কুল ছাত্র/ছাত্রীদের জন্য ATL 'স্পেস চ্যালেঞ্জ 2021' লঞ্চ করলো
❏ 18 তম ASEAN ইন্ডিয়া ইকোনমিক মিনিস্টার্স কন্সাল্টেশন এর সহ-সভাপতিত্ব করলেন কমার্স এবং ইন্ডাস্ট্রি প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল
❏ SVAMITVA স্কিম বাস্তবায়ন মনিটরিং এর জন্য SVAMITVA ড্যাশবোর্ড লঞ্চ করলেন পঞ্চায়েতী রাজ মন্ত্রী গিরিরাজ সিং
❏ গ্রাহকদের দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দিতে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে 51 টি স্টারলিংক ব্র্যডব্যান্ড স্যাটেলাইট লঞ্চ করলো SpaceX সংস্থা
Also Read:
❏ অলিম্পিকে দুবারের স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ ইউক্রেনের Yuriy Sedykh সম্প্রতি প্রয়াত হলেন
❏ অসম সরকার, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার (SIDBI) সাথে জোটবদ্ধ হয়ে স্টার্ট আপ প্রমোটের জন্য ইনোভেশন ফান্ড লঞ্চ করলো
❏ প্রাক্তন তামিলনাড়ু অধিনায়ক শ্রীধরণ শরৎ কে BCCI জুনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো
❏ দ্বিতীয়বারের জন্য এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন পঙ্কজ আদবানী
❏ কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন প্রকাশ বাস্তব, আগে এই পদে ছিলেন রাজেশ বিন্দাল যাকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত করা হলো
Also Read:
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Please do not share any spam link in the comment box