Bengali Current Affairs 13th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Bengali Current Affairs 13th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Bengali Current Affairs 13th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Bengali Current Affairs 13th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs


❏ 2021 ইউএস ওপেন পুরুষ বিভাগে জিতলেন Daniil Medvedev, মহিলা বিভাগে জিতলেন Emma Raducanu

❏ গুজরাটের আহমেদাবাদে সর্দারধাম ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

❏ ফার্ন গাছের গুরুত্ব বোঝাতে এবং ফার্ন প্রজাতি সংরক্ষণের জন্য খোলা আকাশের নিচে ভারতের বৃহত্তম ফার্ন চাষের বাগান উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডের রানিক্ষেতে

❏ হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, DRDO এবং NTRO এর মিলিত ভাবে তৈরি ভারতের প্রথম লং-রেঞ্জ নিউক্লিয়ার মিসাইল ট্র্যাকিং জাহাজ 'INS Dhruv' লঞ্চ করা হলো 

❏ ওয়েব সার্ভিস সংস্থা Yahoo, Jim Lanzone কে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো


Also Read:


❏ ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অথরাইজেশন সেন্টার (In-SPACe) এর চেয়ারপারসন পদে প্রাক্তন মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা ম্যানেজিং ডিরেক্টর পবন কুমার গোয়েনকা কে নিযুক্ত করা হলো

❏ ইতালিয়ান গ্রান্ড প্রিক্স 2021 খেতাব জিতলেন ফর্মুলা ওয়ান চালক Daniel Ricciardo

❏ বিজয় রূপানির পদত্যাগের পর গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন ভুপেন্দ্র প্যাটেল

❏ গান্ধী স্মৃতি এবং দর্শন সমিতি (GSDS) এর ভাইস-চেয়ারম্যান হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল কে নিযুক্ত করা হলো 

❏ নেপালের সৈন্যবাহিনীর প্রধান হিসাবে জেনারেল প্রভু রাম শর্মা কে নিযুক্ত করা হলো


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.