Current Affairs 2021 In Bengali 12th September - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Current Affairs 2021 In Bengali 12th September - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Current Affairs 2021 In Bengali 12th September - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Current Affairs 2021 In Bengali 12th September - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs


❏ উদয় ভাটিয়া নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম - 'Bullets Over Bombay : Satya and the Hindi Film Gangster'

❏ অন্ধ্রপ্রদেশ রাজ্যসরকার প্রাক্তন SBI চেয়ারপারসন রাজনিশ কুমার কে রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা পদে নিযুক্ত করলো 

❏ বায়ুদূষণ নিয়ন্ত্রনের জন্য কেন্দ্রীয়  পরিবেশ মন্ত্রী ভুপেন্দর যাদব 'PRANA (Portal for Regulation of Air pollution in Non-Attainment Cities)' পোর্টাল লঞ্চ করলেন 

❏ বিশ্বের সর্বোচ্চ সংখ্যক গোলদাতা হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তার মোট গোল সংখ্যা 111 টি

❏ টাটা AIA লাইফ ইন্সুরেন্স এর ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া কে নিযুক্ত করা হলো 


Also Read:


❏ MSME সেক্টর কে ক্রেডিট সাপোর্ট দেওয়ার জন্য HDFC ব্যাংক ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (NSIC) এর সাথে চুক্তি স্বাক্ষর করলো 

❏ 'Women's Prize for Fiction 2021' পুরস্কার জিতলেন লেখিকা Susanna Clarke, তাঁর লেখা উপন্যাসের নাম - 'Piranesi' 

❏ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই প্রথমবার উচ্চ পর্যায়ের 2+2 ফরেন এবং ডিফেন্স মিনিস্টারিয়াল ডায়ালগ সম্পন্ন হলো 

❏ Adobe ইন্ডিয়ার ভাইস-প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে প্রতিভা মহাপাত্র কে নিযুক্ত করা হলো 

❏ ন্যাশনাল রেস্টুরেন্ট এসোসিয়েশন অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট পদে কবির সুরি কে নিযুক্ত করা হলো


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.