Banking Current Affairs 31st August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
Banking Current Affairs 31st August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
❏ প্রখ্যাত ক্রিকেটার এবং কোচ Vasoo Paranjape সম্প্রতি প্রয়াত হলেন, এছাড়া প্রয়াত হলেন সাহিত্য জগতের অন্যতম নক্ষত্র বুদ্ধদেব গুহ
❏ প্রাক্তন SBI চেয়ারম্যান রাজনিশ কুমার কে HSBC (হংকং ইং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন) এশিয়ার ইনডিপেনডেন্ট ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো
❏ প্রথম ভারতীয় হিসেবে টোকিও প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল জিতলেন শ্যুটার অভনি লেখারা, এছাড়া জ্যাভেলিন নিক্ষেপে সুমিত আন্তিল সোনা জিতলেন , এছাড়া বিনোদ কুমারের ব্রোঞ্জ মেডেল টি বাতিল করলো অলিম্পিক কতৃপক্ষ
❏ IRDAI ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম PhonePe কে ইন্সুরেন্স ব্রকিং লাইসেন্স প্রদান করলো
❏ গ্রাহকদের মধ্যে ডিজিটাল পেমেন্ট এর ব্যাপারে সচেতনতা বাড়াতে RuPay সংস্থা #FollowPaymentDistancing ক্যাম্পেইন লঞ্চ করলো
Also Read:
❏ সম্প্রতি ভারতীয় অল-রাউন্ডার ক্রিকেটার স্ট্যুয়ার্ট বিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন
❏ PFRDA ন্যাশনাল পেনশন সিস্টেমের সর্বোচ্চ বয়সসীমা 65 থেকে বাড়িয়ে 70 বছর করলো
❏ নতুন দিল্লি তে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু 'Amrit Mahotsav With Khadi' নামক কুইজ কনটেস্ট লঞ্চ করতে চলেছেন
❏ বেকার যুবক-যুবতীদের স্কিল বৃদ্ধির জন্য পাঞ্জাব রাজ্য সরকার 'Mera Kaam Mera Maan' স্কিম লঞ্চ করলো
❏ ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব নিলেন অমিত ব্যানার্জী
Also Read:
Please do not share any spam link in the comment box